বিষয়বস্তুতে চলুন

পাদুম

স্থানাঙ্ক: ৩৩°২৭′৫০″ উত্তর ৭৬°৫২′৪৩″ পূর্ব / ৩৩.৪৬৩৮৯° উত্তর ৭৬.৮৭৮৬১° পূর্ব / 33.46389; 76.87861
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
পাদুম
শহর
পাদুম জম্মু ও কাশ্মীর-এ অবস্থিত
পাদুম
পাদুম
পাদুমের অবস্থান
স্থানাঙ্ক: ৩৩°২৭′৫০″ উত্তর ৭৬°৫২′৪৩″ পূর্ব / ৩৩.৪৬৩৮৯° উত্তর ৭৬.৮৭৮৬১° পূর্ব / 33.46389; 76.87861
দেশ India
রাজ্যজম্মু ও কাশ্মীর
জেলাকার্গিল
সরকার
 • ধরনস্বায়ত্ত্বশাসিত পার্বত্য পরিষদ
 • শাসকলাদাখ স্বায়ত্ত্বশাসিত পার্বত্য উন্নয়ন পরিষদ, কার্গিল
উচ্চতা৩,৬৬৯ মিটার (১২,০৩৭ ফুট)
জনসংখ্যা (২০১২)
 • মোট২৫,০০০
ভাষা
সময় অঞ্চলIST (ইউটিসি+5:30)
যানবাহন নিবন্ধনJK 07 XXXX
ওয়েবসাইটhttp://www.kargil.nic.in/

পাদুম ভারতের জম্মু ও কাশ্মীর রাজ্যের কার্গিল জেলার একটি শহর। এই শহরের নাম বৌদ্ধ ধর্মগুরু পদ্মসম্ভবের নাম থেকে হয়েছে।

ভূগোল

[সম্পাদনা]

পাদুম জাংস্কার উপত্যকার মাঝখানে অবস্থিত। সমুদ্রপৃষ্ঠ থকে এর উচ্চতা ৩,৬৫৭ মিটার বা ১১,৯৯৮ ফুট। এই শহরের নিকটে ডোডা নদীসারাপ নদী মিলিত হয়ে জাংস্কার নদী তৈরী করেছে।

জনসংখ্যাতত্ত্ব

[সম্পাদনা]

২০০১ এর জনগণনা অনুযায়ী পাদুমের জনসংখ্যা ছিল ১০০০ জন। তার মধ্যে অধিকাংশ বৌদ্ধ ধর্মাবলম্বী। এই জনসংখ্যার ৪০ শতাংশ সপ্তদশ শতাব্দীতে আগত বালটি উপজাতির মুসলমান।

বিবরণ

[সম্পাদনা]

পাদুম শহর কার্গিল জেলার জাংস্কার মহকুমার প্রধান শহর। এই শহরের মধ্যে একটি গুহায় পাঁচ ধ্যানী বুদ্ধের চিত্র আছে। পাদুম শহরের নিকটে বার্দান বৌদ্ধবিহারকুর্শা বৌদ্ধবিহার ছাড়াও বেশ কিছু বৌদ্ধবিহার অবস্থিত। []

যোগাযোগ

[সম্পাদনা]

১৯৮০ খ্রিষ্টাব্দে ১ডি নং জাতীয় সড়কের ওপর অবস্থিত কার্গিল থেকে পেনসি গিরিবর্ত্ম দিয়ে পাদুম পর্যন্ত একটি রাস্তা তৈরী হয়েছে। শীতকালে গিরিবর্ত্মগুলিতে তুষারপাতের জন্য গ্রীষ্মকালেই শুধুমাত্র এই পথ খোলা থাকে।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. India- Dorling Kindersley, page 151, আইএসবিএন ০-৭৫১৩-৩৩৫৬-৫