২০২১ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপ আফ্রিকা বাছাইপর্ব

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

২০২১ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপ আফ্রিকা বাছাইপর্ব ছিল একটি ক্রিকেট টুর্নামেন্ট যা ২০২২ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপ টুর্নামেন্টে অংশগ্রহণের যোগ্যতা লাভের একটি ধাপ হিসেবে ২০২১ সালের অক্টোবর ও নভেম্বর মাসে খেলা হয়।[১]

২০১৮ সালের এপ্রিল মাসে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ২০১৯ সালের ১ জানুয়ারি থেকে সদস্য দলগুলোর মধ্যে অনুষ্ঠিত হওয়া সকল পুরুষ টোয়েন্টি২০ (টি২০) ম্যাচকে আন্তর্জাতিক মর্যাদা প্রদান করে। সে কারণে আঞ্চলিক বাছাইপর্বের সবগুলো ম্যাচ টোয়েন্টি২০ আন্তর্জাতিক (টি২০আই) হিসেবে খেলা হয়।[২] আফ্রিকা বাছাইপর্বে প্রাথমিকভাবে খেলা হয় উপ-আঞ্চলিক বাছাইপর্ব যেখানে থাকবে দুটি গ্রুপ, এবং প্রতিটি গ্রুপের সেরা দুই দল আঞ্চলিক ফাইনালে উত্তীর্ণ হয়।[৩] কেনিয়ানাইজেরিয়া ২০২১ সালের ১ জানুয়ারি র‌্যাংকিং-এ এগিয়ে থাকার সুবাদে সরাসরি আঞ্চলিক ফাইনালে খেলার যোগ্যতা লাভ করে।[৩][৪]

উপ-আঞ্চলিক টুর্নামেন্টগুলো ২০২০ সালের ২৭ এপ্রিল ও ৩ মে-এর মধ্যে দক্ষিণ আফ্রিকায় খেলা হওয়ার কথা ছিল। কিন্তু ২০২০ সালের ২৪ মার্চ আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) নিশ্চিত করে যে কোভিড-১৯ মহামারির কারণে ২০২০ সালের ৩০ জুনের পূর্বে অনুষ্ঠেয় সব বাছাইপর্ব ইভেন্ট স্থগিত করা হয়েছে।[৫] ২০২০ সালের ডিসেম্বর মাসে আইসিসি বাছাইপর্বের রূপরেখা হালনাগাদ করে।[৬] ২০২১ সালের মার্চ মাসে বাছাইপর্বের এ ও বি গ্রুপের খেলা আবারও স্থগিত করা হয় ও উভয় টুর্নামেন্টকে ২০২১ সালের অক্টোবরে নিয়ে যাওয়া হয়।[৭] ২০২১ সালের জুলাই মাসে রুয়ান্ডা ক্রিকেট অ্যাসোসিয়েশন ঘোষণা দেয় যে আইসিসি রুয়ান্ডাকে আফ্রিকা বাছাইপর্বের সব ম্যাচের আয়োজক হিসেবে নিশ্চিত করেছে।[৮][৯]

গ্রুপ এ-এর খেলায় চ্যাম্পিয়ন হয়ে আঞ্চলিক ফাইনালে উত্তীর্ণ হয় উগান্ডা[১০] টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হন দিনেশ মগন নাকরানি।[১১] গ্রুপ বি-এর খেলায় বিজয়ী হয় তানজানিয়া[১২] আঞ্চলিক ফাইনালে বিজয়ী হয়ে মূল বাছাইপর্বে খেলার যোগ্যতা অর্জন করে গ্রুপ এ-এর বিজয়ী দল উগান্ডা।

দলসমূহ[সম্পাদনা]

বাছাইপর্ব এ বাছাইপর্ব বি আঞ্চলিক ফাইনালে সরাসরি উত্তীর্ণ

বাছাইপর্ব এ[সম্পাদনা]

২০২১ আইসিসি পুরুষ ‍টি২০ বিশ্বকাপ আফ্রিকা উপ-আঞ্চলিক বাছাইপর্ব এ
তারিখ১৬ অক্টোবর ২০২১ – ২২ অক্টোবর ২০২১
তত্ত্বাবধায়কআফ্রিকা ক্রিকেট অ্যাসোসিয়েশন
ক্রিকেটের ধরনটোয়েন্টি২০ আন্তর্জাতিক
প্রতিযোগিতার ধরনরাউন্ড-রবিন
আয়োজক রুয়ান্ডা
বিজয়ী উগান্ডা
রানার-আপ ঘানা
অংশগ্রহণকারী দলসংখ্যা
খেলার সংখ্যা২১
প্রতিযোগিতার সেরা খেলোয়াড়উগান্ডা দিনেশ মগন নাকরানি
সর্বাধিক রান সংগ্রহকারীরুয়ান্ডা ওর্চিদে তুয়িসেংগে (১৯৯)
সর্বাধিক উইকেটধারীউগান্ডা দিনেশ মগন নাকরানি (২১)

দলীয় সদস্য[সম্পাদনা]

 উগান্ডা[১৩]  এসোয়াতিনি  ঘানা[১৪]  মালাউই[১৫]  রুয়ান্ডা[১৬]  লেসোথো[১৭]  সেশেল
  • দেউসদেদিত মুহুমুজা (অধি.)
  • কেনেথ ওয়াইসোয়া
  • জেরাল্ড মুবিরু
  • দিনেশ মগন নাকরানি
  • ফ্রেড আচেলাম (উই.)
  • ফ্র্যাংক আকানকোয়াসা
  • ফ্র্যাংক ন্সুবুগা
  • বিলাল হাসান
  • রিচার্ড আগামিরে
  • রিয়াজত আলি শাহ
  • রৌনক প্যাটেল
  • সউদ ইসলাম
  • সাইমন সেসাজি (উই.)
  • হেনরি সেনিয়োন্দো
  • নাইম গুল (অধি.) (উই.)
  • ক্রিস্টিয়ান ফোর্বস
  • জন ফ্রেডেরিক চেস্টার
  • জুনাইন হ্যান্সরড (উই.)
  • জুবের গাদিয়ালি
  • জোসেফ রাইট
  • মানকোবা জেলে
  • মেলুসি মাগাগুলা
  • মোহাম্মদ আমিন
  • মোহাম্মদ উমাইর কাসেম
  • লিন্দিনকোসি জুলু (উই.)
  • শেহজাদ প্যাটেল (উই.)
  • সিপেসিহলে কুবেকা
  • হারিস রশিদ
  • মোয়াজ্জম বেগ (অধি.)
  • ডনেক্স কানসোনখো (সহ-অধি.)
  • অ্যালিক কানসোনখো
  • ওয়ালিয়ু জ্যাকসন
  • গিফ্ট কানসোনখো
  • গেরশোম ন্তাম্বালিকা
  • চিকোন্দি রাইস
  • চিসোমো চেতে (উই.)
  • ব্লেসিংস পোন্দানি
  • মাইক চাওম্বা
  • মাইকেল মোয়ামাদি
  • মোহাম্মদ আবদুল্লাহ
  • লেনেক নাকোমো
  • সামি সোহেল
  • ক্লিন্টন রুবাগুমিয়া (অধি.)
  • কেভিন ইরাকোজে (সহ-অধি.)
  • ইভান মিতালি
  • এমানুয়েল সেবারেমে
  • এরিক দুসিংগিজিমানা
  • এরিক নিয়োমুগাবো
  • ওর্চিদে তুয়িসেংগে
  • জ্যাপি বিমেন্‌য়িমানা
  • ডেভিড উয়িমানা (উই.)
  • দিদিয়ের ন্দিকুবুইমানা (উই.)
  • পংকজ ভেকারিয়া
  • বসকো তুয়িজেরে
  • মার্টিন আকাইয়েজু
  • শুভাশিস সামাল
  • সামির আব্দুল সাইদ (অধি.)
  • আজাজ প্যাটেল
  • আরিফ দাউদ
  • আয়াজ আশরাফ আলি (উই.)
  • ইয়াহিয়া ইয়াকুব মোহাম্মদ
  • ওমর হোসেন
  • চাচোলে ত্লালি (উই.)
  • ৎস্‌'এপিসো ডেভিড
  • থামায়ে গ্ল্যাডউইন (উই.)
  • মাৎসাউ মোলাই জোসেফ
  • মোনান্থানে লেফুলেরে
  • মোহাম্মদ মাজ খান
  • লেওএলা মোহলেকি ইলিয়াস
  • লেৎসিৎসা ৎস্‌'এলিসো
  • লেপোরোপোরো ম্‌থিমখুলু
  • সরফরাজ আবদুল হামিদ
  • কৌশলকুমার প্যাটেল (অধি.)
  • অভিজিৎ পেড়নেকর (উই.)
  • কৃষ্ণস্বামী নাইডু
  • কেরাই গোবিন্দ
  • দীপক রাধাকৃষ্ণন
  • দেসো কালভিন
  • নীল রাও
  • পল বায়রন (উই.)
  • বদোদরিয়া মুকেশ
  • মাজহারুল ইসলাম
  • রাজমোহন শণমুখসুন্দরম (উই.)
  • রাজীব ত্যাগরাজন
  • রুকমল সমরতুঙ্গ
  • শিবকুমার উদয়ন
  • সুব্রামানিয়ান আনন্দ
  • সোহেল রকেট
  • স্টিফেন মধুশঙ্কা
  • হিরানি হরজি

