শিয়ালদহ–জম্মু তাওয়াই হামসফর এক্সপ্রেস

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
শিয়ালদহ–জম্মু তাওয়াই হামসফর এক্সপ্রেস
সংক্ষিপ্ত বিবরণ
পরিষেবা ধরনহামসফর এক্সপ্রেস
প্রথম পরিষেবা৪ জুলাই ২০১৮; ৫ বছর আগে (2018-07-04)
বর্তমান পরিচালকপূর্ব রেল
যাত্রাপথ
শুরুশিয়ালদহ (এসডিএএইচ)
বিরতি১১
শেষজম্মু তাওয়াই (জেএটি)
ভ্রমণ দূরত্ব১,৯৪৮ কিমি (১,২১০ মা)
যাত্রার গড় সময়৩৪ঘ. ২০মি.
পরিষেবার হারসাপ্তাহিক [ক]
রেল নং২২৩১৭ / ২২৩১৮
যাত্রাপথের সেবা
শ্রেণীএসি ৩ টায়ার
আসন বিন্যাসনেই
ঘুমানোর ব্যবস্থাআছে
খাদ্য সুবিধাউপলব্ধ
পর্যবেক্ষণ সুবিধাবড় জানালা
কারিগরি
গাড়িসম্ভারএলএইচবি হামসফর
ট্র্যাক গেজ১,৬৭৬ মিলিমিটার (৫ ফুট ৬ ইঞ্চি)
পরিচালন গতিগড় গতিবেগ ঘণ্টায় ৫৬ কিমি

শিয়ালদহ–জম্মু তাওয়াই হামসফর এক্সপ্রেস ভারতীয় রেলওয়ের একটি সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত ৩ টায়ার এক্সপ্রেস ট্রেন, যা পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতাতে অবস্থিত শিয়ালদহ রেলওয়ে স্টেশন এবং জম্মু ও কাশ্মীর-এর জম্মু তাওয়াই রেলওয়ে স্টেশনকে রেলপথে সংযুক্ত করে। এটি বর্তমানে সপ্তাহে একবার ২২৩১৭/২২৩১৮ ট্রেন নম্বরাঙ্কিত হয়ে পরিচালিত হচ্ছে। ট্রেনটি পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, বিহার, উত্তরপ্রদেশ, হরিয়ানা, পাঞ্জাবজম্মু-কাশ্মীরের মধ্যে চলাচল করে।[১][২]

কোচের বৈশিষ্ট্য[সম্পাদনা]

ট্রেনগুলি সম্পূর্ণরূপে ভারতীয় রেলওয়ে দ্বারা নকশা করা ৩-স্তরের (টায়ার) এসি স্লিপার ট্রেন এছাড়া রয়েছে স্টেশন, ট্রেনের গতি ইত্যাদির তথ্য দেখানোর জন্য ডিসপ্লের বৈশিষ্ট্য সহ এলইডি স্ক্রিন এবং সেই সাথে প্রতি কামরায় থাকবে ঘোষণার ব্যবস্থা, চা-কফি এবং দুধের ভেন্ডিং মেশিন, বায়ো টয়লেট ও অন্যান্য সুযোগ-সুবিধার পাশাপাশি সিসিটিভি ক্যামেরা।

পরিষেবা[সম্পাদনা]

২২৩১৭ নং শিয়ালদহ–জম্মু তাওয়াই হামসফর এক্সপ্রেস সোমবার শিয়ালদহ স্টেশন থেকে ১৩:১০ নাগাদ যাত্রা শুরু করে মঙ্গলবার ২৩:৩০ নাগাদ জম্মু তাওয়াই পৌছায় এবং ২২৩১৮ নং ট্রেনটি বুধবার সকাল ৭:২৫ নাগাদ জম্মু তাওয়াই থেকে যাত্রা শুরু করে বৃহস্পতিবার ১৮:০৫ নাগাদ ঐ দূরত্ব অতিক্রম করে।

লোকো লিংক[সম্পাদনা]

এই ট্রেনটি হাওড়া ইলেকট্রিক লোকো শেড ডব্লিউএপি-৭ লোকোমোটিভ দ্বারা শিয়ালদহ থেকে জম্মু তাওয়াই পর্যন্ত ও বিপরীত পথে যাতায়াত করে।

পথ ও যাত্রাবিরতি[সম্পাদনা]

টীকা[সম্পাদনা]

  1. উভয় দিকে সপ্তাহে এক দিন

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Trains at a Glance (November 2017 - June 2018)" (পিডিএফ)। সংগ্রহের তারিখ ২ নভেম্বর ২০১৭ 
  2. "22317/Sealdah - Jammu Tawi Humsafar Express"। indiarailinfo। সংগ্রহের তারিখ ৩০ মার্চ ২০১৯