তেজগাঁও উন্নয়ন সার্কেল

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

তেজগাঁও উন্নয়ন সার্কেল বাংলাদেশের একমাত্র প্রশাসনিক সার্কেল। ঢাকা জেলার পশ্চিম দোলাইপাড়ে প্রায় চার একর জমির উপর অবস্থিত এর অফিস।

প্রশাসনিক কার্যক্রম[সম্পাদনা]

ঢাকা মহানগরির ১৬ টি ইউনিয়ন নিয়ে এই সার্কেল গঠিত। তেজগাঁও উন্নয়ন সার্কেল এই ইউনিয়নের যোগাযোগ, অবকাঠামো উন্নয়নসহ অন্যান্য সকল কর্মকাণ্ড তদারকি এবং পরিচালনা করে। তেজগাঁও উন্নয়ন সার্কেলের নির্বাহী প্রধান হলেন সার্কেল অফিসার যিনি সার্কেলের আওতাধীন সকল কার্যাক্রম তদারকি করেন। এই সার্কেলের ইউনিয়নগুলি হল:

সিটি কর্পোরেশনে নেয়ার পরিকল্পনা[সম্পাদনা]

এই সার্কেল বিলুপ্ত করে এর বেরাইদ, বাড্ডা, ভাটারা, সাঁতারকুল, হরিরামপুর, উত্তরখান, দক্ষিণখান ও ডুমনী ইউনিয়ন ঢাকা উত্তর সিটি করপোরেশন অধীনে ও শ্যামপুর, মাতুয়াইল, ডেমরা, দনিয়া, সারুলিয়া,

দক্ষিণগাঁও, নাসিরাবাদ ও মাণ্ডা ইউনিয়ন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন অধীনে নেয়ার পরিকল্পনা নেয়া হয়। স্থানীয় সরকার (সিটি করপোরেশন) সীমানা পরিবর্তন (সম্প্রসারণ ও সংকোচন) বিধিমালা-২০১৩-এর বিধি ৫(২) বিধান অনুসারে ইউনিয়নগুলো ডিসিসির অন্তর্ভুক্ত করার কাজ শুরু হয়।[১]

উল্লেখ্য, আগে ১৭টি ইউনিয়ন নিয়ে তেজগাঁও উন্নয়ন সার্কেল গড়ে উঠেছিল। ২০১৩ সালের দিকে সুলতানগঞ্জ (কামরাঙ্গীরচর) ইউনিয়নটির কিছু অংশ সিটি কর্পোরেশন এবং কিছু অংশ কেরানীগঞ্জ উপজেলার অন্তর্ভুক্ত করা হয়েছে।

এর মধ্যে সাতটি ওয়ার্ড সিটি করপোরেশনের অধীনে রাখা হলেও অপেক্ষাকৃত দুর্গম দুটি ওয়ার্ড কেরানীগঞ্জ উপজেলার মধ্যে নেওয়া হয়েছে। এর মাধ্যমে ইউনিয়নগুলো সিটির আওতায় আনার কাজ শুরু হয়েছে।[১]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "ঢাকা সিটিতে একীভূত হচ্ছে আশপাশের ১৬ ইউনিয়ন"বাংলাদেশ প্রতিদিন। ২৮ নভেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ২০ অক্টোবর ২০১৮