বিষয়বস্তুতে চলুন

অসহযোগ আন্দোলন (২০২৪)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
অসহযোগ আন্দোলন
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে সাধারণ জনতার উল্লাস
তারিখ৪ আগস্ট – ৫ আগস্ট
অবস্থান
কারণ
লক্ষ্যশেখ হাসিনা এবং তার মন্ত্রিসভার পদত্যাগ
পদ্ধতি
অবস্থাচলমান
পক্ষ
নেতৃত্ব দানকারী
হতাহত ও ক্ষয়ক্ষতি
মৃত্যু: ৮৬ জন আন্দোলনকারী[৩][৪]
আহত: অন্তত ২০০ জন আন্দোলনকারী[৫]
মৃত্যু: ১৪ জন পুলিশ[৪]
আহত: অন্তত ৩০০ জন পুলিশ[৬]
মৃত্যু: ১ জন সাংবাদিক[৭]

অসহযোগ আন্দোলন হলো ২০২৪-এ বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনের পরিপ্রেক্ষিতে সৃষ্টি হওয়া বাংলাদেশের সরকার বিরোধী একটি আন্দোলন। এই আন্দোলনে আন্দোলনকারীদের পক্ষ থেকে বাংলাদেশের আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের পদত্যাগ দাবি করা হয়।[৮] ৩ আগস্ট ২০২৪ সালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কারীরা পদত্যাগের এক দফা দাবি ঘোষণা করেন,[৯][১০] এজন্য একে এক দফা আন্দোলন নামেও ডাকা হয়ে থাকে।

পটভূমি

২০২৪-এ বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনের সময় শিক্ষার্থীদের হয়রানি, গণ-গ্ৰেফতার, আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে শিক্ষার্থীর মৃত্যু ও হাজার হাজার ছাত্র-জনতা আহত হওয়ার প্রেক্ষিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সরকারের কাছে নয় দফা দাবি পেশ করে।[১১] উক্ত দাবিগুলো না মেনে গ্ৰেফতার ও আন্দোলনে বলপ্রয়োগ অব্যহত রাখায় বাংলাদেশের জাতীয় শহীদ মিনারে এক দফা দাবির ঘোষণা দেওয়া হয়।

অসহযোগ কর্মসূচি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ৩ আগষ্টে অনির্দিষ্টকালের জন্য সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দেয়। কেন্দ্রীয় শহীদ মিনারে দেয়া হয় অসহযোগ আন্দোলনের রূপরেখা। রূপরেখাগুলো ছিল:

  • কেউ কোনো ধরনের ট্যাক্স বা খাজনা প্রদান করবেন না।
  • বিদ্যুৎ বিল, গ্যাস বিল, পানির বিলসহ কোনো ধরনের বিল পরিশোধ করবেন না।
  • সকল ধরনের সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, অফিস আদালত ও কল কারখানা বন্ধ থাকবে। আপনারা কেউ অফিসে যাবেন না, মাস শেষে বেতন তুলবেন।
  • শিক্ষা প্রতিষ্ঠানসমূহের কার্যক্রম বন্ধ থাকবে।
  • প্রবাসীরা ব্যাংকিং চ্যানেলে কোনো ধরনের রেমিটেন্স দেশে পাঠাবেন না।
  • সকল ধরনের সরকারি সভা, সেমিনার, আয়োজন বর্জন করবেন।
  • বন্দরের কর্মীরা কাজে যোগ দেবেন না। কোনো ধরনের পণ্য খালাস করবেন না।
  • দেশের কোনো কলকারখানা চলবে না, গার্মেন্টকর্মী ভাই বোনেরা কাজে যাবেন না।
  • গণপরিবহন বন্ধ থাকবে, শ্রমিকরা কেউ কাজে যাবেন না।
  • জরুরি ব্যক্তিগত লেনদেনের জন্য প্রতি সপ্তাহের রোববারে ব্যাংকগুলো খোলা থাকবে।
  • পুলিশ সদস্যরা রুটিন ডিউটি ব্যতীত কোনো ধরনের প্রটোকল ডিউটি, রায়ট ডিউটি ও প্রটেস্ট ডিউটিতে যাবেন না। শুধু থানা পুলিশ নিয়মিত থানার রুটিন ওয়ার্ক করবে।
  • দেশ থেকে যেন একটি টাকাও পাচার না হয়, সকল অফশোর ট্রানজেকশন বন্ধ থাকবে।
  • বিজিবি ও নৌবাহিনী ব্যতীত অন্যান্য বাহিনী সেনানিবাসের বাইরে ডিউটি পালন করবে না। বিজিবি ও নৌবাহিনী ব্যারাক ও কোস্টাল এলাকায় থাকবে।
  • আমলারা সচিবালয়ে যাবেন না, ডিসি বা উপজেলা কর্মকর্তারা নিজ নিজ কার্যালয়ে যাবেন না।
  • বিলাস দ্রব্যের দোকান, শো রুম, বিপণিবিতান, হোটেল, মোটেল, রেস্টুরেন্ট বন্ধ থাকবে। তবে হাসপাতাল, ফার্মেসি, ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম পরিবহন, অ্যাম্বুলেন্স সেবা, ফায়ার সার্ভিস, গণমাধ্যম, নিত্যপ্রয়োজনীয় দ্রব্য পরিবহন, জরুরি ইন্টারনেট সেবা, জরুরি ত্রাণ সহায়তা এবং এই খাতে কর্তব্যরত কর্মকর্তা-কর্মচারী পরিবহন সেবা চালু থাকবে। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দোকান বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত খোলা থাকবে।[১২]

