বিষয়বস্তুতে চলুন

বান্দ্রা টার্মিনাস–ভগৎ কি কোঠি হামসফর এক্সপ্রেস

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বান্দ্রা টার্মিনাস–ভগৎ কি কোঠি হামসফর এক্সপ্রেস
সংক্ষিপ্ত বিবরণ
পরিষেবা ধরনহামসফর এক্সপ্রেস
প্রথম পরিষেবা৭ জুন ২০১৮; ৬ বছর আগে (2018-06-07)
বর্তমান পরিচালকপশ্চিম রেল
যাত্রাপথ
শুরুবান্দ্রা টার্মিনাস (বিডিটিএস)
বিরতি
শেষভগৎ কি কোঠি (বিজিকেটি)
ভ্রমণ দূরত্ব৯৩৩.৪ কিমি (৫৮০ মা)
যাত্রার গড় সময়১৭ ঘ. ০৫ মি.
পরিষেবার হারসাপ্তাহিক []
রেল নং১৯০৪৩ / ১৯০৪৪
যাত্রাপথের সেবা
শ্রেণীএসি ৩ টায়ার
আসন বিন্যাসআছে
ঘুমানোর ব্যবস্থাআছে
খাদ্য সুবিধাউপলব্ধ
পর্যবেক্ষণ সুবিধাবড় জানালা
কারিগরি
গাড়িসম্ভারএলএইচবি হামসফর
ট্র্যাক গেজ১,৬৭৬ মিলিমিটার (৫ ফুট ৬ ইঞ্চি)
পরিচালন গতি৫৫ কিমি/ঘ (৩৪ মা/ঘ)
পথের মানচিত্র

বান্দ্রা টার্মিনাস–ভগৎ কি কোঠি হামসফর এক্সপ্রেস ভারতীয় রেলওয়ের একটি সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত ৩ টায়ার এক্সপ্রেস ট্রেন, যা মহারাষ্ট্রের রাজধানী মুম্বাইয়ের নিকটস্থ বান্দ্রা টার্মিনাস এবং রাজস্থানের যোধপুরের নিকট অবস্থিত ভগৎ কি কোঠি রেলওয়ে স্টেশনকে রেলপথে সংযুক্ত করে। এটি বর্তমানে সপ্তাহে একবার ১৯০৪৩/১৯০৪৪ ট্রেন নম্বরাঙ্কিত হয়ে পরিচালিত হচ্ছে। ট্রেনটি রাজস্থান, গুজরাটমহারাষ্ট্রের মধ্যে চলাচল করে।[][][][]

কোচের বৈশিষ্ট্য

[সম্পাদনা]

ট্রেনগুলি সম্পূর্ণরূপে ভারতীয় রেলওয়ে দ্বারা নকশা করা ৩-স্তরের (টায়ার) এসি স্লিপার ট্রেন এছাড়া রয়েছে স্টেশন, ট্রেনের গতি ইত্যাদির তথ্য দেখানোর জন্য ডিসপ্লের বৈশিষ্ট্য সহ এলইডি স্ক্রিন এবং সেই সাথে প্রতি কামরায় থাকবে ঘোষণার ব্যবস্থা, চা-কফি এবং দুধের ভেন্ডিং মেশিন, বায়ো টয়লেট ও অন্যান্য সুযোগ-সুবিধার পাশাপাশি সিসিটিভি ক্যামেরা।

কোচে ষোলোটি এসি-৩ টায়ার, একটি প্যান্ট্রিকার ও দুটি জেনারেটর পাওয়ার কার রয়েছে।

পরিষেবা

[সম্পাদনা]

১৯০৪৩ নং বান্দ্রা টার্মিনাস–ভগৎ কি কোঠি হামসফর এক্সপ্রেস ৫৫ কিমি প্রতি ঘন্টা বেগে বান্দ্রা টার্মিনাস থেকে যাত্রা শুরু করে ১৭ ঘন্টা ০৫ মিনিটে ৯৩৩.৪ কিমি এবং ১৯০৪৪ নং ট্রেনটি ভগৎ কি কোঠি থেকে ৫৬ কিমি প্রতি ঘন্টা বেগে যাত্রা করে ১৬ ঘন্টা ৫০ মিনিটে ঐ দূরত্ব অতিক্রম করে।

লোকো লিংক

[সম্পাদনা]

এই ট্রেনটি বড়োদরা ইলেকট্রিক লোকো শেড ডব্লিউএপি-৫ বা ৭ লোকোমোটিভ দ্বারা বান্দ্রা টার্মিনাস থেকে আমেদাবাদ জংশন পর্যন্ত যায়। বাকি পথ অর্থাৎ আমেদাবাদ জংশন থেকে ভগৎ কি কোঠি পর্যন্ত সবরমতী ডিজেল লোকো শেড ডব্লিউডিপি-৪ডি লোকোমোটিভ দ্বারা চলে।

সময় সারণী

[সম্পাদনা]
ট্রেন নাম্বার স্টেশন কোড যাত্রারম্ভ স্টেশন যাত্রারম্ভের সময় যাত্রারম্ভের দিন যাত্রাসমাপ্তি স্টেশন যাত্রাসমাপ্তির সময় যাত্রাসমাপ্তির দিন
১৯০৪৩ বিডিটিএস বান্দ্রা টার্মিনাস ২১:৪০ পিএম বৃহস্পতিবার ভগৎ কি কোঠি ১৪:৪৫ পিএম শুক্রবার
১৯০৪৪ বিজিকেটি ভগৎ কি কোঠি ৪:৩০ পিএম শুক্রবার বান্দ্রা টার্মিনাস ০৯:২০ এএম শনিবার

পথ ও যাত্রাবিরতি

[সম্পাদনা]
  1. উভয় দিকে সপ্তাহে একবার

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Bandra Terminus-Bhagat Ki Kothi weekly Humsafar Express: 5 things to know about all-AC 3-tier train"
  2. ""Railways to launch various new train services""। ১২ জুন ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ আগস্ট ২০২২ 
  3. Hassafaar train to get Rajasthan, Mumbai will be easy
  4. "Hanssafar Express to start Bandra on June 2"