ব্যবহারকারী আলাপ:Alphaa Noman/সংগ্রহশালা ১

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

নিচের আলোচনাটি সমাপ্ত হয়েছে। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। পরবর্তী মন্তব্যসমূহ যথাযথ আলোচনার পাতায় করা উচিত। এই আলোচনাটিতে আর কোনও সম্পাদনা করা উচিত নয়।



বাংলা উইকিপিডিয়ায় স্বাগতম[সম্পাদনা]

চিত্র:ZeeRishteyAwards2011 logo.jpg ফাইলের উৎস সমস্যা[সম্পাদনা]

চিত্র:ZeeRishteyAwards2011 logo.jpg আপলোড করার আপনাকে ধন্যবাদ। আমি লক্ষ্য করলাম যা ফাইলের বর্ণনার পাতায় কে এই ফাইলের সৃষ্টিকর্তা তা নির্দিষ্ট করে বলা নেই অর্থাৎ চিত্রটির কপিরাইট তথ্য অস্পষ্ঠ। যদি আপনি এই ফাইলটি নিজে তৈরি না করে থাকেন, তাহলে আপনাকে এই ফাইলের স্বত্তাধিকার বা প্রকৃত মালিকের কপিরাইট উল্লেখ করতে হবে। যদি আপনি এটি কোন ওয়েবসাইট থেকে পেয়ে থাকেন, তবে সেই ওয়েবসাইট লিঙ্ক ফাইলের বর্ণনার পাতায় যোগ করুন, সেইসাথে বিষয়বস্তু ব্যবহার সম্পর্কে সেই ওয়েবসাইটের শর্তাবলীর একটি সংক্ষিপ্ত বিবরণ। যদি স্বত্তাধিকারী ঐ ওয়েবসাইটের প্রকাশক থেকে আলাদা হয়, তাহলে তার কৃতিত্বও যোগ করা উচিত। দয়া করে চিত্রের বর্ণনার পাতা সম্পাদনা করে এই তথ্য যোগ করুন।

যদি প্রয়োজনীয় তথ্য পরবর্তী দিনের মধ্যে যোগ করা না হয় তাহলে, ছবিটি মুছে ফেলা হবে।

আপনি উইকিপিডিয়ায় কোন চিত্র আপলোড করতে পারবেন বা পারবেন না তা শিখতে দয়া করে চিত্র ব্যবহারের নীতি পড়ুন। এছাড়াও দয়া করে আপনার আপলোডকৃত অন্যান্য ফাইল সঠিকভাবে ট্যাগ করা হয়েছ কিনা তা নিশ্চিত করার জন্য তাদের পরীক্ষা করুন। এখানে আপনার আপলোডের একটি তালিকা পাবেন। যদি আপনার এই বিষয়ে কোন প্রশ্ন থাকে বা আপনার সাহায্যের দরকার হয় তাহলে, দয়া করে মিডিয়া কপিরাইট প্রশ্ন পাতায় জিজ্ঞেস করুন। আপনাকে ধন্যবাদ। বোধিসত্ত্ব (আলাপ) ১৪:২৬, ৩ সেপ্টেম্বর ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]

জাতীয় সংসদের নির্বাচনী এলাকা[সম্পাদনা]

Knight khalifa, এভাবে বাংলাদেশের জাতীয় সংসদের নির্বাচনী এলাকা সম্পর্কিত একলাইনের এতগুলো নিবন্ধ একসাথে তৈরি না করে। যেগুলো তৈরি করেছেন সেগুলো আগে উন্নয়ন করলে ভাল হয়। তা না হলে আরও অনেক নিবন্ধের মত এগুলোও অসম্পূর্নই পরে থাকবে। নামহীন পন্ডিত (আলাপ) ০৭:০২, ৮ সেপ্টেম্বর ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]

আমি আগে খুলনার কিছু এলাকা নিয়ে লিখেছি। সেগুলোর তথ্যসংগ্রহের চেষ্টা করছি।`Knight khalifa (আলাপ) ০৭:১৭, ৮ সেপ্টেম্বর ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]
পন্ডিত ভাই সহায়তা করুন সম্পূর্ণ হয়ে যাবে। সহায়তা না করলে তো অসম্পূর্ণ থাকবেই। দুঃখিত নাখ গলানোর জন্য। কায়সার (আলাপ) ০৮:৫৫, ৮ সেপ্টেম্বর ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]
Knight khalifaকায়সার, দুজনকেই অনুরোধ, দয়া করে একসাথে এতগুলো অসম্পূর্ণ নিবন্ধ তৈরী করবেন না। এতে উইকিপিডিয়ায় নিবন্ধের সংখ্যা বাড়লেও মান বাড়ে না। একটি একটি করে নিবন্ধ তৈরী করে সম্পূর্ণ করে পরের নিবন্ধে আসুন। ধন্যবাদ। -- বোধিসত্ত্ব (আলাপ) ০৯:০৮, ৮ সেপ্টেম্বর ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]

অপ্রয়োজনীয় অপসারণ প্রস্তাবনা[সম্পাদনা]

আচ্ছা নোমান সাহেব, ধরুন পৃথিবী নামক একটা নিবন্ধ রয়েছে এবং সেখানে এক লাইন লিখা আপনার বিবেচনায় সেই নিবন্ধ কি অপসারণের যোগ্য? বেরনার্দো বেরতোলুচ্চি নিবন্ধটি অপসারণের প্রস্তাব না করে তিন লাইন যুক্তওতো করতে পারতেন। যাইহোক, আপনি পুনরায় ভালোভাবে কাজ শুরু করেছেন দেখে ভালো লাগছে কিন্তু ভ্রাতা, আপনার ব্যবহারকারী পাতায় আমার ফেইসবুকের লিংক দেয়া কেন? এবং Knight khalifa মানে কিন্তু 'রাতের খলিফা' নয় মানে বলতে চাচ্ছি এই নাইট মনে কিন্তু রাত নয় যা আপনি স্বাক্ষরে ব্যবহার করছেন।--যুদ্ধমন্ত্রী আলাপ ১৬:২৫, ১১ সেপ্টেম্বর ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]

