বিষয়বস্তুতে চলুন

স্বাধীনতা পুরস্কার

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

এটি এই পাতার একটি পুরনো সংস্করণ, যা আফতাব বট (আলোচনা | অবদান) কর্তৃক ২৩:৫৯, ৬ জুলাই ২০১৪ তারিখে সম্পাদিত হয়েছিল (বট বিষয়শ্রেণী ঠিক করেছে)। উপস্থিত ঠিকানাটি (ইউআরএল) এই সংস্করণের একটি স্থায়ী লিঙ্ক, যা বর্তমান সংস্করণ থেকে ব্যাপকভাবে ভিন্ন হতে পারে।

স্বাধীনতা পদক

স্বাধীনতা দিবস পুরস্কার বা স্বাধীনতা পুরস্কার বাংলাদেশ সরকার প্রদত্ত সর্বোচ্চ বেসরকারী সম্মাননা পদক। বাংলাদেশের স্বাধীনতা দিবস ২৬শে মার্চ উপলক্ষ্যে প্রতি বছর এটি প্রদান করা হয়ে থাকে। শিক্ষা, সাহিত্য, সংস্কৃতিসহ বিভিন্ন বিষয়ে এই পদক দেওয়া হয়। ১৯৭৭ সাল হতে ২০০৭ সাল পর্যন্ত স্বাধীনতা দিবস পুরস্কার প্রদান করা হয়েছে। প্রত্যেক পদকপ্রাপ্তরা একটি সোনার পদক ও একটি সম্মাননাসূচক প্রত্যয়ন পত্র পান।[] ২০০৪ সাল থেকে নগদ পুরস্কার হিসাবে দেয়া হয় এক লক্ষ টাকা যার পরিমাণ পূর্বে কুড়ি হাজার টাকা ছিল।[] বাংলাদেশ সরকারের মন্ত্রী পরিষদ কমিটি একটি তালিকা প্রস্তুত করে সরকার প্রধানের নিকট চুড়ান্ত মনোনয়নের জন্য প্রদান করেন।[] পদকটি সাধারণত স্বাধীনতা দিবসের সন্ধ্যায়, বিভিন্ন মন্ত্রিপরিষদ সদস্য ও অন্যান্য বিশিষ্ট নাগরিকদের উপস্থিতিতে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে প্রদান করা হয়। যে কোন ব্যক্তি, গোষ্ঠী, প্রতিষ্ঠান এবং সংস্থাকে নিম্নবর্ণিত ক্ষেত্রসমূহে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের জন্য সরকার স্বাধীনতা পুরস্কারে ভূষিত করতে পারেন।[]

  1. স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ
  2. বিজ্ঞান ও প্রযুক্তি
  3. চিকিৎসা বিদ্যা
  4. শিক্ষা
  5. সাহিত্য
  6. সংস্কৃতি
  7. ক্রীড়া
  8. পল্লী উন্নয়ন
  9. সমাজ সেবা/জনসেবা
  10. জনসংখ্যা নিয়ন্ত্রণ
  11. জনপ্রশাসন
  12. গবেষণা ও প্রশিক্ষণ
  13. সরকার কর্তৃক নির্ধারিত অন্য যে কোন ক্ষেত্র

স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত ব্যক্তি/প্রতিষ্ঠানের তালিকা

২০১৩

  • এম এ হান্নান [মরণোত্তর] (স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ)
  • পুলিশ সুপার শহীদ মোঃ সামসুল হক (মরণোত্তর)(স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ)
  • রাষ্ট্রপতি অ্যাডভোকেট আবদুল হামিদ (স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ)
  • ডা. মোঃ মোশারফ হোসেন (স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ)
  • লে. কর্নেল (অব.) কাজী সাজ্জাদ আলী জহির বীরপ্রতীক (স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ)
  • কৃষিবিদ ড. মোহাম্মদ আব্দুল হামিদ মিয়া (কৃষি গবেষণা ও কৃষির উন্নয়ন)
  • স্বদেশ রঞ্জন বোস (মরণোত্তর) (অর্থনীতি)
  • সত্য সাহা (মরণোত্তর) (সংস্কৃতি)

২০১২

  • শহীদ লেফটেন্যান্ট কমান্ডার মোয়াজ্জেম হোসেন (মরণোত্তর) (স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ)
  • শহীদ আবুল কালাম শামসুদ্দিন (মরণোত্তর)(স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ)
  • ডাঃ সৈয়দা বদরুন নাহার চৌধুরী (স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ)
  • মুক্তিযোদ্ধা নয়ীম গহর (স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ)
  • বজলুর রহমান (মরণোত্তর) (সাংবাদিক)
  • নজরুল গবেষক মোহাম্মদ রফিকুর ইসলাম (শিক্ষা)
  • উপাচার্য আবুল ফজল (মরণোত্তর) (সাহিত্য)
  • উপাচার্য অধ্যাপক প্রাণ গোপাল দত্ত (চিকিংসা)
  • কৃষিবিজ্ঞানী ড. কাজী এম বদরুদ্দোজা (গবেষণা ও প্রশিক্ষণ)
  • পদার্থবিদ ড. কামরুল হায়দার (বিজ্ঞান ও প্রযুক্তি)

২০১১

২০১০

ব্যক্তিগতভাবে ১০জনকে এবং প্রাতিষ্ঠানিক পর্যায়ে ১টি প্রতিষ্ঠানকে মর্যাদাসূচক স্বাধীনতা পুরস্কারে ভূষিত করা হয়েছেঃ

২০০৯

ব্যক্তিগতভাবে ৪জনকে মর্যাদাসূচক স্বাধীনতা পুরস্কারে ভূষিত করা হয়েছেঃ-

২০০৮

এ বছর তিনজন প্রতিথযশা ব্যক্তিএকটি প্রতিষ্ঠান-কে এ পদক দেয়ার জন্য মনোনীত করা হয়েছে:

২০০৭

এ বছর দু’টি প্রতিষ্ঠান-কে পদক দেয়া হয়েছে:

২০০৬

এ বছর ২টি প্রতিষ্ঠানকে পদক দেয়া হয়েছে:

২০০৫

এ বছর ১টি প্রতিষ্ঠান ও ১ জন ব্যক্তি এ পদক পেয়েছেন:

২০০৪

এ বছর ৩টি প্রতিষ্ঠান ও ৭ জন বরেণ্য ব্যক্তি (মোট ১০) এ পদক পেয়েছেন:

২০০৩

এ বছর ২ জন মরণোত্তর স্বাধীনতা পুরস্কারে ভূষিত হন:

২০০২

এ বছর ৩ জন ব্যক্তি ও ১ টি প্রতিষ্ঠান পদক প্রাপ্ত হন:

২০০১

১০ জন বরেণ্য ব্যক্তি ও ১ টি প্রতিষ্ঠান এ পদক লাভ করেন:

২০০০

দেশ বরেণ্য ১০ জন ব্যক্তি এবছর স্বাধীনতা পদক লাভ করেন:

১৯৯৯

এ বছর ১১ জন দেশ বরেণ্য ব্যক্তি এ পদকে ভূষিত হন।

১৯৯৮

১৯৯৭

১৯৯৬

১৯৯৫

  • আবদুল্লাহ আল মুতী শরফুদ্দীন (বিজ্ঞান ও প্রযুক্তি)
  • মরহুম আলহাজ্ব মৌলভী কাজী আম্বার আলী (শিক্ষা)
  • মরহুম আব্দুল করিম সাহিত্য বিশারদ (সাহিত্য)
  • বেগম ফেরদৌসী রহমান (সঙ্গীত)
  • বেগম সৈয়দা ইকবাল মান্দ বানৃ (সমাজসেবা)
  • মোহাম্মদ জাকারিয়া পিন্টু (ক্রীড়া ও খেলাধুলা)
  • মরহুম সৈয়দ মোহাম্মদ আলী (সাংবাদিকতা)

১৯৯৪

  • বাংলাদেশ ভূ-তাত্ত্বিক জরিপ অধিদপ্তর (বিজ্ঞান ও প্রযুক্তি)
  • আহসান হাবিব (মরণোত্তর) (সাহিত্য)
  • আতিকুর রহমান (ক্রীড়া)
  • গ্রামীণ ব্যাংক (পল্লীউন্নয়ন)
  • মোবারক হোসেন খান (সঙ্গীত)

১৯৯৩

১৯৯২

১৯৯১

  • মরহুম নায়েব সুবেদার শাহ আলম (ক্রীড়া)
  • কবি শামসুর রাহমান (সাহিত্য)
  • প্রফেসর মো: ইন্নাস আলী (বিজ্ঞান ও প্রযুক্তি)

১৯৯০

  • অধ্যাপক আমিনুল ইসলাম (বিজ্ঞান ও প্রযুক্তি বিদ্যা)
  • মুহাম্মদ ইয়াসিন (পল্লী উন্নয়ন)

১৯৮৯

  • অধ্যাপক (ডা:) মো: মোস্তাফিজুর রহমান (চিকিৎসা বিজ্ঞান ও জনসেবা)
  • নিয়াজ মোর্শেদ (ক্রীড়া)

১৯৮৮

  • আমিনুল ইসলাম (চারুকলা)
  • মরহুম মো: নুরুল আলম (মরণোত্তর)

১৯৮৭

  • মরহুম এম, হোসেন আলী (মরণোত্তর) (জনসেবা)
  • অধ্যাপক সৈয়দ আলী আহসান (সাহিত্য)
  • প্রফেসর মোহাম্মদ ইউনুস (পল্লী উন্নয়ন)
  • আর্মড ফোর্সেস ইনস্টিউট অব প্যাথলজি এন্ড ট্রান্সফিউসন (এ এফ আই পি এন্ড টি) (চিকিৎসা বিজ্ঞান)

