লুবায়নাহ্

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(লুবাইনাহ থেকে পুনর্নির্দেশিত)

লুবায়নাহ্ (আরবি: لبينة, আক্ষ. অনু. Little Lubna ছোট্ট লুবনা’) ছিলেন ইসলামী নবী মুহাম্মদের সহচর। তিনি আবু বকর কর্তৃক মুক্তিপ্রাপ্ত দাসদের একজন ছিলেন।

তিনি কুরাইশের আদি গোত্রের মুয়াম্মিল শাখার মালিকানায় ছিলেন।[১] দাসত্বের ক্ষেত্রে তাঁর সহকর্মী ছিলেন যুনাইরাহ[তথ্যসূত্র প্রয়োজন] তারা উভয়ই মক্কায় ইসলামের প্রাথমিক যুগে ইসলাম ধর্ম গ্রহণকারী সাহাবী ছিলেন।[২]

৬১৪ খ্রিস্টাব্দে কুরাইশরা নিম্নবিত্তের মুসলমানদের ইসলাম ত্যাগ করার প্রয়াসে চাপ দেয়ার জন্য ইচ্ছাকৃতভাবে নির্যাতনের কৌশল শুরু করেছিল।[১] উমর আদি গোত্রের সদস্য ছিলেন যিনি লুবায়নাহ্কে নির্যাতন করেছিলেন।[২] একদিন আবু বকর পাশ দিয়ে যাচ্ছিলেন। তখন ওমর লুবায়নাহ্কে শাস্তি দেওয়ার কাজ করছিলেন। তখন উমর মুসলমান হন নি। তিনি ক্লান্ত না হওয়া অবধি তাকে মারধর করেছিলেন, তখন উমর বলেছিলেন: “আমি ক্লান্ত হয়ে পড়েছি বলেই আপনাকে মারধর বন্ধ করেছি।” তিনি জবাব দিলেন, “আল্লাহও আপনার প্রতি একই রকম করুন!”

এরপরে আবু বকর কাছে আসলেন এবং উমরের কাছ থেকে লুবায়না কিনে নেন এবং তাকে মুক্ত করে দেন।[১]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Muhammad ibn Ishaq. Sirat Rasul Allah. Translated by Guillaume, A. (1955). The Life of Muhammad, pp. 143-144. Oxford: Oxford University Press.
  2. Muhammad ibn Saad. Kitab al-Tabaqat al-Kabir vol. 8. Translated by Bewley, A. (1995). The Women of Madina, pp. 180-181. London: Ta-Ha Publishers.

আরও দেখুন[সম্পাদনা]