বিষয়বস্তুতে চলুন

জেরেমি দোকু

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(Jérémy Doku থেকে পুনর্নির্দেশিত)
জেরেমি দোকু
২০১৯ সালে আন্ডারলেখটের হয়ে দোকু
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম জেরেমি দোকু
জন্ম (2002-05-27) ২৭ মে ২০০২ (বয়স ২২)[]
জন্ম স্থান আন্টভের্প, বেলজিয়াম
উচ্চতা ১.৭৩ মিটার (৫ ফুট ৮ ইঞ্চি)
মাঠে অবস্থান আক্রমণভাগের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান দল
ম্যানচেস্টার সিটি
জার্সি নম্বর ১১
যুব পর্যায়
অলিম্পিক ডোর্নে
টুবান্টিয়া বর্খেরহাউট
0000–২০১২ বেরস্খট
২০১২–২০১৮ আন্ডারলেখট
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)
২০১৮–২০২০ আন্ডারলেখট ৩৪ (৫)
২০২০–২০২৩ রেনে ৭৫ (১০)
২০২৩– ম্যানচেস্টার সিটি ২৩ (৩)
জাতীয় দল
২০১৭ বেলজিয়াম অনূর্ধ্ব-১৫ (২)
২০১৭–২০১৮ বেলজিয়াম অনূর্ধ্ব-১৬ ১০ (৩)
২০১৮–২০১৯ বেলজিয়াম অনূর্ধ্ব-১৭ ১৬ (৬)
২০১৯– বেলজিয়াম অনূর্ধ্ব-২১ (১)
২০২০– বেলজিয়াম ২০ (২)
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ০৪:৩৯, ১৮ এপ্রিল ২০২৪ (ইউটিসি) তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক।
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ০৪:৩৯, ১৮ এপ্রিল ২০২৪ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক।

জেরেমি দোকু (ফরাসি: Jérémy Doku; জন্ম: ২৭ মে ২০০২) হলেন একজন বেলজীয় পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে ইংরেজ ক্লাব ম্যানচেস্টার সিটি এবং বেলজিয়াম জাতীয় দলের হয়ে আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মূলত ডান পার্শ্বীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে বাম পার্শ্বীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলে থাকেন।

বেলজীয় ফুটবল ক্লাব অলিম্পিক ডোর্নের যুব পর্যায়ের হয়ে খেলার মাধ্যমে দোকু ফুটবল জগতে প্রবেশ করেছেন এবং পরবর্তীকালে টুবান্টিয়া বর্খেরহাউট, বেরস্খট এবং আন্ডারলেখটের যুব দলের হয়ে খেলার মাধ্যমে তিনি ফুটবল খেলায় বিকশিত হয়েছেন। ২০১৮–১৯ মৌসুমে, বেলজীয় ক্লাব আন্ডারলেখটের হয়ে খেলার মাধ্যমে তিনি তার জ্যেষ্ঠ পর্যায়ের খেলোয়াড়ি জীবন শুরু করেছেন, যেখানে তিনি ৩ মৌসুম অতিবাহিত করেছেন; আন্ডারলেখটের হয়ে তিনি ৩৪ ম্যাচে ৫টি গোল করেছেন। অতঃপর ২০২০–২১ মৌসুমে তিনি প্রায় ২৬ মিলিয়ন ইউরোর বিনিময়ে ফরাসি ক্লাব রেনেতে যোগদান করেছেন।

২০১৭ সালে, দোকু বেলজিয়াম অনূর্ধ্ব-১৫ দলের হয়ে বেলজিয়ামের বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন। প্রায় ৪ বছর যাবত বেলজিয়ামের বয়সভিত্তিক দলের হয়ে খেলার পর, তিনি ২০২০ সালে বেলজিয়ামের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; বেলজিয়ামের জার্সি গায়ে তিনি এপর্যন্ত ২০ ম্যাচে ২টি গোল করেছেন।

প্রারম্ভিক জীবন

[সম্পাদনা]

জেরেমি দোকু ২০০২ সালের ২৭শে মে তারিখে বেলজিয়ামের আন্টভের্পে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন। তিনি ঘানায়ীয় বংশোদ্ভূত।[]

আন্তর্জাতিক ফুটবল

[সম্পাদনা]

দোকু বেলজিয়াম অনূর্ধ্ব-১৫, বেলজিয়াম অনূর্ধ্ব-১৬, বেলজিয়াম অনূর্ধ্ব-১৭ এবং বেলজিয়াম অনূর্ধ্ব-২১ দলের হয়ে খেলার মাধ্যমে বেলজিয়ামের প্রতিনিধিত্ব করেছেন। ২০১৭ সালের ১৬ই ফেব্রুয়ারি তারিখে তিনি ইংল্যান্ড অনূর্ধ্ব-১৫ দলের বিরুদ্ধে ম্যাচে বেলজিয়াম অনূর্ধ্ব-১৫ দলের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন।[] ২০১৮ সালে তিনি বেলজিয়াম অনূর্ধ্ব-১৭ দলের হয়ে ২০১৮ উয়েফা ইউরোপীয় অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করেছেন,[] উক্ত প্রতিযোগিতার সেমি-ফাইনালে তার দল ইতালি অনূর্ধ্ব-১৭ দলের সাথে ২–১ গোলের ব্যবধানে পরাজিত হয়েছিল।[] পরবর্তী বছরে তিনি ২০১৯ উয়েফা ইউরোপীয় অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করেছেন,[] তবে তার দল উক্ত প্রতিযোগিতায় শুধুমাত্র কোয়ার্টার-ফাইনাল পর্যন্ত অংশগ্রহণ করতে সক্ষম হয়েছিল; উক্ত প্রতিযোগিতায় তিনি ৫ ম্যাচে ১টি গোল করেছিলেন। বেলজিয়ামের বয়সভিত্তিক দলের হয়ে তিনি প্রায় ৪ বছরে ৪১ ম্যাচে অংশগ্রহণ করে ১৪টি গোল করেছেন। তিনি ২০১৭ সালের ২৬শে এপ্রিল তারিখে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে ওয়েলস অনূর্ধ্ব-১৭ দলের বিরুদ্ধে বেলজিয়ামের বয়সভিত্তিক দলের হয়ে প্রথমবারের মতো গোল করেছেন।[]