পয়েন্ট তালিকা[সম্পাদনা]

অব দল খেলা হা টাই ফহ পয়েন্ট এনআরআর
 উগান্ডা ১২ +৪.৬৬৯
 ঘানা ১০ +২.২২০
 মালাউই +০.০২৬
 রুয়ান্ডা (H) +০.৫১৬
 সেশেল −২.৩৪৫
 এসোয়াতিনি −২.০৬৪
 লেসোথো −৩.৮৩০
উৎস: ইএসপিএনক্রিকইনফো
(H) স্বাগতিক।

     আঞ্চলিক ফাইনালে উত্তীর্ণ

সূচি[সম্পাদনা]

১৬ অক্টোবর ২০২১
০৯:১৫
স্কোরকার্ড
রুয়ান্ডা 
১৫৩/৯ (২০ ওভার)
 ঘানা
১৫৭/৫ (২০ ওভার)
এরিক নিয়োমুগাবো ৪৮ (৩৪)
স্যামসন আউইয়াহ ৫/২৩ (৪ ওভার)
ওবেদ হার্ভি আগবোমাদজিয়ে ৫৪* (৪১)
জ্যাপি বিমেন্‌য়িমানা ২/৩২ (৪ ওভার)
ঘানা ৫ উইকেটে জয়ী
গাহাংগা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, কিগালি
আম্পায়ার: ক্লড থরবার্ন (নামিবিয়া) ও প্যাট্রিক মাকুম্বি (উগান্ডা)
ম্যাচ সেরা খেলোয়াড়: স্যামসন আউইয়াহ (ঘানা)
  • ঘানা টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • আজিজ সুয়ালি (ঘানা) ও এমানুয়েল সেবারেমে (রুয়ান্ডা)-এর টি২০আই অভিষেক হয়।
  • স্যামসন আউইয়াহ প্রথম ঘানাইয়ান ক্রিকেটার হিসেবে পুরুষ টি২০আই ক্রিকেটে পাঁচ উইকেট লাভ করেন।

১৬ অক্টোবর ২০২১
০৯:১৫
স্কোরকার্ড
এসোয়াতিনি 
১৯৪/৪ (২০ ওভার)
 লেসোথো
১৪০ (১৭.৩ ওভার)
মোহাম্মদ আমিন ৮০ (৪৮)
সরফরাজ আবদুল হামিদ ২/৪০ (৪ ওভার)
চাচোলে ত্লালি ৩৫ (২৩)
মেলুসি মাগাগুলা ৩/১২ (৪ ওভার)
এসোয়াতিনি ৫৪ রানে জয়ী
সমন্বিত পলিটেকনিক আঞ্চলিক কলেজ মাঠ, কিগালি
আম্পায়ার: আলাউদ্দিন পালেকর (দক্ষিণ আফ্রিকা) ও ক্লাউস শুমাখার (নামিবিয়া)
ম্যাচ সেরা খেলোয়াড়: মোহাম্মদ আমিন (এসোয়াতিনি)
  • এসোয়াতিনি টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • ক্রিস্টিয়ান ফোর্বস, জন ফ্রেডেরিক চেস্টার, জুনাইন হ্যান্সরড, জুবের গাদিয়ালি, জোসেফ রাইট, নাইম গুল, মেলুসি মাগাগুলা, মোহাম্মদ আমিন, মোহাম্মদ উমাইর কাসেম, শেহজাদ প্যাটেল, সিপেসিহলে কুবেকা (এসোয়াতিনি), আয়াজ আশরাফ আলি, ইয়াহিয়া ইয়াকুব মোহাম্মদ, ওমর হোসেন, চাচোলে ত্লালি, ৎস্‌'এপিসো ডেভিড, মাৎসাউ মোলাই জোসেফ, মোনান্থানে লেফুলেরে, মোহাম্মদ মাজ খান, লেপোরোপোরো ম্‌থিমখুলু, সরফরাজ আবদুল হামিদ ও সামির আব্দুল সাইদ (লেসোথো)-এর টি২০আই অভিষেক হয়।

১৬ অক্টোবর ২০২১
১৩:৪৫
স্কোরকার্ড
সেশেল 
৯৫ (২০ ওভার)
 ঘানা
৯৬/১ (১০.১ ওভার)
দেসো কালভিন ৩০ (২৬)
কোফি বাগাবেনা ৫/৯ (৪ ওভার)
মোজেস আনাফি ৪১* (২০)
ঘানা ৯ উইকেটে জয়ী
গাহাংগা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, কিগালি
আম্পায়ার: আইজ্যাক ওয়িয়েকো (কেনিয়া) ও ইতাংগিশাকা অলিভিয়ের (রুয়ান্ডা)
ম্যাচ সেরা খেলোয়াড়: কোফি বাগাবেনা (ঘানা)
  • সেশেল টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • কৃষ্ণস্বামী নাইডু, কৌশলকুমার প্যাটেল, দেসো কালভিন, নীল রাও, বদোদরিয়া মুকেশ, মাজহারুল ইসলাম, রাজমোহন শণমুখসুন্দরম, রাজীব ত্যাগরাজন, শিবকুমার উদয়ন, সোহেল রকেট ও স্টিফেন মধুশঙ্কা (সেশেল)-এর টি২০আই অভিষেক হয়।
  • কোফি বাগাবেনা প্রথম ঘানাইয়ান ক্রিকেটার হিসেবে পুরুষ টি২০আই ক্রিকেটে হ্যাটট্রিক লাভ করেন।
  • কোফি বাগাবেনা (ঘানা) টি২০আই ক্রিকেটে নিজের প্রথম পাঁচ উইকেট লাভ করেন।

১৬ অক্টোবর ২০২১
১৩:৪৫
স্কোরকার্ড
মালাউই 
৯৮/৭ (২০ ওভার)
 উগান্ডা
১০১/০ (১১ ওভার)
গিফ্ট কানসোনখো ৩৩ (৪৮)
ফ্র্যাংক আকানকোয়াসা ২/১০ (২ ওভার)
সাইমন সেসাজি ৬২* (৩৯)
উগান্ডা ১০ উইকেটে জয়ী
সমন্বিত পলিটেকনিক আঞ্চলিক কলেজ মাঠ, কিগালি
আম্পায়ার: ক্রিস্টোফার পিরি (জিম্বাবুয়ে) ও ডেভিড ওধিয়াম্বো (কেনিয়া)
ম্যাচ সেরা খেলোয়াড়: সাইমন সেসাজি (উগান্ডা)
  • মালাউই টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • অ্যালিক কানসোনখো, মাইক চাওম্বা ও লেনেক নাকোমো (মালাউই)-এর টি২০আই অভিষেক হয়।

১৭ অক্টোবর ২০২১
০৯:১৫
স্কোরকার্ড
লেসোথো 
১৩১/৮ (২০ ওভার)
 সেশেল
১৩২/৪ (১৬.২ ওভার)
সামির আব্দুল সাইদ ৩৫* (২৬)
কৌশলকুমার প্যাটেল ২/১৬ (৪ ওভার)
রাজীব ত্যাগরাজন ৩৬ (২৭)
ইয়াহিয়া ইয়াকুব মোহাম্মদ ২/৩২ (৪ ওভার)
সেশেল ৬ উইকেটে জয়ী
গাহাংগা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, কিগালি
আম্পায়ার: ক্লাউস শুমাখার (নামিবিয়া) ও প্যাট্রিক মাকুম্বি (উগান্ডা)
ম্যাচ সেরা খেলোয়াড়: কৃষ্ণস্বামী নাইডু (সেশেল)
  • সেশেল টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • থামায়ে গ্ল্যাডউইন (লেসোথো)-এর টি২০আই অভিষেক হয়।

