ভারতের বায়োস্ফিয়ার রিজার্ভ
অবয়ব
ভারতীয় বণ্যপ্রাণী |
---|
ভারত সরকার ১৮টি বায়োস্ফিয়ার রিজার্ভ স্থাপন করেছে।[১] সুরক্ষা শুধুমাত্র সংরক্ষিত অঞ্চলের উদ্ভিদ ও প্রাণীকুলকেই নয়, এই অঞ্চলগুলিতে বসবাসকারী মানব সম্প্রদায় এবং তাদের জীবনযাত্রার জন্যও দেওয়া হয়।
বিশ্ব নেটওয়ার্ক
[সম্পাদনা]আঠারোটি বায়োস্ফিয়ার রিজার্ভের মধ্যে ১২ টি ইউনেস্কো ম্যান অ্যান্ড দ্য বায়োস্ফিয়ার (এমএবি) প্রোগ্রাম তালিকার উপর ভিত্তি করে ওয়ার্ল্ড নেটওয়ার্ক অফ বায়োস্ফিয়ার রিজার্ভের একটি অংশ।[১][২][৩]
# | নাম | রাজ্য / কেন্দ্রশাসিত অঞ্চল | বছর |
---|---|---|---|
১ | নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ | তামিলনাড়ু, কেরালা এবং কর্ণাটক | ২০০০ |
২ | মান্নার বায়োস্ফিয়ার রিজার্ভ উপসাগর | তামিলনাড়ু | ২০০১ |
৩ | সুন্দরবন বায়োস্ফিয়ার রিজার্ভ | পশ্চিমবঙ্গ | ২০০১ |
৪ | নন্দা দেবী বায়োস্ফিয়ার রিজার্ভ | উত্তরাখণ্ড | ২০০৪ |
৫ | নকরেক বায়োস্ফিয়ার রিজার্ভ | মেঘালয় | ২০০৯ |
৬ | পাচমাড়ি বায়োস্ফিয়ার রিজার্ভ | মধ্য প্রদেশ | ২০০৯ |
৭ | সিমলিপাল বায়োস্ফিয়ার রিজার্ভ | ওড়িশা | ২০০৯ |
৮ | গ্রেট নিকোবর বায়োস্ফিয়ার রিজার্ভ | আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ | ২০১৩ |
৯ | আচনাকমার-অমরকণ্টক বায়োস্ফিয়ার রিজার্ভ | ছত্তিশগড়, মধ্যপ্রদেশ | ২০১২[২] |
১০ | অগস্ত্যমালাই বায়োস্ফিয়ার রিজার্ভ | কেরালা ও তামিলনাড়ু | ২০১৬[৪] |
১১ | কাঞ্চনজঙ্ঘা জাতীয় উদ্যান | সিকিম | ২০১৮[৫] |
১২ | পান্না বায়োস্ফিয়ার রিজার্ভ | মধ্য প্রদেশ | ২০২০[৬] |
ভারতে বায়োস্ফিয়ার রিজার্ভের তালিকা
[সম্পাদনা]সাল | নাম | স্থান | রাজ্য | প্রকার | মূল প্রাণীকুল | আয়তন(km২) | |
---|---|---|---|---|---|---|---|
১ | ১৯৮৬ | নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ | ওয়ানাদএর অংশ, নাগরহোল, বান্দিপুর ও মুদুমালাই, নীলাম্বুর, Silent Valley | তামিলনাড়ু, কেরল ও কর্ণাটক | পশ্চিমঘাট পর্বতমালা | নীলগিরি তাহর, বাঘ, লায়ন-টেল ম্যাকাক | ৫৫২০ |
২ | ১৯৮৮ | নন্দা দেবী বায়োস্ফিয়ার রিজার্ভ | চামোলি জেলা এর অংশ, পিথোরাগড় জেলা & বাগেশ্বর জেলা | উত্তরাখণ্ড | পশ্চিম হিমালয় | স্নো লেপার্ড, হিমালয়ান কালো ভালুক | ৫৮৬০ |
৩ | ১৯৮৯ | মান্নার উপসাগর | উত্তরে রামেশ্বরম থেকে দক্ষিণে তামিলনাড়ু ও শ্রীলঙ্কার কন্যাকুমারী পর্যন্ত বিস্তৃত মান্নার উপসাগরের ভারতীয় অংশ | তামিলনাড়ু | উপকূল | ডুগং | ১০৫০০ |
৪ | ১৯৮৮ | নকরেক | পশ্চিম গারো পাহাড় | মেঘালয় | ইস্টার্ন হিল | লাল পান্ডা | ৮২০.০০ |
৫ | ১৯৮৯ | সুন্দরবন | গঙ্গা নদী ও ব্রহ্মপুত্র নদির ব-দ্বীপের অংশ | পশ্চিমবঙ্গ | গাঙ্গেয় ব-দ্বীপ | রয়েল বেঙ্গল টাইগার | ৯৬৩০ |
৬ | ১৯৮৯ | মানস | Part of কোকড়াঝাড়, বঙ্গাইগাঁও, বড়পেটা, নলবাড়ী, কামরূপ ওদরং জেলা এর অংশ | আসাম | ইস্টার্ন হিল | এশীয় হাতি, বাঘ, Assam roofed turtle, হিসপিড খরগোশ, গোল্ডেন ল্যাঙ্গুর, বেঁটে শূকর | ২৮৩৭ |
৭ | ১৯৯৪ | সিমলিপাল | ময়ূরভঞ্জ জেলা অংশ | ওড়িশা | দাক্ষিণাত্য মালভূমি | গৌর, রয়েল বেঙ্গল টাইগার, এশীয় হাতি | ৪৩৭৪ |
৮ | ১৯৯৮ | দিহাং-দিবাং | সিয়াং ও দিবাং উপত্যকা এর অংশ | অরুণাচল প্রদেশ | পূর্ব হিমালয় | মিশমি টাকিন, কস্তুরী হরিণ | ৫১১২ |
৯ | ১৯৯৯ | পাচমাড়ি বায়োস্ফিয়ার রিজার্ভ | বেতুল জেলা, হোশঙ্গাবাদ জেলা ও ছিন্দওয়াড়া জেলার কিছু অংশ | মধ্যপ্রদেশ | আধা-শুষ্ক | দৈত্যাকার কাঠবিড়ালি, উড়ন্ত কাঠবিড়ালি | ৪৯৮১.৭২ |
১০ | ২০০৫ | আচনাকমার-অমরকণ্টক বায়োস্ফিয়ার রিজার্ভ | অনুপপুর, ডিন্ডোরি ও বিলাসপুর জেলার অংশ | মধ্যপ্রদেশ, ছত্তিশগড় | মাইকালা পাহাড় | চার শিংওয়ালা হরিণ, ভারতীয় বন্য কুকুর, দেশি সারস, সাদা-রাম্পড শকুন, গ্রোভ বুশ ব্যাঙ | ৩৮৩৫ |
১১ | ২০০৮ | কচ্ছের মহান রণ | কচ্ছ, মরবি, সুরেন্দ্রনগর ও পাটন জেলার অংশ; ভারতের বৃহত্তম বায়োস্ফিয়ার রিজার্ভ। | গুজরাত | মরুভূমি | ভারতীয় বন্য গাধা | ১২৪৫৪ |
১২ | ২০০৯ | কোল্ড ডেসারট | পিন ভ্যালি জাতীয় উদ্যান এবং আশেপাশের এলাকা; চন্দ্রতাল এবং সারচু এবং কিব্বার বন্যপ্রাণী অভয়ারণ্য | হিমাচল প্রদেশ | পশ্চিম হিমালয় | তুষার চিতা | ৭৭৭০ |
১৩ | ২০০০ | কাঞ্চনজঙ্ঘা জাতীয় উদ্যান | কাঞ্চনজঙ্ঘার অংশ। | সিকিম | পূর্ব হিমালয় | Snow leopard, লাল পান্ডা | ২৬২০ |
১৪ | ২০০১ | অগস্ত্যমালাই বায়োস্ফিয়ার রিজার্ভ | নেইয়ার, পেপপাড়া এবং শেন্দুরুনি বন্যপ্রাণী অভয়ারণ্য এবং তাদের পার্শ্ববর্তী এলাকা | Kerala, তামিলনাড়ু | পশ্চিমঘাট পর্বতমালা | Nilgiri tahr, এশীয় হাতি | ৩৫০০.০৮ |
