আশ আল মালেক

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
عاش المليك
আস-সালাম আল মালাকি

 সৌদি আরব-এর জাতীয় সঙ্গীত
কথাইবরাহিম খাফাজি
সুরআব্দুল রাহমান আল-খাতেব
গ্রহণের তারিখ১৯৫০
সঙ্গীতের নমুনা
noicon

আস-সালাম আল মালাকি (আরবি: عاش الملك; বাংলা: দীর্ঘজীবী হোক রাজা) সৌদি আরবের জাতীয় সঙ্গীত। এইটি আল্লাহর প্রশংসা করে এবং দোয়া করে যে, তিনি সৌদি আরবের রাজাকে যেন দীর্ঘ জীবন প্রদান করেন। একে ১৯৫০ সালে জাতীয় সঙ্গীত হিসেবে অবলম্বন করা হয়েছিল।[১] এই গানের কথা দিয়েছেন ইবরাহিম খাফাজি এবং সুর দিয়েছেন একজন মিশরীয় আব্দুল রাহমান আল-খাতেব

গানের কথা[সম্পাদনা]

গানের কথা আরবি ভাষায় ইংরেজি অনুবাদ বাংলা অনুবাদ

سارعي للمجد و العلياء
مجدي لخالق السماء
وارفعي الخفاق الاخضر
يحمل النور المسطر
رددي الله أكبر
يا موطني
موطني عشت فخر المسلمين
عاش المليك للعلم والوطن

Hasten to glory and supremacy,
Glorify the Creator of the heavens!
And raise the green flag
Carrying the emblem of Light,
Repeating: Allah is the greatest,
O my country!
My country, Live as the glory of Muslims!
Long live the King for the flag and the country![২]

গরিমা ও আধিপত্যর দিকে এসো
আসমানের সৃষ্টিকর্তাকে প্রশংসা করো
এবং সবুজ পতাকা ছড়িয়ে দাও
আলোর প্রতীক বহনের মাধ্যমে,
" আল্লাহু আকবর!", জপে
হে আমার দেশ!
আমার দেশ, চিরজীবী থাকো মুসলমানদের হয়ে,
বাদশা জিন্দাবাদ তার দেশ ও পতাকার হেফাজতে!

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. www.nationalanthems.info
  2. "সৌদি আরবের জাতীয় সঙ্গীতের গানের কথা"। nationalanthems.info। ১৭ আগস্ট ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১০-০৫-০৯