চাটখিল উপজেলা
চাটখিল | |
---|---|
উপজেলা | |
মানচিত্রে চাটখিল উপজেলা | |
স্থানাঙ্ক: ২৩°২′৫৮″ উত্তর ৯০°৫৭′২৮″ পূর্ব / ২৩.০৪৯৪৪° উত্তর ৯০.৯৫৭৭৮° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
জেলা | নোয়াখালী জেলা |
নোয়াখালী -১ | ২৬৮ নং আসন |
সরকার | |
আয়তন | |
• মোট | ১৩৩.৮৯ বর্গকিমি (৫১.৭০ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১৪) | |
• মোট | ২,৯০,৮৪৬ |
• জনঘনত্ব | ২,২০০/বর্গকিমি (৫,৬০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ৬৯.৫০ |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৩৮৭০ |
প্রশাসনিক বিভাগের কোড | ২০ ৭৫ ১০ |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
চাটখিল বাংলাদেশের নোয়াখালী জেলার অন্তর্গত একটি উপজেলা। আয়তনের দিক থেকে নোয়াখালী জেলার ক্ষুদ্রতম থানা হিসেবে ১৯৭৭ সালের ২ ফেব্রুয়ারি চাটখিল থানা প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে ১৯৮৩ সালে এটিকে উপজেলায় রূপান্তর করা হয়।
অবস্থান ও আয়তন
[সম্পাদনা]চাটখিল উপজেলার আয়তন ১৩৩.৮৯ বর্গ কিলোমিটার। এটি আয়তনের দিক থেকে নোয়াখালী জেলার সবচেয়ে ছোট উপজেলা।[১]চাটখিল উপজেলার উত্তরে লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলা, চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলা ও কুমিল্লা জেলার মনোহরগঞ্জ উপজেলা দক্ষিণে লক্ষ্মীপুর জেলার লক্ষ্মীপুর সদর উপজেলা ও বেগমগঞ্জ উপজেলা, পূর্বে সোনাইমুড়ি উপজেলা, পশ্চিমে লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলা ও লক্ষ্মীপুর সদর উপজেলা।
শিক্ষা প্রতিষ্ঠান
[সম্পাদনা]প্রাথমিক বিদ্যালয়
[সম্পাদনা]- চাটখিল আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়
- ভীমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- চাটখিল পাঁচগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়
মাধ্যমিক বিদ্যালয়
[সম্পাদনা]- চাটখিল পাঁচগাঁও সরকারি উচ্চ বিদ্যালয়
- চাটখিল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়
- ভীমপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়
- খিলপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়
- সাহাপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়
- সোমপাড়া উচ্চ বিদ্যালয়
- সোমপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়
- চাটখিল পাঁচগাঁও বালিকা উচ্চ বিদ্যালয়
- পাল্লা মাহবুব আদর্শ উচ্চ বিদ্যালয়
- সপ্তগাঁও আদর্শ উচ্চ বিদ্যালয়
- কামালপুর মো: হাশেম উচ্চ বিদ্যালয়
- বদলকোট উচ্চ বিদ্যালয়
- হাটপুকুরিয়া উচ্চ বিদ্যালয়
- কড়িহাটি উচ্চ বিদ্যালয়
