ব্যবহারকারী আলাপ:Azamvai
আলোচনা যোগ করুনপাতা থেকে গণহারে তথ্য ও ট্যাগ অপসারণ প্রসঙ্গে
[সম্পাদনা]দয়া করে, আপনার ধ্বংসাত্মক সম্পাদনা বন্ধ করুন। আপনি যদি উইকিপিডিয়ার নিবন্ধের, টেমপ্লেটের যাবতীয় বিষয়বস্তু কিংবা এর অংশবিশেষ এবং অন্যান্য সামগ্রী মুছে ফেলা অব্যাহত রাখেন, যা আপনি এই উইকিপিডিয়া:নিবন্ধ অপসারণের প্রস্তাবনা/আহমেদুল হক সিদ্দিকী নিবন্ধে করেছেন, তবে আপনাকে সম্পাদনা করা থেকে বাধাদান করা হতে পারে। ধন্যবাদ। — তানভির • ১৫:৪১, ২৩ নভেম্বর ২০১৯ (ইউটিসি)
আপনাকে নিবন্ধের অপসারণ প্রস্তাবনায় মতামত রাখার ও উইকিপিডিয়ার নীতি অনুসরণ করে কাজ করার অনুরোধ করছি। — তানভির • ১৫:৪৭, ২৩ নভেম্বর ২০১৯ (ইউটিসি)
- প্রশাসক নাহিদ সুলতানের পাতায় করা অনুরোধে আপনার ব্যবহারকারী উপপাতায় নিবন্ধের তথ্যটি সরিয়ে দিয়েছি। এখানে দেখুন: ব্যবহারকারী:Azamvai/আহমেদুল হক সিদ্দিকী। — তানভির • ১৫:৫৪, ২৩ নভেম্বর ২০১৯ (ইউটিসি)
ধন্যবাদ
[সম্পাদনা]আমাকে তথ্য গুলো দেওয়ায় ''মন্ত্রী '' (আলাপ) ১৮:১১, ২৩ নভেম্বর ২০১৯ (ইউটিসি)
- আপনাকে পাতাটি ব্যবহারকারী উপপাতায় সরিয়ে দিয়েছি আপনাকে তথ্যগুলো দেওয়ার জন্য, নিবন্ধ হিসেবে রাখার জন্য নয়, তাই পাতাটিতে কোনো কাজ করতে চাইলে সেখানেই তা করুন। অনুগ্রহ করে নিবন্ধ পাতায় আনবেন না। ধন্যবাদ। — তানভির • ০৩:৪৯, ২৪ নভেম্বর ২০১৯ (ইউটিসি)
পাতা থেকে ট্যাগ বা তথ্য অপসারণ প্রসঙ্গে সর্বশেষ সতর্কবাতা
[সম্পাদনা]আপনাকে সর্বশেষ সতর্কবার্তা প্রদান করা হচ্ছে; আপনি যদি উইকিপিডিয়ায় কোনো পাতা কিংবা টেমপ্লেট থেকে বিষয়বস্তু মুছে ফেলেন, তবে পরবর্তী কোনো সতর্কবার্তা ব্যতিরেকেই আপনাকে সম্পাদনা করা থেকে বাধাদান করা হবে।
অনুগ্রহ করে লক্ষ্য করুন, উইকিপিডিয়ায় কোনো নিবন্ধ আপনি বা আমি শুরু করার অর্থ এই নয় যে সেটির মালিকানা আপনার বা আমার। সবার সেই পাতায় সম্পাদনা করার সমান অধিকার রয়েছে। পাতা থেকে ট্যাগ বা তথ্য মুছে ফেলা ব্যক্তিগত ইচ্ছা বা আবেগের বিষয় নয়। তাই আপনাকে শেষ বারের মতো অনুরোধ করছি যে আপনি মগনামা ঘাট নিবন্ধে করা এ ধরনের সম্পাদনা থেকে বিরত থাকুন, নইলে অনিচ্ছা সত্ত্বেও আপনার অ্যাকাউন্টকে বাধাপ্রদানে বাধ্য হতে হবে। আপনার প্রশ্ন বা জিজ্ঞাসা থাকলে সেটি আগে করুন এবং তারপর নিশ্চিত হয়ে কাজ করুন, কিন্তু নীতিমালার বিরূদ্ধে গিয়ে ধ্বংসপ্রবণ সম্পাদনা কাম্য নয়। — তানভির • ০৩:৫৬, ২৪ নভেম্বর ২০১৯ (ইউটিসি) সুপ্রিয় তানভীর ভাই, আমি আপনার কথা ও কাজে সন্তুষ্ট। অন্যদের উপর একটু আবেগ প্রকাশ করা হয়েছে।কেন তাও আপনি বুঝতে পারছেন। মগনামা ঘাট পেইজটা এখনও অপসারণ করা হয়নি।। আমি ভাই এটাতে আঞ্চলিকতা দেখছি। আমি আঞ্চলিকতার উর্ধ্বে। বাড়ি পটিয়া চট্টগ্রাম তথ্য খুঁজে আনছি কক্সবাজার জেলার। ইকবালের আঞ্চলিকতা আমার পছন্দ হয়নি। আমাকে বাঁধা দেওয়ার কথা বলছেন।উইকিপিডিয়া আমার দেওয়া তথ্য গুলো নিয়ে এবার ছোড়ে ফেলে দেবে। এ কেমন নীতি? (''মন্ত্রী '' (আলাপ) ০৫:১১, ২৪ নভেম্বর ২০১৯ (ইউটিসি))
