১৯৭৪-এ বাংলাদেশ
অবয়ব
| |||||
শতাব্দী: | |||||
---|---|---|---|---|---|
দশক: | |||||
আরও দেখুন: | ১৯৭৪-এর অন্যান্য ঘটনা বছরের তালিকা অনুযায়ী বাংলাদেশ |
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ এর ১৯৭৪ সালের প্রধান ঘটনা প্রবাহ
অবশ্যপালনীয়
[সম্পাদনা]- রাষ্ট্রপতি : মোহাম্মদউল্লাহ
- প্রধানমন্ত্রী : শেখ মুজিবুর রহমান
- প্রধান বিচারপতি : আবু সাদাত মোহাম্মদ সায়েম
ঘটনাপঞ্জী
[সম্পাদনা]জানুয়ারি
[সম্পাদনা]- ১১ জানুয়ারি : কুমিল্লায় প্রথম বাংলাদেশ মিলিটারি একাডেমি প্রতিষ্ঠা করা হয়। পরবর্তীতে (১৯৭৬ এর মার্চ মাসে) এটি চট্টগ্রাম শহরের নিকটবর্তী ভাটিয়ারী নামক স্থানে স্থানান্তরিত হয়।[১]
- ১৮ জানুয়ারি : ১৯৭৪ সালের ১৮ জানুয়ারি আবুল হাসনাত মোহাম্মদ কামারুজ্জামান মন্ত্রিপরিষদ থেকে পদত্যাগ করেন৷
ফেব্রুয়ারি
[সম্পাদনা]- ১১ ফেব্রুয়ারি : আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম ঔপন্যাসিক, ছোটগল্পকার, অনুবাদক ও রম্যরচয়িতা সৈয়দ মুজতবা আলী মৃত্যুবরণ করেন।
- ১৯ ফেব্রুয়ারি : জাতীয় সংস্কৃতির গৌরবময় বিকাশকে জাতীয় আন্দোলন হিসেবে গড়ে তুলতে “বাংলাদেশ শিল্পকলা একাডেমী এ্যাক্ট ১৯৭৪” (এ্যাক্ট নং ৩১ অফ ১৯৭৪) অনুসারে বাংলাদেশ শিল্পকলা একাডেমী প্রতিষ্ঠিত হয়।
- ২২ ফেব্রুয়ারি : পাকিস্তান এর স্বীকৃতি প্রদান।[২]
এপ্রিল
[সম্পাদনা]- ৯ এপ্রিল : যুদ্ধোত্তর মানবাধিকার বিষয়ে বাংলাদেশ, ভারত ও পাকিস্তান এর মধ্যে ত্রিদেশীয় চুক্তি স্বাক্ষরিত হয়।
সেপ্টেম্বর
[সম্পাদনা]- ১৭ সেপ্টেম্বর : বাংলাদেশ জাতিসংঘ যোগদান করে।
- ২৪ সেপ্টেম্বর : শেখ মুজিবুর রহমান বাংলাদেশের পক্ষে জাতিসংঘ সাধারণ পরিষদের সভায় বাংলায় বক্তব্য রাখেন।
অক্টোবর
[সম্পাদনা]- ১৯ অক্টোবর : বাঙালি কবি, 'মুসলিম রেনেসাঁর কবি' হিসেবে পরিচিত ফররুখ আহমদ মৃত্যুবরণ করেন।
নভেম্বর
[সম্পাদনা]- ১৯ নভেম্বর : জনাব এ. কে. নাজিরউদ্দীন আহমেদ বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ ব্যাংকের দ্বিতীয় গভর্নর হিসাবে দায়িত্ব গ্রহণ করেন।[৩]
ডিসেম্বর
[সম্পাদনা]- ২৮ ডিসেম্বর : ক্রমবর্ধমান অস্থিরতার ফলশ্রুতিতে প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান জরুরী অবস্থা ঘোষণা করেন। [৪]
কিছু অজানা দিনের ঘটনা
[সম্পাদনা]- ১৯৭৪ সালে এ্যাক্টের মাধ্যমে (সংশোধিত হয় ১৯৯৬ সালে) প্রতিষ্ঠিত হয় বর্তমান বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট।
- ১৯৭৪ সালে বাংলাদেশ ঈক্ষু গবেষণা ইন্সটিটিউট প্রকল্প প্রণয়ন করা হয়।
- ১৯৭৪ সালে সেতাবগঞ্জ চিনি কল লিমিটেড লে-অফ ঘোষণা করে দেয়।
- ১৯৭৪ সালের দুর্ভিক্ষে কয়েক লক্ষ মানুষ না খেতে পেয়ে অথবা অনাহারজনিত অসুখে ভুগে মারা গিয়েছিলেন।[৫]
- ১৯৭৪ সালে বাংলাদেশ জাতীয় ফুটবল দল ফিফার সদস্যপদ লাভ করে।
- ১৯৭৪ সালে বাংলাদেশে সর্বপ্রথম প্রাইজবন্ড চালু হয়।
- ১৯৭৪ সালে (বর্তমান বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান) ক্রীড়া প্রতিষ্ঠান হিসেবে বিআইএস (বাংলাদেশ ইনস্টিটিউট অব স্পোর্টস) প্রতিষ্ঠিত হয়।
- ১৯৭৪ সালে বাংলাদেশ সীমান্ত থেকে ১০ কিলোমিটার দূরে ফারাক্কা বাঁধ নির্মিত হয়।
- ১৯৭৪ সালে ঢাকা কেন্দ্রীয় কারাগারে জাতির জনকের স্মরণে শামীম শিকদার একটি ভাস্কর্য নির্মাণ করেন।
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "বাংলাদেশ মিলিটারি একাডেমী"। বাংলাপিডিয়া। সংগ্রহের তারিখ ৩ জানুয়ারি ২০১৭।
- ↑ "বাংলাদেশের 'দেশ' হিসাবে স্বীকৃতি প্রাপ্তির সংক্ষিপ্ত ইতিহাস"। কিশোরগঞ্জ ডট কম। মার্চ ২৬, ২০১১। ফেব্রুয়ারি ৭, ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ জানুয়ারি ২০১৭।
- ↑ "বাংলাদেশ ব্যাংক গভর্ণর"। বাংলাদেশ ব্যাংক। সংগ্রহের তারিখ ২০১৭-০১-০৩।
- ↑ "ঢাকায় জরুরী অবস্থা ঘোষণা করেন"। দ্যা তাস্কালুছা নিউজ (ইংরেজি ভাষায়)। অ্যাসোসিয়েটেড প্রেস। পৃষ্ঠা 6এ।
- ↑ "১৯৭৪ সালের অনাহারী মানুষদের কাহিনী"। বিবিসি। ২৯ ডিসেম্বর ২০১১। সংগ্রহের তারিখ ২০১৭-০১-০৩।