ঘটনাপ্রবাহ

৪ আগস্ট

অসহযোগ আন্দোলন ঘিরে এদিন অনেক জেলায় পাল্টাপাল্টি ধাওয়া, সংঘর্ষ এবং গোলাগুলির ঘটনা ঘটে, এতে ৯৮ জন সাধারন মানুষ ও পুলিশ নিহত হয়। লক্ষ্মীপুরে বিক্ষোভকারীদের সঙ্গে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় গুলিবিদ্ধ হয়ে নিহত হয় এক কলেজছাত্র। আহত হয় অর্ধশতাধিক মানুষ। বেলা ১১টার দিকে জেলা শহরের উত্তর তেমুহনী থেকে ঝুমুর পর্যন্ত এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। এছাড়াও সারা দেশের মধ্যে সংঘর্ষে সিরাজগঞ্জে পুলিশের ১৩ সদস্যসহ ২২ জন, রাজধানীতে ১১, ফেনীতে ৮[১৩], লক্ষ্মীপুরে ৮, নরসিংদীতে ৬, সিলেটে ৫, কিশোরগঞ্জে ৫, বগুড়ায় ৫, মাগুরায় ৪, রংপুরে ৪, পাবনায় ৩, মুন্সিগঞ্জে ৩[১৪], কুমিল্লায় পুলিশের সদস্যসহ ৩, শেরপুরে ৩[১৫], জয়পুরহাটে ২, ভোলায় ১, হবিগঞ্জে ১, ঢাকার কেরানীগঞ্জে ১, সাভারে ১, বরিশালে ১ জন, কক্সবাজারে ১, গাজীপুরের শ্রীপুরে ১ জন নিহত হয়েছেন।।[১৬]

পুলিশ সদর দপ্তর থেকে এক বার্তায় জানানো হয়, ছাত্র আন্দোলনের ডাকা সর্বাত্মক আন্দোলন ঘিরে ৪ আগষ্ট দেশের বিভিন্ন জায়গায় ২৭টি থানা-ফাঁড়ি, পুলিশ সুপারের কার্যালয়, রেঞ্জ অফিসে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এসব ঘটনায় তিন শতাধিক পুলিশ সদস্য আহত হয়েছেন।[১৭]

ত্রিমুখী সংঘর্ষে প্রথম দিনেই রণক্ষেত্রে পরিণত হয়েছে নীলফামারী। ভাংচুর করা হয়েছে নীলফামারী-২ আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূরের বাড়ী। এতে আহত হয় অন্তত ১২জন। [১৮]

অসহযোগ আন্দোলন ঘিরে সৃষ্ট সহিংসতা এড়াতে জনপ্রশাসন মন্ত্রণালয় তিন দিনের (৫,৬ ও ৭ আগস্ট) দেশব্যাপী সাধারণ ছুটি ঘোষণা করেছে। সাধারণ ছুটিকালীন সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিসগুলো বন্ধ থাকবে। তবে জরুরি পরিষেবা যেমন বিদ্যুৎ, পানি, গ্যাস, অন্যান্য জ্বালানি, ফায়ার সার্ভিস ও বন্দরগুলোর কার্যক্রম, পরিচ্ছন্নতা, টেলিফোন, ইন্টারনেট, ডাকসেবা এবং এ-সংশ্লিষ্ট কাজে নিয়োজিত যানবাহন ও কর্মীরা এই ছুটির আওতার বাইরে থাকবেন।[১৯] এছাড়া ঢাকাসহ সব বিভাগীয় সদর, সিটি করপোরেশন, পৌরসভা, শিল্পাঞ্চল, জেলা ও উপজেলা সদরের জন্য সন্ধ্যা ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করা হয়।[২০]

সুপ্রিম কোর্টের পৃথক তিনটি বিজ্ঞপ্তিতে এদিন জানানো হয় সান্ধ্য আইন (কারফিউ) চলাকালে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারিক কার্যক্রম ও আপিল বিভাগের সব দপ্তর ও শাখা বন্ধ থাকবে। তবে প্রধান বিচারপতি জরুরি বিষয়ে প্রয়োজন সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করবেন। একই সঙ্গে বর্তমান পরিস্থিতিতে ৫ আগস্ট থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত হাইকোর্ট বিভাগ ও দেশের সব অধস্তন আদালত বা ট্রাইব্যুনালের বিচারিক ও দাপ্তরিক কার্যক্রম বন্ধ থাকবে।[২১]

সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে নিয়ে অবিলম্বে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রস্তাব ‘রূপান্তরের রূপরেখা’ দেয় বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক। প্রস্তাব অনুসারে, এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে শেখ হাসিনা সরকার পদত্যাগ করবে।[২২] এদিন গান বাংলার দপ্তরে হামলা চালানো হয়।

৫ আগস্ট

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মার্চ টু ঢাকা কর্মসূচির তারিখ পরিবর্তন করে ৬ আগস্টের পরিবর্তে ৫ আগষ্ট সোমবার এ কর্মসূচি পালনের ঘোষণা দেয় ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ। এতে সারা দেশ থেকে আন্দোলনকারীদের ঢাকায় আসার আহ্বান জানানো হয়।[২৩]

ফলাফল

শেখ হাসিনার পদত্যাগ

রাষ্ট্রপতির কাছে পদত্যাগ পত্র জমা দিয়ে সকালে বাংলাদেশ ছাড়েন শেখ হাসিনা।[২৪] তার বোন শেখ রেহানার সাথে বিমানবাহিনীর হেলিকপ্টারে দেশত্যাগ করেন। হেলিকপ্টারটি উড়িয়ে নিয়ে গিয়েছেন এয়ার কমোডর আব্বাস, যিনি ১০১ স্কোয়াড্রনের সদস্য।[২৫] শেখ হাসিনা যাওয়ার আগে একটি ভাষণ রেকর্ড করে যেতে চেয়েছিলেন, তবে তিনি সে সুযোগ পাননি।[২৬] ঐ হেলিকপ্টারটি ভারতের আগরতলায় অবতরণ করে। সেখান থেকে ভারতীয় বিমানে শেখ হাসিনা দিল্লির উপকণ্ঠে উত্তর প্রদেশের গাজিয়াবাদের কাছে হিন্দন বিমানঘাঁটিতে পৌঁছান। শেখ হাসিনা যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয় চান।

কলকাতা থেকে আনন্দবাজার পত্রিকা দাবি করে, সেনাবাহিনী এবং দিল্লির সঙ্গে আলোচনার সাপেক্ষে বাংলাদেশ সেনাবাহিনীর তরফে প্রধানমন্ত্রী হাসিনাকে ৪৫ মিনিট সময় দেওয়া হয়েছিল প্রধানমন্ত্রী এর পদ থেকে পদত্যাগ জন্য। তার পরেই শেখ হাসিনা পদত্যাগ করেছেন[২৭]