ভাই ওই পাতায় তেমন তথ্য নাই, তাই যোগ করেছি। কিন্তু এখানে আমার স্বাক্ষর নিয়ে কথা বলার দরকার কি? সেটা বুঝলাম না। অনেক দিন পর আপনাদের মাঝে ফিরে এসে আমি খুশি। রাতের খলিফা (আলাপ) ১৬:৩৩, ১১ সেপ্টেম্বর ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]
স্বাক্ষরের ভুল অনুবাদ করেছেন এ জন্য বলছিলাম, এটা আপনার ব্যাপার তবে আমার ফেইসবুক প্রোফাইল আপনার ব্যবহারকারী পাতায় থাকা কিন্তু মোটেও উচিত নয়।--যুদ্ধমন্ত্রী আলাপ ১৬:৩৭, ১১ সেপ্টেম্বর ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]
ভাই আমি তো কেবল চেক করলাম। কিন্তু এটা তো আমার আইডি আর স্বাক্ষর আমি কেবল পরিবর্তন করলাম।SR (আলাপ) ১৬:৪১, ১১ সেপ্টেম্বর ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]
সমস্যা টা ঠিক করে ছি। যে ব্যবহারকারী ফেসবুক আইকনে ক্লিক করলে তার আইডি দেখাবে এটাই ছিল সমস্যা।SR (আলাপ) ১৬:৫০, ১১ সেপ্টেম্বর ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]


আমাকে হেল্প করবেন[সম্পাদনা]

আমি কিভাবে মানুষের উপকার মূলক কিছু করতে পারব Rahman300005 (আলাপ) ০৯:৪৪, ২২ সেপ্টেম্বর ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]

আপনি আমাদের নীতিমালা ভালোভাবে পড়ুন আর কিভাবে সম্পাদনা করবেন তার টিউটোরিয়াল পড়ুন। আশাকরি এউ লিঙ্ক আপনাকে সাহায্য করবে। আর কোন প্রকারের সাহায্য লাগলে জানাবেন। ধন্যবাদ।
https://bn.wikipedia.org/wiki/%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%AF%E0%A7%8D%E0%A6%AF:%E0%A6%B8%E0%A7%82%E0%A6%9A%E0%A7%80 $R (আলাপ)  ০৯:৫০, ২২ সেপ্টেম্বর ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]

সি ১৩০[সম্পাদনা]

এটি মূলত লকহিড সি ১৩০ বিমান নিয়ে পাতা, এই বিমান আরেকটি পাতা থাকায় তথ্য অপসারণ করেছি। পাতা অপসারনের জন্য ধন্যবাদ। Robi Nazrul (আলাপ) ০৪:১৩, ২৫ সেপ্টেম্বর ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]

আপনাকে স্বাগতম!!আমি পাতাটি অপসারণ করিনি। আমি শুধু ট্যাগ লাগিয়েছি। প্রশাসকরা ছাড়া কেউ অপসারণ করতে পারেন না। happy editing!!!$R (আলাপ) ০৫
৪৯, ২৫ সেপ্টেম্বর ২০১৫ (ইউটিসি)


আমার ভূলের কারনে আমি দুঃখিতKowser abedin (আলাপঅবদান) ২১:৪৯, ২৮ সেপ্টেম্বর ২০১৫) এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন।

সমস্যা নাই। প্রথম প্রথম এরকম ভুল। ভুল করতে করতে মানুষ শেখে। আশা করি আপনিও শিখবেন।ধন্যবাদ $R (আলাপ) ১৬:২২, ২৮ সেপ্টেম্বর ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]

স্বয়ংক্রিয় পরীক্ষণ[সম্পাদনা]

আপনার আবেদনের প্রেক্ষিতে আপনাকে স্বয়ংক্রিয় পরীক্ষণ অধিকার প্রদান করা হয়েছে। আশাবাদী যে, বাংলা উইকিপিডিয়ার সম্প্রসারণে আপনার গঠনমূলক অবদান উইকি’কে আরও সমৃদ্ধ করে তুলবে। ‘স্বয়ংক্রিয় পরীক্ষক’ হিসেবে স্বাগতম-সহ সবিশেষ ধন্যবাদ জানাচ্ছি। - Suvray (আলাপ) ১৭:২৭, ২৯ সেপ্টেম্বর ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]

এই অধিকার আমাকে সম্পাদনায় আর উৎস যোগাবে। অধিকার টি দেওয়ার জন্য ধন্যবাদ $R (আলাপ) ০১:০৪, ৩০ সেপ্টেম্বর ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]

অযথাচিৎ ট্যাগ সংযোজন প্রসঙ্গে[সম্পাদনা]

কাট্টলী নুরুল হক চৌধুরী উচ্চ বিদ্যালয় নিবন্ধটিতে আপনি অযথাচিৎভাবে ট্যাগ সংযোজন করেছিলেন; যা আমি অপসারণ করত: নিবন্ধের মানোন্নয়ন করেছি। অনুগ্রহ পূর্বক, ট্যাগ সংযোজনের পূর্বে নিবন্ধের মানোন্নয়নে সচেষ্ট হোন। ধ্বংস করা অপেক্ষা গড়ে তোলা অনেক কঠিন; গড়ার প্রতিই আমাদের অধিক মনোযোগ দেয়া আবশ্যক। উল্লেখ্য যে, আপনি প্রায় সর্বক্ষেত্রেই ট্যাগ সংযোজন করেন যা অনেক নতুন উইকিপিডিয়ানের কর্মস্পৃহাকেই দমিয়ে দেয়। আশা করি এই বিষয়ে আরো যত্নবান হবেন। - - - Ashiq Shawon (আলাপ) ১৭:৫৫, ১ অক্টোবর ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]