১৭ অক্টোবর ২০২১
০৯:১৫
স্কোরকার্ড
এসোয়াতিনি 
৯৭ (১৮.২ ওভার)
 মালাউই
৯৯/২ (১২.৪ ওভার)
জুবের গাদিয়ালি ২২ (২২)
মোয়াজ্জম বেগ ৫/১৩ (৪ ওভার)
সামি সোহেল ৩২* (২৪)
জুবের গাদিয়ালি ১/৮ (১.৪ ওভার)
মালাউই ৮ উইকেটে জয়ী
সমন্বিত পলিটেকনিক আঞ্চলিক কলেজ মাঠ, কিগালি
আম্পায়ার: আলাউদ্দিন পালেকর (দক্ষিণ আফ্রিকা) ও ক্লড থরবার্ন (নামিবিয়া)
ম্যাচ সেরা খেলোয়াড়: মোয়াজ্জম বেগ (মালাউই)
  • মালাউই টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • ব্লেসিংস পোন্দানি (মালাউই)-এর টি২০আই অভিষেক হয়।
  • মোয়াজ্জম বেগ প্রথম মালাউঈয় ক্রিকেটার হিসেবে পুরুষ টি২০আই ক্রিকেটে পাঁচ উইকেট লাভ করেন।

১৭ অক্টোবর ২০২১
১৩:৪৫
স্কোরকার্ড
ঘানা 
২৩৯/৫ (২০ ওভার)
 লেসোথো
১২৩ (১৮.২ ওভার)
রেক্সফোর্ড বাকুম ৬৬ (৩১)
ওমর হোসেন ২/২৮ (৩ ওভার)
মোহাম্মদ মাজ খান ৬৩ (৩৪)
রেক্সফোর্ড বাকুম ৫/২৬ (৪ ওভার)
ঘানা ১১৬ রানে জয়ী
গাহাংগা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, কিগালি
আম্পায়ার: ইতাংগিশাকা অলিভিয়ের (রুয়ান্ডা) ও ডেভিড ওধিয়াম্বো (কেনিয়া)
ম্যাচ সেরা খেলোয়াড়: রেক্সফোর্ড বাকুম (ঘানা)
  • ঘানা টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • রিচমন্ড বালেরি (ঘানা) ও লেৎসিৎসা ৎস্‌'এলিসো (লেসোথো)-এর টি২০আই অভিষেক হয়।
  • রেক্সফোর্ড বাকুম (ঘানা) টি২০আই ক্রিকেটে নিজের প্রথম পাঁচ উইকেট লাভ করেন।

১৭ অক্টোবর ২০২১
১৩:৪৫
স্কোরকার্ড
উগান্ডা 
১৬৯/৪ (২০ ওভার)
 রুয়ান্ডা
৬৩ (১৫.১ ওভার)
রৌনক প্যাটেল ৬৩* (৩৭)
ক্লিন্টন রুবাগুমিয়া ১/২৬ (২ ওভার)
শুভাশিস সামাল ১৭ (২৬)
দিনেশ মগন নাকরানি ৩/৯ (৩ ওভার)
উগান্ডা ১০৬ রানে জয়ী
সমন্বিত পলিটেকনিক আঞ্চলিক কলেজ মাঠ, কিগালি
আম্পায়ার: আইজ্যাক ওয়িয়েকো (কেনিয়া) ও ক্রিস্টোফার পিরি (জিম্বাবুয়ে)
ম্যাচ সেরা খেলোয়াড়: রৌনক প্যাটেল (উগান্ডা)
  • উগান্ডা টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।

১৯ অক্টোবর ২০২১
০৯:১৫
স্কোরকার্ড
মালাউই 
৯৫/৮ (২০ ওভার)
 ঘানা
৯৬/৩ (১২ ওভার)
গেরশোম ন্তাম্বালিকা ৪১ (৩৩)
ড্যানিয়েল আনেফি ৩/১০ (৪ ওভার)
রেক্সফোর্ড বাকুম ২৭ (১৪)
মোয়াজ্জম বেগ ২/২১ (৩ ওভার)
ঘানা ৭ উইকেটে জয়ী
গাহাংগা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, কিগালি
আম্পায়ার: ডেভিড ওধিয়াম্বো (কেনিয়া) ও প্যাট্রিক মাকুম্বি (উগান্ডা)
ম্যাচ সেরা খেলোয়াড়: ড্যানিয়েল আনেফি (ঘানা)
  • ঘানা টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

১৯ অক্টোবর ২০২১
০৯:১৫
স্কোরকার্ড
লেসোথো 
২৬ (১২.৪ ওভার)
 উগান্ডা
২৭/০ (৩.৪ ওভার)
সামির আব্দুল সাইদ ১০ (২৪)
দিনেশ মগন নাকরানি ৬/৭ (৪ ওভার)
সউদ ইসলাম ১৯* (১৭)
উগান্ডা ১০ উইকেটে জয়ী
সমন্বিত পলিটেকনিক আঞ্চলিক কলেজ মাঠ, কিগালি
আম্পায়ার: আলাউদ্দিন পালেকর (দক্ষিণ আফ্রিকা) ও ক্রিস্টোফার পিরি (জিম্বাবুয়ে)
ম্যাচ সেরা খেলোয়াড়: দিনেশ মগন নাকরানি (উগান্ডা)
  • লেসোথো টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • রিচার্ড আগামিরে (উগান্ডা)-এর টি২০আই অভিষেক হয়।
  • দিনেশ মগন নাকরানি (উগান্ডা) টি২০আই ক্রিকেটে নিজের প্রথম পাঁচ উইকেট লাভ করেন।

১৯ অক্টোবর ২০২১
১৩:৪৫
স্কোরকার্ড
রুয়ান্ডা 
১৯৬/৪ (২০ ওভার)
 সেশেল
২৩/৫ (৯ ওভার)
ওর্চিদে তুয়িসেংগে ১০০* (৬০)
বদোদরিয়া মুকেশ ২/৪৪ (৪ ওভার)
স্টিফেন মধুশঙ্কা ১২ (২৫)
কেভিন ইরোকোজে ৩/৫ (৪ ওভার)
রুয়ান্ডা ৭৮ রানে জয়ী (ডিএলএস পদ্ধতি)
গাহাংগা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, কিগালি
আম্পায়ার: আইজ্যাক ওয়িয়েকো (কেনিয়া) ও ক্লাউস শুমাখার (নামিবিয়া)
ম্যাচ সেরা খেলোয়াড়: ওর্চিদে তুয়িসেংগে (রুয়ান্ডা)
  • রুয়ান্ডা টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • বৃষ্টির কারণে আর খেলা সম্ভব হয়নি।
  • ওর্চিদে তুয়িসেংগে প্রথম রুয়ান্ডান ক্রিকেটার হিসেবে পুরুষ টি২০আই ক্রিকেটে শতরানের ইনিংস খেলেন।

১৯ অক্টোবর ২০২১
১৩:৪৫
স্কোরকার্ড
এসোয়াতিনি 
৭২ (১৪.৫ ওভার)
 উগান্ডা
৭৬/৪ (১২.১ ওভার)
শেহজাদ প্যাটেল ২৫* (২১)
ফ্র্যাংক ন্সুবুগা ৩/৯ (৪ ওভার)
দিনেশ মগন নাকরানি ২২* (২৪)
মেলুসি মাগাগুলা ৩/২৫ (৪ ওভার)
উগান্ডা ৬ উইকেটে জয়ী
সমন্বিত পলিটেকনিক আঞ্চলিক কলেজ মাঠ, কিগালি
আম্পায়ার: ইতাংগিশাকা অলিভিয়ের (রুয়ান্ডা) ও আলাউদ্দিন পালেকর (দক্ষিণ আফ্রিকা)
ম্যাচ সেরা খেলোয়াড়: ফ্র্যাংক ন্সুবুগা (উগান্ডা)
  • এসোয়াতিনি টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • মানকোবা জেলে (এসোয়াতিনি)-এর টি২০আই অভিষেক হয়।

২০ অক্টোবর ২০২১
০৯:১৫
স্কোরকার্ড
মালাউই 
১৪২/২ (২০ ওভার)
 সেশেল
১২১ (১৯.৩ ওভার)
সামি সোহেল ৮৪* (৬৬)
সোহেল রকেট ১/৩৬ (৪ ওভার)
স্টিফেন মধুশঙ্কা ২৭ (২০)
সামি সোহেল ২/১২ (২ ওভার)
মালাউই ২১ রানে জয়ী
গাহাংগা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, কিগালি
আম্পায়ার: ইতাংগিশাকা অলিভিয়ের (রুয়ান্ডা) ও ক্রিস্টোফার পিরি (জিম্বাবুয়ে)
ম্যাচ সেরা খেলোয়াড়: সামি সোহেল (মালাউই)
  • মালাউই টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • চিকোন্দি রাইস (মালাউই)-এর টি২০আই অভিষেক হয়।