সহিংসতা

শেখ হাসিনার পদত্যাগের পর প্রধানমন্ত্রীর কার্যালয়, গণভবনসংসদ ভবনে অসংখ্য মানুষ ঢুকে পড়েন। তারা গণভবন ও সংসদ ভবন লুট করেন। বেলা ৪টায় আওয়ামী লীগের ঢাকা জেলা কার্যালয়ে আগুন দেন আন্দোলনকারীরা।[২৮][২৯] প্রধান বিচারপতি বাসভবনে হামলা করে বিক্ষোভকারীরা। এরপর বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে আগুন দেয় বিক্ষোভকারীরা। এদিন একাত্তর টিভি, সময় টিভি, এটিএন বাংলামাই টিভির কার্যালয় হামলা করা হয়।[৩০] আসাদুজ্জামান খান কামালের ধানমন্ডির বাসায় ভাঙচুর। [৩১]সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কয়েক শত ব্যক্তি আকস্মিকভাবে পুলিশ সদরদপ্তরে হামলা চালায়।[৩২] ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সন্ধ্যা ৬টা হতে ৬ ঘণ্টার জন্য বন্ধ করে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। রাজধানী গুলিস্তানে পুলিশ সদর দপ্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এ সময় দুটি ভবনে আগুন দেওয়ার ঘটনাও ঘটে।[৩৩] রাজধানীর গুলশানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার বাড়ি এবং সাবেক অর্থ মন্ত্রী লোটাস কামাল টাওয়ার ভবনে আগুন দিয়েছে উত্তেজিত জনতা।[৩৪] রাজধানীর গুলশান ২ নম্বরের ৭১ নম্বর সড়কে অবস্থিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের বাসায় হামলা ও অগ্নিসংযোগ করেছে উত্তাল জনতা। এসময় বাসার সামনে থাকা দুটি গাড়িতে আগুন দেয় বিক্ষুব্ধ জনতা।[৩৫]

ঢাকা ছাড়াও বাংলাদেশে অন্যান্য জেলাতেও আওয়াম লীগের নেতা-কর্মীদের বাসা-বাড়ি, কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ ঘটনা ঘটে:

