মোস্তফাপুর ইউনিয়ন, পার্বতীপুর

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মোস্তফাপুর ইউনিয়ন
ইউনিয়ন
৭নং মোস্তফাপুর ইউনিয়ন পরিষদ
দেশবাংলাদেশ
বিভাগরংপুর বিভাগ
জেলাদিনাজপুর জেলা
উপজেলাপার্বতীপুর উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
সরকার
 • চেয়ারম্যানমোহাম্মদ মতিয়ার রহমান
আয়তন
 • মোট৩৩.৪৩ বর্গকিমি (১২.৯১ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)
 • মোট২৭,৭৬০
 • জনঘনত্ব৮৩০/বর্গকিমি (২,২০০/বর্গমাইল)
সাক্ষরতার হার
 • মোট৬৪.২%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন

মোস্তফাপুর ইউনিয়ন বাংলাদেশের রংপুর বিভাগের দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন[১][২]

আয়তন[সম্পাদনা]

মোস্তফাপুর ইউনিয়নের আয়তন ৮২৬১ একর (৩৩.৪৩ বর্গ কিলোমিটার)।

জনসংখ্যার উপাত্ত[সম্পাদনা]

২০১১ সালের আদমশুমারী অনুযায়ী মোস্তফাপুর ইউনিয়নের জনসংখ্যা ২৭,৭৬০ জন। এর মধ্যে পুরুষ ১৪,১৬১ এবং নারী ১৩,৭৯৯ জন। মোট পরিবারের সংখ্যা ৬,৬৬৯টি।

অবস্থান ও সীমানা[সম্পাদনা]

পার্বতীপুর উপজেলার পশ্চিমাংশে মোস্তফাপুর ইউনিয়নের অবস্থান। এর পূর্বে হাবড়া ইউনিয়নচণ্ডীপুর ইউনিয়ন, পশ্চিমে চিরির বন্দর, উত্তরে মমিনপুর ইউনিয়ন এবং দক্ষিণে ফুলবাড়ী উপজেলা অবস্থিত।

প্রশাসনিক কাঠামো[সম্পাদনা]

মোস্তফাপুর ইউনিয়ন পার্বতীপুর উপজেলার আওতাধীন ৭নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম পার্বতীপুর থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ১০নং নির্বাচনী এলাকা দিনাজপুর-৫ এর অংশ। এ ইউনিয়নে মোট ৩৪টি গ্রাম ও ২৪টি মৌজা রয়েছে। গ্রামগুলো হল:

  • রানিহারি
  • মাধবপুর
  • আরজি নারায়ণপুর
  • অসুরকোট
  • বড় রামচন্দ্রপুর
  • বড়দল
  • বেজাই
  • চকযামিনী
  • ছোট চন্ডিপুর
  • চক সাদিনাম
  • ছোট রামচন্দ্রপুর
  • দণ্ডপাণি
  • দেবকুন্ডা
  • ফরিদপুর
  • রায়পুর
  • হাবিবপুর
  • হরিহরপুর
  • কমলপুর
  • কাশিপুর
  • খড়িবাড়ি
  • কুড়িয়াইল
  • কুতুবপুর
  • মহাদেবপুর
  • মোস্তফাপুর
  • মহবপুর
  • পলিকাপুর
  • পশ্চিম বাজিতপুর
  • পশ্চিম দূর্গাপুর
  • পশ্চিম সুলতানপুর
  • প্রজাবাজ
  • রাধানগর
  • রহিমাপুর
  • শেরণপাড়া
  • শিবরামপুর

শিক্ষা ব্যবস্থা[সম্পাদনা]

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী মোস্তফাপুর ইউনিয়নের সাক্ষরতার হার ৬৪.২%। এ ইউনিয়নে ১০টি সরকারি ও ৬টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, ১টি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, ৪টি মাধ্যমিক বিদ্যালয়, ১টি কলেজ ও ১৮টি মাদ্রাসা রয়েছে।

শিক্ষাপ্রতিষ্ঠান[সম্পাদনা]

কলেজ

যোগাযোগ ব্যবস্থা[সম্পাদনা]

দিনাজপুর ========গোবিন্দগঞ্জ ==========হাইওয়ের মাধ্যমে খুব সহজেই যোগাযোগ করা যায়

ধর্মীয় উপাসনালয়[সম্পাদনা]

মোস্তফাপুর ইউনিয়নে ৬৯টি মসজিদ, ১১টি ঈদগাহ, ৮৬টি কবরস্থান, ১৬টি মন্দির ও ১০টি শ্মশান রয়েছে।

স্বাস্থ্যকেন্দ্র[সম্পাদনা]

মোস্তফাপুর ইউনিয়নের আমবাড়িতে একটি উপ-স্বাস্থ্যকেন্দ্র রয়েছে।

হাট-বাজার[সম্পাদনা]

মোস্তফাপুর ইউনিয়নের প্রধান হাট আমবাড়ি হাট। এ ইউনিয়নে ৫টি হাট ও কয়েকটি বাজার রয়েছে।

উল্লেখযোগ্য হাট-বাজার
  • আমবাড়ি হাট
  • কালির হাট
  • চোপাড় হাট
  • ফরিদপুর হাট
  • বড় রামচন্দ্রপুর হাট
  • মোস্তফাপুর বাজার
  • দণ্ডপাণি বাজার
  • অসুরকোট বাজার

খাল ও নদী[সম্পাদনা]

মোস্তফাপুর ইউনিয়নে ২টি খাল ও নদী রয়েছে। ইছামতী নদী এ ইউনিয়নের পাশ দিয়ে প্রবাহিত হয়েছে। করতোয়া নদী ইউনিয়নের মধ্যে পরিবেষ্টিত হয়ে আছে।

দর্শনীয় স্থান[সম্পাদনা]

উল্লেখযোগ্য ব্যক্তি[সম্পাদনা]

  • আলহাজ্ব মোঃ শামসুদ্দীন মন্ডল
  • এস.এম জাকারিয়া বাচ্চু –– সমাজ সেবক ও ব্যবসায়ী।

জনপ্রতিনিধি[সম্পাদনা]

  • বর্তমান চেয়ারম্যান- মোহাম্মদ মতিয়ার রহমান।
চেয়ারম্যানগণের তালিকা
ক্রম নং চেয়ারম্যানের নাম মেয়াদ
০১
০২
০৩ মোহাম্মদ মতিয়ার রহমান ২০২২-বর্তমান

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "মোস্তফাপুর ইউনিয়ন"। জাতীয় তথ্য বাতায়ন। সংগ্রহের তারিখ ২০২০-০২-১৬ 
  2. "Union Parishad List"Local Government Engineering Department (LGED)। ৫ আগস্ট ২০১২। ৫ আগস্ট ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ জুলাই ২০১৯ 

বহিঃসংযোগ[সম্পাদনা]