২০ অক্টোবর ২০২১
০৯:১৫
স্কোরকার্ড
এসোয়াতিনি 
৭৪/৯ (২০ ওভার)
 ঘানা
৭৫/৩ (১০.৪ ওভার)
জুবের গাদিয়ালি ১৩ (২৩)
ওবেদ হার্ভি আগবোমাদজিয়ে ৩/১২ (৪ ওভার)
দেবেন্দ্র সিং মালিক ১৯* (১৫)
মোহাম্মদ উমাইর কাসেম ২/২৭ (৪ ওভার)
ঘানা ৭ উইকেটে জয়ী
সমন্বিত পলিটেকনিক আঞ্চলিক কলেজ মাঠ, কিগালি
আম্পায়ার: আলাউদ্দিন পালেকর (দক্ষিণ আফ্রিকা) ও প্যাট্রিক মাকুম্বি (উগান্ডা)
ম্যাচ সেরা খেলোয়াড়: ওবেদ হার্ভি আগবোমাদজিয়ে (ঘানা)
  • ঘানা টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • লিন্দিনকোসি জুলু (এসোয়াতিনি)-এর টি২০আই অভিষেক হয়।

২০ অক্টোবর ২০২১
১৩:৪৫
স্কোরকার্ড
এসোয়াতিনি 
১২৮/৭ (১৬ ওভার)
 সেশেল
১৩০/৩ (১৫.২ ওভার)
মোহাম্মদ আমিন ৫১ (৩১)
হিরানি হরজি ৩/২১ (৪ ওভার)
স্টিফেন মধুশঙ্কা ৪৩* (৩৫)
জুবের গাদিয়ালি ৩/২৪ (৪ ওভার)
সেশেল ৭ উইকেটে জয়ী
গাহাংগা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, কিগালি
আম্পায়ার: ক্লাউস শুমাখার (নামিবিয়া) ও ক্লড থরবার্ন (নামিবিয়া)
ম্যাচ সেরা খেলোয়াড়: স্টিফেন মধুশঙ্কা (সেশেল)
  • এসোয়াতিনি টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • বৃষ্টির কারণে ম্যাচটি ইনিংসপ্রতি ১৬ ওভারে খেলা হয়।
  • কেরাই গোবিন্দ ও হিরানি হরজি (সেশেল)-এর টি২০আই অভিষেক হয়।

২০ অক্টোবর ২০২১
০৯:১৫
স্কোরকার্ড
রুয়ান্ডা 
১০২/৮ (১১ ওভার)
 লেসোথো
৮০/৭ (১১ ওভার)
শুভাশিস সামাল ৩১ (১৭)
মাৎসাউ মোলাই জোসেফ ২/১৮ (২ ওভার)
চাচোলে ত্লালি ২৩ (১৭)
এমানুয়েল সেবারেমে ৩/১৭ (৩ ওভার)
রুয়ান্ডা ২২ রানে জয়ী
সমন্বিত পলিটেকনিক আঞ্চলিক কলেজ মাঠ, কিগালি
আম্পায়ার: আইজ্যাক ওয়িয়েকো (কেনিয়া) ও আলাউদ্দিন পালেকর (দক্ষিণ আফ্রিকা)
ম্যাচ সেরা খেলোয়াড়: এমানুয়েল সেবারেমে (রুয়ান্ডা)
  • রুয়ান্ডা টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • বৃষ্টির কারণে ম্যাচটি সম্পন্ন করার জন্য সংরক্ষিত দিন (২১ অক্টোবর ২০২১) ব্যবহার করা হয়।
  • বৃষ্টির কারণে ম্যাচটি ইনিংসপ্রতি ১১ ওভারে খেলা হয়।
  • লেওএলা মোহলেকি ইলিয়াস (লেসোথো)-এর টি২০আই অভিষেক হয়।

২১ অক্টোবর ২০২১
০৯:১৫
স্কোরকার্ড
উগান্ডা 
১৭৬/৬ (২০ ওভার)
 ঘানা
৯৭ (১৯.১ ওভার)
সউদ ইসলাম ৬৭ (৫৪)
রেক্সফোর্ড বাকুম ৪/২৯ (৪ ওভার)
স্যামসন আউইয়াহ ৩৭ (৪৮)
দিনেশ মগন নাকরানি ৩/১৭ (৪ ওভার)
উগান্ডা ৭৯ রানে জয়ী
গাহাংগা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, কিগালি
আম্পায়ার: ক্লড থরবার্ন (নামিবিয়া) ও ডেভিড ওধিয়াম্বো (কেনিয়া)
ম্যাচ সেরা খেলোয়াড়: দিনেশ মগন নাকরানি (উগান্ডা)
  • ঘানা টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

২২ অক্টোবর ২০২১
০৯:১৫
স্কোরকার্ড
এসোয়াতিনি 
৭৭ (১৬.৩ ওভার)
 রুয়ান্ডা
৭৯/৩ (৮ ওভার)
ক্রিস্টিয়ান ফোর্বস ৩১ (৩২)
মার্টিন আকাইয়েজু ৪/৯ (৪ ওভার)
ওর্চিদে তুয়িসেংগে ৩৭ (২১)
মানকোবা জেলে ২/২৭ (৩ ওভার)
রুয়ান্ডা ৭ উইকেটে জয়ী
গাহাংগা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, কিগালি
আম্পায়ার: আইজ্যাক ওয়িয়েকো (কেনিয়া) ও ক্লড থরবার্ন (নামিবিয়া)
ম্যাচ সেরা খেলোয়াড়: মার্টিন আকাইয়েজু (রুয়ান্ডা)
  • এসোয়াতিনি টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।

২২ অক্টোবর ২০২১
০৯:১৫
স্কোরকার্ড
মালাউই 
১২৩/৪ (১৫ ওভার)
 লেসোথো
১০১/৭ (১৫ ওভার)
সামি সোহেল ২৬ (২৩)
ৎস্‌'এপিসো ডেভিড ২/১৩ (৩ ওভার)
চাচোলে ত্লালি ৩৫ (৩২)
মোয়াজ্জম বেগ ৩/৯ (৩ ওভার)
মালাউই ২২ রানে জয়ী
সমন্বিত পলিটেকনিক আঞ্চলিক কলেজ মাঠ, কিগালি
আম্পায়ার: আলাউদ্দিন পালেকর (দক্ষিণ আফ্রিকা) ও ডেভিড ওধিয়াম্বো (কেনিয়া)
ম্যাচ সেরা খেলোয়াড়: মোয়াজ্জম বেগ (মালাউই)
  • লেসোথো টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • বৃষ্টির কারণে ম্যাচটি ইনিংসপ্রতি ১৫ ওভারে খেলা হয়।
  • ওয়ালিয়ু জ্যাকসন (মালাউই)-এর টি২০আই অভিষেক হয়।

২২ অক্টোবর ২০২১
১৩:৪৫
স্কোরকার্ড
মালাউই 
১৩৯/২ (২০ ওভার)
 রুয়ান্ডা
১১৫ (১৮.২ ওভার)
ডনেক্স কানসোনখো ৫৪ (৬৫)
ক্লিন্টন রুবাগুমিয়া ১/২০ (৪ ওভার)
পংকজ ভেকারিয়া ২০ (১১)
মোয়াজ্জম বেগ ২/১৫ (৪ ওভার)
সামি সোহেল ২/১৫ (৪ ওভার)
মালাউই ২৪ রানে জয়ী
গাহাংগা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, কিগালি
আম্পায়ার: ক্রিস্টোফার পিরি (জিম্বাবুয়ে) ও প্যাট্রিক মাকুম্বি (উগান্ডা)
ম্যাচ সেরা খেলোয়াড়: সামি সোহেল (মালাউই)
  • মালাউই টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।

২২ অক্টোবর ২০২১
১৩:৪৫
স্কোরকার্ড
উগান্ডা 
১৬৪/৫ (২০ ওভার)
 সেশেল
৬৯/৯ (২০ ওভার)
রৌনক প্যাটেল ৪১ (৩৮)
স্টিফেন মধুশঙ্কা ১/২০ (২ ওভার)
স্টিফেন মধুশঙ্কা ২০ (২৯)
দিনেশ মগন নাকরানি ৫/৮ (৪ ওভার)
উগান্ডা ৯৫ রানে জয়ী
সমন্বিত পলিটেকনিক আঞ্চলিক কলেজ মাঠ, কিগালি
আম্পায়ার: ইতাংগিশাকা অলিভিয়ের (রুয়ান্ডা) ও ক্লাউস শুমাখার (নামিবিয়া)
ম্যাচ সেরা খেলোয়াড়: দিনেশ মগন নাকরানি (উগান্ডা)
  • উগান্ডা টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • পল বায়রন (সেশেল)-এর টি২০আই অভিষেক হয়।
  • দিনেশ মগন নাকরানি প্রথম উগান্ডান ক্রিকেটার হিসেবে পুরুষ টি২০আই ক্রিকেটে হ্যাটট্রিক লাভ করেন।

বাছাইপর্ব বি[সম্পাদনা]