অরুণ শীল নিবন্ধের দ্রুত অপসারণ প্রস্তাবনা
[সম্পাদনা]এটি যদি উইকিপিডিয়াতে আপনার তৈরি করা প্রথম নিবন্ধ হয়ে থাকে, তবে আপনি উইকিপিডিয়াতে প্রথম নিবন্ধের দিক-নির্দেশনা অবশ্যই পাঠ করে নিন।
আমরা আপনাকে নিবন্ধ উইজার্ড ব্যবহার করে নিবন্ধ তৈরি করতে উৎসাহিত করছি।
উইকিপিডিয়া থেকে দ্রুত অপসারণের জন্য অরুণ শীল পাতায় একটি ট্যাগ লাগানো হয়েছে। দ্রুত অপসারণের বিচারধারার নি৭ অনুচ্ছেদ অনুযায়ী এই ট্যাগ লাগানো হয়েছে। কারণ এই নিবন্ধের বিষয় একজন ব্যক্তি, প্রতিষ্ঠান (ব্যান্ড, ক্লাব, কোম্পানি, ইত্যাদি) অথবা ওয়েব সাইট সম্পর্কিত। কিন্তু নিবন্ধের কোথাও উল্লেখ করা হয়নি নির্দিষ্ট কি কারণে এই নিবন্ধটি গুরুত্বপূর্ণ বা উল্লেখযোগ্য, যে কারণে এটি বিশ্বকোষে অন্তর্ভুক্ত করা প্রয়োজন। দ্রুত অপসারণের বিচারধারা অনুযায়ী এই নিবন্ধটি যে কোনো সময় অপসারণ করা হতে পারে। অনুগ্রহ করে উইকিপিডিয়ার উল্লেখযোগ্যতার নীতিমালা দেখুন।
আপনি যদি মনে করেন যে এই কারণে এই পাতাটি অপসারণ করা উচিত নয়, তবে এই অপসারণে আপত্তি জানাতে নিবন্ধটিতে যেয়ে "দ্রুত অপসারণের আপত্তি করতে চাইলে এখানে ক্লিক করুন" লেখার উপর ক্লিক করুন ও সেখানে কারণ ব্যাখ্যা করুন কেন নিবন্ধটি দ্রুত অপসারণ করা উচিত নয়। মনে রাখবেন, কোনো নিবন্ধে দ্রুত অপসারণ ট্যাগ করা হলে, কোনো দেরি না করে নিবন্ধটি অপসারণ করা হয় যদি নিবন্ধটি দ্রুত অপসারণের বিচারাধারার সাথে মিলে যায়। অনুগ্রহপূর্বক আপনার নিজের তৈরি করা নিবন্ধ থেকে এ নোটিশটি সরিয়ে ফেলবেন না, তবে আমরা আপনাকে নিবন্ধটি সম্প্রসারণ করতে উৎসাহিত করছি। আরও মনে রাখবেন যে, নিবন্ধের বিষয় অবশ্যই উল্লেখযোগ্য হতে হবে ও নির্ভরযোগ্য উৎস থেকে তথ্যসূত্রগুলো যাচাইযোগ্য হওয়া উচিত। যদি ইতিমধ্যে নিবন্ধটি অপসারিত হয়ে থাকে, ও আপনি ভবিষ্যতে এটির উন্নতি করতে এর বিষয়বস্তু ফেরত পেতে চান, তবে দয়া করে যে প্রশাসক এটি অপসারণ করেছেন তার সাথে যোগাযোগ করুন। — আদিভাই • আলাপ • ০৯:৪৭, ২০ অক্টোবর ২০২০ (ইউটিসি)
অক্টোবর 2020