ভাইয়া ট্যাগগুলো কিন্তু নীতিমালা অনুযায়ী যোগ করেছি। আর এই পাতায় যথেষ্ট তথ্য ছিল না আর কোন তথ্যসূত্র ছিল না। লেখা এলোমেলো ছিল তাই ট্যাগ যোগ করেছি। আর অন্যান্য পাতায় যেসব ট্যাগ যোগ করা হয়েছে তা নীতিমালা অনুযায়ী করি। আর সব উইকিতে ট্যাগ প্রচলিত। ধন্যবাদ।$R (আলাপ) ১৮:২৪, ১ অক্টোবর ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]
যেই নিবন্ধটি মানোন্নয় করা সম্ভব তাতে ট্যাগ যুক্ত করার প্রয়োজনীয়তা কতটুকু? আপনি দ্রুত অপসারণ ট্যাগ যুক্ত করার পর আমি সেটিকে একটি সাধারণ মানসম্মত অবস্থায় আনলাম - কাজেই বুঝা যাচ্ছে যে নিবন্ধে ট্যাগ যুক্ত করাটা ঠিক হয়নি; তাই নয় কি? - এবং এটিও বুঝা যাচ্ছে যে, উইকিতে কেবল আপনি নিজের নিবন্ধ নিয়েই ব্যস্ত থাকেন (যদিও সেগুলোর প্রায় সবগুলোতেই কাজ চলছে বা, অসম্পূর্ণ ট্যাগ ঝুলিয়ে রেখেছেন) - এটাকি কোন গ্রুপ-ওয়ার্কের মধ্যে পড়ে? - আরেকটি বিষয়, নিবন্ধ রচনা করার নূন্যতম ১৫ মিনিট পর ট্যাগ যুক্ত করবেন - আপনি নিবন্ধ রচনাকালীন ট্যাগ যুক্ত করেন যা আমরা অনেক পূর্বেই আলোচনার ভিত্তিতে নির্ধারণ করেছিলাম তার ব্যত্যয় ঘটাচ্ছে। - Ashiq Shawon (আলাপ) ০৮:৫৭, ২ অক্টোবর ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]
ভাই আমি যে আর্টিকেলগুলো নিয়ে কাজ করি সেগুলোতে কাজ চলছে ট্যাগ লাগানো। $R (আলাপ) ০৯:০৭, ২ অক্টোবর ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]

নিবন্ধন তৈরি সম্পর্কে[সম্পাদনা]

ভাই এই নিবন্ধনটি আমার প্রথম নিবন্ধন।আর উক্ত নিবন্ধনটি আমি যে স্কুলে পড়ি উক্ত স্কুল সম্পর্কে নিবন্ধন তৈরি করেছি।এখন উক্ত নিবন্ধনে কি ভুল হয়েছে এবং কিভাবে উন্নতি করব একটি বলবেন।

Mohammad Zahid Hasan (আলাপ) ০৫:৪৫, ২ অক্টোবর ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]
এই নিবন্ধ এ কোন তথ্যসূত্র নেই। উইকিপিডিয়ার প্রত্যেকটা নিবন্ধ এ তথ্যসূত্র থাকা উচিত। দয়াকরে গুগলে সার্চ করে তথ্যসূত্র যোগ করুন। তথ্যসূত্র আপনার নিবন্ধকে আরো উল্লেখযোগ্য করবে। আর লেখাগুলো এলোমেলো। একটু গুছিয়ে লেখুন। আর আপনি ঐ বিদ্যালয়ে পড়েছেন। তাই আপনি এই সম্পর্কে আরো জেনে থাকবেন। তাই তথ্যছকটি পূরণ করুন। আরো নিবন্ধটিকে আরো লিখুন। নিবন্ধটি খুবই ছোট। বড় নিবন্ধ পড়তে ভালো লাগে। ধন্যবাদ।$R (আলাপ) ০৭:১৪, ২ অক্টোবর ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]

কিভাবে ছবি upload. করব[সম্পাদনা]

ভাই আমি আমার নিবন্ধনে কভাবে ছবি upload করব একটু বলবেন। Mohammad Zahid Hasan (আলাপ) ১২:১০, ২ অক্টোবর ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]

বিশেষ:Upload এ গিয়ে ছবি আপলোড করতে পারবেন।$R (আলাপ) ১৩:৩৭, ২ অক্টোবর ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]


পাতা তৈরি করা[সম্পাদনা]

ভাই আমি কিভাবে একটি নিবন্ধন এর মধ্যে আলাদা আলাদা বিভাগ তৈরি করব Mohammad Zahid Hasan (আলাপ) ০২:৫৪, ৪ অক্টোবর ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]

আপনি যেটি বুঝাতে চাচ্ছেন সেটি হল অনুচ্ছেদ। অনুচ্ছেদ তৈরি করতে হলে আপনাকে অনুচ্ছেদের দুই পাশে দুইটি করে সমান চিহ্ন (==উদাহরণ==) ব্যবহার করতে হবে। আশা করি উত্তর পেয়েছেন। ধন্যবাদ।$R (আলাপ) ১২:৫৯, ৪ অক্টোবর ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]

আপনার বটটি এখনো সম্পাদনা করার অনুমোদন পায়নি। দয়া করে বট দিয়ে এখন সম্পাদনা করবেন না। --আফতাব (আলাপ) ১৫:৩২, ৪ অক্টোবর ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]

 ঠিক আছে কিন্তু কখন অনুমোদন দেওয়া হবে?$R (আলাপ) ১৫:৩৯, ৪ অক্টোবর ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]
একজন ব্যুরোক্র্যাটের জন্য অপেক্ষা করুন। শুধু ব্যুরোক্র্যাটগণই বট অনুমোদন করতে পারে। --আফতাব (আলাপ) ১৫:৪৯, ৪ অক্টোবর ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]

রেফারেন্স[সম্পাদনা]

ভাই আমি কিভাবে রেফারেন্স যাগ করব Mohammad Zahid Hasan (আলাপ) ০৪:০৮, ৫ অক্টোবর ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]

