বিষয়বস্তুতে চলুন

দৈনিক প্রথম আলো

স্থানাঙ্ক: ২৩°৪৫′০৯″ উত্তর ৯০°২৩′৩৩″ পূর্ব / ২৩.৭৫২৫৩৪° উত্তর ৯০.৩৯২৬৩০° পূর্ব / 23.752534; 90.392630
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
প্রথম আলো
দৈনিক প্রথম আলো পত্রিকার প্রথম সংখ্যা, ৪ঠা নভেম্বর, ১৯৯৮
ধরনদৈনিক পত্রিকা
ফরম্যাটব্রডশিট ও অনলাইন সংস্করণ
মালিকট্রান্সকম গ্রুপ
প্রকাশকমতিউর রহমান
সম্পাদকমতিউর রহমান
প্রতিষ্ঠাকাল৪ নভেম্বর ১৯৯৮
ভাষাবাংলা
সদর দপ্তরপ্রগতি ইনস্যুরেন্স ভবন, ২০-২১, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
দেশবাংলাদেশ
প্রচলন৫ লাখ ২৫ হাজার ৮০১ (২০১৩)[]
ওয়েবসাইটwww.prothomalo.com

দৈনিক প্রথম আলো বাংলাদেশ থেকে বাংলা ভাষায় প্রকাশিত একটি দৈনিক সংবাদপত্র। ১৯৯৮ সালের ৪ নভেম্বর এটি প্রথম প্রকাশিত হয়। এটি বর্তমানে বাংলাদেশের দ্বিতীয় সর্বাধিক প্রচারিত দৈনিক সংবাদপত্র।[]

ইতিহাস

[সম্পাদনা]

দৈনিক প্রথম আলো ১৯৯৮ সালের ৪ নভেম্বরে প্রথম প্রকাশিত হয়।

২০০৫ খ্রিষ্টাব্দে রেমন ম্যাগসেসাই পুরস্কারপ্রাপ্ত সাংবাদিক ও রাজনীতিবিদ মতিউর রহমান এ পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক।[] ২০০৮ খ্রিষ্টাব্দ থেকে তিনি এ পত্রিকাটির প্রকাশক হিসাবেও দায়িত্ব পালন করছেন। পত্রিকাটি সামাজিক আন্দোলনের সংকেত হিসাবে প্রথমে যে শ্লোগানটি আপ্ত করে তা হলো যা কিছু ভালো তার সঙ্গে প্রথম আলো। ২০০৮ খ্রিষ্টাব্দে তা পরিবর্তন করে বদলে যাও, বদলে দাও শ্লোগানটি গ্রহণ করা হয়। ২০১৩ সালে প্রথম আলোর ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নতুন স্লোগান করা হয় পথ হারাবে না বাংলাদেশ। ২০১৮ সালে ২০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে স্লোগান হয় ভালোর সাথে আলোর পথে

২০২১ সালে, স্বাস্থ্য মন্ত্রণালয় নিয়ে সংবাদ সংগ্রহ করতে গেলে, প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে আটক করা হয় এবং রাষ্ট্রীয় গোপন নথি ‘চুরির চেষ্টা’ অভিযোগ এনে তাঁকে সচিবালয়ে পাঁচ ঘণ্টা আটকে রাখা হয়।[] পরে স্বাস্থ্যসেবা বিভাগের একজন কর্মকর্তা তার বিরুদ্ধে প্রাতিষ্ঠানিক গোপনীয়তা আইনে একটি মামলা দায়ের করেন।[] মামলা দায়েরের পর তাকে শাহবাগ থানায় নিয়ে যাওয়া হয়।[] ২৩ মে ২০২১ সালে আদালতে পাসপোর্ট জমা রাখার শর্তে ৫ হাজার টাকা মুচলেকায় মুক্তি পান রোজিনা ইসলাম।[]

পত্রিকার বিবরণ

[সম্পাদনা]