[সম্পাদনা]Welcome to Wikipedia. It might not have been your intention, but you removed a speedy deletion tag from a page you have created yourself. If you believe the page should not be deleted, you may contest the deletion by clicking on the button that says: Click here to contest this speedy deletion and appears inside the speedy deletion notice. This will allow you to make your case on the page's talk page. Administrators will consider your reasoning before deciding what to do with the page. Thank you. —ইয়াহিয়াআলাপ• ১৭:২৭, ২০ অক্টোবর ২০২০ (ইউটিসি)
মলয় ঘোষ দস্তিদার নামক নিবন্ধের অপসারণের প্রস্তাবনা
[সম্পাদনা]মলয় ঘোষ দস্তিদার নিবন্ধটি উইকিপিডিয়ার নীতিমালা ও নির্দেশাবলী অনুসারে উইকিপিডিয়ায় স্থান পাওয়ার জন্য উপযুক্ত কিনা বা অপসারণ নীতিমালা অনুসারে অপসারণের যোগ্য কি-না এই বিষয়ে মতামতের জন্য একটি আলোচনার সূত্রপাত করা হয়েছে।
একটি ঐক্যমত্যে না পৌঁছানো পর্যন্ত নিবন্ধটি সম্পর্কে উইকিপিডিয়া:নিবন্ধ অপসারণের প্রস্তাবনা/মলয় ঘোষ দস্তিদার পাতায় আলোচনা করা হবে, এবং যে কাউকে আলোচনায় অংশগ্রহণে স্বাগতম। মনোনয়ন অপসারণ প্রস্তাবনার নীতি ও নির্দেশিকা ব্যাখ্যা করবে। আলোচনায় উচ্চমানের প্রমাণ এবং আমাদের নীতি ও নির্দেশাবলীর উপর গুরুত্ব দেওয়া হবে।
অপসারণ প্রস্তাবনার আলোচনা চলা অবস্থায় ব্যবহারকারীগণ নিবন্ধটির মান উন্নয়ন করতে পারবেন। অপসারণ প্রস্তাবনাতে নিবন্ধ উন্নয়ন সম্পর্কিত কোন তথ্য থাকলে নিবন্ধের স্বার্থে তা সম্পাদনা করা যাবে। যাইহোক, আলোচনা সমাপ্ত না হওয়া পর্যন্ত নিবন্ধ থেকে নিবন্ধ অপসারণ প্রস্তাবনা টেমপ্লেটটি সরাবেন না। —ইয়াহিয়াআলাপ• ২০:৩১, ২৮ অক্টোবর ২০২০ (ইউটিসি)
টাইম নাই। আমি হিরো আলমের নিবন্ধনটা নিয়ে ব্যস্ত। আপনারা চালায় যান! ''মন্ত্রী '' (আলাপ) ১০:৫৮, ৩০ অক্টোবর ২০২০ (ইউটিসি)
ভারতীয় উইকিসংকলন মুদ্রণ সংশোধন প্রতিযোগিতা - অংশগ্রহণ করুন ও পুরস্কার জিতুন
[সম্পাদনা]
সুপ্রিয় Azamvai, আশা করি করোনাভাইরাসের বৈশ্বিক মহামারী পরিস্থিতিতে ভাল আছেন। আগামীকাল থেকে ভারতীয় উইকিসংকলন মুদ্রণ সংশোধন প্রতিযোগিতা শুরু হচ্ছে। আপনাকে আমি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে আন্তরিক অনুরোধ করি ।এই প্রতিযোগিতায় অভিজ্ঞ,অনভিজ্ঞ ও নতুন ব্যবহারকারী সকলের জন্যই মুক্ত। উইকিসংকলন – একটি উন্মুক্ত অনলাইন পাঠাগার –যা উইকিমিডিয়া ফাউন্ডেশনের একটি প্রকল্প যা উন্মুক্ত লেখ্য উপাদান তৈরি করার জন্য এক লাইব্রেরি যেখানে উৎসের লেখা মূল নথিপত্র , দলিল, দস্তাবেজ, এমনকি মুল লেখার বাংলা অনুবাদও থাকে। যেখানে উইকিপিডিয়া একটি বিশ্বকোষ, সেখানে উইকিসংকলন হল একটি লাইব্রেরি বা পাঠাগার বা গ্রন্থাগার। উইকিপিডিয়াতে কোনো একটি বই সম্পর্কে নিবন্ধ থাকতে পারে, সেখানে উইকিসংকলনে সেই