  • নওগাঁয় আওয়ামী লীগ কার্যালয়, খাদ্যমন্ত্রী ও এমপির বাসায় হামলা, অগ্নিসংযোগ।[৩৬][৩৭] [৩৮]
  • বগুড়ায় আওয়ামী লীগ নেতা, আওয়াম লীগ কার্যালয়ে আগুন।[৩৯] বগুড়ায় যুবলীগের দুই নেতাকে কুপিয়ে হত্যা[৪০]
  • প্রতিমন্ত্রী পলক ও এমপি শিমুলের বাড়িতে বিক্ষুব্ধ জনতার আগুন[৪১][৪২]
  • যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারের মালিকানাধীন পাঁচ তারকা হোটেল জাবির ইন্টারন্যাশনালে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে বিজয়মিছিলে থাকা বিক্ষুব্ধ জনতা। ওই ঘটনায় ১৮ জনের মৃত্যু হয়।[৪৩][৪৪][৪৫]
  • কয়রায় ছাত্র-জনতার আনন্দমিছিল থেকে ভাঙচুর, গুলিতে আহত ১০[৪৬]
  • সাভারে আন্দোলনকারীদের উপর পুলিশ গুলি করলে ৯ জনের মৃত্যু হয়। এ ঘটনায় সাংবাদিকসহ গুলিবিদ্ধ অবস্থায় অর্ধশতাধিক লোক বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেয়।[৪৭]
  • গাজীপুরে আনসার একাডেমিতে হামলা, গুলিতে নিহত ২।[৪৮] গাজীপুরে বিজিবির গাড়ি অবরোধ-গুলি, এক বিজিবি সদস্যসহ নিহত ৬।[৪৯]
  • কসবায় আইনমন্ত্রীর বাড়িতে হামলা, ভাঙচুর ও আগুন[৫০]
  • নড়াইলে হুইপ নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফিসহ আওয়ামী লীগের নেতাদের বাড়িতে অগ্নিসংযোগ। কমপক্ষে ৩০ জন আহত হয়, যার মদ্ধে সাধারণ মানুষ, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী রয়েছে।[৫১][৫২]
  • হবিগঞ্জের বানিয়াচং থানা ঘেরাও করে আগুন জ্বালিয়ে দেয় বিক্ষুব্ধ লোকজন। এতে পুলিশের গুলিতে প্রাণ হারায় ৮ জন। আহত হয় পুলিশসহ দেড় শতাধিক।[৫৩][৫৪][৫৫][৫৬]
  • রাজশাহীর নগর ভবন, পুলিশ সদর দপ্তর, থানাসহ আ.লীগের একাধিক কার্যালয়ে আগুন[৫৭]
  • শামীম-সেলিম ওসমানের বাড়িতে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগ[৫৮]
  • দিনাজপুরে মেয়রের বাসা থেকে ২ যুবকের লাশ উদ্ধার।[৫৯]
  • সাঁথিয়ায় আওয়ামী লীগ কার্যালয়, বেড়ায় ডেপুটি স্পিকারের বাসায় অগ্নিসংযোগ[৬০]
  • মাগুরায় সাবেক দুই এমপির বাড়ি ও অনেক প্রতিষ্ঠানে হামলা[৬১]
  • শেরপুর কারাগারে ছাত্র-জনতার ভাঙচুর-আগুন, সব বন্দী পালিয়েছেন।[৬২][৬৩][৬৪][৬৫]
  • কিশোরগঞ্জে সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বাসায় ভাঙচুর-লুটপাট।[৬৬] কিশোরগঞ্জ শহরে আন্দোলনকারীদের সঙ্গে আওয়ামী লীগ নেতাকর্মীর সংঘর্ষে এক নারীসহ পাঁচজন নিহত হয়েছেন।সংঘর্ষে সাংবাদিকসহ শতাধিক মানুষ আহত হয়েছেন। [৬৭]
  • চুয়াডাঙ্গায় যুবলীগ নেতার বাড়িতে আগুন, চারটি লাশ উদ্ধার।[৬৮][৬৯] চুয়াডাঙ্গার মোমিনপুর ইউপির সাবেক চেয়ারম্যান কৃষক লীগ নেতা গোলাম ফারুক জোয়ার্দ্দারকে (৫৫) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।[৭০]
  • পঞ্চগড়ে আওয়ামী লীগ নেতাদের বাড়িঘরে হামলা, আহত অন্তত ২০।[৭১]
  • ঝিনাইদহে সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম হিরণসহ অন্তত ৫ জন নিহত হয়েছেন।।[৭২][৭৩]
  • ভৈরবে যুব ও ক্রীড়ামন্ত্রী এবং বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপনের বাসভবনে, আওয়ামী লীগের কার্যালয়ে ভাঙচুর।[৭৪]
  • কুষ্টিয়ায় পুলিশের গুলিতে শিশুসহ ছয়জন নিহত, শতাধিক গুলিবিদ্ধ।[৭৫]
  • চট্টগ্রামে সাত থানায় আগুন, ভাঙচুর।[৭৬]
  • মানিকগঞ্জে গুলিতে কলেজছাত্র নিহত, থানা ভাঙচুর।[৭৭][৭৮]
  • চাঁদপুরে পুলিশ কর্মকর্তা, পুলিশ কনস্টেবল, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সেলিম ও তার ছেলে চিত্র নায়ক শান্ত খানসহ ৫জন হত্যার শিকার হয়েছেন।[৭৯][৮০]
  • সাতক্ষীরা জেলা কারাগারে হামলা, তালা ভেঙে সব বন্দীকে নিয়ে গেলেন বিক্ষুব্ধ জনতা।[৮১][৮২]
  • কক্সবাজারে আ.লীগ কার্যালয়, দুই সংসদ সদস্যের হোটেলে ও থানায় ভাঙচুর-হামলা।[৮৩]
  • বরিশালে সাবেক মেয়র সাদিকের বাড়িতে আগুন, ৩ পোড়া লাশ উদ্ধার।[৮৪][৮৫][৮৬]
  • মাদারীপুরে শাজাহান খান ও বাহাউদ্দিন নাছিমের বাসভবনে হামলা–লুটপাট।[৮৭]
  • শ্রীমঙ্গলে বিজয় মিছিলে পুলিশের গুলিতে আহত শতাধিক।[৮৮] কৃষিমন্ত্রী উপাধ্যক্ষ ড. আব্দুস শহীদের শ্রীমঙ্গল বাসভবনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।[৮৯]
  • কয়রায় নিজ বাড়ি থেকে উপ‌জেলা চেয়ারম্যানের পোড়া মর‌দেহ উদ্ধার।[৯০]
  • নাটোরে এমপি শফিকুলের পুড়ে যাওয়া বাড়ি থেকে তিনজনের মৃতদেহ উদ্ধার। নাটোরে সংসদ সদস্য মো. শফিকুল ইসলাম শিমুলের বাসভবন জান্নাতি প্যালেস থেকে আগুনে পোড়া চারজনের লাশ উদ্ধার করা হয়েছে।[৯১][৯২][৯৩]
  • ঝালকাঠিতে আমুর বাড়িতে অগ্নিসংযোগ।[৯৪]
  • বরগুনায় শম্ভুর বাসায় আগুন, ল’ চেম্বার ভাঙচুর।[৯৫]
  • আমুর বাসভবনে আগুন নেভাতে গিয়ে মিলল ৫ কোটি টাকা।[৯৬][৯৭]
  • লালমনিরহাট জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাখোয়াত হোসেন সুমন খানের জেলা শহরের থানা রোড (কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন) এলাকার বাসা থেকে ৬ জনের দগ্ধ লাশ উদ্ধার করা হয়েছে। দু’টি কঙ্কাল উদ্ধার হয়েছে। জেলা শহরের মুজিব সড়কের বাসায় উদ্ধার কঙ্কাল দু’টির একটি জানপুরের ছাত্রলীগ কর্মী শাহিন আহম্মেদের। অপরজনের পরিচয় পাওয়া যায়নি।[৯৮][৯৯][১০০][১০১][১০২]
  • সিলেটে পুলিশ সুপারের কার্যালয়ে আগুন।[১০৩] সিলেট সিটি করপোরেশনের মেয়র ও আওয়ামী লীগ নেতা আনোয়ারুজ্জামান চৌধুরীর বাসভবনে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।[১০৪] সিলেটের কোতোয়ালি থানায় লুট করেছে দুর্বৃত্তরা।[১০৫]
  • লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের সঙ্গে আওয়ামী লীগের সংঘর্ষ ও গোলাগুলির ঘটনায় ১২ জন মারা গেছে। নিহতদের মধ্যে আটজন ছাত্রলীগ-যুবলীগের সদস্য এবং চারজন আন্দোলনকারী।[১০৬] লক্ষ্মীপুরে যুবলীগনেতাসহ নিহত ৩। [১০৭]
  • ব্রাহ্মণবাড়িয়ায় আ. লীগ কার্যালয় ভাঙচুর, আহত ১৭।[১০৮]
  • সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় হামলা এবং সিরাজগঞ্জ-২ আসনের এমপি জান্নাত আরা হেনরীর বাসায় অগ্নিসংযোগের ঘটনায় দুই পুলিশ সদস্যসের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ২৯ জনে।[১০৯]
  • সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় ভাঙচুর করেছে দুর্বৃত্তরা।[১১০] সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা সদরে সংখ্যালঘু সম্প্রদায়ের এবং আওয়ামীলীগ নেতা-কর্মীদের বাসা-বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাংচুর ও লুটপাট করেছে দূর্বৃত্তরা। এমন ঘটনা ঘটেছে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়েও। [১১১]
  • পাবনায় বিভিন্ন স্থাপনায় হামলা-আগুন।[১১২]
  • কুষ্টিয়ায় সংঘর্ষে নিহত ৫, আহত ২ শতাধিক।[১১৩]
  • পটুয়াখালীতে যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা।[১১৪]
  • গাজীপুরের টঙ্গীতে যুবলীগ নেতাকে পিটিয়ে হত্যা।[১১৫] গাজীপুরের শ্রীপুরে বিজিবির সদস্য বহনকারী দুই গাড়িতে আগুন, ৬ জন নিহত ও অর্ধশতাধিক গুলিবিদ্ধ হন।[১১৬][১১৭]
  • ওবায়দুল কাদেরের বাড়িতে ভাঙচুর-অগ্নিসংযোগ।[১১৮] নোয়াখালীর সোনাইমুড়ী ও চাটখিল থানায় হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ সময় সোনাইমুড়ি থানা পুলিশ হামলাকারীদের ওপর গুলি ছুড়লে সংঘর্ষ আরও তীব্র হয়। এতে সোনাইমুড়ি থানার চার পুলিশসহ সাতজন নিহত হয়েছেন। [১১৯][১২০]
  • ফেনী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারীর বাড়িতে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করে উত্তেজিত জনতা।[১২১]
  • ময়মনসিংহের ভালুকায় আ.লীগের অফিস ভাঙচুর।[১২২]

