শেম এনগোচে
অবয়ব
শেম ওবাদো এগোচি (জন্ম; জুন ৬, ১৯৮৯), সম্পূর্ণ নাম শেম এগোচি। একজন কেনীয় ক্রিকেটার। তার ভাই লামেক ওনিয়াঙ্গো জেমস এগোচি এবং নেহেমিয়া ওধিয়াম্বোও কেনীয় ক্রিকেটার।
২০১১ ক্রিকেট বিশ্বকাপ
[সম্পাদনা]ওধিয়াম্বো এবং তার অন্য দুই ভাই নেহেমিয়া ওধিয়াম্বো এবং জেমস এগোচির সঙ্গে কেনিয়ার হয়ে ক্রিকেট বিশ্বকাপ খেলেন। ক্রিকেটের এই আসর অনুষ্ঠিত হয়েছিল যৌথভাবে বাংলাদেশ, ভারত এবং শ্রীলঙ্কাতে ২০১১ সালে ১৯ ফেব্রুয়ারি থেকে ২ এপ্রিল পর্যন্ত। [১]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Shem Ngoche"। Cricinfo।
কেনিয়ার ক্রিকেটারের জীবনী বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |