বিষয়বস্তুতে চলুন

ভারতের জাতীয় উদ্যানের তালিকা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
নির্মলতা বোটানিক্যাল গার্ডেন, ভারত

ভারতের জাতীয় উদ্যান সংখ্যায় ১০৬ টি। ভারতের প্রথম জাতীয় উদ্যান (আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘ ক্যাটেগরি ২ সংরক্ষিত অঞ্চল) হল ১৯৩৫ সালে স্থাপিত হাইলে জাতীয় উদ্যান, যেটি পরে জিম করবেট জাতীয় উদ্যান নামে অভিহিত হয়। ১৯৭০ সালে ভারতে পাঁচটি জাতীয় উদ্যান ছিল। ১৯৭২ সালে ভারত সরকার বিপন্ন প্রাণীদের রক্ষার্থে বন্যপ্রাণী সংরক্ষণ আইনব্যাঘ্র প্রকল্প চালু করেন। ১৯৮০-এর দশকে জাতীয় স্তরে আইন প্রণয়ন করে বন্যপ্রাণী সংরক্ষণের ব্যাপারে কঠোর মনোভাব গৃহীত হয়। ২০২১ সালের জুলাই মাসের হিসেব অনুযায়ী, দেশে ১০৬ টি জাতীয় উদ্যান আছে। জাতীয় উদ্যানগুলি মোট ৪১,১৫৭ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে অবস্থান করছে; যা দেশের সামগ্রিক আয়তনের ১.২৩%।

দেশে ১৬৬ টি উদ্যানকে জাতীয় উদ্যানের মর্যাদা দানের প্রক্রিয়া চলছে। এই ব্যাপারে পরিকল্পনা গ্রহণের কাজও এগোচ্ছে। নিচে দেশের বর্তমান জাতীয় উদ্যান ও সংশ্লিষ্ট রাজ্য ও অঞ্চলের তালিকা দেওয়া হল। ভারতে সংরক্ষিত স্থান সম্পর্কে বিস্তারিত জানতে হলে দেখুন: ভারতের সংরক্ষিত স্থান

