ব্রুস বয়েটলার

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

এটি এই পাতার একটি পুরনো সংস্করণ, যা Shahidul Hasan Roman (আলোচনা | অবদান) কর্তৃক ০৬:০৩, ১১ নভেম্বর ২০১৭ তারিখে সম্পাদিত হয়েছিল (→‎তথ্যসূত্র)। উপস্থিত ঠিকানাটি (ইউআরএল) এই সংস্করণের একটি স্থায়ী লিঙ্ক, যা বর্তমান সংস্করণ থেকে ব্যাপকভাবে ভিন্ন হতে পারে।

ব্রুশ অ্যালান বিউটলার
নোবেল প্রাইজ প্রেস কনফারেন্সে ব্রুশ বিউটলার, ক্যারলিনস্কা, সোলনা।
জন্ম (1957-12-29) ডিসেম্বর ২৯, ১৯৫৭ (বয়স ৬৬)
জাতীয়তামার্কিন
মাতৃশিক্ষায়তনশিকাগো বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, সান ডিয়েগো
পুরস্কারচিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার ২০১১
বৈজ্ঞানিক কর্মজীবন
কর্মক্ষেত্রপ্রতিষেধকবিদ্যা
প্রতিষ্ঠানসমূহইউনিভার্সিটি অব টেক্সাস সাউথওয়েস্টার্ন মেডিকেল সেন্টার

ব্রুশ অ্যালান বিউটলার একজন মার্কিন প্রতিষেধকবিদ এবং জিনবিজ্ঞানী।[১]

জীবনী

বিউটলার ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, সান ডিয়েগো থেকে ১৯৭৬ সালে গ্র্যাজুয়েট হন। তিনি ১৯৭ সালে শিকাগো বিশ্ববিদ্যালয়ের মেডিকেল স্কুলে ভর্তি হন এবং ১৯৮১ সালে ডক্টর অব মেডিসিন ডিগ্রি অর্জন করেন। ১৯৮৫ সালে রকফেলার বিশ্ববিদ্যালয়ে সহকারী অধ্যাপক নিযুক্ত হন।

তথ্যসূত্র