১৯৮৬-এ বাংলাদেশ
| |||||
শতাব্দী: | |||||
---|---|---|---|---|---|
দশক: | |||||
আরও দেখুন: | ১৯৮৬-এর অন্যান্য ঘটনা বছরের তালিকা অনুযায়ী বাংলাদেশ |
১৯৮৬-এ বাংলাদেশে সংগঠিত ঘটনাবলি।
ঘটনাবলি[সম্পাদনা]
- ৭ মে - বাংলাদেশের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় এবং জাতীয় পার্টি জয় লাভ করে।
জন্ম[সম্পাদনা]

মাহমুদুল্লাহ রিয়াদ, বিশ্বকাপে বাংলাদেশের পক্ষে প্রথম সেঞ্চুরি করা ক্রিকেটার।

নুসরাত ইমরোজ তিশা, জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী অভিনেত্রী।
জানুয়ারি-মার্চ[সম্পাদনা]
- ১৫ জানুয়ারি - ডলি আক্তার, অলিম্পিক সাঁতারু।
- ৪ ফেব্রুয়ারি - মাহমুদুল্লাহ রিয়াদ, ক্রিকেটার।
- ২০ ফেব্রুয়ারি - নুসরাত ইমরোজ তিশা, মডেল ও অভিনেত্রী।
এপ্রিল-জুন[সম্পাদনা]
- ১ মে - শাহরিয়ার নাফীস, ক্রিকেটার।
- ১৬ জুন - ফরহাদ রেজা, ক্রিকেটার।
জুলাই-সেপ্টেম্বর[সম্পাদনা]
- ২ আগস্ট - ইলিয়াস সানি, ক্রিকেটার।
- ২৫ সেপ্টেম্বর - সুজানা জাফর, মডেল ও অভিনেত্রী।
- ২৯ সেপ্টেম্বর - আরাফাত সানি, ক্রিকেটার।
অক্টোবর-ডিসেম্বর[সম্পাদনা]
- ১০ অক্টোবর - সোহানা সাবা, মডেল ও অভিনেত্রী।
- ২০ অক্টোবর
- মিনা খাতুন, প্রমিলা ক্রিকেটার।
- রবিউল ইসলাম, ক্রিকেটার।
- ২৭ অক্টোবর - রায়েফ আল হাসান রাফা, সঙ্গীতশিল্পী, সঙ্গীত পরিচালক ও গীতিকার।
- ২ ডিসেম্বর - জিয়াউর রহমান, ক্রিকেটার।
- ১২ ডিসেম্বর - জহুরুল ইসলাম, ক্রিকেটার।
- ১৪ ডিসেম্বর - নায়লা নাঈম, মডেল, ও দন্তচিকিৎসক।
- ৩১ ডিসেম্বর - নাঈম ইসলাম, ক্রিকেটার।
মৃত্যু[সম্পাদনা]

রশিদ চৌধুরী, প্রখ্যাত চিত্রশিল্পী, ভাস্কর, লেখক ও অধ্যাপক।
জানুয়ারি-মার্চ[সম্পাদনা]
- ২৪ মার্চ - আব্দুল হেকিম চৌধুরী, রাজনীতিবিদ। (জ. ১৯২৪)
এপ্রিল-জুন[সম্পাদনা]
- ২৮ জুন - মোহাম্মদ দানেশ, কৃষক নেতা। (জ. ১৯০০)
জুলাই-সেপ্টেম্বর[সম্পাদনা]
- ৮ আগস্ট - মফিজুল্লাহ্ কবীর, ইতিহাসবেত্তা ও শিক্ষাবিদ। (জ. ১৯২৫)
- ২০ আগস্ট - আবদুর রশীদ তর্কবাগীশ, রাজনীতিবিদ। (জ. ১৯০০)
অক্টোবর-ডিসেম্বর[সম্পাদনা]
- ৮ ডিসেম্বর - আ. ন. ম. বজলুর রশীদ, লেখক ও শিক্ষাবিদ। (জ. ১৯১১)
- ১২ ডিসেম্বর - রশিদ চৌধুরী, চিত্রশিল্পী, ভাস্কর, লেখক ও অধ্যাপক। (জ. ১৯৩২)