প্রথম আলো ব্রডশিট আকারে মুদ্রিত হয়। এতে বাদামি নিউজপ্রিন্ট কাগজ ব্যবহার করা হয়। বর্তমানে কলাম সংখ্যা ৬ (পূর্বে ছিল ৮)। নিয়মিত সংখ্যা ২০ পৃষ্ঠা। সপ্তাহে চার দিন মূল ব্রডশিট পত্রিকার সঙ্গে ম্যাগাজিন প্রকাশিত হয়।

নিয়মিত আয়োজন

[সম্পাদনা]

প্রথম আলোর নিয়মিত আয়োজনে থাকে- সংবাদ, সম্পাদকীয়, খবর, আন্তর্জাতিক,খেলাধুলা, বিনোদন, পড়াশোনা, মতামত, অর্থ-বাণিজ্য, টেক বার্তা। ফিচারপাতা হিসাবে আছে- শনিবারে "প্র-ছুটির দিনে", রোববারে "প্র-স্বপ্ন নিয়ে" ও "বন্ধুসভা", সোমবারে "প্র-বাণিজ্য" ও মূল পাতায় "গোল্লাছুট", মঙ্গলবারে "প্র-নকশা", বুধবারে "প্র-অধুনা", বৃহস্পতিবারে "প্র-আনন্দ" এবং শুক্রবারে "প্র-অন্য আলো"। এছাড়া শুধুমাত্র চট্টগ্রাম অঞ্চলের পাঠকদের জন্য সপ্তাহে তিনদিন প্রকাশ হয় "আমার চট্টগ্রাম"। প্রতিদিনই মূল কাগজে থাকে উত্তরাঞ্চলের পাঠকদের জন্য "রংপুর","বগুড়া" এবং "রাজশাহী" নামে বিভিন্ন আঞ্চলিক আয়োজন। প্রথম আলো'র অনেক পাঠক প্রিয় ফিচার পাতা বন্ধ হয়ে গেছে। যেমন: "রস+আলো", ঢাকার পাঠকদের জন্য "ঢাকায় থাকি" ইত্যাদি।

সামাজিক প্রকল্পসমূহ

[সম্পাদনা]

সংবাদ পরিবেশনের পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডেও প্রথম আলো জড়িত আছে। এর মধ্যে রয়েছে এসিড সন্ত্রাস রোধ, মাদকবিরোধী আন্দোলনসহ নানা আয়োজন। পাশাপাশি কৃতি শিক্ষার্থী সংবর্ধনা। এছাড়াও বিভিন্ন অলিম্পিয়াড আয়োজনেও এই প্রতিষ্ঠান সহায়ক ভূমিকা পালন করে। তরুনদের সমাজসেবায় উৎসাহ দিতে আছে "বন্ধুসভা" নামের তরুনদের জন্য সংগঠন। এছাড়া জরুরি জাতীয় আপৎকালীন সময়ে প্রথম আলো ত্রাণ কার্যক্রম পরিচালনা করে থাকে। সকল অর্থ আসে পাঠক-পাঠিকাদের আর্থিক অবদান থেকে।[তথ্যসূত্র প্রয়োজন] এ জন্য স্থাপন করা হয়েছে প্রথম আলো ট্রাস্ট।

গণিত অলিম্পিয়াড

[সম্পাদনা]

প্রথম আলোর নানা ধরনের সামাজিক কাজের মধ্যে গণিত অলিম্পিয়াড অন্যতম। প্রতি বছর নির্দিষ্ট সময়ে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের অংশগ্রহণে গণিত অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়। জাতীয় পর্যায়ে গণিত অলিম্পিয়াড শেষে সেরা নির্বাচিতরা অংশ নেন আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে (আইএমও)

ভাষা প্রতিযোগ

[সম্পাদনা]