১৫ | ১৯৮৯ | গ্রেট নিকোবর বায়োস্ফিয়ার রিজার্ভ | আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ দক্ষিণতম | আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ | দ্বীপ | লোনা পানির কুমির | ৮৮৫ |
১৬ | ১৯৯৭ | ডিব্রু-শইখোয়া | ডিব্রুগড় ও তিনসুকিয়া জেলা | আসাম | পূর্ব পাহাড় | সাদা ডানাওয়ালা জাঙ্গিলি হাঁস, মোষ, কালো ব্রেস্টেড তোতাবিল, বাঘ, ক্যাপড ল্যাঙ্গুর | ৭৬৫ |
১৭ | ২০১০ | শেশাচলম হিলস | শেশাচলম পার্বত্য রেঞ্জ চিত্তুর এবং কাদাপা জেলার কিছু অংশ | অন্ধ্রপ্রদেশ | ইস্টার্ন হিলস | সরু লরিস | ৪৭৫৫.৯৯৭[৭] |
১৮ | ২০১১ | পান্না | মধ্যপ্রদেশের পান্না ও ছত্তরপুর জেলার অংশ | মধ্যপ্রদেশ | আর্দ্র পর্ণমোচী বন | বেঙ্গল টাইগার, চিঙ্কারা, নীলগাই, সম্ভার এবং স্লথ ভালুক | ২৯৯৮.৯৮[৮] |
মূল প্রাণীজগত
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ ক খ "Biosphere Reserves in India" (পিডিএফ)। Ministry of Environment, Forest and Climate Change। ২০১৯। সংগ্রহের তারিখ ৫ ফেব্রুয়ারি ২০২০।
- ↑ ক খ "20 new Biosphere Reserves added to UNESCO's Man and the Biosphere (MAB) Programme"। UNESCO। ১১ জুলাই ২০১২। সংগ্রহের তারিখ ৫ ফেব্রুয়ারি ২০২০।
- ↑ "Man and the Biosphere Programme"। UNESCO। সংগ্রহের তারিখ ৫ ফেব্রুয়ারি ২০২০।
- ↑ "20 sites added to UNESCO's World Network of Biosphere Reserves"। UNESCO। ১৯ মার্চ ২০১৬। সংগ্রহের তারিখ ৫ ফেব্রুয়ারি ২০২০।
- ↑ Mohan, Vishwa (৮ আগস্ট ২০১৮)। "Kanchenjunga Biosphere Reserve gets entry into the UNESCO's global list"। The Economic Times (India)। সংগ্রহের তারিখ ৫ ফেব্রুয়ারি ২০২০।
- ↑ "Panna Biosphere Reserve, India"। UNESCO (ইংরেজি ভাষায়)। ১২ নভেম্বর ২০২০। সংগ্রহের তারিখ ২৮ জানুয়ারি ২০২২।
- ↑ "Biosphere Reserves in India (as on Dec, ২০১৪)"। ডিসেম্বর ২০১৪। সংগ্রহের তারিখ ২৩ ডিসেম্বর ২০২১।
- ↑ "Panna Tiger Reserve gets UNESCO's 'Biosphere Reserve' Status"। Outlook India। ৭ নভেম্বর ২০২০। সংগ্রহের তারিখ ২৩ ডিসেম্বর ২০২১।