কোচুবেলি–স্যার মোক্ষগুণ্ডাম বিশ্বেশ্বরায় টার্মিনাল হামসফর এক্সপ্রেস

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
কোচুবেলি–স্যার মোক্ষগুণ্ডাম বিশ্বেশ্বরায় টার্মিনাল হামসফর এক্সপ্রেস
সংক্ষিপ্ত বিবরণ
পরিষেবা ধরনহামসফর এক্সপ্রেস
প্রথম পরিষেবা২০ অক্টোবর ২০১৮; ৫ বছর আগে (2018-10-20)
বর্তমান পরিচালকদক্ষিণ রেল
যাত্রাপথ
শুরুকোচুবেলি (কেসিভিএল)
বিরতি১২
শেষস্যার মোক্ষগুণ্ডাম বিশ্বেশ্বরায় টার্মিনাল (এসএমভিটি)
ভ্রমণ দূরত্ব৮২৬ কিমি (৫১৩ মা)
যাত্রার গড় সময়১৬ ঘ. ৪০ মি.
পরিষেবার হারসাপ্তাহিক [ক]
রেল নং১৬৩১৯ / ১৬৩২০
যাত্রাপথের সেবা
শ্রেণীএসি ৩ টায়ার
আসন বিন্যাসনেই
ঘুমানোর ব্যবস্থাআছে
খাদ্য সুবিধাউপলব্ধ
পর্যবেক্ষণ সুবিধাবড় জানালা
মালপত্রের সুবিধাআছে
কারিগরি
গাড়িসম্ভারএলএইচবি হামসফর
ট্র্যাক গেজ১,৬৭৬ মিলিমিটার (৫ ফুট ৬ ইঞ্চি)
পরিচালন গতিগড়ে ৫০ কিমি/ঘ (৩১ মা/ঘ)

কোচুবেলি–স্যার মোক্ষগুণ্ডাম বিশ্বেশ্বরায় টার্মিনাল, বেঙ্গালুরু হামসফর এক্সপ্রেস ভারতীয় রেলওয়ের একটি সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত ৩ টায়ার এক্সপ্রেস ট্রেন, যা কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরুতে অবস্থিত স্যার মোক্ষগুণ্ডাম বিশ্বেশ্বরায় টার্মিনাল রেলওয়ে স্টেশন এবং কেরলের তিরুবনন্তপুরমের নিকটে অবস্থিত কোচুবেলি রেলওয়ে স্টেশনকে রেলপথে সংযুক্ত করে। এটি বর্তমানে সপ্তাহে দুইবার বার ১৬৩১৯ / ১৬৩২০ ট্রেন নম্বরাঙ্কিত হয়ে পরিচালিত হচ্ছে। ট্রেনটি কেরল, তামিলনাড়ুকর্ণাটকের মধ্যে চলাচল করে।[১][২][৩][৪] এটি পূর্বে কোচুবেলি–বনাসওয়াড়ি হামসফর এক্সপ্রেস নামে পরিচিত ছিল, পরে এর দৈর্ঘ্য স্যার মোক্ষগুণ্ডাম বিশ্বেশ্বরায় টার্মিনাল পর্যন্ত বৃদ্ধি করা হয়।

কোচের বৈশিষ্ট্য[সম্পাদনা]

ট্রেনগুলি সম্পূর্ণরূপে ভারতীয় রেলওয়ে দ্বারা নকশা করা ৩-স্তরের (টায়ার) এসি স্লিপার ট্রেন এছাড়া রয়েছে স্টেশন, ট্রেনের গতি ইত্যাদির তথ্য দেখানোর জন্য ডিসপ্লের বৈশিষ্ট্য সহ এলইডি স্ক্রিন এবং সেই সাথে প্রতি কামরায় থাকবে ঘোষণার ব্যবস্থা, চা-কফি এবং দুধের ভেন্ডিং মেশিন, বায়ো টয়লেট ও অন্যান্য সুযোগ-সুবিধার পাশাপাশি সিসিটিভি ক্যামেরা।

পরিষেবা[সম্পাদনা]

১৬৩১৯ নং কোচুবেলি–স্যার মোক্ষগুণ্ডাম বিশ্বেশ্বরায় টার্মিনাল হামসফর এক্সপ্রেস ৫০ কিমি প্রতি ঘন্টা বেগে বৃহস্পতি ও শনিবার কোচুবেলি থেকে যাত্রা শুরু করে ১৬ ঘন্টা ৪০ মিনিটে ৮২৮ কিমি এবং ১৬৩২০ নং ট্রেনটি শুক্র ও রবিবার ৫৯ কিমি প্রতি ঘন্টা বেগে বেঙ্গালুরু থেকে যাত্রা করে ১৪ ঘন্টা ০৫ মিনিটে ৮২৬ কিমি পথ অতিক্রম করে।[৫]

লোকো লিংক[সম্পাদনা]

এই ট্রেনটি রায়পুরম বা ইরোড়ু ইলেকট্রিক লোকো শেড ডব্লিউএপি-৭ লোকোমোটিভ দ্বারা কোচুবেলি থেকে স্যার মোক্ষগুণ্ডাম বিশ্বেশ্বরায় টার্মিনাল পর্যন্ত যায়।

সময় সারণী[সম্পাদনা]

ট্রেন নাম্বার স্টেশন কোড যাত্রারম্ভ স্টেশন যাত্রারম্ভের সময় যাত্রারম্ভের দিন যাত্রাসমাপ্তি স্টেশন যাত্রাসমাপ্তির সময় যাত্রাসমাপ্তির দিন
১৬৩১৯ কেসিভিএল কোচুবেলি ৬:০৫ পিএম বৃহস্পতি ও শনিবার বনাসওয়াড়ি ১০:৪৫ এএম শুক্র ও রবিবার
১৬৩২০ এসএমভিটি স্যার মোক্ষগুণ্ডাম বিশ্বেশ্বরায় টার্মিনাল ৭:০০ পিএম শুক্র ও রবিবার কোচুবেলি ৯:১৫ এএম শনি ও সোমবার

পথ ও যাত্রাবিরতি[সম্পাদনা]

টীকা[সম্পাদনা]

  1. উভয় দিকে সপ্তাহে দুই দিন

তথ্যসূত্র[সম্পাদনা]