২০২১ আইসিসি পুরুষ ‍টি২০ বিশ্বকাপ আফ্রিকা উপ-আঞ্চলিক বাছাইপর্ব বি
তারিখ২ নভেম্বর ২০২১ – ৭ নভেম্বর ২০২১
তত্ত্বাবধায়কআফ্রিকা ক্রিকেট অ্যাসোসিয়েশন
ক্রিকেটের ধরনটোয়েন্টি২০ আন্তর্জাতিক
প্রতিযোগিতার ধরনরাউন্ড-রবিন
আয়োজক রুয়ান্ডা
বিজয়ী তানজানিয়া
রানার-আপ বতসোয়ানা
অংশগ্রহণকারী দলসংখ্যা
খেলার সংখ্যা১০
সর্বাধিক রান সংগ্রহকারীতানজানিয়া ইভান ইসমাইল (২০৭)
সর্বাধিক উইকেটধারীবতসোয়ানা ধ্রুব মাইসুরিয়া (১১)

দলীয় সদস্য[সম্পাদনা]

 ক্যামেরুন[১৮]  তানজানিয়া[১৯]  বতসোয়ানা[২০]  মোজাম্বিক[১৮]  সিয়েরা লিওন[২১]
  • ফোস্তাঁ ম্পেনিয়া (অধি.)
  • অ্যালেক্সিস বাল্লা
  • আঁদ্রে মালুক
  • আপোলিনের মেনগুমু
  • আব্দুল্লাইয়ে আমিনু (উই.)
  • আলান তুবে (উই.)
  • ইদ্রিস চাকু
  • চার্লস ওন্দোয়া (উই.)
  • জুলিয়ঁ আবেগা
  • দিপিতা লোইক
  • নার্সিস ন্দুতেং
  • প্রোতে আবান্দা
  • ব্রুনো ন্সেকে তুবে
  • ম্যাক্সওয়েল ফ্রু
  • রোলঁ আমাহ
  • সান আসেনগোং
  • অভীক পাটওয়া (অধি.)
  • অ্যালি কিমোতে
  • আথুমানি কাকোনজি
  • আরশান জাসানি
  • ইভান ইসমাইল
  • ইস্‌সা কিকাসি
  • কাসেম নাস্‌সোরো
  • কেলভিন ঞ্জিলিঞ্জি
  • জামোয়োনি জাবেনেকে
  • জিতিন সিং
  • নাসিবু মাপুন্দা (উই.)
  • মোহাম্মদ ওমরি কিতুন্দা (উই.)
  • যতীনকুমার দর্জি
  • রিজিকি কিসেতো
  • সঞ্জয়কুমার ঠাকুর
  • সালুম জুম্বে
  • হরশিদ চৌহান
  • ফিলিপে কোসসা (অধি.)
  • আগোস্তিনিও নাভিশা
  • গোমিস গোমিস (উই.)
  • চিতোস নিয়াঁবাউ
  • জেফানিয়াস মাৎসিনিয়ে
  • জেরিতো সোপিনিয়ো
  • জোসে বুলেলে
  • জোয়াঁও হু
  • ফ্রান্সিসকো দামিয়াঁও কুয়ানা
  • ফ্রেদেরিকো কারাভা
  • ভিয়েইরা তেম্বো (উই.)
  • লাস্ত এমিলিও (উই.)
  • লুরেনসো সালোমোনে
  • লুরেনসো সিমাংগো
  • শেল্টন নিয়াভোৎসো
  • সান্তানা জিমা
  • লানসানা লামিন (অধি.)
  • আবু বকর কামারা (সহ-অধি.)
  • অরবিন্দ লালজি কেরাই
  • আবাস গ্‌ব্লা
  • ইব্রাহিম মানসারায় (উই.)
  • এডমন্ড আর্নেস্ট
  • চেরনোহ বাহ
  • জন বাংগুরা (উই.)
  • জর্জ সেসায়
  • মিনিরু ক্‌পাকা
  • মোহাম্মদ জাহিদ খান
  • মোহাম্মদ শমসাদ খান
  • সলোমন উইলিয়ামস
  • সুলায়মান তারাওয়ালি
  • স্যামুয়েল কোন্তেহ্‌

পয়েন্ট তালিকা[সম্পাদনা]

অব দল খেলা হা টাই ফহ পয়েন্ট এনআরআর
 তানজানিয়া +৪.৫৯২
 বতসোয়ানা +৩.০২১
 সিয়েরা লিওন −০.৯৫৮
 মোজাম্বিক +০.১৫৯
 ক্যামেরুন −৭.৪০৪

     আঞ্চলিক ফাইনালে উত্তীর্ণ

সূচি[সম্পাদনা]

২ নভেম্বর ২০২১
০৯:১৫
স্কোরকার্ড
বতসোয়ানা 
১৫৭/৫ (২০ ওভার)
 সিয়েরা লিওন
৮৫ (১৭.৫ ওভার)
কারাবো মোৎলানকা ৭৪ (৫৮)
জর্জ সেসায় ৩/২১ (৩ ওভার)
লানসানা লামিন ১৫ (১২)
আবাস গ্‌ব্লা ১৫ (১২)
ধ্রুব মাইসুরিয়া ৩/১২ (৪ ওভার)
বতসোয়ানা ৭২ রানে জয়ী
গাহাংগা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, কিগালি
আম্পায়ার: ক্রিস্টোফার পিরি (জিম্বাবুয়ে) ও ক্লড থরবার্ন (নামিবিয়া)
ম্যাচ সেরা খেলোয়াড়: কারাবো মোৎলানকা (বতসোয়ানা)
  • বতসোয়ানা টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • মোহাম্মদ জাহিদ খান (সিয়েরা লিওন)-এর টি২০আই অভিষেক হয়।

২ নভেম্বর ২০২১
১৩:৪৫
স্কোরকার্ড
তানজানিয়া 
২৪২/৬ (২০ ওভার)
 মোজাম্বিক
১৫৫/৯ (২০ ওভার)
ইভান ইসমাইল ৮১ (৪২)
সান্তানা জিমা ৩/৪২ (৪ ওভার)
ফিলিপে কোসসা ৫৯ (৩২)
সালুম জুম্বে ৩/২৪ (৩ ওভার)
তানজানিয়া ৮৭ রানে জয়ী
গাহাংগা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, কিগালি
আম্পায়ার: ক্লাউস শুমাখার (নামিবিয়া) ও সাইমন কিন্তু (উগান্ডা)
ম্যাচ সেরা খেলোয়াড়: ইভান ইসমাইল (তানজানিয়া)
  • তানজানিয়া টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • অভীক পাটওয়া, অ্যালি কিমোতে, ইভান ইসমাইল, কাসেম নাস্‌সোরো, জিতিন সিং, নাসিবু মাপুন্দা, যতীনকুমার দর্জি, রিজিকি কিসেতো, সঞ্জয়কুমার ঠাকুর, সালুম জুম্বে, হরশিদ চৌহান (তানজানিয়া), জেরিতো সোপিনিয়ো ও শেল্টন নিয়াভোৎসো (মোজাম্বিক)-এর টি২০আই অভিষেক হয়।

৩ নভেম্বর ২০২১
০৯:১৫
স্কোরকার্ড
মোজাম্বিক 
২০৯/৫ (২০ ওভার)
 ক্যামেরুন
৩৮ (১০.১ ওভার)
ফ্রান্সিসকো দামিয়াঁও কুয়ানা ১০৪ (৫১)
দিপিতা লোইক ২/৩০ (৪ ওভার)
প্রোতে আবান্দা ৯ (১৫)
ফ্রান্সিসকো দামিয়াঁও কুয়ানা ৫/১৯ (৪ ওভার)
মোজাম্বিক ১৭১ রানে জয়ী
গাহাংগা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, কিগালি
আম্পায়ার: আইনো চাবি (জিম্বাবুয়ে) ও ক্লাউস শুমাখার (নামিবিয়া)
ম্যাচ সেরা খেলোয়াড়: ফ্রান্সিসকো দামিয়াঁও কুয়ানা (মোজাম্বিক)
  • ক্যামেরুন টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • আপোলিনের মেনগুমু, আলান তুবে, ইদ্রিস চাকু, চার্লস ওন্দোয়া, জুলিয়ঁ আবেগা, দিপিতা লোইক, প্রোতে আবান্দা, ফোস্তাঁ ম্পেনিয়া, ব্রুনো ন্সেকে তুবে, ম্যাক্সওয়েল ফ্রু, রোলঁ আমাহ (ক্যামেরুন) ও ফ্রেদেরিকো কারাভা (মোজাম্বিক)-এর টি২০আই অভিষেক হয়।
  • ফ্রান্সিসকো দামিয়াঁও কুয়ানা প্রথম মোজাম্বিকান ক্রিকেটার হিসেবে পুরুষ টি২০আই ক্রিকেটে শতরানের ইনিংস খেলেন।
  • ফ্রান্সিসকো দামিয়াঁও কুয়ানা প্রথম মোজাম্বিকান ক্রিকেটার হিসেবে পুরুষ টি২০আই ক্রিকেটে পাঁচ উইকেট লাভ করেন।

