হালবিক ভাষা
অবয়ব
হালবিক | |
---|---|
ভৌগোলিক বিস্তার | ছত্তিশগড়, ওড়িশা, মহারাষ্ট্র, অন্ধ্র প্রদেশ |
ভাষাগত শ্রেণীবিভাগ | ইন্দো-ইউরোপীয় |
উপবিভাগ | |
গ্লটোলগ | halb1246[১] |
হালবিক ভাষা ইন্দো-আর্য ভাষার পূর্ব শাখার অন্তর্গত এবং প্রধানত ভারতের দক্ষিণ ছত্তিশগড়ে কথিত হয়। তারা ওড়িয়া এবং মারাঠির মধ্যে পরিবর্তনশীল। এর মধ্যে রয়েছে হালবি, কামার, ভুঞ্জিয়া এবং নাহারী।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ হ্যামারস্ট্রোম, হারাল্ড; ফোরকেল, রবার্ট; হাস্পেলম্যাথ, মার্টিন, সম্পাদকগণ (২০১৭)। "Halbic"। গ্লোটোলগ ৩.০ (ইংরেজি ভাষায়)। জেনা, জার্মানি: মানব ইতিহাস বিজ্ঞানের জন্য ম্যাক্স প্লাংক ইনস্টিটিউট।