< চিহ্ন দিয়ে ref লিখে এবার > চিহ্ন দিন এবং মাঝখানে বই বা পেপারের নাম / খবর এবং শিরোনাম ও তারিখ দিয়ে - এবার আবার / সামনে একটি চিহ্নসহ ref দিন; ব্যাস হয়ে যাবে (একটু-আধটু ভুল-ভাল হরে সমস্যা নেই; কেউ না-কেউ তা ঠিক করে দেবে)। - Ashiq Shawon (আলাপ) ০৪:৩৬, ৫ অক্টোবর ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]

গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি[সম্পাদনা]

সুধী, বাংলা উইকিপিডিয়ায় অবদানের জন্য আপনাকে আবারও ধন্যবাদ। আপনি নিশ্চই জানেন, উইকিপিডিয়ার প্রায় সকল লেখা বা অন্যান্য মিডিয়া ক্রিয়েটিভ কমন্স অ্যাট্রিবিউশন শেয়ার অ্যালাইক লাইসেন্সের আওতাভুক্ত। সম্প্রতি একটি আলোচনার মাধ্যমে আমাদের দৃষ্টিগোচর হয়েছে যে, আমরা না জেনেই উক্ত লাইসেন্সের একটি ধারা লঙ্ঘন করে যাচ্ছি। আমরা প্রায় সময়ই ইংরেজি উইকিপিডিয়া থেকে নিবন্ধ অনুবাদ করে বাংলাতে যুক্ত করে থাকি। লাইসেন্স-এর শর্তানুসারে, কোন কিছু অন্য উইকিমিডিয়া প্রকল্প থেকে অনুবাদ করলে মূল প্রকল্পের লেখকদের স্বীকৃতি প্রদান করতে হয়। আমরা ইংরেজি উইকিপিডিয়া থেকে নিবন্ধ অনুবাদ করলেও ইংরেজি উইকিপিডিয়ার লেখকদের স্বীকৃতিপ্রদান করি না অনেক সময়ই। যারা বিশেষ:ContentTranslation ব্যবহার করে অনুবাদ করেন, তাদের ক্ষেত্রে স্বয়ংক্রিয়ভাবে স্বীকৃতি প্রদান হয়ে যায়। যারা ম্যানুয়ালি অনুবাদ করেন, তারা খুব সহজেই নিচের যেকোন একটি পদ্ধতি অনুসরণ করার মাধ্যমে স্বীকৃতিপ্রদান করতে পারেন:

  • নিবন্ধ তৈরির সময় সম্পাদনা সারাংশে লিখুন অমুক উইকিপিডিয়ার অমুক নিবন্ধের অনুবাদ। যেমন, ইংরেজি থেকে নিবন্ধ অনুবাদ করলে সারাংশে লিখবেন, [[:en:ইংরেজি নিবন্ধের নাম]] থেকে অনুবাদ। নিবন্ধ তৈরির সময় একবার সারাংশে এটি উল্লেখ করলেই চলবে।
  • অথবা, সংশ্লিষ্ঠ নিবন্ধের আলাপ পাতায় {{অনূদিত পাতা}} টেমপ্লেটটি ব্যবহার করতে পারেন। উদাহরণ হিসেবে দেখুন, আলাপ:২০০৩ বাংলাদেশ ক্রিকেট দলের অস্ট্রেলিয়া সফর

এখন থেকে বাংলা উইকিপিডিয়ার সকল সম্মানিত ব্যবহারকারীগণকে এই স্বীকৃতিপ্রদানের চর্চা করার অনুরোধ করছি। একইসাথে যেহেতু এটা সম্পর্কে একটি নতুন নীতিমালা তৈরি করতে হবে সুতরাং আমরা আপনাকে উইকিপিডিয়া:উইকিপিডিয়ার অভ্যন্তরে অনুলিপি করা পাতাটির অনুবাদে অংশগ্রহণের আমন্ত্রণ জানাচ্ছি। কোন প্রশ্ন থাকলে আলোচনাসভায় বার্তা রাখার অনুরোধ করছি। আপনার সম্পাদনা আনন্দময় হোক। ধন্যবাদ।

বাংলা উইকিপিডিয়া সম্প্রদায়ের পক্ষে,
নাহিদ (আলাপ) ও আফতাব (আলাপ)
বৃহস্পতিবার ১৫:০৭, ০৫ নভেম্বর ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]

অনুবাদে সাহায্য[সম্পাদনা]

ভাইয়া, শুভেচ্ছা নিবেন। আমি বিগ পেইন্টিং নাম্বার ৬ নিবন্ধটি ইংরেজী Big Painting No. 6 নিবন্ধ থেকে অনুবাদ করেছি কিন্তু তা সঠিক ও বোধগম্য করতে ব্যার্থ হয়েছি। অনুগ্রহ করে অনুবাদে সাহায্য করলে উপকৃত হতাম। --- শাহাদাত সায়েম (আলাপ) ০৩:৪৩, ৭ নভেম্বর ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]

Non-free rationale for চিত্র:Vince McMahon WWE.png[সম্পাদনা]

Thanks for uploading or contributing to চিত্র:Vince McMahon WWE.png. I notice the file page specifies that the file is being used under non-free content criteria, but there is not a suitable explanation or rationale as to why each specific use in Wikipedia is acceptable. Please go to the file description page, and edit it to include a non-free rationale.