৩ নভেম্বর ২০২১
১৩:৪৫
স্কোরকার্ড
সিয়েরা লিওন 
৯৯/৮ (২০ ওভার)
 তানজানিয়া
১০৪/২ (১০.৫ ওভার)
সলোমন উইলিয়ামস ২২* (১৭)
অ্যালি কিমোতে ৩/২৫ (৪ ওভার)
ইভান ইসমাইল ৭০* (৩৫)
এডমন্ট আর্নেস্ট ১/২০ (৪ ওভার)
তানজানিয়া ৮ উইকেটে জয়ী
গাহাংগা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, কিগালি
আম্পায়ার: ফোরস্টার মুতিজোয়া (জিম্বাবুয়ে) ও সাইমন কিন্তু (উগান্ডা)
ম্যাচ সেরা খেলোয়াড়: ইভান ইসমাইল (তানজানিয়া)
  • সিয়েরা লিওন টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।

৫ নভেম্বর ২০২১
০৯:১৫
স্কোরকার্ড
ক্যামেরুন 
৫১ (১৬ ওভার)
 বতসোয়ানা
৫৪/১ (৪.৫ ওভার)
ব্রুনো ন্সেকে তুবে ১৯ (১৪)
রেজিনাল্ড নেহোন্দে ৪/৭ (৩ ওভার)
ভ্যালেন্টিন ম্বাজো ৩১* (১১)
ম্যাক্সওয়েল ফ্রু ১/২২ (২ ওভার)
বতসোয়ানা ৯ উইকেটে জয়ী
গাহাংগা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, কিগালি
আম্পায়ার: আইনো চাবি (জিম্বাবুয়ে) ও ক্লড থরবার্ন (নামিবিয়া)
ম্যাচ সেরা খেলোয়াড়: রেজিনাল্ড নেহোন্দে (বতসোয়ানা)
  • ক্যামেরুন টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • অ্যালেক্সিস বাল্লা (ক্যামেরুন)-এর টি২০আই অভিষেক হয়।

৫ নভেম্বর ২০২১
১৩:৪৫
স্কোরকার্ড
মোজাম্বিক 
৯৬/৯ (২০ ওভার)
 সিয়েরা লিওন
৯৭/৫ (১৭.২ ওভার)
ফ্রান্সিসকো দামিয়াঁও কুয়ানা ২৫ (১৮)
জর্জ সেসায় ৪/১১ (৪ ওভার)
লানসানা লামিন ৩০* (২৬)
জোসে বুলেলে ২/১৯ (৪ ওভার)
সিয়েরা লিওন ৫ উইকেটে জয়ী
গাহাংগা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, কিগালি
আম্পায়ার: ক্রিস্টোফার পিরি (জিম্বাবুয়ে) ও ফোরস্টার মুতিজোয়া (জিম্বাবুয়ে)
ম্যাচ সেরা খেলোয়াড়: স্যামুয়েল কোন্তেহ্‌ (সিয়েরা লিওন)
  • মোজাম্বিক টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • আগোস্তিনিও নাভিশা (মোজাম্বিক)-এর টি২০আই অভিষেক হয়।

৬ নভেম্বর ২০২১
০৯:১৫
স্কোরকার্ড
বতসোয়ানা 
১৫২/৫ (২০ ওভার)
 মোজাম্বিক
১০০ (১৯.৫ ওভার)
রেজিনাল্ড নেহোন্দে ৬৩ (৫১)
ফিলিপে কোসসা ২/১২ (২ ওভার)
ফ্রান্সিসকো দামিয়াঁও কুয়ানা ১৮ (২১)
জোয়াঁও হু ১৮ (২১)
রেজিনাল্ড নেহোন্দে ৪/২৭ (৪ ওভার)
  • বতসোয়ানা টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।

৬ নভেম্বর ২০২১
১৩:৪৫
স্কোরকার্ড
তানজানিয়া 
২৪০/৫ (২০ ওভার)
 ক্যামেরুন
৬২ (১৬.২ ওভার)
কাসেম নাস্‌সোরো ৫৯* (১৯)
ম্যাক্সওয়েল ফ্রু ৩/৪২ (৪ ওভার)
ব্রুনো ন্সেকে তুবে ২১ (২১)
যতীনকুমার দর্জি ৪/৭ (৪ ওভার)
তানজানিয়া ১৭৮ রানে জয়ী
গাহাংগা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, কিগালি
আম্পায়ার: আইনো চাবি (জিম্বাবুয়ে) ও সাইমন কিন্তু (উগান্ডা)
ম্যাচ সেরা খেলোয়াড়: কাসেম নাস্‌সোরো (তানজানিয়া)
  • তানজানিয়া টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • আরশান জাসানি, জামোয়োনি জাবেনেকে ও মোহাম্মদ ওমরি কিতুন্দা (তানজানিয়া)-এর টি২০আই অভিষেক হয়।

৭ নভেম্বর ২০২১
০৯:১৫
স্কোরকার্ড
ক্যামেরুন 
৮৯/৯ (২০ ওভার)
 সিয়েরা লিওন
৯০/৪ (১২.১ ওভার)
রোলঁ আমাহ ১৮ (২৬)
স্যামুয়েল কোন্তেহ্‌ ৩/২২ (৪ ওভার)
মোহাম্মদ জাহিদ খান ২৭ (১৮)
ব্রুনো ন্সেকে তুবে ৩/১৬ (৩ ওভার)
সিয়েরা লিওন ৬ উইকেটে জয়ী
গাহাংগা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, কিগালি
আম্পায়ার: ক্রিস্টোফার পিরি (জিম্বাবুয়ে) ও সাইমন কিন্তু (উগান্ডা)
ম্যাচ সেরা খেলোয়াড়: স্যামুয়েল কোন্তেহ্‌ (সিয়েরা লিওন)
  • ক্যামেরুন টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • নার্সিস ন্দুতেং (ক্যামেরুন)-এর টি২০আই অভিষেক হয়।

৭ নভেম্বর ২০২১
১৩:৪৫
স্কোরকার্ড
তানজানিয়া 
১৪৩ (১৯.৫ ওভার)
 বতসোয়ানা
১৪০/৭ (২০ ওভার)
হরশিদ চৌহান ২৫ (১০)
ধ্রুব মাইসুরিয়া ৪/১৩ (৩.৫ ওভার)
রেজিনাল্ড নেহোন্দে ৩৭ (৪২)
জিতিন সিং ৩/৩৫ (৩ ওভার)
তানজানিয়া ৩ রানে জয়ী
গাহাংগা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, কিগালি
আম্পায়ার: ক্লড থরবার্ন (নামিবিয়া) ও ফোরস্টার মুতিজোয়া (জিম্বাবুয়ে)
ম্যাচ সেরা খেলোয়াড়: জিতিন সিং (তানজানিয়া)
  • তানজানিয়া টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।

আঞ্চলিক ফাইনাল[সম্পাদনা]

২০২১ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপ আফ্রিকা বাছাইপর্ব আঞ্চলিক ফাইনাল
তারিখ১৭ নভেম্বর ২০২১ – ২০ নভেম্বর ২০২১
তত্ত্বাবধায়কআফ্রিকা ক্রিকেট অ্যাসোসিয়েশন
ক্রিকেটের ধরনটোয়েন্টি২০ আন্তর্জাতিক
প্রতিযোগিতার ধরনদ্বৈত রাউন্ড-রবিন
আয়োজক রুয়ান্ডা
বিজয়ী উগান্ডা
রানার-আপ কেনিয়া
অংশগ্রহণকারী দলসংখ্যা
খেলার সংখ্যা১২
সর্বাধিক রান সংগ্রহকারীকেনিয়া অ্যালেক্স ওবান্দা (২৩১)
সর্বাধিক উইকেটধারীতানজানিয়া সঞ্জয়কুমার ঠাকুর (১০)

দলীয় সদস্য[সম্পাদনা]

 উগান্ডা[২২]  কেনিয়া[২৩]  তানজানিয়া[২৪]  নাইজেরিয়া[২৫]
  • ব্রায়ান মাসাবা (অধি.)
  • দেউসদেদিত মুহুমুজা (সহ-অধি.)
  • কেনেথ ওয়াইসোয়া
  • জেরাল্ড মুবিরু
  • দিনেশ মগন নাকরানি
  • ফ্রেড আচেলাম (উই.)
  • ফ্র্যাংক আকানকোয়াসা
  • ফ্র্যাংক ন্সুবুগা
  • বিলাল হাসান
  • রিচার্ড আগামিরে
  • রিয়াজত আলি শাহ
  • রৌনক প্যাটেল
  • সউদ ইসলাম
  • সাইমন সেসাজি (উই.)
  • হেনরি সেনিয়োন্দো
  • অভীক পাটওয়া (অধি.)
  • রিজিকি কিসেতো (সহ-অধি.)
  • অ্যালি কিমোতে
  • আরশান জাসানি
  • ইভান ইসমাইল
  • কাসেম নাস্‌সোরো
  • জামোয়োনি জাবেনেকে
  • জিতিন সিং
  • নাসিবু মাপুন্দা (উই.)
  • মোহাম্মদ ওমরি কিতুন্দা (উই.)
  • যতীনকুমার দর্জি
  • সঞ্জয়কুমার ঠাকুর
  • সালুম জুম্বে
  • হরশিদ চৌহান

