বিষয়বস্তুতে চলুন

পুণে–হাবিবগঞ্জ হামসফর এক্সপ্রেস

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
পুণে–হাবিবগঞ্জ হামসফর এক্সপ্রেস
সংক্ষিপ্ত বিবরণ
পরিষেবা ধরনহামসফর এক্সপ্রেস
প্রথম পরিষেবা৬ অক্টোবর ২০১৮; ৫ বছর আগে (2018-10-06)
বর্তমান পরিচালকপশ্চিম মধ্য রেল
যাত্রাপথ
শুরুপুণে জংশন (পিইউএনই)
বিরতি
শেষহাবিবগঞ্জ (এইচবিজে)
ভ্রমণ দূরত্ব৮৯০ কিমি (৫৫৩ মা)
যাত্রার গড় সময়১৩ঘ. ৩০মি.
পরিষেবার হারসাপ্তাহিক []
রেল নং২২১৭১ / ২২১৭২
যাত্রাপথের সেবা
শ্রেণীএসি ৩ টায়ার
আসন বিন্যাসনেই
ঘুমানোর ব্যবস্থাআছে
খাদ্য সুবিধাউপলব্ধ
পর্যবেক্ষণ সুবিধাবড় জানালা
মালপত্রের সুবিধাআছে
কারিগরি
গাড়িসম্ভারএলএইচবি হামসফর
ট্র্যাক গেজ১,৬৭৬ মিলিমিটার (৫ ফুট ৬ ইঞ্চি)
পরিচালন গতি৬৬ কিমি/ঘ (৪১ মা/ঘ) Avg. Speed

পুণে–হাবিবগঞ্জ হামসফর এক্সপ্রেস ভারতীয় রেলওয়ের একটি সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত ৩ টায়ার এক্সপ্রেস ট্রেন, যা মহারাষ্ট্রে অবস্থিত পুণে জংশন রেলওয়ে স্টেশন এবং মধ্যপ্রদেশের রাজধানী ভোপালে অবস্থিত হাবিবগঞ্জ বা রাণী কমলাপতি রেলওয়ে স্টেশনকে রেলপথে সংযুক্ত করে। এটি বর্তমানে সপ্তাহে একবার ২২১৭১ / ২২১৭২ ট্রেন নম্বরাঙ্কিত হয়ে পরিচালিত হচ্ছে। ট্রেনটি মহারাষ্ট্রমধ্যপ্রদেশের মধ্যে চলাচল করে।[][][][] ট্রেনটি সাঁতরাগাছি–হাবিবগঞ্জ হামসফর এক্সপ্রেস-এর সাথে রেক ভাগাভাগি করে।

কোচের বৈশিষ্ট্য

[সম্পাদনা]

ট্রেনগুলি সম্পূর্ণরূপে ভারতীয় রেলওয়ে দ্বারা নকশা করা ৩-স্তরের (টায়ার) এসি স্লিপার ট্রেন এছাড়া রয়েছে স্টেশন, ট্রেনের গতি ইত্যাদির তথ্য দেখানোর জন্য ডিসপ্লের বৈশিষ্ট্য সহ এলইডি স্ক্রিন এবং সেই সাথে প্রতি কামরায় থাকবে ঘোষণার ব্যবস্থা, চা-কফি এবং দুধের ভেন্ডিং মেশিন, বায়ো টয়লেট ও অন্যান্য সুযোগ-সুবিধার পাশাপাশি সিসিটিভি ক্যামেরা।

পরিষেবা

[সম্পাদনা]

২২১৭১ নং পুণে–হাবিবগঞ্জ হামসফর এক্সপ্রেস ৬৬ কিমি প্রতি ঘন্টা বেগে রবিবার পুণে থেকে যাত্রা শুরু করে ১৩ ঘন্টা ৩০ মিনিটে ৮৯০ কিমি এবং ২২১৭২ নং ট্রেনটি শনিবার ৫৬ কিমি প্রতি ঘন্টা বেগে হাবিবগঞ্জ থেকে যাত্রা করে ১৫ ঘন্টা ৫৫ মিনিটে ঐ দূরত্ব অতিক্রম করে।

লোকো লিংক

[সম্পাদনা]

এই ট্রেনটি ইটারসি ইলেকট্রিক লোকো শেড ডব্লিউএপি-৭ লোকোমোটিভ দ্বারা পুণে থেকে হাবিবগঞ্জ বা রাণী কমলাপতি রেলওয়ে স্টেশন পর্যন্ত যায়।

পথ ও যাত্রাবিরতি

[সম্পাদনা]
  1. উভয় দিকে সপ্তাহে এক দিন

তথ্যসূত্র

[সম্পাদনা]