ভাষা প্রতিযোগ ২০০৫ সাল থেকে অনুষ্ঠিত হয়ে আসা একটি ভাষা বিষয়ক প্রতিযোগিতা যেখানে চতুর্থ থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের সুযোগ রয়েছে। প্রথম আলো-এইচএসবিসি ব্যাংকের যৌথ ব্যবস্থাপনায় এই প্রতিযোগে এক ঘণ্টার পরীক্ষা অনুষ্ঠিত হয়।[] এই উৎসবের সভাপতি আনিসুজ্জামান[][] এখন পর্যন্ত প্রায় ৯০০ স্কুলের ৬০,০০০+ শিক্ষার্থী এতে অংশ নিয়েছে। সাধারণত প্রতি বছর মার্চ-এপ্রিল মাসে এ প্রতিযোগের আঞ্চলিক পর্যায়ের আয়োজন করা হয়।[১০] এরপর মে-জুন মাসে জাতীয় পর্যায়ের আয়োজন হয়।

অন্যান্য উদ্যোগ

[সম্পাদনা]
  • প্রথম আলো জবস ডট কম
  • প্রথম আলো ব্লগ (অধুনালুপ্ত)

সাময়িকী

[সম্পাদনা]

কিশোর আলো

[সম্পাদনা]
কিশোর আলো
কিশোর আলো প্রচ্ছদ
এপ্রিল ২০১৯ সংখ্যার প্রচ্ছদ
সম্পাদকআনিসুল হক
প্রকাশনা সময়-দূরত্বমাসিক
প্রকাশকমতিউর রহমান
প্রতিষ্ঠাতাদৈনিক প্রথম আলো
প্রতিষ্ঠার বছর২০১৩
প্রথম প্রকাশ৩০ সেপ্টেম্বর ২০১৩ (2013-09-30)
কোম্পানিট্রান্সক্রাফট লিমিটেড
দেশবাংলাদেশ
ভিত্তিবাংলাদেশ
ভাষাবাংলা
ওয়েবসাইটwww.kishoralo.com

কিশোর আলো বাংলাদেশের একটি শিশু কিশোর প্রধান ম্যাগাজিন। ২০১২ সালে প্রথম আলো কিশোর নববর্ষ সংখ্যা ১৪১৯ প্রথম প্রকাশিত হয়। এরপর ২০১৩ সালের এপ্রিল মাসে প্রকাশিত হয় প্রথম আলো কিশোর নববর্ষ সংখ্যা ১৪২০।[১১] এরপর ২০১৩ সালের অক্টোবর থেকে এটি নিয়মিত প্রকাশিত হচ্ছে।ম্যাগাজিনটি শিশু-কিশোর দের জন্য শিশুতোষ বিভিন্ন বিষয় ছাপিয়ে থাকে। প্রতিমাসের ৫ তারিখে ম্যাগাজিনটি প্রকাশিত হয়।

বিজ্ঞানচিন্তা

[সম্পাদনা]
বিজ্ঞানচিন্তা
মার্চ ২০১৯ সংখ্যার প্রচ্ছদ
সম্পাদকআব্দুল কাইয়ুম
প্রকাশনা সময়-দূরত্বমাসিক
প্রকাশকআব্দুল কাইয়ুম
প্রতিষ্ঠাতাদৈনিক প্রথম আলো
প্রতিষ্ঠার বছর২০১৬
প্রথম প্রকাশ১৫ অক্টোবর ২০১৬ (2016-10-15)
কোম্পানিট্রান্সক্রাফট লিমিটেড
দেশবাংলাদেশ
ভিত্তিবাংলাদেশ
ভাষাবাংলা
ওয়েবসাইটwww.bigganchinta.com

বিজ্ঞানচিন্তা দৈনিক প্রথম আলো কর্তৃক প্রকাশিত একটি বিজ্ঞান সাময়িকী। দেশের মানুষকে বিজ্ঞানমনষ্ক করার উদ্দেশ্যে ১৫ই অক্টোবর ২০১৬ থেকে "বিজ্ঞানচিন্তা" যাত্রা শুরু করে।[১২] বর্তমানে প্রতি মাসের ১৫ তারিখ এটি প্রকাশিত হয়।

