লাল উড়ন্ত কাঠবিড়ালি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

লাল উড়ন্ত কাঠবিড়ালি
Red giant flying squirrel
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস
জগৎ: Animalia
পর্ব: কর্ডাটা
শ্রেণী: Mammalia
বর্গ: Rodentia
পরিবার: Sciuridae
গণ: Petaurista
প্রজাতি: P. petaurista
দ্বিপদী নাম
Petaurista petaurista
(Pallas, 1766)

লাল উড়ন্ত কাঠবিড়ালি (ইংরেজি: Red giant flying squirrel) (বৈজ্ঞানিক নাম:Petaurista petaurista) হচ্ছে Petaurista গণের একটি বড় উড়ন্ত কাঠবিড়ালী।[২]

বাংলাদেশের ২০১২ সালের বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনের রক্ষিত বন্যপ্রাণীর তালিকার তফসিল-১ অনুযায়ী এ প্রজাতিটি সংরক্ষিত।[৩]

বর্ণনা[সম্পাদনা]

লাল উড়ন্ত কাঠবিড়ালি বড় চোখ এবং মেহগনি-লাল রঙের জন্য বৈশিষ্ট্যমণ্ডিত। পায়ের পাঁচ আঙুল বাঁকানো ও পেছনের পায়ের সবকটি ও সামনের পায়ে ৪টিতে ধারালো নখর থাকে। এই উড়ন্ত কাঠবিড়ালির ঘন লোমযুক্ত উড়ার পর্দা থাকে, পর্দার বিস্তৃতি হাতের কনুই থেকে পিছনের পা পর্যন্ত থাকে। তবে পর্দা লেজের গোড়া থেকে পেছনের পা পর্যন্ত বর্ধিত হয়েছে; পর্দা পেশির সমন্বয়ে গঠিত, একে নিজের ইচ্ছানুযায়ী প্রসারিত কিংবা গুটাতে পারে, সেরূপে নিজে ভেসে বেড়াতে দিক নিয়ন্ত্রণ করে; প্রাপ্তবয়স্ক কাঠবিড়ালির মাথাসহ দেহের দৈর্ঘ্য ৩৯.৮ সেমি তবে লেজ আরো অতিরিক্ত ৪২.২ সেমি লম্বা।[২]

বিস্তৃতি[সম্পাদনা]

লাল উড়ন্ত কাঠবিড়ালি বাংলাদেশ ছাড়াও আফগানিস্তান, ভারত, পাকিস্তান, চীন, মালয়েশিয়া, থাইল্যান্ডে পাওয়া যায়।[২]

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Walston, J., Duckworth, J. W., Sarkur, S. U. & Molur, S. (2008). Petaurista petaurista. 2008 IUCN Red List of Threatened Species. IUCN 2008. Retrieved on 6 January 2009.
  2. জিয়া উদ্দিন আহমেদ (সম্পা.), বাংলাদেশ উদ্ভিদ ও প্রাণী জ্ঞানকোষ: স্তন্যপায়ী, খণ্ড: ২৭ (ঢাকা: বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি, ২০০৯), পৃ. ৩৭-৩৮।
  3. বাংলাদেশ গেজেট, অতিরিক্ত, জুলাই ১০, ২০১২, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, পৃষ্ঠা-১১৮৪৯১