পয়েন্ট তালিকা[সম্পাদনা]

অব দল খেলা হা টাই ফহ পয়েন্ট এনআরআর
 উগান্ডা ১০ +১.০২৪
 কেনিয়া +১.০০২
 তানজানিয়া +০.৫২৩
 নাইজেরিয়া −২.৬১০

     মূল বাছাইপর্বে উত্তীর্ণ

সূচি[সম্পাদনা]

১৭ নভেম্বর ২০২১
০৯:১৫
স্কোরকার্ড
নাইজেরিয়া 
১১৪/৯ (২০ ওভার)
 তানজানিয়া
১১৭/৪ (১৩.১ ওভার)
অশমিত শ্রেষ্ঠ ২৬ (৩০)
সঞ্জয়কুমার ঠাকুর ৩/১৪ (৪ ওভার)
অভীক পাটওয়া ৩৬ (২৪)
প্রসপার উসেনি ১/১৫ (২.১ ওভার)
তানজানিয়া ৬ উইকেটে জয়ী
গাহাংগা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, কিগালি
আম্পায়ার: আইজ্যাক ওয়িয়েকো (কেনিয়া) ও রকি দ্‌'মেলো (কেনিয়া)
ম্যাচ সেরা খেলোয়াড়: সঞ্জয়কুমার ঠাকুর (তানজানিয়া)
  • নাইজেরিয়া টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।

১৭ নভেম্বর ২০২১
০৯:১৫
স্কোরকার্ড
কেনিয়া 
১৬১/৫ (২০ ওভার)
 উগান্ডা
১৬০/৭ (২০ ওভার)
কলিনস ওবুইয়া ৪৪ (৩৫)
ফ্র্যাংক ন্সুবুগা ২/৭ (৪ ওভার)
দিনেশ মগন নাকরানি ৬৭ (৩২)
এলাইজা ওতিয়েনো ৩/১৮ (৪ ওভার)
কেনিয়া ১ রানে জয়ী
সমন্বিত পলিটেকনিক আঞ্চলিক কলেজ মাঠ, কিগালি
আম্পায়ার: শন জর্জ (দক্ষিণ আফ্রিকা) ও হাবিব এনেসি (নাইজেরিয়া)
ম্যাচ সেরা খেলোয়াড়: দিনেশ মগন নাকরানি (উগান্ডা)
  • কেনিয়া টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • সুখদীপ সিং (কেনিয়া)-এর টি২০আই অভিষেক হয়।

১৭ নভেম্বর ২০২১
১৩:৪৫
স্কোরকার্ড
উগান্ডা 
১৪৭/৯ (২০ ওভার)
 নাইজেরিয়া
৫০/২ (৯.২ ওভার)
রিয়াজত আলি শাহ ৩৯ (২৫)
পিটার আহো ২/২০ (৪ ওভার)
আদেমোলা ওনিকোয়ি ২৮* (২৮)
ফ্র্যাংক ন্সুবুগা ১/২৭ (৪ ওভার)
উগান্ডা ১২ রানে জয়ী (ডিএলএস পদ্ধতি)
গাহাংগা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, কিগালি
আম্পায়ার: অ্যান্ড্রু লাউ (নামিবিয়া) ও আইজ্যাক ওয়িয়েকো (কেনিয়া)
ম্যাচ সেরা খেলোয়াড়: দিনেশ মগন নাকরানি (উগান্ডা)
  • উগান্ডা টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • বৃষ্টির কারণে আর খেলা সম্ভব হয়নি।

১৭ নভেম্বর ২০২১
১৩:৪৫
স্কোরকার্ড
তানজানিয়া 
১৮৭/৫ (২০ ওভার)
 কেনিয়া
১৩৮ (১৮.৪ ওভার)
অ্যালেক্স ওবান্দা ৪৭ (৩৩)
রিজিকি কিসেতো ৪/১৭ (৪ ওভার)
তানজানিয়া ৪৯ রানে জয়ী
সমন্বিত পলিটেকনিক আঞ্চলিক কলেজ মাঠ, কিগালি
আম্পায়ার: প্যাট্রিক মাকুম্বি (উগান্ডা) ও হাবিব এনেসি (নাইজেরিয়া)
ম্যাচ সেরা খেলোয়াড়: আরশান জাসানি (তানজানিয়া)
  • তানজানিয়া টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।

১৮ নভেম্বর ২০২১
০৯:১৫
স্কোরকার্ড
তানজানিয়া 
১৪০/৮ (২০ ওভার)
 উগান্ডা
১৪১/২ (১৮.২ ওভার)
কাসেম নাস্‌সোরো ৩৪ (২৯)
বিলাল হাসান ৩/২২ (৪ ওভার)
রৌনক প্যাটেল ৬৮* (৪৯)
রিজিকি কিসেতো ২/২৮ (৪ ওভার)
উগান্ডা ৮ উইকেটে জয়ী
গাহাংগা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, কিগালি
আম্পায়ার: প্যাট্রিক মাকুম্বি (উগান্ডা) ও রকি দ্‌'মেলো (কেনিয়া)
ম্যাচ সেরা খেলোয়াড়: রৌনক প্যাটেল (উগান্ডা)
  • তানজানিয়া টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।

১৮ নভেম্বর ২০২১
০৯:১৫
স্কোরকার্ড
নাইজেরিয়া 
১৩০/৬ (২০ ওভার)
 কেনিয়া
১৩৬/২ (১৩.৪ ওভার)
ওলুওয়াসেসান আদেদেজি ৪৬ (৫০)
নেহেমিয়া ওধিয়াম্বো ২/১৮ (৪ ওভার)
অ্যালেক্স ওবান্দা ১০৩* (৫৬)
পিটার আহো ২/২৯ (৩ ওভার)
কেনিয়া ৮ উইকেটে জয়ী
সমন্বিত পলিটেকনিক আঞ্চলিক কলেজ মাঠ, কিগালি
আম্পায়ার: অ্যান্ড্রু লাউ (নামিবিয়া) ও শন জর্জ (দক্ষিণ আফ্রিকা)
ম্যাচ সেরা খেলোয়াড়: অ্যালেক্স ওবান্দা (কেনিয়া)
  • নাইজেরিয়া টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • অ্যালেক্স ওবান্দা প্রথম কেনীয় ক্রিকেটার হিসেবে পুরুষ টি২০আই ক্রিকেটে শতরানের ইনিংস খেলেন।

১৮ নভেম্বর ২০২১
১৩:৪৫
স্কোরকার্ড
তানজানিয়া 
১০১ (১৭ ওভার)
 কেনিয়া
১০৪/৩ (১২.৩ ওভার)
কাসেম নাস্‌সোরো ৪২ (৩১)
ব্রজ প্যাটেল ৩/১৭ (৪ ওভার)
কলিনস ওবুইয়া ২৮ (১৪)
সঞ্জয়কুমার ঠাকুর ১/১২ (২ ওভার)
কেনিয়া ৭ উইকেটে জয়ী
গাহাংগা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, কিগালি
আম্পায়ার: প্যাট্রিক মাকুম্বি (উগান্ডা) ও হাবিব এনেসি (নাইজেরিয়া)
ম্যাচ সেরা খেলোয়াড়: ঋষভ প্যাটেল (কেনিয়া)
  • তানজানিয়া টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।

১৮ নভেম্বর ২০২১
১৩:৪৫
স্কোরকার্ড
নাইজেরিয়া 
১১২/৯ (২০ ওভার)
 উগান্ডা
১১৪/২ (১৬.২ ওভার)
অশমিত শ্রেষ্ঠ ২৮ (৩৫)
রিয়াজত আলি শাহ ৪/১২ (৩ ওভার)
রৌনক প্যাটেল ৩৫* (৩৫)
ওলুওয়াসেসান আদেদেজি ১/১২ (৩ ওভার)
উগান্ডা ৮ উইকেটে জয়ী
সমন্বিত পলিটেকনিক আঞ্চলিক কলেজ মাঠ, কিগালি
আম্পায়ার: অ্যান্ড্রু লাউ (নামিবিয়া) ও আইজ্যাক ওয়িয়েকো (কেনিয়া)
ম্যাচ সেরা খেলোয়াড়: রিয়াজত আলি শাহ (উগান্ডা)
  • উগান্ডা টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

