স্বপ্নময় চক্রবর্তী
স্বপ্নময় চক্রবর্তী (২৪ আগস্ট, ১৯৫১) একজন খ্যাতনামা বাঙালি সাহিত্যিক তিনি আনন্দ পুরস্কার ও বঙ্কিম পুরস্কারে ভূষিত হন।
প্রারম্ভিক জীবন[সম্পাদনা]
স্বপ্নময় উত্তর কলকাতায় জন্মগ্রহণ করেছিলেন।
সাহিত্য[সম্পাদনা]
স্বপ্নময় মূলত ছোটগল্পকার হিসেবে বাংলা সাহিত্য জগতে সুনাম অর্জন করেন। তবে বহু উপন্যাস, প্রবন্ধ ও কলাম লিখিয়ে হিসেবেও তার খ্যাতি আছে। ১৯৭২ সালে তার প্রথম গল্প ছাপা হয় ‘অমৃত’ পত্রিকায়।[১] তার রচিত হলদে গোলাপ বইটি ২০১৫ সালে আনন্দ পুরস্কারে সম্মানিত হয়। এই উপন্যাসটি আসলে সমকামী, তৃতীয় লিংগের মানুষদের নিয়ে গবেষণামূলক উপন্যাস।[২] ২০০৫ সালে অবন্তীনগর উপন্যাসের জন্যে বঙ্কিম পুরস্কার পান স্বপ্নময়। এছাড়া মানিক বন্দ্যোপাধ্যায় পুরস্কার, সর্বভারতীয় কথা পুরস্কার ইত্যাদিতে সম্মানিত হয়েছেন তিনি।[৩]
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ "হেডমাস্টার শ্বশুর বললেন, পড়া গেল না"। আনন্দবাজার পত্রিকা। সংগ্রহের তারিখ ১৩ অক্টোবর ২০১৭।
- ↑ "হলুদ গোলাপ ফুলে স্বপ্নময় আনন্দ-সুঘ্রাণ"। আনন্দবাজার পত্রিকা। সংগ্রহের তারিখ ১৩ অক্টোবর ২০১৭।
- ↑ "পাঠকের মুখোমুখি হবেন স্বপ্নময় চক্রবর্তী"। সংগ্রহের তারিখ ১৩ অক্টোবর ২০১৭।