If you have uploaded other non-free media, consider checking that you have specified the non-free rationale on those pages too. You can find a list of 'file' pages you have edited by clicking on the "my contributions" link (it is located at the very top of any Wikipedia page when you are logged in), and then selecting "File" from the dropdown box. Note that any non-free media lacking such an explanation will be deleted one week after they have been tagged, as described on criteria for speedy deletion. {{subst:you can request undeletion}} If you have any questions, please ask them at the Media copyright questions page. Thank you. ~ মহীন (আলাপ) ১৮:৫৬, ১৫ নভেম্বর ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]

চিত্র:Seth Rollins in SummerSlam 2015.jpg নিবন্ধটি উইকিপিডিয়া থেকে দ্রুত অপসারণের জন্য একটি ট্যাগ লাগানো হয়েছে। নিম্নলিখিত কারণে এটি করা হয়েছে:

কমন্সে ফ্রি ফাইল রয়েছে।

দ্রুত অপসারণ নীতি অনুসারে, যেসকল নিবন্ধ উইকিপিডিয়ার সাধারণ নীতিমালা অনুসরণ করেনি সেগুলো যেকোন মুহুর্তে অপসারণ করা হতে পারে।

আপনি যদি মনে করেন যে এই নোটিশটি এখানে ভুল করে প্রদান করা হয়েছে, তবে এই অপসারণের আপত্তি জানাতে নিবন্ধে যেয়ে দ্রুত অপসারণের আপত্তি করতে চাইলে এখানে ক্লিক করুন লেখা লেবেলের উপর ক্লিক করুন। এটি করার ফলে আপনি আগে থেকে বিন্যাস্ত সংশ্লিষ্ট নিবন্ধের আলাপ পাতা পাবেন, সেখানে আপনি ব্যাখ্যা করুন, কেন নিবন্ধটি দ্রুত অপসারণ করা উচিত নয়। অথবা আপনি নিবন্ধের আলাপ পাতায় সরাসরি আপনার কারণ ব্যক্ত করতে পারেন। কিন্তু এটাও মনে রাখবেন, দ্রুত অপসারণ ট্যাগ কোনো নিবন্ধে করা হলে, কোনো দেরি না করে অপসারণ করা হয় যদি নিবন্ধটি দ্রুত অপসারণ বিচারাধারার সাথে মিলে যায়। এটি যদি দ্রুত অপসারণের বিচারধারা অনুসারে না হয় তবে নিবন্ধ থেকে এই নোটিশটি সরিয়ে ফেলুন, কিন্তু অনুগ্রহপূর্বক আপনার নিজের তৈরি করা নিবন্ধ থেকে এ নোটিশটি সরিয়ে ফেলবেন না আমরা আপনাকে নিবন্ধটিকে সম্প্রাসারণ করতে উৎসাহিত করছি। আরও মনে রাখবেন যে, নিবন্ধের বিষয় অবশ্যই উল্লেখযোগ্য হতে হবে ও নির্ভরযোগ্য উৎস থেকে তথ্যসূত্রগুলো যাচাইযোগ্য হওয়া উচিত। যদি ইতিপূর্বে নিবন্ধটি অপসারিত হয়ে থাকে আপনি কোনো একজন সক্রিয় প্রশাসকের সহিত যোগাযোগ করুন।

অনুগ্রহপূর্বক আরও লক্ষ করুন যে, অপসারণের প্রস্তবনা কোনো ব্যক্তিগত আক্রমণ নয়। এটি শুধুমাত্র একটি নোটিশ যা উইকিপিডিয়ার নীতিমালা অনুসারে আপনাকে প্রদান করা হয়েছে। উইকিপিডিয়ায় অবদান রাখার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার আরও কোনো প্রশ্ন থাকলে আপনি বিনা দ্বিধায় আমার আলাপের পাতায় বার্তা রাখতে পারেন। যুদ্ধমন্ত্রী আলাপ ২১:৩০, ১৫ নভেম্বর ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]

চিত্র:Seth Rollins with both titles in SummerSlam 2015.jpg নিবন্ধটি উইকিপিডিয়া থেকে দ্রুত অপসারণের জন্য একটি ট্যাগ লাগানো হয়েছে। নিম্নলিখিত কারণে এটি করা হয়েছে:

কমন্সে ফ্রি ফাইল রয়েছে

দ্রুত অপসারণ নীতি অনুসারে, যেসকল নিবন্ধ উইকিপিডিয়ার সাধারণ নীতিমালা অনুসরণ করেনি সেগুলো যেকোন মুহুর্তে অপসারণ করা হতে পারে।

আপনি যদি মনে করেন যে এই নোটিশটি এখানে ভুল করে প্রদান করা হয়েছে, তবে এই অপসারণের আপত্তি জানাতে নিবন্ধে যেয়ে দ্রুত অপসারণের আপত্তি করতে চাইলে এখানে ক্লিক করুন লেখা লেবেলের উপর ক্লিক করুন। এটি করার ফলে আপনি আগে থেকে বিন্যাস্ত সংশ্লিষ্ট নিবন্ধের আলাপ পাতা পাবেন, সেখানে আপনি ব্যাখ্যা করুন, কেন নিবন্ধটি দ্রুত অপসারণ করা উচিত নয়। অথবা আপনি নিবন্ধের আলাপ পাতায় সরাসরি আপনার কারণ ব্যক্ত করতে পারেন। কিন্তু এটাও মনে রাখবেন, দ্রুত অপসারণ ট্যাগ কোনো নিবন্ধে করা হলে, কোনো দেরি না করে অপসারণ করা হয় যদি নিবন্ধটি দ্রুত অপসারণ বিচারাধারার সাথে মিলে যায়। এটি যদি দ্রুত অপসারণের বিচারধারা অনুসারে না হয় তবে নিবন্ধ থেকে এই নোটিশটি সরিয়ে ফেলুন, কিন্তু অনুগ্রহপূর্বক আপনার নিজের তৈরি করা নিবন্ধ থেকে এ নোটিশটি সরিয়ে ফেলবেন না আমরা আপনাকে নিবন্ধটিকে সম্প্রাসারণ করতে উৎসাহিত করছি। আরও মনে রাখবেন যে, নিবন্ধের বিষয় অবশ্যই উল্লেখযোগ্য হতে হবে ও নির্ভরযোগ্য উৎস থেকে তথ্যসূত্রগুলো যাচাইযোগ্য হওয়া উচিত। যদি ইতিপূর্বে নিবন্ধটি অপসারিত হয়ে থাকে আপনি কোনো একজন সক্রিয় প্রশাসকের সহিত যোগাযোগ করুন।

