অমিতাভ ঘোষ
অমিতাভ ঘোষ | |
---|---|
জন্ম | |
জাতীয়তা | ভারতীয় [১] |
পেশা | লেখালেখি |
পরিচিতির কারণ | লেখক, সাহিত্য সমালোচক |
পুরস্কার | সাহিত্য অকাদেমি পুরস্কার, পদ্মশ্রী |
অমিতাভ ঘোষ (জন্ম ১৯৫৬) একজন ভারতীয় বাঙালি লেখক এবং সাহিত্য সমালোচক[২] । তিনি ইংরেজি সাহিত্যে অবদানের জন্যই বেশি পরিচিত।
জীবনী
[সম্পাদনা]অমিতাভ ঘোষ ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় জন্মগ্রহণ করেন এবং দ্য ডুন স্কুল, সেন্ট স্টিভেনস কলেজ, দিল্লি এবং অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন। তিনি অক্সফোর্ড থেকে সামাজিক নৃবিজ্ঞানে পিএইচডি ডিগ্রি লাভ করেন।
অমিতাভ নিউ ইয়র্ক শহরে তার স্ত্রী ডেবোরা বেকার-এর সাথে বাস করছেন। ডেবোরা লরা রাইডিং-এর উপর ১৯৯৩ সালে একটি জীবনী রচনা করেছেন এবং লিটল, ব্রাউন অ্যান্ড কোম্পানি-র একজন বয়োজ্যেষ্ঠ সম্পাদক। অমিতাভ ও ডেবোরার লীলা ও নয়ন নামের দুইটি সন্তান আছে। ১৯৯৯ সালে অমিতাভ সিটি ইউনিভার্সিটি অভ নিউ ইয়র্কের কুইন্স কলেজে তুলনামূলক সাহিত্যের অধ্যাপক হিসেবে যোগ দেন। এছাড়া তিনি ২০০৫ সাল থেকে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের একজন খণ্ডকালীন অধ্যাপক।
তিনি সম্প্রতি ভারতের গোয়াতে সম্পত্তি কিনেছেন এবং ভারতে ফিরে আসছেন। তিনি বর্তমানে একটি উপন্যাস ত্রয়ীর উপর কাজ করছেন।
অমিতাভ ঘোষ এ পর্যন্ত ৬টি উপন্যাস রচনা করেছেন। সর্বশেষ সি অভ পপিজ উপন্যাসটি ব্রিটিশ-চীনের আফিম যুদ্ধের পটভূমিতে রচিত। ২০০৪ সালে প্রকাশিত দ্য হাংগ্রি টাইড সুন্দরবনের পটভূমিকাতে লেখা।
পুরস্কার ও সম্মাননা
[সম্পাদনা]১৯৯০ সালে রচিত দ্য শ্যাডো লাইন উপন্যাসের জন্য অমিতাভ ভারতের সবচেয়ে মর্যাদাপূর্ণ সাহিত্য পুরস্কার সাহিত্য অকাদেমি পুরস্কার লাভ করেন। ১৯৯৫ সালে রচিত ক্যালকাটা ক্রোমোজোম-এর জন্য পান আর্থার সি ক্লার্ক পুরস্কার। ২০০৭ সালে ভারত সরকার তাকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করে।[৩] ডিসেম্বর ২০১৮ সালে তিনি ৫৪তম জ্ঞানপীঠ পুরস্কার সম্মানে ভূষিত হন।[৪]
২০০৯ সালে তিনি রয়্যাল সোসাইটি অভ লিটারেচারের ফেলো নির্বাচিত হন।[৫] ২০১৫ সালে অমিতাফ ফোর্ড ফাউন্ডেশনের আর্ট অভ চেঞ্জ ফেলো হন।[৬]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ Gupte, Masoom (২৫ নভেম্বর ২০১৬)। "The heroic tale of great entrepreneurs is nonsense: Amitav Ghosh"। The Economic Times। ২৮ নভেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ এপ্রিল ২০১৭।
- ↑ Ghosh, Amitav ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৫ আগস্ট ২০১১ তারিখে, Encyclopædia Britannica
- ↑ (পিডিএফ) http://india.gov.in/hindi/myindia/Padma%20Awards.pdf। সংগ্রহের তারিখ ১৭ অক্টোবর ২০০৮।
|শিরোনাম=
অনুপস্থিত বা খালি (সাহায্য)[অকার্যকর সংযোগ] - ↑ "Author Amitav Ghosh honoured with 54h Jnanpith award"। ২৬ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ ডিসেম্বর ২০১৮।
- ↑ "Royal Society of Literature All Fellows"। Royal Society of Literature। ৫ মার্চ ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ আগস্ট ২০১০।
- ↑ "The Art of Change: Meet our visiting fellows"। Ford Foundation (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৯-১০-২৯।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- ১৯৫৬-এ জন্ম
- জীবিত ব্যক্তি
- ভারতীয় ঔপন্যাসিক
- কলকাতার ব্যক্তি
- বাঙালি লেখক
- ভারতীয় মার্কিনী লেখক
- পদ্মশ্রী প্রাপক
- সাহিত্য অকাদেমী পুরস্কার বিজয়ী
- অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী
- সেন্ট স্টিফেনস কলেজ, দিল্লির প্রাক্তন শিক্ষার্থী
- ২০শ শতাব্দীর ভারতীয় ঔপন্যাসিক
- ২১শ শতাব্দীর ভারতীয় কবি
- ২০শ শতাব্দীর প্রাবন্ধিক
- ২০শ শতাব্দীর ভারতীয় প্রাবন্ধিক
- ২০শ শতাব্দীর ভারতীয় অ-কল্পকাহিনী লেখক
- ২০শ শতাব্দীর ভারতীয় কবি
- ২০শ শতাব্দীর কবি
- ২১শ শতাব্দীর ভারতীয় প্রাবন্ধিক
- ২১শ শতাব্দীর ভারতীয় অ-কল্পকাহিনী লেখক
- ২১শ শতাব্দীর ভারতীয় ঔপন্যাসিক
- ২১শ শতাব্দীর কবি
- সাম্রাজ্যবাদ বিরোধী
- বাঙালি ঔপন্যাসিক
- বাঙালি কবি
- মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতীয় অভিবাসী
- ভারতীয় পরিবেশবিদ
- ভারতীয় প্রাবন্ধিক
- ভারতীয় সাহিত্য সমালোচক
- ভারতীয় পুরুষ ঔপন্যাসিক
- ভারতীয় পুরুষ কবি
- পশ্চিমবঙ্গের ঔপন্যাসিক
- আনন্দ পুরস্কার বিজয়ী
- জ্ঞানপীঠ পুরস্কার বিজয়ী
- সাহিত্য ও শিক্ষায় পদ্মশ্রী প্রাপক
- দিল্লি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী
- বিশ্বায়ন বিষয়ক লেখক
- কলকাতার লেখক