বিষয়বস্তুতে চলুন

লিঙ্গমপল্লী–ইন্দোর হামসফর এক্সপ্রেস

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
লিঙ্গমপল্লী–ইন্দোর হামসফর এক্সপ্রেস
সংক্ষিপ্ত বিবরণ
পরিষেবা ধরনহামসফর এক্সপ্রেস
প্রথম পরিষেবা২৬ মে ২০১৮; ৬ বছর আগে (2018-05-26)
বর্তমান পরিচালকপশ্চিম রেল
যাত্রাপথ
শুরুলিঙ্গমপল্লী (এলপিআই)
বিরতি১০
শেষইন্দোর জংশন (INDB)
ভ্রমণ দূরত্ব১,৫৩৯ কিমি (৯৫৬ মা)
যাত্রার গড় সময়২৮ ঘ. ১৫ মি.
পরিষেবার হারসাপ্তাহিক []
রেল নং১৯৩১৫ / ১৯৩১৬
যাত্রাপথের সেবা
শ্রেণীএসি ৩ টায়ার
আসন বিন্যাসআছে
ঘুমানোর ব্যবস্থাআছে
খাদ্য সুবিধাউপলব্ধ
পর্যবেক্ষণ সুবিধাবড় জানালা
কারিগরি
গাড়িসম্ভারএলএইচবি হামসফর
ট্র্যাক গেজ১,৬৭৬ মিলিমিটার (৫ ফুট ৬ ইঞ্চি)
পরিচালন গতি৫৪ কিমি/ঘ (৩৪ মা/ঘ)
পথের মানচিত্র

লিঙ্গমপল্লী–ইন্দোর হামসফর এক্সপ্রেস ভারতীয় রেলওয়ের একটি দ্রুতগতি সম্পন্ন সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত ৩ টায়ার এক্সপ্রেস ট্রেন, যা মধ্যপ্রদেশের বৃহত্তম শহর ইন্দোরের ইন্দোর জংশন রেলওয়ে স্টেশন এবং তেলেঙ্গানার রাজধানী হায়দ্রাবাদের উপকণ্ঠে অবস্থিত লিঙ্গমপল্লী রেলওয়ে স্টেশনকে রেলপথে সংযুক্ত করে। এটি বর্তমানে সপ্তাহে একবার ১৯৩১৫ / ১৯৩১৬ ট্রেন নম্বরাঙ্কিত হয়ে পরিচালিত হচ্ছে। ট্রেনটি মধ্যপ্রদেশ, গুজরাট, মহারাষ্ট্র, কর্ণাটকতেলেঙ্গানার মধ্যে চলাচল করে।[][][][] ট্রেনটি ১৯৩১৭/১৯৩১৮ ইন্দোর–পুরী হামসফর এক্সপ্রেস-এর সাথে রেক ভাগাভাগি করে।

কোচের বৈশিষ্ট্য

[সম্পাদনা]

ট্রেনগুলি সম্পূর্ণরূপে ভারতীয় রেলওয়ে দ্বারা নকশা করা ৩-স্তরের (টায়ার) এসি স্লিপার ট্রেন এছাড়া রয়েছে স্টেশন, ট্রেনের গতি ইত্যাদির তথ্য দেখানোর জন্য ডিসপ্লের বৈশিষ্ট্য সহ এলইডি স্ক্রিন এবং সেই সাথে প্রতি কামরায় থাকবে ঘোষণার ব্যবস্থা, চা-কফি এবং দুধের ভেন্ডিং মেশিন, বায়ো টয়লেট ও অন্যান্য সুযোগ-সুবিধার পাশাপাশি সিসিটিভি ক্যামেরা।

পরিষেবা

[সম্পাদনা]

১৯৩১৫ নং লিঙ্গমপল্লী–ইন্দোর হামসফর এক্সপ্রেস ৫৪ কিমি প্রতি ঘন্টা বেগে শুক্রবার যাত্রা শুরু করে ২৮ ঘন্টা ১৫ মিনিটে ১৫৩৯ কিমি এবং ১৯৩১৬ নং ট্রেনটি রবিবার ৫১ কিমি প্রতি ঘন্টা বেগে যাত্রা করে ৩০ ঘন্টা ১৫ মিনিটে ঐ দূরত্ব অতিক্রম করে।

লোকো লিংক

[সম্পাদনা]

এই ট্রেনটি বড়োদরা ইলেকট্রিক লোকো শেড ডব্লিউএপি-৫ বা ৭ লোকোমোটিভ দ্বারা লিঙ্গমপল্লী থেকে ইন্দোর পর্যন্ত ও ফেরত পথে যায়।

সময় সারণী

[সম্পাদনা]
ট্রেন নাম্বার স্টেশন কোড যাত্রারম্ভ স্টেশন যাত্রারম্ভের সময় যাত্রারম্ভের দিন যাত্রাসমাপ্তি স্টেশন যাত্রাসমাপ্তির সময় যাত্রাসমাপ্তির দিন
১৯৩১৫ এলপিআই লিঙ্গমপল্লী ২১:২০ পিএম রবিবার ইন্দোর জংশন ০১:৩৫ এএম মঙ্গল
১৯৩১৬ আইএনডিবি ইন্দোর জংশন ০৭:৩০ এএম শনিবার লিঙ্গমপল্লী ১৩:৪৫ পিএম রবিবার

পথ ও যাত্রাবিরতি

[সম্পাদনা]
  1. উভয় দিকে সপ্তাহে একবার

তথ্যসূত্র

[সম্পাদনা]