হিন্দু মহিলা বিদ্যালয়

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
১৮৭৫ সালে হিন্দু মহিলা বিদ্যালয়ের ছাত্রীগণের সঙ্গে এ্যানেট এ্যাক্রয়েড

হিন্দু মহিলা বিদ্যালয় ছিল এ্যানেট এ্যাক্রয়েডের দ্বারা প্রতিষ্ঠিত কলকাতার এন্টালী থানা এলাকার ২২,বেনিয়া পুকুর লেনে অবস্থিত একটি আবাসিক বিদ্যালয়।[১] এর আগে বেথুন ১৮৪৯ সালে মহিলাদের জন্য বেথুন স্কুল স্থাপন করেছিলেন।[২] কিন্তু এই বিদ্যালয় ছাত্রীদের সেই ভাবে আকর্ষণ করেতে পারেনি। এই বিদ্যালয়টি সেকালে প্রভাবশালী ধর্মপ্রচারের সঙ্গে সঙ্গে নারী শিক্ষাপ্রচারে এক ব্যতিক্রমি স্বাতন্ত্র্য বজায় রেখেছিল। সেইকালে বালকদের যেমন বিদ্যালয় ছিল ঠিক তেমনই সুবিধাযুক্ত বিদ্যালয় বালিকাদের জন্য এ্যানেট এ্যাক্রয়েড মাত্র ১২ জন ছাত্রীদের নিয়ে বিদ্যালয়টির প্রতিষ্ঠা করেছিলেন।[৩] যোগেশ চন্দ্র বাগলের মতে ১৮ নভেম্বর ১৮৭৩ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠা হয়,[১] এবং ডেভিড কফের মতে বিদ্যালয়টি ১৮ সেপ্টেম্বর ১৮৭৩ প্রতিষ্ঠা হয়।[৪] দ্বারকানাথ গাঙ্গুলী বিদ্যালয়টির প্রধান শিক্ষক ছিলেন।[৪] এবং আনন্দমোহন বসু এবং দুর্গামোহন দাস এই বিদ্যালয়টির খরচা বহন করতেন।[৫] শিবনাথ শাস্ত্রীমনমোহন ঘোষ এই বিদ্যালয়টির সাথে জড়িত ছিলেন।[৩] জে বি ফিয়ার এই বিদ্যালয়টির সান্মানিক শিক্ষিকা ছিলেন।[১] বিদ্যালয়টি এ্যানেটের তত্বাবধানে পাশ্চাত্য ধারা মতে বরাবর চলেছিল।[৬]১৮৭৫ সালের ৬ এপ্রিল হেনরী বেভারীজের সাথে এ্যানেট এ্যাক্রয়েডের বিবাহের পরে, বিদ্যালয়টি অল্প সময়ের জন্য বন্ধ ছিল (মার্চ ১৮৭৬ সাল পর্যন্ত)।পরে ১ জুন ১৮৭৬ সালে বঙ্গ মহিলা বিদ্যালয় নামে আবার চালু হয়েছিল।[১]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Bagal, Jogesh Chandra, History of the Bethune School and College (1849-1949) in Bethune College and School Centenary Volume, edited by Dr. Kalidas Nag, 1949, p33
  2. সুবোধ চন্দ্র বসু ও অঞ্জলি বসু ( সম্পাদনা ), সংসদ বাঙালি চরিতাভিধান-চতুর্থ সংস্করণ,প্রথম খন্ড, p ৩৬৬, আইএসবিএন ৮১-৮৫৬২৬-৬৫-০
  3. Karlekar, Malavika। "Lessons in a Sari - Did women's education in India change the way they dressed?"The Telegraph, 4 February 2007। ২ এপ্রিল ২০০৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৭-০৪-১৮ 
  4. Kopf, David, The Brahmo Samaj and the Shaping of the Modern Indian Mind, 1979, pp. 34-39, Princeton University Press, আইএসবিএন ০-৬৯১-০৩১২৫-৮
  5. Sastri, Sivanath, History of the Brahmo Samaj, 1911-12/1993, p. 164, Sadharan Brahmo Samaj.
  6. Amin, Sonia। "Beveridge, Annette Susannah Akroyd"Banglapedia। Asiatic Society of Bangladesh। ২০০৭-০৪-২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৭-০৪-১৮ 
  • রামতনু লাহিড়ী ও তৎকালীন বঙ্গসমাজ-শিবনাথ শাস্ত্রী, পৃঃ ১৬৭-১৭০,নিউ এজ্‌ পাবলিসার্স পাঃ লিঃ
  • সংসদ বাঙালি চরিতাভিধান-চতুর্থ সংস্করণ-প্রথম খন্ড-অঞ্জলি বসু আইএসবিএন ৮১-৮৫৬২৬-৬৫-০
  • William Beveridge, India Called Them, London, 1947; M D Hussain, 19th Century Indian Historical Writing In English, Calcutta, 1992.

আরও দেখুন[সম্পাদনা]

বহিঃসংযোগ[সম্পাদনা]