২০২০ সালের ৫ই সেপ্টেম্বর তারিখে, মাত্র ১৮ বছর ৩ মাস ৯ দিন বয়সে, ডান পায়ে ফুটবল খেলায় পারদর্শী দোকু ডেনমার্কের বিরুদ্ধে অনুষ্ঠিত ২০২০–২১ উয়েফা নেশন্স লিগের গ্রুপ পর্বের ম্যাচে অংশগ্রহণ করার মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলে বেলজিয়ামের হয়ে অভিষেক করেছেন। উক্ত ম্যাচের ৮৮তম মিনিটে মধ্যমাঠের খেলোয়াড় ইউরি তিলেমান্সের বদলি খেলোয়াড় হিসেবে তিনি মাঠে প্রবেশ করেন; ম্যাচে তিনি ২৩ নম্বর জার্সি পরিধান করে আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেছেন। ম্যাচটি বেলজিয়াম ২–০ গোলের ব্যবধানে জয়লাভ করেছিল।[] বেলজিয়ামের হয়ে অভিষেকের বছরে দোকু সর্বমোট ৫ ম্যাচে ১টি গোল করেছেন। জাতীয় দলের হয়ে অভিষেকের ৩ দিন পর, বেলজিয়ামের জার্সি গায়ে প্রথম গোলটি করেন; ৮ই সেপ্টেম্বর তারিখে, আইসল্যান্ডের বিরুদ্ধে ম্যাচের প্রথম গোলটি করার মাধ্যমে তিনি আন্তর্জাতিক ফুটবলে তার প্রথম গোলটি করেন।[]

পরিসংখ্যান

[সম্পাদনা]

আন্তর্জাতিক

[সম্পাদনা]
১৮ মে ২০২১ পর্যন্ত হালনাগাদকৃত।
দল সাল ম্যাচ গোল
বেলজিয়াম ২০২০
২০২১
সর্বমোট

আন্তর্জাতিক গোল

[সম্পাদনা]
গোল তারিখ মাঠ প্রতিপক্ষ স্কোর ফলাফল প্রতিযোগিতা সূত্র
৮ সেপ্টেম্বর ২০২০ কিং বাউদুইন স্টেডিয়াম, ব্রাসেল্‌স, বেলজিয়াম  আইসল্যান্ড –১ ৫–১ ২০২০–২১ উয়েফা নেশন্স লিগ [১০]
৩০ মার্চ ২০২১ ডেন ড্রেফ, লোভেন, বেলজিয়াম  বেলারুশ –০ ৮–০ ২০২২ ফিফা বিশ্বকাপ বাছাইপর্ব [১১]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Jéremy Doku - Belgium - UEFA Nations League"UEFA.com। সংগ্রহের তারিখ ৮ নভেম্বর ২০২০ 
  2. "Video: English giants Liverpool set to sign Ghanaian youngster Jeremy Doku"GhanaSoccernet 
  3. "England U15 - Belgium U15, Feb 16, 2017 - International Friendlies - Match sheet"Transfermarkt। ১৬ ফেব্রুয়ারি ২০১৭। সংগ্রহের তারিখ ১৮ মে ২০২১ 
  4. "Sélection UEFA European Under-17 Championship 2018" (ফরাসি ভাষায়)। belgianfootball.be। ২৩ এপ্রিল ২০১৮। 
  5. "Italy-Belgium - Under-17"UEFA.com (লাতিন ভাষায়)। সংগ্রহের তারিখ ১৮ মে ২০২১ 
  6. "Belgium [U17] - Squad U17 EURO 2019 Irland"worldfootball.net। ২৭ নভেম্বর ২০২০। সংগ্রহের তারিখ ১৮ মে ২০২১ 
  7. "Wales U15 - Belgium U15, Apr 26, 2017 - International Friendlies - Match sheet"Transfermarkt। ২৬ এপ্রিল ২০১৭। সংগ্রহের তারিখ ১৮ মে ২০২১ 
  8. "Belgium, Sep 5, 2020 - UEFA Nations League A - Match sheet"Transfermarkt। ৫ সেপ্টেম্বর ২০২০। সংগ্রহের তারিখ ১৮ মে ২০২১ 
  9. "Belgium - Iceland, Sep 8, 2020 - UEFA Nations League A - Match sheet"Transfermarkt (জার্মান ভাষায়)। ৮ সেপ্টেম্বর ২০২০। সংগ্রহের তারিখ ১৮ মে ২০২১ 
  10. "Belgium 5–1 Iceland"। BBC Sport। ৮ সেপ্টেম্বর ২০২০। সংগ্রহের তারিখ ৩০ মার্চ ২০২১ 
  11. "Belgium 8–0 Belarus: Leandro Trossard scores twice in crushing win"। BBC Sport। ৩০ মার্চ ২০২১। সংগ্রহের তারিখ ৩০ মার্চ ২০২১ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]