বিষয়বস্তুতে চলুন

ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার

বাংলাদেশ-এর ২২তম মন্ত্রিসভা
গঠনের তারিখ৮ আগস্ট ২০২৪
ব্যক্তি ও সংস্থা
রাষ্ট্রপ্রধানসভাপতি মোহাম্মদ সাহাবুদ্দিন
সরকারপ্রধানপ্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস
মন্ত্রী সংখ্যা১৭
মন্ত্রী বাতিল
(মৃত্যু/পদত্যাগ/বরখাস্ত)
মোট মন্ত্রী সংখ্যা১৭
সদস্য দলঅন্তর্বর্তীকালীন সরকার
ইতিহাস
পূর্বতনশেখ হাসিনার পঞ্চম মন্ত্রিসভা

ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার হলো ২০২৪ সালের কোটা সংস্কার আন্দোলনের পরিপেক্ষিতে সৃষ্ট অসহযোগ আন্দোলনের ফলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর সংগঠিত বাংলাদেশের অন্তর্বর্তীকালীন অস্থায়ী সরকার ব্যবস্থা। এই ব্যবস্থা ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশের রাষ্ট্রপতিবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন সমন্বয়ক এবং সেনাবাহিনী প্রধান দ্বারা নিশ্চিত করা হয়।[][][] এবং ৮ আগস্ট শপথ গ্রহণের মাধ্যমে মুহাম্মদ ইউনুসকে অন্তর্বতীকালীন সরকারের প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়।[][][][] রাষ্ট্রপতি ৬ আগস্ট সংসদ বিলুপ্ত ঘোষণার পর অন্তর্বর্তীকালীন সরকার আগামী পার্লামেন্ট নির্বাচন না হওয়া পর্যন্ত দায়িত্ব পালন করবেন।

সরকারের উপদেষ্টাগণ

[সম্পাদনা]

২০২৪ সালের ৮ আগষ্ট শপথগ্রহণের মাধ্যমে মুহাম্মদ ইউনুসকে অন্তর্বতীকালীন সরকারের প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়। নতুন এই সরকারে ১৭ জন উপদেষ্টা রয়েছেন, যাদের মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুইজন সমন্বয়কও রয়েছেন।[][]

নিম্নোক্ত ব্যক্তিদেরও সরকারে অন্তর্ভুক্ত করা হয়েছিল।[১০][১১][১২][১৩]

নাম চিত্র পদ দায়িত্বাধীন মন্ত্রণালয় পরিচিতি
মুহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা উপদেষ্টার কার্যালয়,
মন্ত্রিপরিষদ বিভাগ,
প্রতিরক্ষা মন্ত্রণালয়,
সশস্ত্র বাহিনী বিভাগ,
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়,
শিক্ষা মন্ত্রণালয়,
জনপ্রশাসন মন্ত্রণালয়,
রেলপথ মন্ত্রণালয়,
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়,
কৃষি মন্ত্রণালয়,
বস্ত্র ও পাট মন্ত্রণালয়,
ভূমি মন্ত্রণালয়,
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়,
খাদ্য মন্ত্রণালয়,
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়,
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়,
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়,
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়,
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়,
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়,
বাণিজ্য মন্ত্রণালয়,
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়,
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়,
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়,
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়,
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়,
পানি সম্পদ মন্ত্রণালয়
সামজিক উদ্যোক্তা, সমাজসেবক ও নোবেল পুরস্কার বিজয়ী এবং গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা
সালেহউদ্দিন আহমেদ উপদেষ্টা অর্থ মন্ত্রণালয়; পরিকল্পনা মন্ত্রণালয় সাবেক গভর্নর, বাংলাদেশ ব্যাংক
আসিফ নজরুল উপদেষ্টা আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক ও অধ্যাপক এবং লেখক
আদিলুর রহমান খান উপদেষ্টা শিল্প মন্ত্রণালয় সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও মানবাধিকার সংগঠন অধিকারের প্রতিষ্ঠাতা সম্পাদক
হাসান আরিফ উপদেষ্টা স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সাবেক অ্যাটর্নি জেনারেল ও তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা
তৌহিদ হোসেন উপদেষ্টা পররাষ্ট্র মন্ত্রণালয় সাবেক পররাষ্ট্র সচিব
সৈয়দা রিজওয়ানা হাসান উপদেষ্টা পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় আইনজীবী ও পরিবেশকর্মী এবং বেলার প্রধান নির্বাহী
শারমিন মুরশিদ উপদেষ্টা সমাজকল্যাণ মন্ত্রণালয় বাংলাদেশী আন্দোলনকর্মী ও ব্রটির প্রধান নির্বাহী কর্মকর্তা
এম. সাখাওয়াত হোসেন উপদেষ্টা স্বরাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সাবেক ব্রিগেডিয়ার জেনারেল, সাবেক নির্বাচন কমিশনার
আ ফ ম খালিদ হোসেন উপদেষ্টা ধর্ম বিষয়ক মন্ত্রণালয় লেখক ও গবেষক এবং‌ নায়েবে আমীর হেফাজতে ইসলাম বাংলাদেশ
ফরিদা আখতার উপদেষ্টা মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় অর্থনীতিবিদ ও প্রতিষ্ঠাতা নির্বাহী, উবিনীগ
নুরজাহান বেগম উপদেষ্টা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় গ্রামীণ ব্যাংকের সাবেক ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক
বিধান রঞ্জন রায় উপদেষ্টা অদ্যাবধি উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করেনি সাবেক পরিচালক, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতাল
ফারুক-ই-আজম উপদেষ্টা অদ্যাবধি উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করেনি বীর প্রতীক পদকপ্রাপ্ত মুক্তিযোদ্ধা
সুপ্রদীপ চাকমা উপদেষ্টা অদ্যাবধি উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করেনি সাবেক রাষ্ট্রদূত ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান
মো. নাহিদ ইসলাম উপদেষ্টা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সমন্বয়ক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
আসিফ মাহমুদ উপদেষ্টা যুব ও ক্রীড়া মন্ত্রণালয়

