মোহাম্মাদ মাকসুদুর রহমান

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মোহাম্মাদ মাকসুদুর রহমান
আনুগত্য বাংলাদেশ
সেবা/শাখা বাংলাদেশ সেনাবাহিনী
কার্যকাল১৯৮৫–২০২২
পদমর্যাদা মেজর জেনারেল
ইউনিটইনফেন্ট্রি
নেতৃত্বসমূহ
যুদ্ধ/সংগ্রামইউএনএএমআইডি

মোহাম্মাদ মাকসুদুর রহমান বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত একজন মেজর জেনারেল। সর্বশেষ তিনি বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) এর মহাপরিচালক ছিলেন। তার পূর্বে প্রতিরক্ষা ক্রয় মহাপরিদপ্তরের (ডিজিডিপি) মহাপরিচালকের দায়িত্ব পালন করেছেন। ১০ পদাতিক ডিভিশন জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) হিসেবে কক্সবাজারের রামুতে দায়িত্ব পালন করেন। বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস এন্ড সিকিউরিটি ট্রেনিং এর কমান্ড্যান্ট জেনারেল ছিলেন। রাষ্ট্রপতির গার্ড রেজিমেন্টের কমান্ডার ছিলেন (পিজিআর)। ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজের ডিরেক্টরিং স্টাফ হিসেবে কাজ করেন (ডিএসসিএসসি)। [১][২]

কর্মজীবন[সম্পাদনা]

ইনফ্যান্টরি রেজিমেন্টে বাংলাদেশ সেনাবাহিনীতে ২০ ডিসেম্বর ১৯৮৫ সালে কমিশন করা হয়। ১৩তম বিএমএ দীর্ঘ কোর্সের অংশ ছিলেন। [৩][৪] মিরপুরের ডিফেন্সিং স্টাফ কমান্ড অ্যান্ড স্টাফ কলেজের ডিরেক্টরিং স্টাফ হিসেবেও দায়িত্ব পালন করেন। ১৯ নভেম্বর, ২০১৩ থেকে ১৯ নভেম্বর ২০১৫ পর্যন্ত তিনি বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস এন্ড সিকিউরিটি ট্রেনিং এর কমান্ড্যান্ট জেনারেল ছিলেন। প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট (পিজিআর) তিনি কমান্ডার হিসাবেও দায়িত্ব পালন করেন। [৫] তিনি মিরপুরের ডিফেন্স সার্ভিসেস কমান্ড এবং স্টাফ কলেজের স্নাতক। তিনি মালয়েশিয়ায় ভিআইপি সুরক্ষা কোর্স সম্পন্ন করেছেন। বগুড়া ক্যান্টনমেন্টে ও জালালাবাদ ক্যান্টনমেন্টের স্কুল অব ইনফ্যান্ট্রি অ্যান্ড টেকটিক্স (এসআইএন্ড টি) এর প্রশিক্ষক এবং নন কমিশনার অফিসার একাডেমী (এনসিওএ) হিসেবে কাজ করেন। ১০ম পদাতিক ডিভিশন এবং কক্সবাজার এলাকাকের এরিয়া কমান্ডার ছিলেন। এরপর তিনি মহাপরিচালক (ডিজিপিপি) হিসাবে দায়িত্ব পালন করছেন। তিনি ২০২২ সালের সেপ্টেম্বরে অবসরে যান।

জাতিসংঘ মিশন[সম্পাদনা]

সুদান এর দারফুরের ইউএনএএমআইডি - এর ডেপুটি ফোর্স কমান্ডার হিসাবে দায়িত্ব পালন করেছিলেন।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Changes in top army positions | The Daily Star"। ২০১৭-০২-১৭। ২০১৭-০২-১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৭-০২-১৭ 
  2. "Bangladesh Army Maj Gen to be deputy force commander of UN peacekeepers in Darfur"bdnews24.com। সংগ্রহের তারিখ ২০১৭-০২-১৭ 
  3. "Changes made in eight key positions in army"New Age | The Outspoken Daily (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৭-০২-১৭ 
  4. "Bangladesh's Maj Gen to be made deputy commander in UN peace mission - New Age"New Age (ইংরেজি ভাষায়)। ২০১৫-১০-১৮। ২০১৭-০২-১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৭-০২-১৭ 
  5. Administrator, Net। "Ex-Commandants - BIPSOT"www.bipsot.net (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৭-০২-১৭