সাঈদ ইবনে যায়িদ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(সাঈদ বিন যায়িদ থেকে পুনর্নির্দেশিত)
সাইদ ইবনে জায়িদ
سعيد بن زيد.png
আবু-আল-আওয়ার, আশারায়ে মুবাশশারা, সাহাবী
জন্মআ. ৫৯৩-৫৯৪ খ্রিষ্টাব্দ
মক্কা
মৃত্যুআ. ৬৭৩ খ্রিষ্টাব্দ (বয়স ৮০)
শ্রদ্ধাজ্ঞাপনইসলাম
যার দ্বারা প্রভাবিতমুহাম্মাদ (সা.)

সাইদ ইবনে জায়িদ (Arabic: سعيد بن زيد) (আবুল আওয়ার নামেও পরিচিত) ছিলেন খলিফা উমরের ভগ্নিপতি অর্থাৎ উমরের বোন ফাতিমা বিনতে খাত্তাবের স্বামী| তিনি ছিলেন প্রাথমিক পর্যায়ের ইসলামগ্রহণকারী সাহাবীদের মাঝে একজন[১]। ইসলাম গ্রহণের পূর্বেও তিনি ছিলেন হানিফ অর্থাৎ তৎকালীন পৌত্তলিকতা থেকে বিরত থাকা একেশ্বরবাদী যারা ইব্রাহিমের ধর্মপদ্ধতি ঐতিহ্যগতভাবে তখনো সম্পূর্ণ অবিকৃত অবস্থায় ধরে রেখেছিল এবং তার পূর্বসূরিও হানিফ ছিল। তিনি ৬৭৩ খ্রিষ্টাব্দে প্রথম মুয়াবিয়ার শাসনামলে আশি বছর বয়সে মৃত্যুবরণ করেন।[২]

মৃত্যু[সম্পাদনা]

সাঈদ ইবনে যায়েদ মদীনার নিকটবর্তী আকীক নামক উপত্যকায় মৃত্যুবরণ করেন। তার মৃত্যুসন নিয়ে মতভেদ রয়েছে। ওয়াকিদীর মতে ৫০ অথবা ৫১ হিজরীতে মৃত্যুবরণ করেন। উবায়াদুল্লাহ বিন সাঈদ আয-যুহরীর মতে তিনি ৫২ হিজরী সনে মৃত্যুবরণ করেন। ইবেন উমার যখন জুমু’আহর সালাতের প্রস্তুতি নিচ্ছিলেন সে সময় সাঈদের মৃত্যুর সংবাদ পান। সংবাদ পেয়েই জুম’আর সালাত বাদ দিয়ে আকীকে গমন করেন। সা’দ বিন আবী ওয়াক্কাস তাঁকে গোসল করান। আব্দুল্লাহ ইবন উমার তার জানাযার সালাতে ইমামতি করেন। অতঃপর মদীনায় এনে তাকে সমাধিস্থ করা হয়।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. see Sai'd ibn Zaid in Dictionary of Islam by T.P. Hughes, 1885/1999, New Delhi, page 555.
  2. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ১৭ জুলাই ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ জানুয়ারি ২০১৫ 

বহিঃসংযোগ[সম্পাদনা]