- গোমাতলী শামসুল হুদা জুনিয়র উচ্চ বিদ্যালয়
কারিগরি বিদ্যালয়
[সম্পাদনা]- চাটখিল সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ
- ভীমপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় কারিগরি শাখা
- খিলপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয় কারিগরি শাখা
কলেজ
[সম্পাদনা]- চাটখিল পাঁচগাঁও মাহবুব সরকারি কলেজ (চাটখিল উপজেলার একমাত্র সরকারি কলেজ)
- চাটখিল মহিলা ডিগ্রি কলেজ
- আবদুল ওয়াহাব ডিগ্রি কলেজ
- সোমপাড়া ডিগ্রি কলেজ
- হীরাপুর মডেল কলেজ
আলিয়া মাদরাসা
[সম্পাদনা]- চাটখিল কামিল মাদরাসা
- দক্ষিণ দেলিয়াই হাশেমিয়া দাখিল মাদরাসা
- মল্লিকার দিঘীরপাড় ফাযিল মাদরাসা
- খোয়াজের ভিটি ফাযিল মাদরাসা
- শ্রীরায় মহিলা আলিম মাদরাসা
- হীরাপুর আলিম মাদরাসা
- কড়িহাটি ছালেমিয়া ফাযিল মাদরাসা
- সাধুরখিল এস আই দাখিল মাদরাসা
- ফতেপুর সিরাজুম মুনীর দাখিল মাদরাসা
- মোমিনপুর দাখিল মাদরাসা
কওমী মাদরাসা
[সম্পাদনা]- জামেয়া ওসমানিয়া,দশানী টবগা
- জামিয়া আশরাফিয়া গোমাতলী
- জামেয়া যিন্নুরাইন
- খিলপাড়া ইসলামিয়া কওমী মাদরাসা
- দারুল মাআরিফ কওমী মাদরাসা, নাহারখিল
- জামিউল উলুম মাদরাসা, দেলিয়াই
প্রশাসনিক এলাকা
[সম্পাদনা]চাটখিল উপজেলায় বর্তমানে ১টি পৌরসভা ও ৯টি ইউনিয়ন রয়েছে। সম্পূর্ণ উপজেলার প্রশাসনিক কার্যক্রম চাটখিল থানার আওতাধীন।
- ১নং সাহাপুর
- ২নং রামনারায়ণপুর
- ৩নং পরকোট
- ৪নং বদলকোট
- ৫নং মোহাম্মদপুর
- ৬নং পাঁচগাঁও
- ৭নং হাটপুকুরিয়া ঘাটলাবাগ
- ৮নং নোয়াখলা
- ৯নং খিলপাড়া
ইতিহাস
[সম্পাদনা]এ থানার নামের উৎপত্তি সম্পর্কে নির্দিষ্ট ভাবে কিছু জানা যায়নি। জনশ্রুতি আছে, অতীতে এ এলাকা একটি বিল অর্থাৎ খিল ছিল (বিল শব্দটির অর্থ বিশাল খালি জায়গা, যা অব্যবহৃত খিল পড়ে আছে)। এ বিলের চাটপোকার অবস্থানের কারণে স্থানীয় অধিবাসীরা হুমকীর সম্মুখীন হয়েছিলেন। কালক্রমে এ বিল এলাকায় জনবসতি স্থাপন হয় এবং এলাকার নাম হয় চাটখিল।[২]
জনসংখ্যার উপাত্ত
[সম্পাদনা]মোট জনসংখ্যা ২৯০৮৪৬; পুরুষ ১৪১০২৯, মহিলা ১৪৯৮১৭।
উল্লেখযোগ্য ব্যক্তিত্ব
[সম্পাদনা]- অধ্যাপক কবীর চৌধুরী (জাতীয় অধ্যাপক ও বাংলা একাডেমীর চেয়ারম্যান)
- অধ্যাপক মুনীর চৌধুরী (শহীদ বুদ্ধিজীবী)
- ফেরদৌসী মজুমদার (অভিনেত্রী ও নাট্যনির্দেশক)
- সিরাজুল ইসলাম (১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে চাটখিলের প্রধান কমান্ডার)
- শিরীন শারমিন চৌধুরী (জাতীয় সংসদের স্পীকার)
- বীর মুক্তিযোদ্ধা গাজী মাসীহুর রহমান। যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, আহবায়ক সর্বদলীয় সংগ্রাম পরিষদ ও ডেপুটি কমান্ডার বৃহত্তর রামগঞ্জ মুক্তিবাহিনী।
- বীর মুক্তিযোদ্ধা শহীদ এজিএম রুহুল আমিন
