প্রয়াগরাজ–আনন্দ বিহার টার্মিনাল হামসফর এক্সপ্রেস

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
প্রয়াগরাজ–আনন্দ বিহার টার্মিনাল হামসফর এক্সপ্রেস
আনন্দ বিহার টার্মিনালে অপেক্ষারত প্রয়াগরাজ–আনন্দ বিহার টার্মিনাল হামসফর এক্সপ্রেস
সংক্ষিপ্ত বিবরণ
পরিষেবা ধরনহামসফর এক্সপ্রেস
প্রথম পরিষেবা৯ মে ২০১৮; ৫ বছর আগে (2018-05-09)
বর্তমান পরিচালকউত্তর মধ্য রেল
যাত্রাপথ
শুরুপ্রয়াগরাজ জংশন (পিআরওয়াইজে)
বিরতি
শেষআনন্দ বিহার টার্মিনাল (এএনভিটি)
ভ্রমণ দূরত্ব৬২২ কিমি (৩৮৬ মা)
যাত্রার গড় সময়৭ঘ. ৫৫মি.
পরিষেবার হারত্রৈ-সাপ্তাহিক
রেল নং২২৪৩৭ / ২২৪৩৮
যাত্রাপথের সেবা
শ্রেণীএসি ৩ টায়ার, স্লিপার
আসন বিন্যাসনেই
ঘুমানোর ব্যবস্থাআছে
খাদ্য সুবিধাউপলব্ধ
পর্যবেক্ষণ সুবিধাবড় জানালা
মালপত্রের সুবিধাআছে
কারিগরি
গাড়িসম্ভারএলএইচবি হামসফর
ট্র্যাক গেজ১,৬৭৬ মিলিমিটার (৫ ফুট ৬ ইঞ্চি)
পরিচালন গতিগড় গতিবেগ ৭৯ কিমি/ঘ (৪৯ মা/ঘ)

প্রয়াগরাজ–আনন্দ বিহার টার্মিনাল হামসফর এক্সপ্রেস ভারতীয় রেলওয়ের একটি সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত ৩ টায়ার দ্রুতগতির এক্সপ্রেস ট্রেন, যা উত্তরপ্রদেশের অবস্থিত প্রয়াগরাজ জংশন রেলওয়ে স্টেশন এবং দিল্লির আনন্দ বিহার টার্মিনাল রেলওয়ে স্টেশনকে রেলপথে সংযুক্ত করে। এটি বর্তমানে সপ্তাহে তিনবার ২২৪৩৭/২২৪৩৮ ট্রেন নম্বরাঙ্কিত হয়ে পরিচালিত হচ্ছে। ট্রেনটি উত্তরপ্রদেশদিল্লি মধ্যে চলাচল করে।[১][২][৩][৪]

কোচের বৈশিষ্ট্য[সম্পাদনা]

ট্রেনগুলি সম্পূর্ণরূপে ভারতীয় রেলওয়ে দ্বারা নকশা করা ৩-স্তরের (টায়ার) এসি স্লিপার ট্রেন এছাড়া রয়েছে স্টেশন, ট্রেনের গতি ইত্যাদির তথ্য দেখানোর জন্য ডিসপ্লের বৈশিষ্ট্য সহ এলইডি স্ক্রিন এবং সেই সাথে প্রতি কামরায় থাকবে ঘোষণার ব্যবস্থা, চা-কফি এবং দুধের ভেন্ডিং মেশিন, বায়ো টয়লেট ও অন্যান্য সুযোগ-সুবিধার পাশাপাশি সিসিটিভি ক্যামেরা।

কোচে চৌদ্দটি এসি-৩ টায়ার, একটি প্যান্ট্রিকার ও দুটি জেনারেটর পাওয়ার কার রয়েছে। ট্রেনটি প্রয়াগরাজ–নতুন দিল্লি হামসফর এক্সপ্রেস-এর সাথে রেক ভাগাভাগি করে।

পরিষেবা[সম্পাদনা]

২২৪৩৭ নং প্রয়াগরাজ–আনন্দ বিহার টার্মিনাল হামসফর এক্সপ্রেস ৭৯ কিমি প্রতি ঘন্টা বেগে বুধবার প্রয়াগরাজ থেকে যাত্রা শুরু করে ৭ ঘন্টা ৫৫ মিনিটে ৬২২ কিমি এবং ২২৪৩৮ নং ট্রেনটি ৭৯ কিমি প্রতি ঘন্টা বেগে যাত্রা করে ৭ ঘন্টা ৫০ মিনিটে ঐ দূরত্ব অতিক্রম করে। যাত্রা পথে ট্রেনের সর্বাধিক গতি হয় ১৩০ কিমি প্রতি ঘন্টা।

লোকো লিংক[সম্পাদনা]

এই ট্রেনটি গাজিয়াবাদ ইলেকট্রিক লোকো শেড ডব্লিউএপি-৭ লোকোমোটিভ দ্বারা প্রয়াগরাজ থেকে আনন্দ বিহার টার্মিনাল পর্যন্ত ও ফেরত পথে যায়।

পথ ও যাত্রাবিরতি[সম্পাদনা]

টীকা[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Shri Manoj Sinha flags off Train No. 22437 from Allahabad Station"Press Information Bureau। ৯ মে ২০১৮। 
  2. "Allahabad-Anand Vihar Hamsafar's journey to begin today"Total Train Info। ৯ মে ২০১৮। 
  3. "Indian Railways Introduces More Humsafar Express Trains: 10 Things To Know"NDTV। ৮ মে ২০১৮। 
  4. "New Delhi-Allahabad Humsafar Express Fare Table,Features Time Table,Run on and Route"Indian Railway News। ৭ মে ২০১৮।