২০ নভেম্বর ২০২১
০৯:১৫
স্কোরকার্ড
তানজানিয়া 
৬৮ (১৫.৪ ওভার)
 উগান্ডা
৭৪/৪ (১৩.৫ ওভার)
ইভান ইসমাইল ২০ (২৩)
ফ্র্যাংক আকানকোয়াসা ৪/১০ (৩.৪ ওভার)
সাইমন সেসাজি ৩৯ (৩৯)
সঞ্জয়কুমার ঠাকুর ৩/১৭ (৪ ওভার)
উগান্ডা ৬ উইকেটে জয়ী
গাহাংগা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, কিগালি
আম্পায়ার: রকি দ্‌'মেলো (কেনিয়া) ও হাবিব এনেসি (নাইজেরিয়া)
ম্যাচ সেরা খেলোয়াড়: ফ্র্যাংক আকানকোয়াসা (উগান্ডা)
  • উগান্ডা টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

২০ নভেম্বর ২০২১
০৯:১৫
স্কোরকার্ড
কেনিয়া 
১৬৮/৬ (২০ ওভার)
 নাইজেরিয়া
১০৮ (১৬.২ ওভার)
ইরফান করিম ৫২* (৩৮)
রিদওয়ান আব্দুলকরিম ২/১৮ (৩ ওভার)
আদেমোলা ওনিকোয়ি ২৭ (১২)
ব্রজ প্যাটেল ৫/১২ (৪)
কেনিয়া ৬০ রানে জয়ী
সমন্বিত পলিটেকনিক আঞ্চলিক কলেজ মাঠ, কিগালি
আম্পায়ার: প্যাট্রিক মাকুম্বি (উগান্ডা) ও শন জর্জ (দক্ষিণ আফ্রিকা)
ম্যাচ সেরা খেলোয়াড়: ব্রজ প্যাটেল (কেনিয়া)
  • নাইজেরিয়া টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • ব্রজ প্যাটেল (কেনিয়া) টি২০আই ক্রিকেটে নিজের প্রথম পাঁচ উইকেট লাভ করেন।

২০ নভেম্বর ২০২১
১৩:৪৫
স্কোরকার্ড
কেনিয়া 
১২৩/৩ (২০ ওভার)
 উগান্ডা
১১৮/৪ (১৭.৪ ওভার)
রাকেপ প্যাটেল ৬২* (৪৬)
ফ্র্যাংক ন্সুবুগা ১/৯ (৪ ওভার)
রিয়াজত আলি শাহ ৪৩* (৩১)
রাকেপ প্যাটেল ২/১৭ (৩ ওভার)
উগান্ডা ৬ উইকেটে জয়ী (ডিএলএস পদ্ধতি)
গাহাংগা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, কিগালি
আম্পায়ার: অ্যান্ড্রু লাউ (নামিবিয়া) ও শন জর্জ (দক্ষিণ আফ্রিকা)
ম্যাচ সেরা খেলোয়াড়: রিয়াজত আলি শাহ (উগান্ডা)
  • কেনিয়া টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • বৃষ্টির কারণে উগান্ডার লক্ষ্য ১৯ ওভারে ১১৮ নির্ধারণ করা হয়।

২০ নভেম্বর ২০২১
১৩:৪৫
স্কোরকার্ড
তানজানিয়া 
১৩৬/৭ (২০ ওভার)
 নাইজেরিয়া
৬৭ (১৪ ওভার)
কাসেম নাস্‌সোরো ৪০* (২৫)
ওলুওয়াসেসান আদেদেজি ২/২০ (৪ ওভার)
স্যামুয়েল ম্বা ২৩ (২২)
যতীনকুমার দর্জি ৪/১০ (৪ ওভার)
তানজানিয়া ৬৯ রানে জয়ী
সমন্বিত পলিটেকনিক আঞ্চলিক কলেজ মাঠ, কিগালি
আম্পায়ার: আইজ্যাক ওয়িয়েকো (কেনিয়া) ও রকি দ্‌'মেলো (কেনিয়া)
ম্যাচ সেরা খেলোয়াড়: যতীনকুমার দর্জি (তানজানিয়া)
  • তানজানিয়া টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Qualification to Men's T20 World Cup 2022 in Australia confirmed"আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৪ ডিসেম্বর ২০২০ 
  2. "All T20I matches to get international status"আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। ২৬ এপ্রিল ২০১৮। সংগ্রহের তারিখ ১ জানুয়ারি ২০২০ 
  3. "ICC Men's T20 World Cup 2021 qualification process confirmed"আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৩ জানুয়ারি ২০২০ 
  4. "Lesotho cricket team heads for World Cup qualifiers"মাসেরু মেট্রো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২১ সেপ্টেম্বর ২০২১ 
  5. "COVID-19 update – ICC qualifying events"আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০২০ 
  6. "2022 T20 World Cup qualification pathway"ক্রিকেটইউরোপ (ইংরেজি ভাষায়)। ১০ এপ্রিল ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ ডিসেম্বর ২০২০ 
  7. "Men's T20 World Cup 2022 Regional Qualifiers postponed"আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৮ মার্চ ২০২১ 
  8. "Cricket: Rwanda to host four Africa Regional Qualifying tournaments"দ্য নিউ টাইমস (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০২১ 
  9. "Rwanda to host four Africa Regional Qualifying tournaments"রুয়ান্ডা ক্রিকেট অ্যাসোসিয়েশন (ইংরেজি ভাষায়)। ৬ আগস্ট ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০২১ 
  10. "T20 World Cup Qualifiers: Uganda storm regional finals"দ্য স্পোর্টস নেশন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৬ অক্টোবর ২০২১ 
  11. "Dominant Uganda show their class to sweep honours in Kigali"উগান্ডা ক্রিকেট অ্যাসোসিয়েশন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৮ অক্টোবর ২০২১ 
  12. "Cricket: Tanzania secure ticket to the World Cup Africa Qualifier"নিউ টাইমস (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৮ নভেম্বর ২০২১ 
  13. "Cricket Cranes off to Rwanda for T20 World Cup Qualifiers"কাওও স্পোর্টস (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১১ অক্টোবর ২০২১ 
  14. @CricketGhana (১২ অক্টোবর ২০২১)। "We are ready to reclaim our crown! We are ready to conquer Africa again!" (টুইট) – টুইটার-এর মাধ্যমে। 
  15. "T20 World Cup 2022 Africa Sub Regional Qualifiers"ক্রিকেট মালাউই (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১২ অক্টোবর ২০২১ – ফেসবুক-এর মাধ্যমে। 
  16. @RwandaCricket (১৩ অক্টোবর ২০২১)। "Your 14-man squad for the ICC Men's T20 Sub regional Africa Group A qualifiers" (টুইট) – টুইটার-এর মাধ্যমে। 
  17. "Lesotho men's squad announced for T20 World Cup qualifiers in Rwanda"জারস্পোর্টজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৯ অক্টোবর ২০২১ 
  18. "Botswana, Mozambique & Cameroon Men's squads announced Africa qualifiers in Rwanda"জারস্পোর্টজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩১ অক্টোবর ২০২১ 
  19. "Tanzania Men's team to prepare for ICC Africa sub-regional qualifiers in Rwanda with Kenya tour"জারস্পোর্টজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২২ অক্টোবর ২০২১ 
  20. "Botswana Cricket Association are proud to announce the traveling squad to take part in the ICC Men's T20 world cup Africa Sub regional qualifiers in Rwanda, Kigali"বতসোয়ানা ক্রিকেট অ্যাসোসিয়েশন। সংগ্রহের তারিখ ২৭ অক্টোবর ২০২১ – ফেসবুক-এর মাধ্যমে। 
  21. "Sierra Leone men's squad announced for T20 world cup Africa qualifiers"সিয়েরা লিওন ক্রিকেট অ্যাসোসিয়েশন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩০ সেপ্টেম্বর ২০২১ – ফেসবুক-এর মাধ্যমে। 
  22. "Brian Masaba to lead Cricket Cranes In Kigali"কাওও স্পোর্টস (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১২ নভেম্বর ২০২১ 
  23. "Patel back as Kenya names Africa Regional Final squad"কেনিয়া ক্রিকেট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৬ অক্টোবর ২০২১ 
  24. "2021 ICC T20 World Cup Africa Qualifier Regional Final"তানজানিয়া ক্রিকেট অ্যাসোসিয়েশন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৫ নভেম্বর ২০২১ – ফেসবুক-এর মাধ্যমে। 
  25. "N.C.F announces 14 man squad for T20 World Cup Africa Qualifier in Rwanda"নাইজেরিয়া ক্রিকেট ফেডারেশন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৯ অক্টোবর ২০২১ 

বহিঃসংযোগ[সম্পাদনা]