ভাটারা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

ভাটারা ( কন্নড়: ವಠಾರ ) হল এক ধরনের আবাসন, যা একটি অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সের মতো, সাধারণত ভারতের কর্ণাটক শহরে দেখা যায়। ভাটারা সাধারণত একতলা হয় কিন্তু কখনো কখনো দুটি তলা থাকে, প্রতিটি তলায় সারি সারি ঘর থাকে। তাদের সাধারণত মাঝখানে একটি সাধারণ করিডোর থাকে। এধরনের ঘরগুলতে সাধারনত মধ্যবিত্তরা কিংবা ছাত্ররা থাকে। সাধারণত তাদের একক মালিক থাকে, যারা একই ভাটারাতে থাকতে পারে আবার নাও থাকতে পারে। মুম্বাইয়ের চাউলের মতো, এটি একটি টাইপোলজি যা একাধিক আবাসনের ব্যয়-কার্যকর রূপ হিসাবে আবির্ভূত হয়েছে।

জনপ্রিয় সংস্কৃতি[সম্পাদনা]

কিছু কন্নড় চলচ্চিত্রে ভাটারার জীবন চিত্রিত করা হয়েছে, যেমনঃ ফণী রামচন্দ্র পরিচালিত গণেশনা মাদুভে । একটি জনপ্রিয় টিভি সিরিয়াল কন্নড় ভাষাতে পরিচালিত হয়েছে যার নাম "গনেশ কমেডি টাইম" যা বেঙ্গালুরুর ভাটারার জীবন কে তুলে ধরে।