ভোগনগর ইউনিয়ন
অবয়ব
ভোগনগর ইউনিয়ন | |
---|---|
ইউনিয়ন | |
৮ নং ভোগনগর ইউনিয়ন পরিষদ | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | রংপুর বিভাগ |
জেলা | দিনাজপুর জেলা |
উপজেলা | বীরগঞ্জ উপজেলা |
আয়তন | |
• মোট | ১০২.৬৭ বর্গকিমি (৩৯.৬৪ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ২৯,৭৪৬ |
• জনঘনত্ব | ২৯০/বর্গকিমি (৭৫০/বর্গমাইল) |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
ভোগনগর ইউনিয়ন বাংলাদেশের রংপুর বিভাগের দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন পরিষদ।[১][২] এটি ১০২.৬৭ কিমি২ (৩৯.৬৪ বর্গমাইল) এলাকা জুড়ে অবস্থিত এবং ২০১১ সালের আদমশুমারীর হিসাব অনুযায়ী এখানকার জনসংখ্যা ছিল প্রায় ২৯,৭৪৬ জন। ইউনিয়নটিতে মোট গ্রামের সংখ্যা ২৩টি ও মৌজার সংখ্যা ২৩টি।[৩]
ভোগনগর ইউনিয়নে মোট ২৩টি গ্রাম রয়েছে গ্রামসমূহ নিম্নে উল্লেখ করা হলোঃ-
১। "মাছবোয়াল" ২। গোপালপুর ৩। ভোগনগর ৪। এলাইগাঁও ৫। ভাবকী ৬। বিজয়পুর ৭। কালাপুকুর ৮। জিয়াখুড়ী ৯। কৃষ্ণপুর ১০। সিংড়া ১১। চাউলিয়া ১২। নন্দগাঁও ১৩। ডালাগ্রাম ১৪। নওগাঁও ১৫। চকমোহনপুর ১৬। রুহিলা ১৭। পুন্ডুরী ১৮। বড়কালা ১৯। ডালাগাঁও ২০। ভোলানাথপুর ২১। গান্ডারা ২২। নর্ত্তডাঙ্গী ২৩। রতিনাথপুর।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "ভোগনগর ইউনিয়ন"। জাতীয় তথ্য বাতায়ন। সংগ্রহের তারিখ ২০২০-০২-১৬।
- ↑ "Union Parishad List"। Local Government Engineering Department (LGED)। ৫ আগস্ট ২০১২। ৫ আগস্ট ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ জুলাই ২০১৯।
- ↑ "বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)"। সংগ্রহের তারিখ ২০২০-০২-১৬।