- মোশাররফ হোসেন (বীর প্রতীক)
- আবদুল হাকিম (বীর বিক্রম)
- এডভোকেট মাহবুবুর রহমান (সাবেক মন্ত্রী)।
- আবুল কালাম আজাদ, লেখক, কবি এবং কলামিস্ট (বাংলাদেশ সরকারের সাবেক নৌ-সচিব)
- আবুল খায়ের (রসায়নবিদ)
- মরহুম বীর মুক্তিযোদ্ধা আলী আজম খোকা(দশানী টবগা পাল বাড়ী)
দর্শনীয় স্থান
[সম্পাদনা]- জমিদার বাড়ী, রামনারায়ণপুর
- মেঘা দীঘি, বদলকোট
- ভাওর চৌধুরী বাড়ি, মুঘল আমলের দালান
- প্রাচীন জমিদারের বাড়ির ধ্বংসাবশেষ, চাটখিল দক্ষিণ বাজার
অর্থনীতি
[সম্পাদনা]জনগোষ্ঠীর আয়ের প্রধান উৎস কৃষি ২৭.৩২%, অকৃষি শ্রমিক ২.০৬%, শিল্প ০.৬৩%। মোট আয়ের উল্লেখযোগ্য একটি অংশ প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স হতে আসে।
যোগাযোগ
[সম্পাদনা]যোগাযোগ বিশেষত্ব: পাকারাস্তা ৯৬.৫৪ কিমি, কাঁচারাস্তা ৭৩২.৩৯ কিমি। বিলুপ্ত বা বিলুপ্ত প্রায় সনাতন বাহন পাল্কি, ঘোড়ার গাড়ি, মহিষের গাড়ি। বর্তমানে প্রধান বাহন মিশুক রিকশা।
জনপ্রতিনিধি
[সম্পাদনা]সংসদীয় আসন | জাতীয় নির্বাচনী এলাকা[৩] | সংসদ সদস্য[৪][৫][৬][৭][৮] | রাজনৈতিক দল |
---|---|---|---|
২৬৮ নোয়াখালী-১ | চাটখিল উপজেলা এবং সোনাইমুড়ি উপজেলা (বারগাঁও, অম্বরনগর ও নাটেশ্বর ইউনিয়ন ব্যতীত) | এইচ এম ইব্রাহিম | বাংলাদেশ আওয়ামী লীগ |
উপজেলা চেয়ারম্যান
- জাহাঙ্গীর কবির
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ https://web.archive.org/web/20151208044832/http://www.bbs.gov.bd/WebTestApplication/userfiles/Image/National%20Reports/Union%20Statistics.pdf
- ↑ ক খ "এক নজরে চাটখিল উপজেলা"। চাটখিল উপজেলা। ১০ নভেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ ফেব্রুয়ারি ২০১৬।
- ↑ "Election Commission Bangladesh - Home page"। www.ecs.org.bd।
- ↑ "বাংলাদেশ গেজেট, অতিরিক্ত, জানুয়ারি ১, ২০১৯" (পিডিএফ)। ecs.gov.bd। বাংলাদেশ নির্বাচন কমিশন। ১ জানুয়ারি ২০১৯। ২ জানুয়ারি ২০১৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০১৯।
- ↑ "সংসদ নির্বাচন ২০১৮ ফলাফল"। বিবিসি বাংলা। ২৭ ডিসেম্বর ২০১৮। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০১৮।
- ↑ "একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল"। প্রথম আলো। ৩১ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০১৮।
- ↑ "জয় পেলেন যারা"। দৈনিক আমাদের সময়। ৩১ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০১৮।
- ↑ "আওয়ামী লীগের হ্যাটট্রিক জয়"। সমকাল। ২৭ ডিসেম্বর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০১৮।
বহিঃসংযোগ
[সম্পাদনা]এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |