২০১৬ সালে খুলনা টাইটান্স

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

খুলনা টাইটানস বাংলাদেশের খুলনায় অবস্থিত একটি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট দল, যেটি বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলে। দলটি ২০১৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগে প্রতিদ্বন্দ্বিতাকারী সাতটি দলের মধ্যে একটি ছিলো। দলটির অধিনায়ক ছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ

প্লেয়ার ড্রাফট[সম্পাদনা]

২০১৬ সালের বিপিএল ড্রাফট ২৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়।[১] ড্রাফটের আগে, সাতটি দল ৩৮ জন বিদেশী খেলোয়াড়ের সাথে চুক্তিবদ্ধ হয়েছিল। প্রতিটি ফ্র্যাঞ্চাইজি ২০১৫ মৌসুম থেকে দুইজন স্বদেশী খেলোয়াড়কে দলে ধরে রেখেছিলো।[২] ১৩৩ জন স্থানীয় এবং ১৬৮ জন বিদেশী খেলোয়াড় সহ মোট ৩০১ জন খেলোয়াড় ড্রাফটে অংশ নেয়। ড্রাফট থেকে ৮৫ জন খেলোয়াড়কে বাছাই করা হয়।[৩]

খেলোয়াড় স্থানান্তর[সম্পাদনা]

২০১৬ ড্রাফটের আগে, বেশ কয়েকজন হাই-প্রোফাইল খেলোয়াড়দের দলগুলি স্থানান্তর করেছিল। এটি হয়েছিলো প্রতিযোগী দলগুলোর মধ্যে স্থানান্তর, সিলেট সানরাইজার্স-এর স্থগিতাদেশ এবং দুটি নতুন দল খুলনা টাইটান্সরাজশাহী কিংস প্রবর্তনের মধ্যে দিয়ে। বদলির মধ্যে বরিশাল বুলসের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদকে খুলনা টাইটান্সে স্থানান্তর করা হয়েছে।[৪]

অবস্থান[সম্পাদনা]

দল
''ঢাকা ডায়নামাইটস (সি) ১২ ১৬ +০.৯১২
''খুলনা টাইটান্স (৩) ১২ ১৪ −০.২১৫
''চিটাগং ভাইকিংস (৪) ১২ ১২ +০.২৩৩
''রাজশাহী কিংস (আর) ১২ ১২ +০.২০৮
রংপুর রাইডার্স ১২ ১২ −০.১০৬
''কুমিল্লা ভিক্টোরিয়ান্স ১২ ১০ −০.৩৪৫
বরিশাল বুলস ১২ −০.৬৮৮
সূত্র: Cricinfo.com, সর্বশেষ আপডেট করা হয়েছে ৪ ডিসেম্বর ২০১৬

বর্তমান স্কোয়াড[সম্পাদনা]

২৫ অক্টোবর ২০১৬ পর্যন্ত হালনাগাদকৃত।
নাম দেশ ব্যাটিংয়ের ধরণ বোলিংয়ের ধরণ চুক্তির বছর টীকা
ব্যাটার
লেন্ডল সিমন্স ত্রিনিদাদ ও টোবাগো ডানহাতি ব্যাটার ডানহাতি মিডিয়াম-ফাস্ট ২০১৬ বিদেশী
অলোক কাপালি বাংলাদেশ ডানহাতি ব্যাটার লেগব্রেক ২০১৬
আরিফুল হক বাংলাদেশ ডানহাতি ব্যাটার ডানহাতি মিডিয়াম-ফাস্ট ২০১৬ ডানহাতি মিডিয়াম-ফাস্ট
হাসানুজ্জামান (ক্রিকেটার) বাংলাদেশ ডানহাতি ব্যাটার ২০১৬
আবদুল মজিদ বাংলাদেশ ডানহাতি ব্যাটার ডানহাতি অফ-ব্রেক ২০১৬
নূর হোসেন মুন্না বাংলাদেশ ডানহাতি ব্যাটার ২০১৬
অল-রাউন্ডার
মাহমুদুল্লাহ রিয়াদ বাংলাদেশ ডানহাতি ব্যাটার ডানহাতি অফ-ব্রেক ২০১৬ অধিনায়ক
মোশাররফ হোসেন (ক্রিকেটার) বাংলাদেশ বামহাতি ব্যাটার বামহাতি স্লো অর্থোডক্স ২০১৬
শুভাগত হোম বাংলাদেশ ডানহাতি ব্যাটার ডানহাতি অফ-ব্রেক ২০১৬
তাইবুর রহমান বাংলাদেশ বামহাতি ব্যাটার বামহাতি স্লো অর্থোডক্স ২০১৬
বেনি হাওয়েল ইংল্যান্ড ডানহাতি ব্যাটার ডানহাতি মিডিয়াম-ফাস্ট ২০১৬ বিদেশী
কেভন কুপার ত্রিনিদাদ ও টোবাগো ডানহাতি ব্যাটার ডানহাতি মিডিয়াম ২০১৬ বিদেশী
উইকেট রক্ষক
রিকি ওয়েসেলস ইংল্যান্ড ডানহাতি ব্যাটার অজানা ২০১৬ বিদেশী
নিকোলাস পুরাণ ত্রিনিদাদ ও টোবাগো বামহাতি ব্যাটার অজানা ২০১৬ বিদেশী
আন্দ্রে ফ্লেচার গ্রেনাডা ডানহাতি ব্যাটার অজানা ২০১৬ বিদেশী
বোলার
শফিউল ইসলাম সুহাস বাংলাদেশ ডানহাতি ব্যাটার বামহাতি মিডিয়াম ফাস্ট ২০১৬
বেন লাফলিন (ক্রিকেটার) অস্ট্রেলিয়া ডানহাতি ব্যাটার ডানহাতি মিডিয়াম ফাস্ট ২০১৬ বিদেশী
জুনায়েদ খান পাকিস্তান ডানহাতি ব্যাটার বামহাতি ফাস্ট ২০১৬ বিদেশী
নাইম ইসলাম বাংলাদেশ ডানহাতি ব্যাটার বামহাতি স্লো অর্থোডক্স ২০১৬
মোহাম্মদ আসগর পাকিস্তান ডানহাতি ব্যাটার বামহাতি স্লো অর্থোডক্স ২০১৬ বিদেশী

সহায়ক স্টাফ[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Franchises shape up squad in BPL players' draft"Dhaka Tribune। ৩০ সেপ্টেম্বর ২০১৬। সংগ্রহের তারিখ ৫ নভেম্বর ২০১৬ 
  2. "Big fish Gayle scooped up by Chittagong"Dhaka Tribune। ২৮ সেপ্টেম্বর ২০১৬। সংগ্রহের তারিখ ৫ নভেম্বর ২০১৬ 
  3. "Eighty-five players picked in BPL 2016–17 draft"। ESPNcricinfo। ৩০ সেপ্টেম্বর ২০১৬। সংগ্রহের তারিখ ৫ নভেম্বর ২০১৬ 
  4. "Gayle to play for Chittagong Vikings in BPL 2016–17"। ESPNcricinfo। ২৭ সেপ্টেম্বর ২০১৬। সংগ্রহের তারিখ ৫ নভেম্বর ২০১৬