রিমো পর্বত
রিমো পর্বত | |
---|---|
সর্বোচ্চ বিন্দু | |
উচ্চতা | ৭,৩৮৫ মিটার (২৪,২২৯ ফুট) উচ্চতায় ৭১তম |
সুপ্রত্যক্ষতা | ১,৪৩৮ মিটার (৪,৭১৮ ফুট) |
ভূগোল | |
অবস্থান | ভারত ও পাকিস্তানের মধ্যে বিতর্কিত সিয়াচেন অঞ্চল[১] |
অঞ্চল | IN |
মূল পরিসীমা | রিমো মুজতাঘ, কারাকোরাম |
আরোহণ | |
প্রথম আরোহণ | নিমা দোরজি, সেওয়াং সোমানলা, ইয়োশিও ওগাতা, হিদেকি ইয়োশিদা, ২৮শে জুলাই, ১৯৮৮ |
সহজ পথ | দক্ষিণ পশ্চিম শৈলশিরা |
রিমো পর্বত ভারতের জম্মু ও কাশ্মীর রাজ্যে অবস্থিত কারাকোরাম পর্বতশ্রেণীর রিমো মুজতাঘ উপপর্বতশ্রেণীর একটি পর্বতস্তূপ।
অবস্থান
[সম্পাদনা]রিমো পর্বতস্তূপ ভারতের জম্মু ও কাশ্মীর রাজ্যে অবস্থিত কারাকোরাম পর্বতশ্রেণীর রিমো মুজতাঘ উপপর্বতশ্রেণীর উত্তর ভাগে সিয়াচেন হিমবাহ থেকে ২০ কিলোমিটার উত্তরপূর্ব দিকে অবস্থিত। এই পর্বতের উত্তর দিকে মধ্য রিমো হিমবাহ, পূর্বদিকে দক্ষিণ রিমো হিমবাহ ও পশ্চিমদিকে উত্তর টেরোং হিমবাহ অবস্থিত।
পর্বতশৃঙ্গ
[সম্পাদনা]রিমো পর্বতস্তূপের রিমো নামের চারটি শৃঙ্গ বর্তমান। এর মধ্যে রিমো ২ পর্বতশৃঙ্গ রিমো ১ পর্বতের উত্তর শৈলশিরায় অবস্থিত। রিমো ৩ ও রিমো ৪ পর্বতশৃঙ্গদ্বয় রিমো ১ পর্বতশৃঙ্গের উত্তর দিকে অবস্থিত।
শৃঙ্গ | উচ্চতা (মিটার) | উচ্চতা (ফুট) | স্থানাঙ্ক | উদগ্রতা | প্রথম আরোহণ | আরোহণ (শৃঙ্গ জয়) |
---|---|---|---|---|---|---|
রিমো পর্বত ১ | ৭,৩৮৫ | ২৪,২২৯ | ৩৫°২১′২১″ উত্তর ৭৭°২২′০৫″ পূর্ব / ৩৫.৩৫৫৮৩° উত্তর ৭৭.৩৬৮০৬° পূর্ব | ১,৪৩৮ | ১৯৮৮ | ৩ (১) |
রিমো পর্বত ২ | ৭,৩৭৩ | ২৪,১৮৯ | ||||
রিমো পর্বত ৩ | ৭,২৩৩ | ২৩,৭৩০ | ৩৫°২২′২৯″ উত্তর ৭৭°২১′৪২″ পূর্ব / ৩৫.৩৭৪৭২° উত্তর ৭৭.৩৬১৬৭° পূর্ব | ৬১৫ | ১৯৮৫ | ১ (১) |
রিমো পর্বত ৪ | ৭,১৬৯ | ২৩,৫২০ | ১৯৮৪ |
আরোহণের ইতিহাস
[সম্পাদনা]১৯১৪ খ্রিষ্টাব্দে ফিলিপ্পো ডে ফিলিপ্পি এবং ১৯২৯ খ্রিষ্টাব্দে ফিলিপ ভিসার ও জেনি ভিসার রিমো পর্বত অঞ্চল পর্যবেক্ষণ করেন। ১৯৭৮ খ্রিষ্টাব্দে এই পর্বতে জাপানীদের দ্বারা এক অসফল অভিযানের চেষ্টা হয়। ১৯৮৪ খ্রিষ্টাব্দে ভারতীয় সেনাবাহিনীর এক অভিযাত্রী দল সর্বপ্রথম রিমো ৪ পর্বতশৃঙ্গ আরোহণ করেন। ১৯৮৫ খ্রিষ্টাব্দে হরিশ কাপাডিয়ার নেতৃত্বে এক যুগ্ম ভারতীয়-ব্রিটিশ অভিযাত্রী দলের হয়ে ডেভ উইলকিনসন ও জিম ফদারিংহ্যাম সর্বপ্রথম রিমো ৪ পর্বতশৃঙ্গ জয় করেন। ১৯৮৮ খ্রিষ্টাব্দে হুকুম সিং ও ইয়োশিও ওগাতার নেতৃত্বে এক যুগ্ম ভারতীয়-জাপানী অভিযাত্রী দল দক্ষিণ দিকে ইবেক্স টোল থেকে দক্ষিণ পশ্চিম শৈলশিরা ধরে আরোহণ করে রিমো ১ পর্বতশৃঙ্গ জয় করেন।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ India is in de facto control of this region of Kashmir; the region is claimed by Pakistan. See e.g. The Future of Kashmir on the BBC website.
- American Alpine Journal (AAJ) 1986, p. 266.
- Jerzy Wala, Orographical Sketch Map of the Karakoram, Swiss Foundation for Alpine Research, Zurich, 1990.
- Andy Fanshawe and Stephen Venables, Himalaya Alpine-Style, Hodder and Stoughton, 1995.