পূর্ব আফ্রিকা ক্রিকেট দল
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল | |
---|---|
আইসিসি মর্যাদা | সাবেক সদস্য (১৯৬৬-১৯৮৯) |
আইসিসি অঞ্চল | আফ্রিকা |
বিশ্ব ক্রিকেট লিগ | প্রযোজ্য নয় |
আন্তর্জাতিক ক্রিকেট | |
প্রথম আন্তর্জাতিক | ১৩ সেপ্টেম্বর, ১৯৫৮; বনাম সাউথ আফ্রিকান নন-ইউরোপিয়ান্স, নাইরোবি, কেনিয়া |
২০ অক্টোবর, ২০১৪ অনুযায়ী |
পূর্ব আফ্রিকা ক্রিকেট দল কেনিয়া, উগান্ডা, তাঞ্জানিয়া ও জাম্বিয়া দেশের খেলোয়াড়দের সম্মিলিত অংশগ্রহণে প্রতিনিধিত্বকারী ক্রিকেট দল। ১৯৭৫ সালের ক্রিকেট বিশ্বকাপে দলটি অংশগ্রহণ করেছিল। এছাড়াও, ১৯৭৯, ১৯৮২ ও ১৯৮৬ সালের আইসিসি ট্রফিতেও দলটি অংশগ্রহণ করে।
ইতিহাস
[সম্পাদনা]১৯৫৮ সালে সাউথ আফ্রিকান নন-ইউরোপিয়ান দলের বিপক্ষে প্রথম খেলায় অংশ নেয়। বাসিল ডি’অলিভিয়েরা নামীয় একজন অ-ইউরোপীয় দক্ষিণ আফ্রিকান দলের নেতৃত্ব দিয়েছিলেন।[১] দক্ষিণ আফ্রিকা কেনিয়া সফরে এসে দু'টি খেলায় জয়লাভ করেছিল; তন্মধ্যে পূর্ব আফ্রিকা ক্রিকেট দলের বিপক্ষের জয়ও এর অন্তর্ভুক্ত ছিল।[২]
১৯৬৬ থেকে ১৯৮৯ সাল পর্যন্ত পূর্ব আফ্রিকা দল আইসিসি’র সহযোগী সদস্য রাষ্ট্রের মর্যাদা পায়।[২] পূর্ব আফ্রিকা দলের অন্যতম শক্তিশালী অংশরূপে দীর্ঘদিন ধরেই কেনিয়ার সুনাম রয়েছে।[৩] কিন্তু, ১৯৮২[৪] ও ১৯৮৬[৫] সালে কেনিয়া জাতীয় ক্রিকেট দল এককভাবে অংশগ্রহণ করলে পূর্ব আফ্রিকা দল মূলতঃ উগান্ডা/তাঞ্জানিয়া/জাম্বিয়া দলে পরিণত হয়। পরবর্তীকালে পূর্ব ও মধ্য আফ্রিকা দল এর স্থলাভিষিক্ত হয়।
প্রতিযোগিতায় অংশগ্রহণ
[সম্পাদনা]বিশ্বকাপ
[সম্পাদনা]- ১৯৭৫: প্রথম রাউন্ড
- ১৯৭৯ - ১৯৮৭: যোগ্যতা লাভ করেনি।
- ১৯৯২ থেকে অদ্যাবধি: পূর্ব ও মধ্য আফ্রিকা ক্রিকেট দল দেখুন।
আইসিসি ট্রফি
[সম্পাদনা]- ১৯৭৯: প্রথম রাউন্ড
- ১৯৮২: প্রথম রাউন্ড
- ১৯৮৬: প্রথম রাউন্ড
- ১৯৯০ থেকে অদ্যাবধি: পূর্ব ও মধ্য আফ্রিকা ক্রিকেট দল দেখুন।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "A history of Kenyan cricket"। ২৪ জুলাই ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ অক্টোবর ২০১৪।
- ↑ ক খ East Africa at Cricket Archive
- ↑ Kenya at Cricket Archive
- ↑ "1982 ICC Trophy at Cricket Archive"। ১ অক্টোবর ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ অক্টোবর ২০১৪।
- ↑ "1986 ICC Trophy at Cricket Archive"। ১ অক্টোবর ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ অক্টোবর ২০১৪।