প্রতিক্রিয়া

[সম্পাদনা]

অভ্যন্তরীণ

[সম্পাদনা]
  • অন্তর্বর্তীকালীন সরকারকে পরামর্শ দেওয়ার প্রস্তাব গ্রহণ করা ড. ইউনূসের মনোনয়নকে ছাত্র আন্দোলনের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা সমর্থন করেন।[১৪]
  • বিদায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে এ সরকারকে অসাংবিধানিক আখ্যা দিয়ে বলেন,

    আমরা দ্রুত গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা চাই। বর্তমানে এই সরকার সম্পূর্ণ অসাংবিধানিক। ক্ষুদ্র সংখ্যালঘু জনগোষ্ঠীর দ্বারা নির্বাচিত সরকারের কোনো বিধান নেই, কারণ বাংলাদেশের জনসংখ্যা ১৭ কোটি, এবং ২০,০০০ থেকে ৫০,০০০ বিক্ষোভকারী একটি ক্ষুদ্র সংখ্যালঘু। এই সরকারের জন্য কেউ ভোট দেয়নি। সুতরাং, তারা আইন-শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠা করতে পারবে কিনা, তা এখনও দেখা বাকি।... ক্ষমতা দখল করা এক বিষয়; কিন্তু শাসন করা সম্পূর্ণ ভিন্ন। তাদের জনগণের সমর্থন নেই। কে তাদের কথা শুনবে? বর্তমানে বাংলাদেশে দুটি প্রধান রাজনৈতিক দল রয়েছে। আপনি যাই করুন না কেন, যদি আপনি ১৭ কোটি মানুষের সাথে গণতন্ত্র চান... আমাদের ১০ কোটি সমর্থক রয়েছে। তারা এই সরকারের জন্য ভোট দেয়নি বা সমর্থন করেনি। সুতরাং তাদের সমর্থন ছাড়া, আপনি কিভাবে শাসন করবেন? আমি অপেক্ষা করছি যে কে এই সরকারের কথা শুনবে। ক্ষমতায় বসানো এক বিষয়, কিন্তু জনগণের সমর্থন পাওয়া সম্পূর্ণ ভিন্ন।

আন্তর্জাতিক

[সম্পাদনা]
  • ভারত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে শপথ নেওয়ার পর ইউনূসকে অভিনন্দন জানান। মোদি বলেন, "আমরা হিন্দু ও অন্যান্য সমস্ত সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করে স্বাভাবিক অবস্থায় দ্রুত ফিরে আসার আশা করি"।[১৬]
  • মালদ্বীপ মালদ্বীপের রাষ্ট্রপতি মোহাম্মদ মুইজ্জু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে নিয়োগ পাওয়ায় ড. ইউনূসকে অভিনন্দন জানান। তিনি তার নেতৃত্বে বাংলাদেশের জনগণের ঐক্য, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।[১৭]
  • পাকিস্তান পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বাংলাদেশকে একটি সৌহার্দ্যপূর্ণ ও সমৃদ্ধ ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যেতে ইউনূসের সার্বিক সাফল্য কামনা করি। তিনি পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে সহযোগিতা গভীর করতে তার সাথে কাজ করার অপেক্ষায় রয়েছেন।[১৯]
  • মার্কিন যুক্তরাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, "সাম্প্রতিক সহিংসতা বন্ধে ড. ইউনূসের আহ্বানকে আমরা স্বাগত জানাচ্ছি। অন্তর্বর্তীকালীন সরকার ও ড. ইউনূস বাংলাদেশের জনগণের জন্য একটি গণতান্ত্রিক ভবিষ্যৎ তৈরি করতে চায়। তাই আমরা অন্তর্বর্তীকালীন সরকার ও ড. ইউনূসের সঙ্গে কাজ করতে প্রস্তুত রয়েছি।"[২০]

