বাহরাইনোনা
বাংলা: আমাদের বাহরাইন | |
---|---|
نشيد البحرين الوطني | |
![]() | |
![]() | |
কথা | মোহামেদ সুদকি আয়য়াশ |
সঙ্গীত | অজানা; আহমেদ আল-জুমাইরি কর্তৃক পুনর্বিন্যাস হয়েছে |
গ্রহণকাল | ১৯৭১ |
অডিও নমুনা | |
বাহরাইনোনা (বাদ্যসঙ্গীত) |
বাহরাইনোনা (আরবি: نشيد البحرين الوطني, বাংলা: বাহরাইনোনা) বাহরাইননের জাতীয় সঙ্গীত। এই গানের কথা দিয়েছেন "মোহামেদ সুদকি আয়য়াশ" এবং সুর দিয়েছেন "আহমেদ আল-জুমাইরি"। "মোহামেদ সুদকি আয়য়াশ" কর্তৃক মূল গানটি ২০০২ সালে পরিবর্তন হয়েছে, যখন দেশটি একটি রাজ্য হয়ে ওঠে এবং শাসক একজন আমীর না হয়ে রাজা হয়।[১]
ইতিহাস
[সম্পাদনা]দুটি বিভিন্ন সংস্করণ একই সুর কিন্তু ভিন্ন শব্দ দিয়ে তৈরি করা হয়েছে। প্রথমটি বাহরাইনের স্বাধীনতা ১৯৭১ সাল থেকে ২০০২ সাল পর্যন্ত ব্যবহার করা হয়। দ্বিতীয়টি সাংবিধানিক সংশোধনী গণভোটের মাধ্যমে যখন হামাদ বিন ঈসা আল খলিফা-কে দেশের রাজা এবং দেশটিকে একটি রাজত্ব হিসেবে ঘোষণা করে।
জাতীয় সঙ্গীত
[সম্পাদনা]গানের কথা আরবি ভাষায় | উচ্চারণ | বাংলা অনুবাদ[১] |
---|---|---|
প্রথম স্তবক | ||
بحرينُنـا ، مَليكُنـا ، رمـزٌ الوئـام |
Baḥrainunā |
আমাদের বাহরাইন |
দ্বিতীয় স্তবক | ||
بلـدُ الكِـرامْ ، مهد السـلامْ |
Balad al-kirām |
অভিজাতের দেশ |
তথ্যসূত্র
[সম্পাদনা]বহিঃসংযোগ
[সম্পাদনা]- বাহরাইন: বাহরাইনোনা -তথ্য ও গানের সাথে বাহরাইনের জাতীয় সঙ্গীতের অডিও
- Himnuszok -Himnuszok ওয়েবসাইটে বৈশিষ্ট্যযুক্ত সংঙ্গীতের একটি ভোকাল সংস্করণ।