মার্খা নদী

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মার্খা নদী
প্রাকৃতিক বৈশিষ্ট্য
মোহনাজাংস্কার নদীতে মিলিত হয়

মার্খা নদী ভারতের জম্মু ও কাশ্মীর রাজ্যের ওপর দিয়ে প্রবাহিত জাংস্কার নদীর একটি উপনদী।

ভূগোল[সম্পাদনা]

মার্খা নদী ভারতের জম্মু ও কাশ্মীর রাজ্যের লাদাখ অঞ্চলের একটি নদী। এই নদী কাং ইয়াৎজে পর্বতের নিকট দিয়ে ও স্তোক কাংরি পর্বতের দক্ষিণ দিক থেকে প্রবাহিত হয়ে সিন্ধু নদের উপনদী জাংস্কার নদীতে মিলিত হয়।

ভ্রমণ[সম্পাদনা]

মার্খা নদী উপত্যকা লাদাখ অঞ্চলের একটি জনপ্রিয় ট্রেকিং অঞ্চল। পশ্চিমদিক থেকে স্পিতুকের নিকটে সমুদ্রপৃষ্ঠ থেকে ৪৯৮০ মিটার উচ্চতায় ৩২°২′৩২.৩৬″ উত্তর ৭৭°২১′৪৪.৩৯″ পূর্ব / ৩২.০৪২৩২২২° উত্তর ৭৭.৩৬২৩৩০৬° পূর্ব / 32.0423222; 77.3623306 স্থানাঙ্কে অবস্থিত গান্ডা গিরিবর্ত্ম হয়ে অথবা পূর্ব দিক থেকে হেমিসের নিকটে গোংমারু গিরিবর্ত্ম হয়ে এই নদী উপত্যকায় যাওয়া যায়।[১]

তথ্যসূত্র[সম্পাদনা]