গ্যু-স্গ্রা-স্ন্যিং-পো

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
গ্যু-স্গ্রা-স্ন্যিং-পো

গ্যু-স্গ্রা-স্ন্যিং-পো (তিব্বতি: གཡུ་སྒྲ་སྙིང་པོওয়াইলি: g.yu sgra snying po) সংস্কৃত থেকে তিব্বতী ভাষায় বৌদ্ধ ধর্মগুলি অনুবাদকারী তিব্বতের প্রথম দিককার লো-ত্সা-ওয়াদের মধ্যে অন্যতম ছিলেন।

জীবনী[সম্পাদনা]

গ্যু-স্গ্রা-স্ন্যিং-পো পূর্ব তিব্বতের গ্যালমো-ৎসাওয়ে-রং বা গ্যারং রাজ্যের রাজপুত্র ছিলেন। গ্যারং রাজ্যে তিনি বৌদ্ধ ধর্ম গুরু বে-রো-ত্সা-নার কাছে শিক্ষা লাভ করেন। তার শিক্ষায় গ্যু-স্গ্রা-স্ন্যিং-পো বৌদ্ধ ধর্মের একজন পণ্ডিত ও অনুবাদক হয়ে ওঠেন। এরপরে তিনি মধ্য তিব্বত যাত্রা করে পদ্মসম্ভবের শিষ্যত্ব গ্রহণ করে অতিযোগ তত্ত্বের চিত্তবর্গঅভ্যন্তরবর্গ শিক্ষার একজন পণ্ডিত হয়ে ওঠেন। [১]

অনুবাদকর্ম[সম্পাদনা]

গ্যু-স্গ্রা-স্ন্যিং-পোর অনেকগুলি গ্রন্থ তিব্বতী ভাষায় অনুবাদ করেছেন, কিন্তু তার মধ্যে সর্বাপেক্ষা উল্লেখযোগ্য হল ফ্যি গ্যুর ব্চু গ্সুম নামক তেরোটি গ্রন্থের সমাহার। [২] এই গ্রন্থগুলি হল -

  1. র্ত্সে-মো-ব্যুং-র্গ্যাল (তিব্বতি: རྩེ་མོ་བྱུང་རྒྱལওয়াইলি: rtse mo byung rgyal)
  2. র্নাম-ম্খাই-র্গ্যাল-পো (তিব্বতি: རྣམ་ མཁའི་རྒྱལ་ རྒྱལ་པོওয়াইলি: rnam mkha'i rgyal po)
  3. ব্দে-বা-ফ্রুল-ব্কোদ (তিব্বতি: བདེ་བ་འཕྲུལ་བཀོདওয়াইলি: bde ba 'phrul bkod)
  4. র্দ্জোগ্স-পা-স্প্যি-চিংস (তিব্বতি: རྫོགས་པ་སྤྱི་ཆིངསওয়াইলি: rdzogs pa spyi chings)
  5. ব্যাং-চুব-সেম্স-তিগ (তিব্বতি: བྱང་ཆུབ་སེམས་ཏིགওয়াইলি: byang chub sems tig)
  6. ব্দে-বা-রাব-ব্যাম্স (তিব্বতি: བདེ་བ་རབ་འབྱམསওয়াইলি: bde ba rab 'byams)
  7. স্রোগ-গি-খোর-লো (তিব্বতি: སྲོག་གི་འཁོར་ལওয়াইলি: srog gi 'khor lo)
  8. থিগ-লে-দ্রুগ-পা (ওয়াইলি: thig le drug pa)
  9. র্দ্জোগ্স-পা-স্প্যি-স্প্যোদ (তিব্বতি: རྫོགས་པ་སྤྱི་སྤྱོདওয়াইলি: rdzogs pa spyi spyod)
  10. য়িদ-ব্ঝিন-নর-বু (তিব্বতি: ཡིད་བཞིན་ནོར་བུওয়াইলি: yid bzhin nor bu)
  11. কুন-তু-রিগ-পা (তিব্বতি: ཀུན་ཏུ་རིག་པওয়াইলি: kun tu rig pa)
  12. র্জে-ব্ত্সন-দাম-পা (তিব্বতি: རྗེ་བཙན་དམ་པ་ওয়াইলি: rje btsan dam pa)
  13. স্গোম-পা-দোন-গ্রুব (তিব্বতি: སྒོམ་པ་དོན་གྲུབওয়াইলি: sgom pa don grub)

এই তেরোটি গ্রন্থের তালিকার মধ্যে কিছু তারতম্য লক্ষ্য করা গেছে। দ্বাদশ শতাব্দীর ন্যাং-রাল-ন্যি-মা-ওদ্-জের লেখা পদ্মসম্ভবের জীবনী জাংস-গ্লিং-মা ও অপর একটি ধর্মীয় পুস্তক মে-তোগ-স্ন্যিং-পো গ্রন্থে দুই ধরনের তালিকা দেওয়া হয়েছে। [৩]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Mindrolling International (2010). "The History of Mindrolling: Part III". Source: [১] ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১৩ জুলাই ২০১০ তারিখে (accessed: Thursday April 15, 2010)
  2. Dharma Dictionary (December, 2005). 'phyi 'gyur bcu gsum'. Source: [২] (accessed: Thursday April 15, 2010)
  3. Liljenberg, Karen (October, 2009). "On the history and identification of two of the Thirteen Later Translations of the Dzogchen Mind Series." Revue d’Etudes Tibétaines, Number 17, Octobre 2009. Source: [৩] (accessed: Thursday April 15, 2010), p.51