দেবারতি মিত্র

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
দেবারতি মিত্র
জন্ম (1946-04-12) ১২ এপ্রিল ১৯৪৬ (বয়স ৭৮)
কলকাতা ব্রিটিশ ভারত (বর্তমানে পশ্চিমবঙ্গ)
মৃত্যু১১ জানুয়ারি ২০২৪(২০২৪-০১-১১)
ভাষাবাংলা
জাতীয়তাভারতীয়
শিক্ষা প্রতিষ্ঠানকলকাতা বিশ্ববিদ্যালয়
যাদবপুর বিশ্ববিদ্যালয়
উল্লেখযোগ্য পুরস্কারকৃত্তিবাস পুরস্কার (১৯৬৯)
আনন্দ পুরস্কার (১৯৯৫)
রবীন্দ্র পুরস্কার (২০১৪)
দাম্পত্যসঙ্গী কবি মণীন্দ্র গুপ্ত (১৯২৬-২০১৮) (বি.১৯৭৫)

দেবারতি মিত্র ( জন্ম: ১২ এপ্রিল ১৯৪৬, মৃত্যু : ১১ জানুয়ারী, ২০২৪ [১]) সাম্প্রতিক কালের বিশিষ্ট ভারতীয় বাঙালি কবি।[২]

জন্ম ও প্রারম্ভিক জীবন[সম্পাদনা]

দেবারতি মিত্রের জন্ম ১৯৪৬ খ্রিস্টাব্দের ১২ এপ্রিল পশ্চিমবঙ্গের কলকাতায়। পিতা অজিত কুমার মিত্র এবং মাতা গীতা মিত্র। দেবারতির পড়াশোনাও কলকাতায়। যোগমায়া দেবী কলেজে পড়াশোনার পর তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতক হন। এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষা ও সাহিত্য নিয়ে পড়াশোনা করেন [৩] এবং স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন। [৪]

সাহিত্যকর্ম[সম্পাদনা]

বালিকা বয়স থেকেই দেবারতির কবিতাচর্চা শুরু হয় এবং তার প্রথম কবিতা প্রকাশিত হয় ১৯৬৭ খ্রিস্টাব্দে সুনীল গঙ্গোপাধ্যায়ের কৃত্তিবাস পত্রিকায়। আর কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় রবীন্দ্রনাথজীবনানন্দের কবিতা এবং পাশাপাশি কিটসএলিয়টের কবিতার সঙ্গে তিনি প্রাথমিক সম্পর্ক গড়ে তোলেন। তিনি তার কবিতায় ক্ষেত্র বিশেষে প্রাণবন্ত রূপকের ব্যবহার করেছেন যা পাঠক মহলে প্রসংশিত হয়েছে। এ পর্যন্ত তিনি আটটি কবিতা সংকলন প্রকাশ করেছেন। [৫] কাব্যগ্রন্থগুলিতে তার নিজস্ব ভাষা ও দৃষ্টিভঙ্গিতে, বিষয় ও শৈলি আধুনিক বাংলা সাহিত্যে এক স্বতন্ত্র স্থান অর্জন করেছে।[২]তার প্রথম কাব্যগ্রন্থ অন্ধস্কুলে ঘন্টা বাজে প্রকাশিত হয় ১৯৭৪ খ্রিস্টাব্দে।

তার রচিত ও প্রকাশিত গ্রন্থ গুলি হল

  • অন্ধ স্কুলে ঘন্টা বাজে (১৯৭৪), শতরূপা, কলকাতা
  • আমার পুতুল (১৯৭৪), শতরূপা, কলকাতা
  • যুবকের স্নান (১৯৭৮), আনন্দ পাবলিশার্স, কলকাতা
  • ভূতেরা ও খুকি (১৯৮৮), আনন্দ পাবলিশার্স, কলকাতা
  • কবিতা সমগ্র (১৯৯৫), আনন্দ পাবলিশার্স, কলকাতা
  • তুন্নুর কম্পিউটার (২০০০), আনন্দ পাবলিশার্স, কলকাতা
  • শ্রেষ্ঠ কবিতা দে'জ পাবলিশিং, কলকাতা
  • খোঁপা ভরে আছে তারার ধুলোয় (২০০৩), আনন্দ পাবলিশার্স, কলকাতা [৫]
  • জীবনের অন্যান্য ও কবিতা
  • ভ্রমণাধিক ভ্রমর

দেবারতি মিত্রের প্রথম প্রকাশিত চারটি কবিতা সংকলনের কবিতা ইংরাজীতে দুটি গ্রন্থে অনূদিত হয়েছে-

  • ইন দেয়ার ওউন ভয়েস: দ্য পেঙ্গুইন অ্যান্থোলজি অফ কনটেমপোরারি ইন্ডিয়ান ওমেন পোয়েটস্ (১৯৯৩), পেঙ্গুইন বুকস্ ইন্ডিয়া
  • ম্যাজেস্টিক নাইটস:লাভ পোয়েমস্ অফ বেঙ্গলি ওমেন (২০০৮), হোয়াইট পাইন প্রেস

অনুবাদ করেছেন ক্যারোলিন রাইট এবং পারমিতা বন্দ্যোপাধ্যায়। [৪]

সম্মাননা[সম্পাদনা]

  • ১৯৬৯ খ্রিস্টাব্দে দেবারতি মিত্র কবিকৃতির জন্য লাভ করেন কৃত্তিবাস পুরস্কার
  • ১৯৯৫ খ্রিস্টাব্দের পান আনন্দ বাজার গোষ্ঠীর সাহিত্য পুরস্কার আনন্দ পুরস্কার
  • ২০১৪ খ্রিস্টাব্দের পশ্চিমবঙ্গের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার রবীন্দ্র পুরস্কার

২০০২ খ্রিস্টাব্দে তিনি জাতীয় কবি নির্বাচিত হন।

১৯৭৫ খ্রিস্টাব্দে তিনি কবি ও গদ্যকার মণীন্দ্র গুপ্তকে (১৯২৬-২০১৮) বিবাহ করেন।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Poet Debarati Mitra passes away dgtl"। সংগ্রহের তারিখ ২০২৪-০১-১১ 
  2. শিশিরকুমার দাশ (২০১৯)। সংসদ বাংলা সাহিত্যসঙ্গী। সাহিত্য সংসদ, কলকাতা। পৃষ্ঠা ১০১। আইএসবিএন 978-81-7955-007-9 
  3. "দেবারতি মিত্র"। সংগ্রহের তারিখ ২০২৩-১২-০৮ 
  4. "Debarati Mitra Biography"। সংগ্রহের তারিখ ২০২৩-১২-০৮ 
  5. "Debarati Mitra"। সংগ্রহের তারিখ ২০২৩-১২-০৮