১৯৮৬

১৯৮৫

১৯৮৪

  • ড: মুহম্মদ কুদরাত-এ-খুদা (মরণোত্তর) (বিজ্ঞান ও প্রযুক্তি বিদ্যা)
  • জনাব মোহাম্মদ নাসির উদ্দিন (সাংবাদিকতা)
  • অধ্যাপক মহম্মদ মনসুর উদ্দীন (সাহিত্য)
  • শাহ আবুল হাসনাৎ মোহাম্মদ ইসমাইল (সাহিত্য)
  • ওস্তাদ আয়াত আলী খান (সঙ্গীত)
  • বুলবুল চৌধুরী (মরণোত্তর)(নৃত্য)
  • দীদার সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি (পল্লী উন্নয়ন)
  • কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট (সমাজ সেবা)

১৯৮৩

১৯৮২

  • মরহুম ডক্টর আবদুর রশীদ (মরণোত্তর) (শিক্ষা)
  • মরহুম কাজী মোহাম্মদ মোশারফ হোসেন (মরণোত্তর) (জনসেবা)
  • মরহুম সৈয়দ মুর্তাজা আলী (মরণোত্তর) (সাহিত্য)
  • মরহুম আনোয়ারুল হক (মরণোত্তর) (ললিত কলা)
  • বেগম ফিরোজা বারী (সমাজসেবা)

১৯৮১

১৯৮০

  • মরহুম ড: মুহম্মদ শহীদুল্লাহ (মরণোত্তর) (শিক্ষা)
  • মওলানা আবু জাফর মোহাম্মদ সালেহ (শর্ষিণার পীর সাহেব) (শিক্ষা)
  • মরহুম আলহাজ্ব জহির উদ্দিন (মরণোত্তর)(জনসেবা)
  • মরহুম কবি ফররুখ আহমদ (মরণোত্তর)(সাহিত্য)
  • শহীদ মুনীর চৌধুরী (মরণোত্তর) (সাহিত্য)
  • ড: খন্দকার আমির হোসন (বিজ্ঞান ও প্রযুক্তি)
  • সোহরাব হোসেন (সঙ্গীত)

১৯৭৯

  • মরহুম আবুল মনসুর আহমদ (মরণোত্তর) (সাহিত্য)
  • ড: কাজী মোতাহার হোসেন (বিজ্ঞান ও প্রযুক্তি বিদ্যা)
  • মরহুম ড: মুজাফফর আহমেদ চৌধুরী (শিক্ষা)
  • ফিরোজা বেগম (সঙ্গীত)
  • সমর দাস (সঙ্গীত)
  • ওস্তাব ফুলঝুরি খান (সঙ্গীত)
  • জনাব কামরুল হাসান (চিত্রকলা)
  • বেগম তাহেরা কবির (সমাজকল্যাণ)
  • জনাব নুর মোহাম্মদ মণ্ডল (জনসংখ্যা নিয়ন্ত্রণ)

১৯৭৮

  • মরহুম কবি জসিম উদ্দিন (মরণোত্তর) (সাহিত্য)
  • মরহুম ড: মজাহারুল হক (মরণোত্তর) (শিক্ষা)
  • প্রয়াত রনদা প্রসাদ সাহা (মরণোত্তর) (সমাজকল্যাণ)
  • মরহুম ডা: মোহাম্মদ ইব্রাহিম (সমাজকল্যাণ)
  • ড: শাহ মোহাম্মদ হাছানুজ্জামান (বিজ্ঞান ও প্রযুক্তি বিদ্যা)
  • জনাব আবদুল আহাদ (সঙ্গীত)
  • জনাব মাহফুজুল হক (পল্লী উন্নয়ন)
  • জনাব আলমগীর এম, এ, কবীর (জনসংখ্যা নিয়ন্ত্রণ)

১৯৭৭

বহিঃসংযোগ

  • বাংলাদেশ সরকারের স্বাধীনতা দিবস পুরস্কার প্রদান সংক্রান্ত নীতিমালা - স্বাধীনতা পুরস্কার নীতিমালা
  • ২০০৪ সাল হতে ২০০৭ পর্যন্ত পদকপ্রাপ্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানের তালিকা - দেখুন

তথ্যসূত্র

  1. Khan, Sanjida (২০০৩)। "National Awards"Islam, SirajulBanglapedia: national encyclopedia of BangladeshDhaka: Asiatic Society of Bangladesh। আইএসবিএন 984-32-0576-6 
  2. Booklet of Independence Award 2007. Cabinet Division. Government of the People's Republic of Bangladesh. pp. 1
  3. Staff Correspondent (২০০৫-০৩-১৪)। "Rab, Betar on revised list of nominees"The Daily Star। Vol 5 Num 637। সংগ্রহের তারিখ ২০০৮-০১-১৬ 
  4. স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত ব্যক্তি/প্রতিষ্ঠানের তালিকা