পুরস্কার ও স্বীকৃতি

[সম্পাদনা]

প্রথম আলো ২০২২ সালে ‘গ্লোবাল মিডিয়া অ্যাওয়ার্ডস ২০২২’-এর ন্যাশনাল ব্র্যান্ড বিভাগে ‘বেস্ট ইউজ অব প্রিন্ট’ ক্যাটাগরিতে প্রথম স্থান এবং ‘বেস্ট আইডিয়া টু গ্রো অ্যাডভার্টাইজিং সেলস’ ক্যাটাগরিতে দ্বিতীয় স্থান অর্জন করে।[১৩]

সমালোচনা

[সম্পাদনা]

কার্টুন বিতর্ক

[সম্পাদনা]

পত্রিকাটির প্রকাশনা বন্ধ হয়ে যাওয়া সাপ্তাহিক রম্য ম্যাগাজিন আলপিন ২০০৭ সালের ১৭ সেপ্টেম্বর সংখ্যায় বিড়ালের নামের আগে ইসলামিক নাম মোহাম্মদ ব্যবহার নিয়ে একটি কার্টুন ছাপায়।[১৪] বাংলাদেশী মুসলিম সংগঠনগুলি আন্দোলন ও রাজনৈতিক চাপ তৈরি করে। পরিস্থিতি স্থিতিশীল করতে তত্ত্বাবধায়ক সরকার আলপিনের ৪৩১তম সংখ্যাটির বিক্রয় নিষিদ্ধ ঘোষণা করে ও কার্টুনিস্টকে গ্রেফতার করে। প্রথম আলোর সম্পাদক জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের তৎকালীন খতিব উবায়দুল হক এর কাছে ক্ষমা ও দুঃখ প্রকাশ করেন।

পরবর্তীতে আলপিনের আদলে রস+আলো নামক আরেকটি ম্যাগাজিন প্রকাশ করা হয়।

কিআ উৎসবে দুর্ঘটনা

[সম্পাদনা]

২০১৯ সালের ১ নভেম্বর ঢাকার মোহাম্মদপুরের ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের ক্যাম্পাসে কিশোর আলোর ঢাকা অঞ্চলের প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব চলছিল। ওই অনুষ্ঠানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঐ স্কুলেরই নবম শ্রেণির শিক্ষার্থী নাইমুল আবরার নিহত হয়।[১৫] ঘটনাটি তদন্ত করে পুলিশ আদালতে চার্জশিট দাখিল করে যেখানে কিশোর আলো কর্তৃপক্ষের দায়িত্বে অবহেলার কারণে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার ঘটনা উল্লিখিত হয়।[১৬] এর পরিপ্রেক্ষিতে ২০২০ খ্রিস্টাব্দের ১৬ জানুয়ারি আদালত প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, কিশোর আলোর সম্পাদক আনিসুল হকসহ দশজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।[১৭]

মার্চ ২০২৩

[সম্পাদনা]

২০২৩ সালের ২৬ মার্চ প্রথম আলোর ফেসবুক পেইজে অসঙ্গতিপূর্ণ ছবিসংবলিত একটি উদ্ধৃতি প্রকাশিত হয়।[১৮] উক্ত বিষয়টির সমালোচনা করে বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথম আলোকে দেশ, জাতি এবং গণতন্ত্রের শত্রু হিসেবে আখ্যায়িত করেছিলেন।[১৯]