ধর্মীয় সংখ্যালঘুদের উপর হামলা

৫ আগস্টে চট্টগ্রাম, নেত্রকোনা, ফেনীসহ ৩০টি জেলায় সংখ্যালঘু হিন্দুদের মন্দির ও অবকাঠামোয় হামলা চালানো হয়। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের দাবি করে বিক্ষোভকারীরা এর জন্য দায়ী।[১২৩][১২৪] পঞ্চগড়ে আহমদিয়া সম্প্রদায়ের উপর হামলা চালিয়ে তাদের বাড়ি পোড়ানো হয়।[১২৫] দিনাজপুরে হিন্দুদের ৪০ দোকানপাটে ভাঙচুর–লুটপাট করা হয়।[১২৬]

ইন্টারনেট বিভ্রাট

কোটা সংস্কার আন্দোলনের এক সময় ১৮ জুলাই রাতে ইন্টারনেট বন্ধ হয়ে যায়। কিছুদিন পর ২৩ জুলাই ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ সীমিত পরিসরে ফেরে। সর্বাত্মক অসহযোগ আন্দোলন ঘিরে ৪ আগস্ট সকালে দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ ও সংঘাত-সংঘর্ষ শুরু হলে আবারও দুপুর ১২টার দিক থেকে সরকারের নির্দেশে মোবাইল অপারেটররা দেশজুড়ে ফোর-জি নেটওয়ার্ক সেবা বন্ধ রাখে।[১২৭] ৫ আগস্ট ব্রডব্যান্ড ইন্টারনেট বেলা ২টা পর্যন্ত বন্ধ রাখা হয়।[১২৮]

প্রতিক্রিয়া

অভ্যন্তরীণ

সরকারকে পদত্যাগ করে ‘জাতীয় বিপর্যয়’ থেকে দেশকে রক্ষা করার আহ্বান জানায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি)।[১২৯]

বাংলাদেশের বাইরে

আরও দেখুন

তথ্যসূত্র

  1. "মোবাইল ইন্টারনেট বন্ধের নির্দেশ"banglanews24.com। ২০২৪-০৮-০৪। ২০২৪-০৮-০৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৪-০৮-০৪ 
  2. প্রতিবেদক, বিশেষ (৪ আগস্ট ২০২৪)। "আজ সন্ধ্যা ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য কারফিউ"দৈনিক প্রথম আলো। ৪ আগস্ট ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ আগস্ট ২০২৪ 
  3. "More than 20 killed as Bangladesh protesters renew call for Hasina to quit"Aljazeera। ৪ আগস্ট ২০২৪। 
  4. "Non-cooperation movement: 32 killed in firing, clashes in 13 districts"Prothom Alo। ৪ আগস্ট ২০২৪। ৪ আগস্ট ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ আগস্ট ২০২৪ 
  5. "সারা দেশে সংঘর্ষ-গুলি, পুলিশসহ নিহত ৯৫"বাংলা ট্রিবিউন। ৪ আগস্ট ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ আগষ্ট ২০২৪ 
  6. "সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় হামলা, ১৩ পুলিশ সদস্য নিহত"দ্য ডেইলি স্টার। ৪ আগষ্ট ২০২৪। ৪ আগস্ট ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ আগষ্ট ২০২৪ 
  7. "এক সাংবাদিক নিহত, আহত অন্তত ২৩"প্রথম আলো। ৪ আগষ্ট ২০২৪। ৪ আগস্ট ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ আগষ্ট ২০২৪ 
  8. "শহীদ মিনার থেকে এক দফা ঘোষণা"মানবজমিন। ৩ আগস্ট ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ আগস্ট ২০২৪ 
  9. "It's now one point"the daily star (ইংরেজি ভাষায়)। ৩ আগস্ট ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ আগস্ট ২০২৪ 
  10. "One Point Demand' announced from Central Shaheed Minar"bonik barta (ইংরেজি ভাষায়)। ৩ আগস্ট ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ আগস্ট ২০২৪ 
  11. দিগন্ত, Daily Nayadiganta-নয়া। "৯ দফা দাবি আদায়ে নতুন কর্মসূচি ঘোষণা"Daily Nayadiganta (নয়া দিগন্ত) : Most Popular Bangla Newspaper। ২০২৪-০৮-০৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৪-০৮-০৩ 
  12. "সর্বাত্মক অসহযোগ আন্দোলন শুরু"মানবজমিন। ৪ আগস্ট ২০২৪। সংগ্রহের তারিখ ৪ আগস্ট ২০২৪ 
  13. "ফেনীতে ছাত্র-জনতার ওপর আওয়ামী লীগের গুলি, নিহত ৮" 
  14. "মুন্সীগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সঙ্গে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ও তাদের অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুজন গুলিবিদ্ধ হয়ে নিহত ও অর্ধশতাধিক আহত হয়েছেন" 
  15. "শেরপুরে সংঘর্ষে নিহত ৩" 
  16. "সংঘাত–সংঘর্ষ গুলি, সারা দেশে পুলিশ সদস্যসহ নিহত ৯৮"Prothomalo। ২০২৪-০৮-০৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৪-০৮-০৪ 
  17. "২৭ থানা-ফাঁড়িতে হামলা, ১৪ পুলিশ সদস্য নিহত, আহত তিন শতাধিক"Prothomalo। ২০২৪-০৮-০৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৪-০৮-০৪ 
  18. "অসহযোগ আন্দোলনে উত্তাল নীলফামারী: আহত ১২" 
  19. "আগামীকাল থেকে টানা তিন দিন সাধারণ ছুটি"প্রথম আলো। ৪ আগষ্ট ২০২৪। ৪ আগস্ট ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ আগষ্ট ২০২৪ 
  20. প্রতিবেদক, বিশেষ (২০২৪-০৮-০৪)। "আজ সন্ধ্যা ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য কারফিউ"। ২০২৪-০৮-০৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৪-০৮-০৪ 
  21. "সব আদালতের বিচারিক কার্যক্রম বন্ধ ঘোষণা"প্রথম আলো। ৪ আগষ্ট ২০২৪। ৪ আগস্ট ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ আগষ্ট ২০২৪ 
  22. "অন্তর্বর্তীকালীন সরকার গঠনসহ গণতান্ত্রিক রূপান্তরের ৫ দফা প্রস্তাব বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের"প্রথম আলো। ৪ আগষ্ট ২০২৪। ৪ আগস্ট ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ আগষ্ট ২০২৪ 
  23. "বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের 'মার্চ টু ঢাকা' কর্মসূচি সোমবার"প্রথম আলো। ৪ আগষ্ট ২০২৪। ৪ আগস্ট ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ আগষ্ট ২০২৪ 
  24. "পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা"দৈনিক বণিক বার্তা। ৫ আগষ্ট ২০২৪। সংগ্রহের তারিখ ৪ আগষ্ট ২০২৪ 
  25. bdnews24.com। "আগরতলা থেকে দিল্লির পথে শেখ হাসিনা"বিডিনিউজ২৪.কম (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-০৮-০৬ 
  26. প্রতিবেদক, কালবেলা। "দুদিন চেয়েছিলেন শেখ হাসিনা বেঁধে দেওয়া হয় ৪৫ মিনিট | কালবেলা"কালবেলা। সংগ্রহের তারিখ ২০২৪-০৮-০৬ 
  27. "ইস্তফা দিয়ে বোনের সঙ্গে বাংলাদেশ ছাড়লেন শেখ হাসিনা, কপ্টারে 'নিরাপদ' আশ্রয়ের উদ্দেশে"আনন্দবাজার পত্রিকা]। ৫ আগষ্ট ২০২৪। 
  28. "আওয়ামী লীগের ধানমণ্ডি ও ঢাকা জেলা কার্যালয়ে আগুন"এনটিভি]। ৫ আগষ্ট ২০২৪। 
  29. "শেখ হাসিনার ধানমন্ডি কার্যালয়ে অগ্নিসংযোগ, ছাত্র-জনতার উল্লাস" 
  30. "প্রধান বিচারপতির বাসভবন ভাঙচুর"RTV Online। সংগ্রহের তারিখ ২০২৪-০৮-০৬ 
  31. "আসাদুজ্জামান খান কামালের ধানমন্ডির বাসায় ভাঙচুর" 
  32. প্রতিবেদকঢাকা, নিজস্ব। "শেখ হাসিনার পদত্যাগ: ২০ থানাসহ পুলিশ সদর দপ্তরে হামলা, ভাঙচুর"Prothomalo। সংগ্রহের তারিখ ২০২৪-০৮-০৬ 
  33. "পুলিশ সদর দপ্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে আগুন" 
  34. "গুলশানে শেখ রেহানার বাসায় আগুন, মালামাল লুট" 
  35. "সালমান এফ রহমানের বাসায় হামলা, দুই গাড়িতে আগুন" 
  36. "নওগাঁয় আওয়ামী লীগ কার্যালয়, খাদ্যমন্ত্রী ও এমপির বাসায় হামলা, অগ্নিসংযোগ"প্রথম আলো। ৫ আগস্ট ২০২৪। 
  37. "নওগাঁয় সাধন চন্দ্র মজুমদারের বাড়িতে আগুন" 
  38. "খাদ্যমন্ত্রীর বাড়িতে ভাঙচুর-আগুন" 
  39. "বগুড়ায় থানায় হামলা, আওয়ামী লীগ কার্যালয়ে আগুন"প্রথম আলো। ৫ আগস্ট ২০২৪। 
  40. "বগুড়ায় যুবলীগের দুই নেতাকে কুপিয়ে হত্যা" 
  41. "প্রতিমন্ত্রী পলক ও এমপি শিমুলের বাড়িতে বিক্ষুব্ধ জনতার আগুন"প্রথম আলো। ৫ আগস্ট ২০২৪। 
  42. "জুনাইদ আহমেদ পলকের বাসায় ভাঙচুর, মালামাল লুট" 
  43. "যশোরে শাহীন চাকলাদারের হোটেলে ভাঙচুর–আগুন, ৬ জনের মৃত্যু"প্রথম আলো। ৫ আগস্ট ২০২৪। 
  44. "যশোরে শাহীন চাকলাদারের পাঁচ তারকা হোটেলে আগুন, নিহত ১৮" 
  45. "যশোরে শাহীন চাকলাদারের হোটেলে অগ্নিসংযোগ, নিহত ১৩" 
  46. "কয়রায় ছাত্র-জনতার আনন্দমিছিল থেকে ভাঙচুর, গুলিতে আহত ১০"প্রথম আলো। ৫ আগস্ট ২০২৪। 
  47. "সাভারে-আশুলিয়ায় গুলিতে নিহত ৯" 
  48. "গাজীপুরে আনসার একাডেমিতে হামলা, গুলিতে নিহত দুই"প্রথম আলো। ৫ আগস্ট ২০২৪। 
  49. "গাজীপুরে বিজিবির গাড়ি অবরোধ-গুলি, এক বিজিবি সদস্যসহ নিহত ৬" 
  50. "কসবায় আইনমন্ত্রীর বাড়িতে হামলা, ভাঙচুর ও আগুন"প্রথম আলো। ৫ আগস্ট ২০২৪। 
  51. "নড়াইলে হুইপ মাশরাফিসহ আওয়ামী লীগের নেতাদের বাড়িতে অগ্নিসংযোগ"প্রথম আলো। ৫ আগস্ট ২০২৪। 
  52. "মাশরাফিসহ নড়াইলে অন্তত ২৫ নেতাকর্মীর বাড়িতে ভাঙচুর-আগুন" 
  53. "হবিগঞ্জের বানিয়াচংয়ে পুলিশের গুলিতে নিহত ৬, থানা ঘেরাও করে আগুন"প্রথম আলো। ৫ আগস্ট ২০২৪। 
  54. "হবিগঞ্জে সংঘর্ষে নিহত ৭, আহত শতাধিক" 
  55. "বানিয়াচংয়ে থানায় আগুন, গুলিতে নিহত ৬" 
  56. "হবিগঞ্জে সংঘর্ষে নিহত বেড়ে ৮" 
  57. "রাজশাহীর নগর ভবন, পুলিশ সদর দপ্তর, থানাসহ আ.লীগের একাধিক কার্যালয়ে আগুন"প্রথম আলো। ৫ আগস্ট ২০২৪। 
  58. "শামীম-সেলিম ওসমানের বাড়িতে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগ"প্রথম আলো। ৫ আগস্ট ২০২৪। 
  59. "দিনাজপুরে মেয়রের বাসা থেকে ২ যুবকের লাশ উদ্ধার" 
  60. "সাঁথিয়ায় আওয়ামী লীগ কার্যালয়, বেড়ায় ডেপুটি স্পিকারের বাসায় অগ্নিসংযোগ"প্রথম আলো। ৫ আগস্ট ২০২৪। 
  61. "মাগুরায় সাবেক দুই এমপির বাড়ি ও অনেক প্রতিষ্ঠানে হামলা"প্রথম আলো। ৫ আগস্ট ২০২৪। 
  62. "শেরপুর কারাগারে ছাত্র-জনতার ভাঙচুর-আগুন, সব বন্দী পালিয়েছেন"প্রথম আলো। ৫ আগস্ট ২০২৪। 
  63. "শেরপুর কারাগারে হামলা, পালালো ৫২৮ আসামি" 
  64. "শেরপুর জেলা কারাগারে হামলা, পালালো সব বন্দি" 
  65. "শেরপুর ও সাতক্ষীরা কারাগারে ছাত্র-জনতার ভাঙচুর, পালিয়েছেন সব বন্দি" 
  66. "কিশোরগঞ্জে সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বাসায় ভাঙচুর-লুটপাট"প্রথম আলো। ৫ আগস্ট ২০২৪। 
  67. "আন্দোলনকারীদের মিছিলে আ.লীগের ধাওয়া-সংঘর্ষ" 
  68. "চুয়াডাঙ্গায় যুবলীগ নেতার বাড়িতে আগুন, চারটি লাশ উদ্ধার"প্রথম আলো। ৫ আগস্ট ২০২৪। 
  69. "চুয়াডাঙ্গায় যুবলীগ নেতার বাড়িতে আগুন, নিহত ৪" 
  70. "চুয়াডাঙ্গায় সাবেক চেয়ারম্যান গোলাম ফারুককে হত্যা" 
  71. "পঞ্চগড়ে আওয়ামী লীগ নেতাদের বাড়িঘরে হামলা, আহত অন্তত ২০"প্রথম আলো। ৫ আগস্ট ২০২৪। 
  72. "ঝিনাইদহে জনতার হামলা-আগুনে ইউপি চেয়ারম্যানসহ নিহত ৪"প্রথম আলো। ৫ আগস্ট ২০২৪। 
  73. "ঝিনাইদহে আ. লীগ নেতাসহ নিহত ৫" 
  74. "ভৈরবে মন্ত্রী পাপনের বাসভবনে, আওয়ামী লীগের কার্যালয়ে ভাঙচুর"প্রথম আলো। ৫ আগস্ট ২০২৪। 
  75. "কুষ্টিয়ায় পুলিশের গুলিতে শিশুসহ ছয়জন নিহত, শতাধিক গুলিবিদ্ধ"প্রথম আলো। ৫ আগস্ট ২০২৪। 
  76. "চট্টগ্রামে সাত থানায় আগুন, ভাঙচুর"প্রথম আলো। ৫ আগস্ট ২০২৪। 
  77. "মানিকগঞ্জে গুলিতে কলেজছাত্র নিহত, থানা ভাঙচুর"প্রথম আলো। ৫ আগস্ট ২০২৪। 
  78. "মানিকগঞ্জের শিবালয়ে নৌপুলিশের সাথে আন্দোলনকারীদের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনায় গুলিবিদ্ধ হয়ে রফিকুল ইসলাম চঞ্চল (২১) নামের এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন" 
  79. "চাঁদপুরে ইউপি চেয়ারম্যান সেলিম খান ও তাঁর ছেলে শান্ত খানকে পিটিয়ে হত্যা"প্রথম আলো। ৫ আগস্ট ২০২৪। 
  80. "সেলিম চেয়ারম্যান ও তার ছেলে নায়ক শান্তসহ পাঁচজন নিহত" 
  81. "সাতক্ষীরা জেলা কারাগারে হামলা, তালা ভেঙে সব বন্দীকে নিয়ে গেলেন বিক্ষুব্ধ জনতা"প্রথম আলো। ৫ আগস্ট ২০২৪। 
  82. "শেরপুর ও সাতক্ষীরা কারাগারে ছাত্র-জনতার ভাঙচুর, পালিয়েছেন সব বন্দি" 
  83. "কক্সবাজারে আ.লীগ কার্যালয়, দুই সংসদ সদস্যের হোটেলে ও থানায় ভাঙচুর-হামলা"প্রথম আলো। ৫ আগস্ট ২০২৪। 
  84. "আওয়ামী লীগ নেতা সের‌নিয়াবাত সা‌দিক আব্দুল্লাহর বাসা থেকে ৩ জনের লাশ উদ্ধার" 
  85. "বরিশালে সাবেক মেয়র সাদিকের বাড়িতে আগুন, ৩ পোড়া লাশ উদ্ধার"প্রথম আলো। ৫ আগস্ট ২০২৪। 
  86. "বরিশালের সাবেক মেয়র সাদিকের বাসা থে‌কে ৩ মরদেহ উদ্ধার" 
  87. "মাদারীপুরে শাজাহান খান ও বাহাউদ্দিন নাছিমের বাসভবনে হামলা–লুটপাট"প্রথম আলো। ৫ আগস্ট ২০২৪। 
  88. "শ্রীমঙ্গলে বিজয় মিছিলে পুলিশের গুলিতে আহত শতাধিক" 
  89. "কৃষিমন্ত্রীর বাসভবনে আগুন" 
  90. "কয়রায় নিজ বাড়ি থেকে উপ‌জেলা চেয়ারম্যানের পোড়া মর‌দেহ উদ্ধার" 
  91. "নাটোরে এমপি শফিকুলের পুড়ে যাওয়া বাড়ি থেকে তিনজনের মৃতদেহ উদ্ধার" 
  92. "লুটপাটের উদ্দেশ্যে এমপি শিমুলের বাড়িতে প্রবেশ, আগুনে এইচএসসি পরীক্ষার্থীসহ ৪ জনের মৃত্যু" 
  93. "এমপি শিমুলের পুড়ে যাওয়া বাড়ি থেকে ৪ জনের মরদেহ উদ্ধার" 
  94. "ঝালকাঠিতে আমুর বাড়িতে অগ্নিসংযোগ" 
  95. "বরগুনায় শম্ভুর বাসায় আগুন, ল' চেম্বার ভাঙচুর" 
  96. "আমুর বাসভবনে আগুন নেভাতে গিয়ে মিলল ৫ কোটি টাকা" 
  97. "আমির হোসেন আমুর বাসভবন থেকে প্রায় ৫ কোটি টাকা উদ্ধার" 
  98. "পুড়ে যাওয়া আওয়ামী লীগ নেতার বাড়িতে ৬ শিক্ষার্থীর লাশ" 
  99. "আ. লীগ নেতার পুড়িয়ে দেওয়া বাড়ি থেকে ৬ মরদেহ উদ্ধার" 
  100. "লালমনিরহাটে আ.লীগ নেতার বাড়ি থেকে ৬ মরদেহ উদ্ধার" 
  101. "লালমনিরহাটে আ.লীগ নেতার বাড়ি থেকে ৬ জনের দগ্ধ মরদেহ উদ্ধার" 
  102. "সিরাজগঞ্জে এমপির পুড়ে যাওয়া বাসা থেকে দুই কঙ্কাল উদ্ধার, নিহত ২৭" 
  103. "সিলেটে পুলিশ সুপারের কার্যালয়ে আগুন" 
  104. "সিলেট সিটি করপোরেশনের মেয়র ও আওয়ামী লীগ নেতা আনোয়ারুজ্জামান চৌধুরীর বাসভবনে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে" 
  105. "সিলেটের কোতোয়ালি থানায় লুট করেছে দুর্বৃত্তরা" 
  106. "লক্ষ্মীপুরে নিহত বেড়ে ১২, উদ্ধার ২৫" 
  107. "লক্ষ্মীপুরে যুবলীগনেতাসহ নিহত ৩" 
  108. "ব্রাহ্মণবাড়িয়ায় আ. লীগ কার্যালয় ভাঙচুর, আহত ১৭" 
  109. "সিরাজগঞ্জে হামলায় নিহত বেড়ে ২৯" 
  110. "সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় ভাঙচুর করেছে দুর্বৃত্তরা" 
  111. "মধ্যনগরে দুইদিন ধরে চলছে হামলা ও ভাংচুর" 
  112. "পাবনায় বিভিন্ন স্থাপনায় হামলা-আগুন" 
  113. "কুষ্টিয়ায় সংঘর্ষে নিহত ৫, আহত ২ শতাধিক" 
  114. "পটুয়াখালীতে যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা" 
  115. "টঙ্গীতে যুবলীগ নেতাকে পিটিয়ে হত্যা" 
  116. "গাজীপুরে বিজিবির সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষে নিহত ৬" 
  117. "শ্রীপুরে বিজিবির সদস্য বহনকারী দুই গাড়িতে আগুন, হাসপাতালে ৫ লাশ"প্রথম আলো। ৫ আগস্ট ২০২৪। 
  118. "ওবায়দুল কাদেরের বাড়িতে ভাঙচুর-অগ্নিসংযোগ" 
  119. "সোনাইমুড়ী থানায় হামলা, চার পুলিশসহ নিহত ৭" 
  120. "নোয়াখালীর দুই থানায় হামলা-আগুন, ৩ পুলিশসহ নিহত ৬" 
  121. "নিজাম উদ্দিন হাজারীর বাড়িতে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ" 
  122. "ভালুকায় আ.লীগের অফিস ভাঙচুর" 
  123. "২৯ জেলায় সাম্প্রদায়িক হামলা হয়েছে: হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ"প্রথম আলো। ৫ আগস্ট ২০২৪। 
  124. "৩০ জেলায় সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়ি, মন্দিরে হামলা-অগ্নিসংযোগ সংঘাত এড়িয়ে চলার পরামর্শ ঐক্য পরিষদের"কালবেলা। ৫ আগস্ট ২০২৪।  line feed character in |শিরোনাম= at position 65 (সাহায্য)
  125. "পঞ্চগড়ে কাদিয়ানিদের ওপর হামলা, অর্ধশত বাড়িতে অগ্নিসংযোগ"আজকের পত্রিকা। ৫ আগস্ট ২০২৪। 
  126. প্রতিনিধিদিনাজপুর। "দিনাজপুরে হিন্দুদের ৪০ দোকানপাটে ভাঙচুর–লুটপাট"Prothomalo। সংগ্রহের তারিখ ২০২৪-০৮-০৬ 
  127. "কর্তৃপক্ষের নির্দেশে মোবাইল ইন্টারনেট বন্ধ: অপারেটরদের বিবৃতি"প্রথম আলো। ৪ আগষ্ট ২০২৪। সংগ্রহের তারিখ ৪ আগস্ট ২০২৪ 
  128. "চালু হলো মোবাইল ও ব্রডব্যান্ড ইন্টারনেট"সমকাল। ৫ আগস্ট ২০২৪। সংগ্রহের তারিখ ৪ আগস্ট ২০২৪ 
  129. "দেশ রক্ষায় সরকারকে পদত্যাগের আহ্বান সিপিবির"প্রথম আলো। ৪ আগষ্ট ২০২৪। ৪ আগস্ট ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ আগষ্ট ২০২৪