বইটির সম্পূর্ণ লেখাটি রাখা হয়। ভারতীয় উইকিসংকলন সম্প্রদায়ের অন্য ভাষাগুলির থেকে বাংলা ভাষায় অবদানকারির সংখ্যা তুলনামূলক ভাবে অত্যধিক কম। অথচ বাংলা সাহিত্যের রত্ন ভাণ্ডারের কিছু শতাংশ মাত্র প্রকাশ করা গেছে। তাই আমাদের আরও স্বেচ্ছাসেবক দরকার কাজ করার জন্য। আশা করি আপনি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন ও উইকিসংকলনকে সমৃদ্ধ করবেন। বিস্তারিত প্রকল্প পাতায় দেখুন। প্রতিটি সম্প্রদায় অনুযায়ী পুরষ্কার
বাংলাদেশ থেকে কোনো প্রতিযোগী পুরস্কার পেলে, তাকে ( https://www.bagdoom.com/ ) বা সম গোত্রীয় ওয়েব সাইট থেকে গিফট ভাউচার পাঠানো হবে ও ভারতে আমজন গিফট ভাউচার পাঠানো হবে। বাংলাদেশে (অন্যান্য দেশে) বসবাসকারী বিজয়ীদের শুধুমাত্র উপহার ভাউচার পাঠানো সম্ভব। টিশার্ট বা মেমেন্টো ভারত থেকে পাঠানা সম্ভব নাও হতে পারে। প্রতিযোগিতায় আপনাকে স্বাগতম। শুভেচ্ছা সহ, |
পরামর্শ
[সম্পাদনা]@Azamvai:, উইকিপিডিয়ায় আপনার সম্পাদনার জন্য ধন্যবাদ। মাঝে মাঝে কিছু বিষয়ে খেয়াল রাখবেন। যেমনটা আপনি মিজানুর রহমান আজহারী নিবন্ধে করেছেন । উল্লেখ্য তার বিষয়ে সমালোচনা রয়েছে, এবং তা নিবন্ধের যথাস্থানেই রয়েছে । তাই আমার মতে আপনার অগঠনমূলক বক্তব্যের জন্য সমালোচিত বাক্যটি সঠিক নয়। এটা ব্যক্তির সমগ্র ব্যক্তিত্বকে প্রতিফলিত করে। সাজিদツআলাপ ০৪:৫৪, ২৮ মার্চ ২০২১ (ইউটিসি)
সাজিদ সাহেব, খুবই দুঃখের সাথে জানাচ্ছি আপনি বার বার আমার সম্পাদনা পূর্বাবস্থায় ফিরিয়ে নিয়ে যাচ্ছেন কোন ব্যাক্তি সম্পর্কে লিখতে গেলে নিরপেক্ষতা অবলম্বন করতে হয়। কিন্তু আজহারী পেইজটা সম্পূর্ণ পক্ষপাতিত্বমূলক। আপনি বার বার সেই পক্ষপাতিত্বের পুনরাবৃত্তি করে যাচ্ছেন। আমার আলাপ পাতায় আপনার এই বার্তাটিও সে দিকে ইঙ্গিত করে। "সমগ্র বক্তিকে প্রতিফলন করে " একটু বিস্তারিত বলুন। আমি মূর্খ মানুষ একটু কম বুঝি। ''মন্ত্রী '' (আলাপ) ০৬:০১, ২৮ মার্চ ২০২১ (ইউটিসি)
- @Azamvai: আপনার আজহারী পেইজটা সম্পূর্ণ পক্ষপাতিত্বমূলক এই কথার ব্যাখ্যা দিন। আর আমার কোন পুনর্বহালে নিরপেক্ষতা অবলম্বন করা হয়নি তা বলুন। আমি মিজানুর রহমান আজহারী নিবন্ধে দুইবার আপনার সম্পাদনা বাতিল করেছি। আমার প্রথম সম্পাদনার কারন হলো, আপনার পূর্বের করা সম্পাদনাটা স্পষ্ট ধ্বংসপ্রবণতা ছিল। আর আপনার যদি মনে হয় যে আমার দ্বিতীয় সম্পাদনাটি নিরপেক্ষতা মানছে না, তবে @Owais Al Qarni: এর এই সম্পাদনাটি দেখুন। তিনিও কিন্তু আপনার সম্পাদনাটুকু মুছে দিয়েছেন। আর আমার" সমগ্র ব্যক্তিকে প্রতিফলিত করে" বলার কারন হলো আপনি আপনার "অগঠনমূলক বক্তব্যের জন্য সমালোচিত" বাক্যটা নিবন্ধের এমন জায়গায় ব্যবহার করেছেন যাতে এটি সরাসরি ব্যক্তিকে আঘাত করে। তার সম্পর্কে যে সমালোচনা আছে,তা নিবন্ধের সমালোচনা অংশে এমনিতেই উল্লেখ আছে। আশা করি আপনি বুঝতে পেরেছেন। সাজিদツআলাপ ০৬:২৩, ২৮ মার্চ ২০২১ (ইউটিসি)