মানচিত্র
National Parks in India

ভারতের জাতীয় উদ্যানের তালিকা

[সম্পাদনা]
নাম রাজ্য বছর আয়তন(কিমি)
শ্রী ভেঙ্কটেশ্বর জাতীয় উদ্যান অন্ধ্র প্রদেশ ১৯৮৯ ৩৫৩.৬
রাজীব গান্ধী (রামেশ্বরম) জাতীয় উদ্যান অন্ধ্র প্রদেশ ২০০৫ ২.৪
পাপিকোন্ডা জাতীয় উদ্যান অন্ধ্র প্রদেশ ২০০৮ ১০১৩
নামদাফা জাতীয় উদ্যান অরুণাচল প্রদেশ ১৯৮৩ ১৮০৮
মৌলিং জাতীয় উদ্যান অরুণাচল প্রদেশ ১৯৮৬ ৪৮৩
মহাতমা গান্ধী মেরিন (ওয়ান্দুর) জাতীয় উদ্যান আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ ১৯৮৩ ২৮১.৫
উত্তর বোতাম দ্বীপ জাতীয় উদ্যান আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ ১৯৮৭ ০.৪৪
দক্ষিণ বোতাম দ্বীপ জাতীয় উদ্যান আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ ১৯৮৭ ০.০৩
মাউন্ট হ্যারিয়েট জাতীয় উদ্যান আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ ১৯৮৭ ৪৬.৬২
মিডল বোতাম দ্বীপ জাতীয় উদ্যান আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ ১৯৮৭ ০.৪৪
স্যাডল পিক জাতীয় উদ্যান আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ ১৯৮৭ ৩২.৫৪
ক্যাম্পবেল বে জাতীয় উদ্যান আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ ১৯৯২ ৪২৬.২৩
গ্যালাথিয়া বে জাতীয় উদ্যান আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ ১৯৯২ ১১০
রানি ঝাঁসি মেরিন ন্যাশনাল পার্ক আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ ১৯৯৬ ২৫৬.১৪
কাজিরাঙ্গা জাতীয় উদ্যান আসাম ১৯৭৪ ৮৫৯
মানস জাতীয় উদ্যান আসাম ১৯৯০ ৫০০
নামেরি জাতীয় উদ্যান আসাম ১৯৯৮ ২০০
ডিব্রু-সাইখোয়া জাতীয় উদ্যান আসাম ১৯৯৯ ৩৪০
রাজীব গান্ধী ওরাং জাতীয় উদ্যান আসাম ১৯৯৯ ৭৮.৮১
দিহিং পাটকাই জাতীয় উদ্যান আসাম ২০২১ ২৩৪
রাইমোনা জাতীয় উদ্যান আসাম ২০২১ ৪২২
দুধওয়া জাতীয় উদ্যান উত্তর প্রদেশ ১৯৭৭ ৪৯০
করবেট জাতীয় উদ্যান উত্তরাখণ্ড ১৯৩৬ ৫২০.৮২
নন্দা দেবী জাতীয় উদ্যান উত্তরাখণ্ড ১৯৮২ ৬২৪.৬
পুষ্প উপত্যকা জাতীয় উদ্যান উত্তরাখণ্ড ১৯৮২ ৮৭.৫
রাজাজি জাতীয় উদ্যান উত্তরাখণ্ড ১৯৮৩ ৮২০
গঙ্গোত্রী জাতীয় উদ্যান উত্তরাখণ্ড ১৯৮৯ ২৩৯০.০২
গোবিন্দ জাতীয় উদ্যান উত্তরাখণ্ড ১৯৯০ ৪৭২.০৮
সিমলিপাল জাতীয় উদ্যান ওড়িশা ১৯৮০ ৮৪৫.৭
