III
/naħmijka jaː watˁanij wa ʃaːhidunaː/
/ʃarʕu lhuda wa lħaqːu raːʔidunaː/
/wa amijrunaː lilizːi qaːʔidunaː/
/rabːu lħamijati sˁaːdiqu lwaʕdi/
/d͡ʒawqa/
আমার দেশ, কুয়েত, তুমি নিরাপদ ও গৌরবময় থেকো!
তুমি খোশনসীবী পেতে থেকো!
হে পূর্বসূরীদের দোলনা,
যার ইয়াদ নামিয়ে রেখেছে,
চিরন্তন প্রতিসাম্যের সাথে, অনন্তকালকে দেখাচ্ছো,
যে সেই আরবরা ছিলেন আসমানী,
আমার দেশ, কুয়েত, তুমি নিরাপদ ও গৌরবময় থেকো!
তুমি খোশনসীবী পেতে থেকো!
আমার দেশ বরকতময় হোক, সাদৃশ্যের স্বদেশ
সুন্দর করে জমীন দিয়ে, সাচ্চা সিপাহীদের হেফাজতে
ইতিহাস উঁচু করে গড়ে তোলে, হে কুয়েত,
আমার দেশ, আমরা তোমার জন্য, হে আমার দেশ,
ঈমানের ও ওফাদারীর নেতৃত্তে,
এবং এর আমীরের সঙ্গেও,
তামামদের গরম মহব্বত ও হকীকত দিয়ে বেড়াচ্ছে,
আমার দেশ, কুয়েত, তুমি নিরাপদ ও গৌরবময় থেকো!
তুমি খোশনসীবী পেতে থেকো![৩]