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "ঢাকা মহানগরীর মিডিয়া তালিকাভুক্ত বাংলা দৈনিক পত্রিকার প্রচার সংখ্যা ও বিজ্ঞাপন হারের তালিকা"। চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্ত। ১৬ সেপ্টেম্বর ২০১৮। সংগ্রহের তারিখ ২৫ সেপ্টেম্বর ২০১৮ 
  2. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ১৯ মার্চ ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ ডিসেম্বর ২০১১ 
  3. "রোজিনা জামিন পাবেন? সিদ্ধান্ত রোববার"bangla.bdnews24.com। সংগ্রহের তারিখ ১৮ মে ২০২১ 
  4. "রোজিনাকে গ্রেফতারের আইন নিয়ে সরকার ও সাংবাদিকদের ভিন্ন অবস্থান"বিবিসি বাংলা। সংগ্রহের তারিখ ১৯ মে ২০২১ 
  5. "রাতে থানায় থাকছেন রোজিনা ইসলাম"বাংলা ট্রিবিউন। ২০ মে ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ মে ২০২১ 
  6. "শর্তসাপেক্ষে জামিন পেলেন প্রথম আলোর সাংবাদিক রোজিনা ইসলাম"বিবিসি বাংলা। সংগ্রহের তারিখ ২০২১-০৫-২৩ 
  7. "The HSBC Prothom Alo Language Competition"। hsbc.com.bd। সংগ্রহের তারিখ ২০১৪-০৫-২৯ 
  8. প্রতিবেদক, নিজস্ব। "ভাষা নিয়ে আনন্দময় দিন"প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০২১-১২-২১ 
  9. "ভাষার ব্যবহার শিখব"। দৈনিক প্রথম আলো। ২০১৩-০৮-০৮। সংগ্রহের তারিখ ২০১৪-০৫-২৯ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  10. "ভাষা প্রতিযোগ: জাতীয় উৎসব"। দৈনিক প্রথম আলো। ২০১৩-০৮-০৮। সংগ্রহের তারিখ ২০১৪-০৫-২৯ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  11. প্রথম আলো, প্রথম আলো কিশোর নববর্ষ সংখ্যা ১৪২০ এখন বাজারে ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৩০ ডিসেম্বর ২০১৮ তারিখে
  12. "মাসিক বিজ্ঞানচিন্তার যাত্রা শুরু"প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০১৭-০৬-১২ 
  13. "গ্লোবাল মিডিয়া অ্যাওয়ার্ডস ২০২২ দুটি বড় পুরস্কার পেল প্রথম আলো"প্রথম আলো। ঢাকা, বাংলাদেশ। ১০ জুন ২০২২। সংগ্রহের তারিখ ১০ জুন ২০২২ 
  14. "Violence over Bangladesh cartoon"। BBC News। ২১ সেপ্টেম্বর ২০০৭। সংগ্রহের তারিখ ২৫ সেপ্টেম্বর ২০০৭ 
  15. "কিশোর আলোর অনুষ্ঠানে বিদ্যুতায়িত হয়ে শিক্ষার্থীর মৃত্যু"ইত্তেফাক। ২ নভেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ১৬ জানুয়ারি ২০২০ 
  16. "প্রথম আলো সম্পাদকসহ ১০ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা"ইত্তেফাক। ১৬ জানুয়ারি ২০২০। সংগ্রহের তারিখ ১৬ জানুয়ারি ২০২০ 
  17. "প্রথম আলোর সম্পাদকসহ ১০ জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা"প্রথম আলো। ১৬ জানুয়ারি ২০২০। সংগ্রহের তারিখ ১৬ জানুয়ারি ২০২০ 
  18. "স্বাধীনতা দিবসে প্রথম আলোর সেই ছবি পুরোটাই ভুয়া"একাত্তর টিভি (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২১ জুলাই ২০২৩ 
  19. "প্রথম আলো দেশ, জাতি ও গণতন্ত্রের শত্রু: শেখ হাসিনা"একাত্তর টিভি। ১০ এপ্রিল ২০২৩। সংগ্রহের তারিখ ২১ জুলাই ২০২৩ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]