ভিতরকণিকা জাতীয় উদ্যান ওড়িশা ১৯৮৮ ১৪৫
বান্দিপুর জাতীয় উদ্যান কর্ণাটক ১৯৭৪ ৮৭৪.২
ব্যানারঘাটা জাতীয় উদ্যান কর্ণাটক ১৯৭৪ ২৬০.৫১
আনশি জাতীয় উদ্যান কর্ণাটক ১৯৮৭ ৪১৭.৩৪
কুদ্রেমুখ জাতীয় উদ্যান কর্ণাটক ১৯৮৭ ৬০০.৩২
নাগারহোল (রাজীব গান্ধী) জাতীয় উদ্যান কর্ণাটক ১৯৮৮ ৬৪৩.৩৯
ইরাভিকুলাম জাতীয় উদ্যান কেরালা ১৯৭৮ ৯৭
পেরিয়ার জাতীয় উদ্যান কেরালা ১৯৮২ ৩৫০
সাইলেন্ট ভ্যালি ন্যাশনাল পার্ক কেরালা ১৯৮৪ ৮৯.৫২
আনামুদি শোলা জাতীয় উদ্যান কেরালা ২০০৩ ৭.৫
পাম্বাদুম শোলা জাতীয় উদ্যান কেরালা ২০০৩ ১.৩১৮
মাটিকেত্তন শোলা জাতীয় উদ্যান কেরালা ২০০৩ ১২.৮২
গির জাতীয় উদ্যান গুজরাট ১৯৭৫ ২৫৮.৭১
ব্ল্যাকবাক (ভেলাভাদর) জাতীয় উদ্যান গুজরাট ১৯৭৬ ৩৪.৫৩
ভান্সদা জাতীয় উদ্যান গুজরাট ১৯৭৯ ২৩.৯৯
সামুদ্রিক (কচ্ছ উপসাগর) জাতীয় উদ্যান গুজরাট ১৯৮২ ১৬২.৮৯
মোল্লেম জাতীয় উদ্যান গোয়া ১৯৯২ ১০৭
গুরু ঘাসীদাস (সঞ্জয়) জাতীয় উদ্যান ছত্তিশগড় ১৯৮১ ১৪৪০.৭
ইন্দ্রাবতী (কুত্রু) জাতীয় উদ্যান ছত্তিশগড় ১৯৮২ ১২৫৮.৪
কাঙ্গের ভ্যালি জাতীয় উদ্যান ছত্তিশগড় ১৯৮২ ২০০
কিশতওয়ার জাতীয় উদ্যান (J&K) জম্মু ও কাশ্মীর ১৯৮১ ৪২৫
দাচিগাম জাতীয় উদ্যান (J&K) জম্মু ও কাশ্মীর ১৯৮১ ১৪১
সিটি ফরেস্ট (সেলিম আলী) জাতীয় উদ্যান (J&K) জম্মু ও কাশ্মীর ১৯৯২
বেতলা জাতীয় উদ্যান ঝাড়খণ্ড ১৯৮৬ ২২৬.৩৩
গুইন্ডি জাতীয় উদ্যান তামিলনাড়ু ১৯৭৬ ২.৮২
মান্নার মেরিন ন্যাশনাল পার্কের উপসাগর তামিলনাড়ু ১৯৮০ ৬.২৩
ইন্দিরা গান্ধী (আন্নামালাই) জাতীয় উদ্যান তামিলনাড়ু ১৯৮৯ ১১৭.১
মুকুরথি জাতীয় উদ্যান তামিলনাড়ু ১৯৯০ ৭৮.৪৬
মুদুমালাই জাতীয় উদ্যান তামিলনাড়ু ১৯৯০ ১০৩.২৩
কাসু ব্রহ্মানন্দ রেড্ডি জাতীয় উদ্যান তেলেঙ্গানা ১৯৯৪ ১.৪৩
মহাবীর হরিনা বনস্থলী জাতীয় উদ্যান তেলেঙ্গানা ১৯৯৪ ১৪.৫৯
মৃগাভানি জাতীয় উদ্যান তেলেঙ্গানা ১৯৯৪ ৩.৬
বাইসন (রাজবাড়ী) জাতীয় উদ্যান ত্রিপুরা ২০০৭ ৩১.৬৩
মেঘাচ্ছন্ন চিতাবাঘ জাতীয় উদ্যান ত্রিপুরা ২০০৭ ৫.০৮
ইন্টাঙ্কি জাতীয় উদ্যান নাগাল্যান্ড ১৯৯৩ ২০২.০২
সুন্দরবন জাতীয় উদ্যান পশ্চিমবঙ্গ ১৯৮৪ ১৩৩০.১
নেওরা ভ্যালি ন্যাশনাল পার্ক পশ্চিমবঙ্গ ১৯৮৬ ১৫৯.৮৯
সিঙ্গালিলা জাতীয় উদ্যান পশ্চিমবঙ্গ ১৯৮৬ ৭৮.৬