অনুগ্রহপূর্বক আরও লক্ষ করুন যে, অপসারণের প্রস্তবনা কোনো ব্যক্তিগত আক্রমণ নয়। এটি শুধুমাত্র একটি নোটিশ যা উইকিপিডিয়ার নীতিমালা অনুসারে আপনাকে প্রদান করা হয়েছে। উইকিপিডিয়ায় অবদান রাখার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার আরও কোনো প্রশ্ন থাকলে আপনি বিনা দ্বিধায় আমার আলাপের পাতায় বার্তা রাখতে পারেন। যুদ্ধমন্ত্রী আলাপ ২১:৩২, ১৫ নভেম্বর ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]

পর্যালোচনা[সম্পাদনা]

ভাইয়া, শুভেচ্ছা নিবেন। আমি একটি বিষয়ে বলতে চাই। তা হল- বাংলা উইকি'১৫ এর অনুবাদ বিষয়ক। আমি আমার অনেকগুলো নিবন্ধ জমা দিয়েছি ও কিছুগুলো লেখার মধ্য আছি । কিন্তু দুঃখের বিষয় আমার নিবন্ধে আগে ও পরের নিবন্ধ দেখা হয়েছে শুধু আমারগুলো পড়েই আছে । এতে অনুবাদ প্রকল্পের প্রতি আমার আগ্রহ কমে আসছে। আপনি যদি একটু দেখতেন! -- শাহাদাত সায়েম (আলাপ) ০৬:০৯, ১৭ নভেম্বর ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]

ধন্যবাদ, আপনার নিবন্ধগুলো ইতিমধ্যে পর্যালোচনা হয়ে গেছে। নাহিদ ভাই আপনার নিবন্ধগুলো পর্যবেক্ষণ করেছেন। আর হতাশ হবেননা, চেষ্টা চালিয়ে যান। বাংলায় প্রবাদ আছে একবার না পারলে দেখ শতবার। সেই অনুসারে বলছি চেষ্টা চালিয়ে যান। ইনশাল্লাহ সফল হবেন। Happy Editing! আপনাকে ধন্যবাদ-- Sethtalk ১৪:৫৯, ১৭ নভেম্বর ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]

রোলব্যাক মঞ্জুর[সম্পাদনা]

আপনার অ্যাকাউন্টের সাথে "রোলব্যাক" অধিকার যুক্ত করা হয়েছে। আপনার কিছু অবদান পর্যালোচনার পর, আমি বিশ্বাস করি ধ্বংসপ্রবণতা রোধের উদ্দেশ্যে রোল্যব্যাক অধিকারটি ব্যবহার করার জন্য আপনি বিশ্বস্ত এবং আপনি এই অধিকারটি বিশ্বস্ত সম্পাদনা প্রত্যাবর্তন বা ফেরত নেয়ার কাজে অথবা সম্পাদনা যুদ্ধের কাজে ব্যবহার করবেন না। রোলব্যাক সম্পর্কিত আরো তথ্যের জন্য, উইকিপিডিয়া:রোলব্যাক এবং উইকিপিডিয়া:নতুন প্রশাসকদের স্কুল/রোলব্যাক পড়ুন। আপনি যদি রোলব্যাক অধিকারটি আর ব্যবহার করতে না চান তাহলে আমার সাথে যোগাযোগ করুন, আমি অধিকারটি আপনার একাউন্ট থেকে প্রত্যাহার করবো। শুভ কামনা ও ধন্যবাদ। আফতাব (আলাপ) ১৪:৩৩, ৮ ডিসেম্বর ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]

ধন্যবাদ ভাই। এই অধিকার আমার কাজে আরো সহয়তা করবে। Sethtalk ১৪:৫৬, ৮ ডিসেম্বর ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]

প্রিয় উইকি বন্ধু, Seth R, দেখলাম আমার নতুন নিবন্ধে রেকর্ড (ছোটগল্প) আমারই ভুলের কারণে আপনি স্পীড ডিলিসনের ট্যাগ করেছেন । আসলে আজ সকালেই আমার ব্যাবহারকারী সন্দীপ সরকার পাতায় নিবন্ধটি শুরু করি ,নিবন্ধটি কিছুটা অগ্রসর হলে সেটাকে প্রধান পাতায় স্থানান্তর করতে গিয়েই বিপত্তিটা ঘটেছে বুঝতে পারছি। নিবন্ধটিকে সম্পূর্ণতা দান করার ইচ্ছেও আছে, আর সেটা যাতে করতে পারি সেজন্য সহযোগিতার হাত বাড়িয়ে উপকৃত করুন। ধন্যবাদান্তে -সন্দীপ সরকার (আলাপ) ১০:৪৮, ১২ ডিসেম্বর ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]

@সন্দীপ সরকার:ধন্যবাদ, আমি আপনার নিবন্ধটির রেডিরেক্ট উইকিপিডিয়া আলোচনা:রেকর্ড (ছোটগল্প) এ আমি অপসারণের ট্যাগ লাগিয়েছি। কিন্তু আপনার নিবন্ধে লাগাই নি। আমি ওই পাতার রেডিকেক্ট ভুল থাকায় লাগিয়েছি। আমি বুঝতে পেরেছি যে, আপনার এটা ভুল করে হয়েছে। আর আপনার নিবন্ধটি সুন্দর হয়েছে। ধন্যাবাদ। Sethtalk ১১:১৩, ১২ ডিসেম্বর ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]


প্রিয় Seth R,

     ধন্যবাদ জানাই আপনাকে। ভালো থাকবেন, আপনার সম্পাদনায় বাংলা উইকিপিডিয়া সমৃদ্ধির পথে অগ্রসর হোক। সম্পাদনার কাজে কোনো সমস্যার সম্মুখীন হলে আশা করি আপনার সাহায্যে বঞ্চিত হবো না।-সন্দীপ সরকার (আলাপ) ১৬:১০, ১২ ডিসেম্বর ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]

