ডবল ডেকার এক্সপ্রেস
অবয়ব
ডবল ডেকার এক্সপ্রেস | |
---|---|
সংক্ষিপ্ত বিবরণ | |
পরিষেবা ধরন | সুপারফাস্ট |
অবস্থা | পাঁচটি পরিষেবা বর্তমান |
স্থান | উত্তরপ্রদেশ, দিল্লি, মহারাষ্ট্র, গুজরাত, তামিলনাড়ু, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, রাজস্থান |
প্রথম পরিষেবা | ২৪ আগস্ট ২০১২ |
উত্তরসূরী | উদয় এক্সপ্রেস |
বর্তমান পরিচালক | ভারতীয় রেল |
যাত্রাপথ | |
ব্যবহৃত লাইন | 5 |
যাত্রাপথের সেবা | |
শ্রেণী | এসি চেয়ার কার |
আসন বিন্যাস | হ্যাঁ |
ঘুমানোর ব্যবস্থা | না |
খাদ্য সুবিধা | ট্রেনের ভিতর ও অনলাইন খাদ্য ব্যবস্থা |
পর্যবেক্ষণ সুবিধা | সমস্ত কামরায় বড় জানলা |
বিনোদন সুবিধা | বৈদ্যুতিক আউটলেট |
মালপত্রের সুবিধা | ওভারহেড র্যাক |
অন্যান্য সুবিধা | বায়োভ্যাকুয়াম প্রসাধন অগ্নি ও ধূম চিহ্নিতকরণ |
কারিগরি | |
গাড়িসম্ভার | এলএইচবি ডবল ডেকার |
ট্র্যাক গেজ | ১,৬৭৬ মিলিমিটার (৫ ফুট ৬ ইঞ্চি) ভারতীয় গেজ |
পরিচালন গতি | ১৩০ কিমি/ঘ (৮১ মাইল প্রতি ঘণ্টা) |
ডবল ডেকার এক্সপ্রেস হচ্ছে ভারতীয় রেল দ্বারা পরিচালিত রেল যাত্রীদের জন্য দোতলা আসন ব্যবস্থা বিশিষ্ট একধরনের এক্সপ্রেস ট্রেন। আগে এই ট্রেনগুলি ছোট রুটে সাধারণ চেয়ার কার কামরার থেকে বেশিজন ব্যক্তিদের জন্য চালু করা হয়েছিল। বর্তমান এসি ডবল ডেকার এক্সপ্রেস ট্রেনে কাপুরথালার রেল কোচ ফ্যাক্টরিতে নির্মিত মরিচাবিহীন ইস্পাতের এলএইচবি কোচ ব্যবহার করা হয়। এধরনের প্রথম ডবল দেওয়ার এক্সপ্রেস হলো হাওড়া–ধানবাদ ডবল ডেকার এক্সপ্রেস।
২০১৮ সালে ভারতীয় রেল এক নতুন ধরনের দোতলা এক্সপ্রেস ট্রেন চালু করেছিল, যার নাম উদয় এক্সপ্রেস। ২০২৩-এর হিসাব অনুযায়ী[হালনাগাদ], দুটি উদয় এক্সপ্রেস পরিচালিত হয়, বেঙ্গালুরু–কোয়েম্বাটুর উদয় এক্সপ্রেস ও বিশাখাপত্তনম–বিজয়ওয়াড়া উদয় এক্সপ্রেস।
এসি ডবল দেওয়ার এক্সপ্রেস
[সম্পাদনা]এসি ডবল ডেকার এক্সপ্রেস ট্রেনের আসনসংখ্যা ১২০।[১]
বর্তমান পরিষেবা
[সম্পাদনা]গাড়ি সংখ্যা | নাম | দুরত্ব |
---|---|---|
১২৯৩১/১২৯৩২ | মুম্বই সেন্ট্রাল–আহমেদাবাদ ডবল ডেকার এক্সপ্রেস | ৪৯১ কিমি |
২২৬২৫/২২৬২৬ | চেন্নাই–বেঙ্গালুরু ডবল ডেকার এক্সপ্রেস | ৩৫৯ কিমি |
১২৫৮৩/১২৫৮৪ | লখনউ জংশন–আনন্দ বিহার টার্মিনাল ডবল ডেকার এক্সপ্রেস | ৪৭৯ কিমি |
১২৯৮৫/১২৯৮৬ | জয়পুর–দিল্লি সরাই রোহিল্লা ডবল ডেকার এক্সপ্রেস | ৩০৪ কিমি |
২২৭০৭/২২৭০৮ | বিশাখাপত্তনম–তিরুপতি ডবল ডেকার এক্সপ্রেস | ৭৬১ কিমি |
প্রাক্তন পরিষেবা
[সম্পাদনা]গাড়ি সংখ্যা | নাম | দুরত্ব |
---|---|---|
১১০৮৫/১১০৮৬ ও ১১০৯৯/১১১১০০ |
লোকমান্য তিলক টার্মিনাস–মড়গাঁও ডবল ডেকার এক্সপ্রেস | ৫৯২ কিমি |
২২১৮৫/২২১৮৬ | ভোপাল–ইন্দোর ডবল ডেকার এক্সপ্রেস | ২৬৩ কিমি |
২২১১৭/২২১১৮ | গুন্টুর–কাচেগুড়া ডবল ডেকার এক্সপ্রেস | ২৮৭ কিমি |
২২১৮৩/২২১৮৪ | হাবিবগঞ্জ–ইন্দোর ডবল ডেকার এক্সপ্রেস | ২৫৯ কিমি |
১২৩৮৫/১২৩৮৬ | হাওড়া–ধানবাদ ডবল ডেকার এক্সপ্রেস | ২৬৩ কিমি |
২২১০৯/২২১১০ | কাচেগুড়া–তিরুপতি ডবল ডেকার এক্সপ্রেস | ৬৩৬ কিমি |
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Seat Map of AC Chair Car (Double Decker) : etrain.info"। etrain.info (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৯ আগস্ট ২০২১।