গোরুমারা জাতীয় উদ্যান পশ্চিমবঙ্গ ১৯৯২ ৭৯.৪৫
বক্সা জাতীয় উদ্যান পশ্চিমবঙ্গ ১৯৯২ ১১৭.১
জলদাপাড়া জাতীয় উদ্যান পশ্চিমবঙ্গ ২০১৪ ২১৬.৫১
বাল্মীকি জাতীয় উদ্যান বিহার ১৯৮৯ ৩৩৫.৬৫
কেইবুল-লামজাও জাতীয় উদ্যান (লোকটাক হ্রদে) মণিপুর ১৯৭৭ ৪০
কানহা জাতীয় উদ্যান মধ্য প্রদেশ ১৯৫৫ ৯৪০
মাধব জাতীয় উদ্যান মধ্য প্রদেশ ১৯৫৯ ৩৭৫.২২
বান্ধবগড় জাতীয় উদ্যান মধ্য প্রদেশ ১৯৬৮ ৪৪৮.৮৫
ইন্দিরা প্রিয়দর্শিনী পেঞ্চ জাতীয় উদ্যান মধ্য প্রদেশ ১৯৭৫ ২৯২.৮৫
ভ্যান বিহার জাতীয় উদ্যান মধ্য প্রদেশ ১৯৭৯ ৪.৪৫
পান্না জাতীয় উদ্যান মধ্য প্রদেশ ১৯৮১ ৫৪২.৬৭
সঞ্জয় জাতীয় উদ্যান মধ্য প্রদেশ ১৯৮১ ৪৬৬.৮৮
সাতপুরা জাতীয় উদ্যান মধ্য প্রদেশ ১৯৮১ ৫৮৫.১৭
ফসিল জাতীয় উদ্যান মধ্য প্রদেশ ১৯৮৩ ০.২৭
ডাইনোসর ফসিল জাতীয় উদ্যান মধ্য প্রদেশ ২০১১ ০.৮৯৭৪
তাডোবা জাতীয় উদ্যান মহারাষ্ট্র ১৯৫৫ ১১৬.৫৫
গুগামাল জাতীয় উদ্যান মহারাষ্ট্র ১৯৭৫ ৩৬১.২৮
নওগাঁও জাতীয় উদ্যান মহারাষ্ট্র ১৯৭৫ ১৩৩.৮৮
পেঞ্চ (জওহরলাল নেহেরু) জাতীয় উদ্যান মহারাষ্ট্র ১৯৭৫ ২৫৭.২৬
সঞ্জয় গান্ধী (বোরিভিলি) জাতীয় উদ্যান মহারাষ্ট্র ১৯৮৩ ৮৬.৯৬
চান্দোলি জাতীয় উদ্যান মহারাষ্ট্র ২০০৪ ৩১৭.৬৭
মুরলেন জাতীয় উদ্যান মিজোরাম ১৯৯১ ১০০
ফাউংপুই ব্লু মাউন্টেন জাতীয় উদ্যান মিজোরাম ১৯৯২ ৫০
বলফক্রম জাতীয় উদ্যান মেঘালয় ১৯৮৫ ২২০
নকরেক রিজ জাতীয় উদ্যান মেঘালয় ১৯৮৬ ৪৭.৪৮
রণথম্ভোর জাতীয় উদ্যান রাজস্থান ১৯৮০ ২৮২
কেওলাদেও ঘানা জাতীয় উদ্যান রাজস্থান ১৯৮১ ২৮.৭৩
মরুভূমি জাতীয় উদ্যান রাজস্থান ১৯৯২ ৩১৬২
সারিস্কা জাতীয় উদ্যান রাজস্থান ১৯৯২ ২৭৩.৮
মুকুন্দ্র হিলস জাতীয় উদ্যান রাজস্থান ২০০৬ ২০০.৫৪
হেমিস জাতীয় উদ্যান (লাদাখ) লাদাখ ১৯৮১ ৩৩৫০
খংচেন্দজোঙ্গা জাতীয় উদ্যান সিকিম ১৯৭৭ ১৭৮৪
সুলতান জাতীয় পার্কুর জাতীয় উদ্যান হরিয়ানা ১৯৮৯ ১.৪৩
কালেসার জাতীয় উদ্যান হরিয়ানা ২০০৩ ৪৬.৮২
গ্রেট হিমালয়ান ন্যাশনাল পার্ক হিমাচল প্রদেশ ১৯৮৪ ৭৫৪.৪
পিন ভ্যালি জাতীয় উদ্যান হিমাচল প্রদেশ ১৯৮৭ ৬৭৫
ইন্দরকিল্লা জাতীয় উদ্যান হিমাচল প্রদেশ ২০১০ ১০৪
খিরগঙ্গা জাতীয় উদ্যান হিমাচল প্রদেশ ২০১০ ৭১০
সিম্বলবাড়া জাতীয় উদ্যান হিমাচল প্রদেশ ২০১০ ২৭.৮৮

তথ্যসূত্র

[সম্পাদনা]

বহিঃসংযোগ

[সম্পাদনা]