প্রিয় @সন্দীপ সরকার: আপনাকে স্বাগতম। আমি সবসময় বাংলা উইকিপিডিয়ার উন্নায়নে এবং আপনার মত নতুন ব্যবহারকারীকে উৎসাহ এবং সাহায্য করতে প্রস্তুত আছি। সাহায্যের প্রয়োজন হলে আমার সাথে যোগাযোগ করুন। আমি আপনাকে যথাসাধ্য সাহায্য করার চেষ্টা করব। ধন্যবাদ। Sethtalk ০২:৫৪, ১৩ ডিসেম্বর ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]


প্রিয় Seth R, আপনাকে অশেষ ধন্যবাদ, রেকর্ড (ছোটগল্প) নিবন্ধটি শেষ করেছি, পারলে একটু দেখবেন ; আর নিবন্ধটির উন্নতিসাধনে কোনো পরামর্শ থাকলে অনুগ্রহ দেবেন। ভালো থাকুন , সুস্থ থাকুন। ধন্যবাদান্তে-সন্দীপ সরকার (আলাপ) ২৩:৫৬, ১৩ ডিসেম্বর ২০১৫ (ইউটিসি) প্রিয় @সন্দীপ সরকার, আমার মতে আপনার নিবন্ধটি সুন্দর হয়েচগে। কিন্তু আপনি আরো দেখুনে কিছু বইয়ের তালিকা দিয়েছেন যেখানে উইকিপিডিয়ায় এই সম্পর্কিত আর্টিকেলের লিংক দেওয়া হয়। আমার মতে আপনি ঐ অনুচ্ছেদটির নাম গ্রন্থপঞ্জী দিলে ভালো হত। আপনিও সুস্থ থাকুন ও ভালো থাকুন। আপনাকে ধন্যবাদ| Sethtalk ০০:০৫, ১৪ ডিসেম্বর ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]

প্রিয় Seth R, আপনার সুপরামর্শে ধন্য হলাম। আপনার পরামর্শ আমার কাছে সঠিক মনে হলো। বিষয়টি সংশোধন করে নিচ্ছি। ধন্যবাদান্তে - সন্দীপ সরকার (আলাপ) ০০:১৮, ১৪ ডিসেম্বর ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]

আপনাকে স্বাগতম। Sethtalk ০১:২৪, ১৪ ডিসেম্বর ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]


টেমপ্লেট:তথ্যছক রেডিও স্টেশন[সম্পাদনা]

টেমপ্লেট:তথ্যছক রেডিও স্টেশন পাতায় অনুবাদকৃত সম্পাদনা এখানে পূর্বাবস্থায় ফিরিয়ে নেওয়ার কী অর্থ?Moheen Reeyad (আলাপঅবদান) ১৮:৩১, ১০ ডিসেম্বর ২০১৫ এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন।

ওহ দুঃখিত ভাই। আমি ভুল করে করেছি। আমি দেখতে পায় নি। আমি পেজ অনুবাদের সময় ভুল করে করেছি। আমি জানলে ঠিক করতাম। আমাকে মাফ করবেন।` Sethtalk ১৫
১২, ১০ ডিসেম্বর ২০১৫ (ইউটিসি)
সম্পাদনার ক্ষেত্রে সতর্ক থাকার অনুরোধ জানাচ্ছি। আশা করি, অযথা নিজের এবং অন্যের সময় নষ্ট না করার বিষয়ে সদয় দৃষ্টি দেবেন। ~ মহীন (আলাপ) ১৬:৫৮, ১০ ডিসেম্বর ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]
Thank you, i dont know when i rollback it, thanks. Sethtalk ১৭:০৭, ১০ ডিসেম্বর ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]

বট প্রসঙ্গে[সম্পাদনা]

আপনি বট ফ্ল্যাগ ব্যতীত বট চালাচ্ছেন যেটা বট পলিসির ভায়োলেশন, অনুগ্রহ করে বট ফ্ল্যাগের জন্য আবেদন করুন।--যুদ্ধমন্ত্রী আলাপ ০৬:২৩, ১৬ ডিসেম্বর ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]

ঠিক আছে ভাইয়া। ধন্যবাদ-- Sethtalk ০৬:৪৬, ১৬ ডিসেম্বর ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]

ফিরতি বার্তা[সম্পাদনা]

সুপ্রিয়, Alphaa Noman। Shamim Sarker-এর আলাপ পাতায় আপনার জন্য একটি নতুন বার্তা এসেছে।
১১:৩০, ১৯ ডিসেম্বর ২০১৫ (ইউটিসি) তারিখে বার্তাটি যোগ হয়েছে। আপনি {{ফিরতি বার্তা}} টেমপ্লেটটি অপসারণের মাধ্যমে যেকোনো সময় এই বিজ্ঞপ্তিটি মুছে ফেলতে পারেন।[উত্তর দিন]

Shamim Sarker (আলাপ) ১১:৩০, ১৯ ডিসেম্বর ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]


ফিরতি বার্তা[সম্পাদনা]

সুপ্রিয়, Alphaa Noman। শাহাদাত সায়েম-এর আলাপ পাতায় আপনার জন্য একটি নতুন বার্তা এসেছে।
০৬:৪০, ২৪ ডিসেম্বর ২০১৫ (ইউটিসি) তারিখে বার্তাটি যোগ হয়েছে। আপনি {{ফিরতি বার্তা}} টেমপ্লেটটি অপসারণের মাধ্যমে যেকোনো সময় এই বিজ্ঞপ্তিটি মুছে ফেলতে পারেন।[উত্তর দিন]

শাহাদাত সায়েম (আলাপ) ০৬:৪০, ২৪ ডিসেম্বর ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]

চিত্র:Slammy award winner 2015.pdf[সম্পাদনা]

