বান্দ্রা টার্মিনাস–গোরক্ষপুর হামসফর এক্সপ্রেস

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বান্দ্রা টার্মিনাস–গোরক্ষপুর হামসফর এক্সপ্রেস
সংক্ষিপ্ত বিবরণ
পরিষেবা ধরনহামসফর এক্সপ্রেস
প্রথম পরিষেবা১ মার্চ ২০২১; ৩ বছর আগে (2021-03-01)
বর্তমান পরিচালকপশ্চিম রেল
যাত্রাপথ
শুরুবান্দ্রা টার্মিনাস (বিডিটিএস)
বিরতি২০
শেষগোরক্ষপুর জংশন (জিকেপি)
ভ্রমণ দূরত্ব১,৯৭৭ কিমি (১,২২৮ মা)
যাত্রার গড় সময়৩৬ ঘ.
পরিষেবার হারসাপ্তাহিক [ক]
রেল নং১৯০৯১ / ১৯০৯২
যাত্রাপথের সেবা
শ্রেণীএসি ৩ টায়ার
আসন বিন্যাসআছে
ঘুমানোর ব্যবস্থাআছে
খাদ্য সুবিধাউপলব্ধ
পর্যবেক্ষণ সুবিধাবড় জানালা
কারিগরি
গাড়িসম্ভারএলএইচবি হামসফর
ট্র্যাক গেজ১,৬৭৬ মিলিমিটার (৫ ফুট ৬ ইঞ্চি)
পরিচালন গতিগড়ে ৫৫ কিমি/ঘ (৩৪ মা/ঘ)

বান্দ্রা টার্মিনাস–গোরক্ষপুর হামসফর এক্সপ্রেস ভারতীয় রেলওয়ের একটি সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত ৩ টায়ার এক্সপ্রেস ট্রেন, যা মহারাষ্ট্রের রাজধানী মুম্বাইয়ের সন্নিকটে অবস্থিত বান্দ্রা টার্মিনাস এবং উত্তরপ্রদেশের গোরক্ষপুর জংশন রেলওয়ে স্টেশনকে রেলপথে সংযুক্ত করে। এটি বর্তমানে সপ্তাহে একবার ১৯০৯১ / ১৯০৯২ ট্রেন নম্বরাঙ্কিত হয়ে পরিচালিত হচ্ছে। ট্রেনটি মহারাষ্ট্র, গুজরাট, মধ্যপ্রদেশউত্তরপ্রদেশের মধ্যে চলাচল করে।[১][২]‌‌ ট্রেনটি বান্দ্রা টার্মিনাস–জামনগর হামসফর এক্সপ্রেস-এর সাথে রেক ভাগাভাগি করে।

কোচের বৈশিষ্ট্য[সম্পাদনা]

ট্রেনগুলি সম্পূর্ণরূপে ভারতীয় রেলওয়ে দ্বারা নকশা করা ৩-স্তরের (টায়ার) এসি স্লিপার ট্রেন এছাড়া রয়েছে স্টেশন, ট্রেনের গতি ইত্যাদির তথ্য দেখানোর জন্য ডিসপ্লের বৈশিষ্ট্য সহ এলইডি স্ক্রিন এবং সেই সাথে প্রতি কামরায় থাকবে ঘোষণার ব্যবস্থা, চা-কফি এবং দুধের ভেন্ডিং মেশিন, বায়ো টয়লেট ও অন্যান্য সুযোগ-সুবিধার পাশাপাশি সিসিটিভি ক্যামেরা।

পরিষেবা[সম্পাদনা]

১৯০৯১ নং বান্দ্রা টার্মিনাস–গোরক্ষপুর হামসফর এক্সপ্রেস ৫৩ কিমি প্রতি ঘন্টা বেগে বান্দ্রা টার্মিনাস থেকে যাত্রা শুরু করে ৩৭ ঘন্টায় ১৯৭৭ কিমি এবং ১৯০৯১ নং ট্রেনটি ৫৬ কিমি প্রতি ঘন্টা বেগে গোরক্ষপুর থেকে যাত্রা করে ৩৫ ঘন্টায় ঐ দূরত্ব অতিক্রম করে।

লোকো লিংক[সম্পাদনা]

এই ট্রেনটি বড়োদরা ইলেকট্রিক লোকো শেড ডব্লিউএপি-৭ লোকোমোটিভ দ্বারা বান্দ্রা টার্মিনাস থেকে গোরক্ষপুর পর্যন্ত যায়।

সময় সারণী[সম্পাদনা]

ট্রেন নাম্বার স্টেশন কোড যাত্রারম্ভ স্টেশন যাত্রারম্ভের সময় যাত্রারম্ভের দিন যাত্রাসমাপ্তি স্টেশন যাত্রাসমাপ্তির সময় যাত্রাসমাপ্তির দিন
১৯০৯১ বিডিটিএস বান্দ্রা টার্মিনাস ০৫:১০ এএম সোমবার গোরক্ষপুর ৬:১০ পিএম মঙ্গলবার
২২৮৩৪ জিকেপি গোরক্ষপুর ২১:৩০ পিএম বৃহস্পতিবার বান্দ্রা টার্মিনাস ৮:৩০ এএম শুক্রবার

পথ ও যাত্রাবিরতি[সম্পাদনা]

টীকা[সম্পাদনা]

  1. উভয় দিকে সপ্তাহে এক দিন

তথ্যসূত্র[সম্পাদনা]