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "কোটা আন্দোলন: সরকারের রূপরেখা দিবো, অন্য কোন সরকার মানবো না- নাহিদ ইসলাম"BBC News বাংলা। ২০২৪-০৮-০৫। সংগ্রহের তারিখ ২০২৪-০৮-০৮ 
  2. bdnews24.com। "সংসদ ভেঙে তিন মাসে নির্বাচন: রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক শেষে ফখরুল"সংসদ ভেঙে তিন মাসে নির্বাচন: রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক শেষে ফখরুল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-০৮-০৮ 
  3. "কোটা আন্দোলন: সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ- জামান ব্রিফিং এ যা যা বললেন"BBC News বাংলা। ২০২৪-০৮-০৫। সংগ্রহের তারিখ ২০২৪-০৮-০৮ 
  4. "Bangladesh army announces interim government after PM Sheikh Hasina flees"Al Jazeera (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-০৮-০৬ 
  5. "Who's Who In Bangladesh's New Interim Govt As Ex-PM Sheikh Hasina Flees Restive Nation?"News18 (ইংরেজি ভাষায়)। ২০২৪-০৮-০৫। সংগ্রহের তারিখ ২০২৪-০৮-০৬ 
  6. PTI (২০২৪-০৮-০৬)। "Bangladesh President says interim govt to be formed after dissolving parliament, orders release of ex-premier Khaleda Zia"news.abplive.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-০৮-০৬ 
  7. Newsroom (২০২৪-০৮-০৫)। "Bangladesh: PM Sheikh Hasina resigned - president to form an interim government"Modern Diplomacy (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-০৮-০৬ 
  8. "অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হলেন যারা"বিবিসি বাংলা। ৮ আগস্ট ২০২৪। সংগ্রহের তারিখ ৮ আগস্ট ২০২৪ 
  9. প্রতিবেদক, নিজস্ব। "ড. মুহাম্মদ ইউনূসকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান করার সিদ্ধান্ত"প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০২৪-০৮-০৬ 
  10. "Who's Who In Bangladesh's New Interim Govt As Ex-PM Sheikh Hasina Flees Restive Nation?"News18 (ইংরেজি ভাষায়)। ২০২৪-০৮-০৫। সংগ্রহের তারিখ ২০২৪-০৮-০৬ 
  11. "Coordinators of anti-discrimination movement going to Bangabhaban"RTV News। ৭ আগস্ট ২০২৪। 
  12. আলম, মো রাশেদুল। "অন্তর্বর্তী সরকারের সম্ভাব্য উপদেষ্টা যাঁরা"Prothomalo। সংগ্রহের তারিখ ২০২৪-০৮-০৮ 
  13. "Who are the possible faces of the interim government of Bangladesh?"The Business Standard (ইংরেজি ভাষায়)। ২০২৪-০৮-০৮। সংগ্রহের তারিখ ২০২৪-০৮-০৮ 
  14. "ড. ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তী সরকার গঠনের সিদ্ধান্ত"banglanews24.com। ৬ আগস্ট ২০২৪। সংগ্রহের তারিখ ৮ আগস্ট ২০২৪ 
  15. "Bangladesh unrest: Sheikh Hasina's son accuses foreign intelligence, claims protests were instigated"ANI News (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-০৮-১০ 
  16. "ড. ইউনূসকে শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি"যমুনা টিভি। ৮ আগস্ট ২০২৪। সংগ্রহের তারিখ ৮ আগস্ট ২০২৪ 
  17. https://x.com/MMuizzu/status/1821574751070085165
  18. https://x.com/EmineErdogan/status/1821583218396836115
  19. https://x.com/CMShehbaz/status/1821756753622516042
  20. এএফপি। "অন্তর্বর্তীকালীন সরকারকে স্বাগত জানাল যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন"Prothomalo। সংগ্রহের তারিখ ২০২৪-০৮-০৯ 
  21. https://x.com/anwaribrahim/status/1821883256511590885
  22. https://x.com/DutchMFA/status/1821916519930196260
  23. https://x.com/melaniejoly/status/1822002436535676948