দয়া করে অপ্রয়োজনীয় ফাইল আপলোড করবেন না, যা বিশ্বকোষের নিবন্ধের সঙ্গে যুক্ত করার করার কোন রকম সম্ভাবনা নেই। এই ফাইলটি অপসারণ করা হল। -- বোধিসত্ত্ব (আলাপ) ০৫:৩৭, ২৮ ডিসেম্বর ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]

সাহায্য চাই[সম্পাদনা]

আমার পর্যালোচনার জন্য জমাদানকৃত নিবন্ধ বেশীর ভাগের ছোট ছোট টেমপ্লেট সমস্যা রয়েছে, যদি সময় করে একটু সাহায্য করতেন? --SMMONIR2014 (আলাপ) ১৯.৪০, ৩১ ডিসেম্বর ২০১৫ (ইউটিসি)

আপনার যেসব পাতায় টেমপ্লেট সমস্যা আছে তা উল্লেখ করুন। তাহলে সুবিধা হয়। Sethtalk ০১:২৬, ১ জানুয়ারি ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]


টেমপ্লেট সমস্যা[সম্পাদনা]

ইলিনয় রুট ১০৩ ওয়াশিংটন স্টেট রুট ৯০২ এম-১৩০ (মিশিগান হাইওয়ে) স্পার রুট টেমপ্লেট নেভাডা স্টেট রুট ৫৬৪ ওহিও স্টেট রুট ৭১০ ওহিও স্টেট রুট ২৯৩ রাস্তার বিবরণ টেমপ্লেট আইওয়া হাইওয়ে ১৬০ #SMMONIR2014 (আলাপ · অবদান)

 করা হয়েছে Sethtalk ১৪:৩৯, ২ জানুয়ারি ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]


টেমপ্লেট: infobox[সম্পাদনা]

টেমপ্লেট তৈরী করে দেয়ার জন্য অনেক ধন্যবাদ। এরকম কিভাবে আমি নিজেই বানাতে পারব - সংক্ষেপে জানালে ভাল হত। এর জন্য কি আগে অনুরোধ করতে হয়? Hatorininja (আলাপ) ১৪:৫০, ১১ জানুয়ারি ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]

@Hatorininja: ইংরেজি উইকিপিডিয়া থেকে কপি করে অনুবাদ করে আপনি বানাতে পারবেন। আপনি তো নতুন তাই প্রথম প্রথম সমস্যা হলেও পরে বুঝে যাবেন। সমস্যা হলে আমাকে জানাতে ভুলবেননা। Sethtalk ১৫:০০, ১১ জানুয়ারি ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]

গ্যালিলিও গ্যালিলেই[সম্পাদনা]

Seth R গ্যালিলিও গ্যালিলেই নিবন্ধে আমার সম্পাদনায় কি সমস্যা ছিল যে রির্ভাট করলেন। --কায়সার আহমাদ (আলাপ) ০৩:৫৩, ২৪ জানুয়ারি ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]

@Kayser Ahmad: দুঃখিত, আমি মূলত অন্য নিবন্ধের বেনামি ব্যবহারকারীর অবদানের পরিবর্তন চেক করতে গিয়ে রোলব্যাক এ ক্লিক করে ফেলি। ফলে রোলব্যাক হয়ে যায়। আমি সমস্যা ঠিক করে দিয়েছি। Sethtalk ০৫:২৭, ২৪ জানুয়ারি ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]

এপ্রিল ফুল[সম্পাদনা]

ভাইয়া, আমি এপ্রিল ফুল নিবন্ধটি সম্প্রসারন করছি কিন্তু ব্যবহারকারী:Shamim Sarker এটিকে বারবার পূর্বাবস্থায় ফিরিয়ে নিয়ে যাচ্ছে। এতে আমার কাজ বাধাপ্রাপ্ত হচ্ছে। আমি কি করতে পারি?-শাহাদাত সায়েম (আলাপ) ০৪:০৫, ৩ ফেব্রুয়ারি ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]

@শাহাদাত সায়েম: সমস্যা নাই আমি রোলব্যাক করেছি। বুঝলাম না শামীম সরকার কেন রিভার্ট করল?? Sethtalk ০৪:২৩, ৩ ফেব্রুয়ারি ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]
ধন্যবাদ ভাইয়া-শাহাদাত সায়েম (আলাপ) ০৫:২৬, ৩ ফেব্রুয়ারি ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]

নিরীক্ষক অধিকার[সম্পাদনা]

প্রিয় নোমান,

আপনাকে আমি নিরীক্ষক অধিকার প্রদান করলেও আপনার পূর্বের আবেদন সম্পর্কে আমার ধারণা ছিলো না। ব্যক্তিগতভাবে আপনার সাম্প্রতিক সম্পাদনায় আমি নিয়মের লংঘণমূলক কিছু দেখিনি তবে আপনাকে অনুরোধ করবো আপনি দায়িত্বশীলতার সাথে ও সক্রিয়ভাবে অধিকারটি ব্যবহার করবেন। আপনার ওপর তাই আমি আস্থা রাখছি। আর কোনো জিজ্ঞাসা বা সাহায্যে আমার আলাপ পাতায় স্বাগতম। উইকিতে আপনার গঠনমূলক সম্পাদনা অব্যাহত থাকুক। — তানভির০৮:২৩, ৩ ফেব্রুয়ারি ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]

@Wikitanvir:ধন্যবাদ ভাইয়া, আমি আপনার থেকে বয়সে অনেক ছোট তাই আপনি আমাকে তুমি করে বলতে পারেন। আমাকে অধিকার প্রদানের জন্য ধন্যবাদ ভাইয়া।` Sethtalk ০৮:২৮, ৩ ফেব্রুয়ারি ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]



ওপরের আলোচনাটি পুরোনো আলোচনার একটি সংগ্রহ হিসেবে বিদ্যমান। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। এ সম্পর্কিত যে-কোনো আলোচনা যথোপযুক্ত স্থান, যেমন: মূল আলাপ পাতার নতুন আলোচনাসূত্রে শুরু করুন। এই আলোচনায় কোনো নতুন সম্পাদনা গ্রহণযোগ্য নয়।