- মানদন্ডে উত্তীর্ণ নয় ,নিরেপক্ষতা অবলম্বন করা হয়নি।তথ্য সূত্রের সাথে লেখার কোন মিল নাই । ব্যাক্তির অধিক সমালোচনা থাকা সত্বে ও সমালোচনা অপশন যুক্ত করা হয়নি ।এতে ব্যক্তি সম্পর্কে সম্পূর্ণ পক্ষপাতিত্বমূলক আচরণ করা হয়েছে ।ব্যক্তিকে সমাজসংস্করক পন্ডিত সহ ইত্যাদি পদবীতে ভূষিত করা হয়েছে যার কোন বাস্তবতার ভিক্তি নাই ।--''মন্ত্রী '' (আলাপ) ০৭:২৩, ২৮ মার্চ ২০২১ (ইউটিসি)
তাহলে কি ওনি অগঠনমূলক বক্তব্য দেননি? ভাই সাজিদ সাহেব আমি আপনার ছাত্র হওয়ার জন্য উইকিপিডিয়ায় আসি নাই। আপনার যেমন সম্পাদনার অধিকার আমার ও আছে। পক্ষে বিপক্ষ আলোচনা সমালোচনা থাকলে নিবন্ধনে তা যুক্ত করতে হয়। তাতে ব্যক্তির আঘাত হবে এমন পক্ষপাতিত্ব কথা আপনার কাছে শুনলাম। আপনি এটাই বলতে চাচ্ছেন আমি যে ঐ পাতা সম্পাদনা না করি, এই তো। আমি আর করবো না। আপনি খুশি তো? ইংরেজি উইকিপিডিয়া গুলো দেখুন পড়ুন অধিকাংশ পেইজে কঠিন সমালোচনা যুক্ত করা আছে। এই পাতাটি সে দৃষ্টিকোণে অপসারণ পার্যায়ে পড়ে। ''মন্ত্রী '' (আলাপ) ০৬:৩৩, ২৮ মার্চ ২০২১ (ইউটিসি)
- @Azamvai: ভাই, আপনি দাবী করছেন, মিজানুর রহমান আজহারী নিবন্ধটিতে তাকে সমাজ সংস্কারক ও পন্ডিত বলে অভিহিত করা হয়েছে। কিন্তু আমি সমাজ সংস্কারক শব্দটা দেখতে পাচ্ছিনা, তবে তিনি অবশ্যই পন্ডিত মানুষ। এতে আপনার দ্বিমত রয়েছে? Prodipto Deloar (আলাপ) ০৩:০৩, ২৮ মার্চ ২০২১ (ইউটিসি)
- ছিল --''মন্ত্রী '' (আলাপ) ০৯:০৭, ২৮ মার্চ ২০২১ (ইউটিসি)
- আমি যে কোন নিবন্ধনের মান উন্নায়ণের কাজ করি ,অপসারণের পক্ষে যাই না ।কিন্তু আপনি আমার সম্পাদনা বার বার মুছে দিচ্ছেন যা খুবই দুঃখ জনক --''মন্ত্রী '' (আলাপ) ০৯:১০, ২৮ মার্চ ২০২১ (ইউটিসি)
- উনি পন্ডিত না কি সেটা আমার প্রয়োজন নাই ,আমি পক্ষপাতিত্বমূলক আচরণ পেয়েছি ।যা বাংলা উকির লজ্জাজনক ।ভালো ভালো পন্ডিত ও লেখকদের এখানে স্থান হয় না ।অথচ আবেগে বশিভূত হয়ে আত্মপ্রচারক কিছু মানুষের নিবন্ধ দেখি । উকিপিডিয়া আত্মপ্রারের স্থান নয় । যেটা ফেসবুকে হয় সে উকিপিডিয়ায় হয় না ।--''মন্ত্রী '' (আলাপ) ০৯:২১, ২৮ মার্চ ২০২১ (ইউটিসি)
- @Azamvai: ভাই, আমার মনে হচ্ছে, আপনি উইকিপিডিয়ার নিয়মকানুন না জেনেই আবেগে কথা বলছেন। দয়া করে কিছু নিয়ম কানুন পড়েন। আর আপনার কিছু সম্পাদনা দেখলাম, তাতে আপনি নিরেপক্ষতা নীতি মানছেন না, এতে করে আপনি উইকিপিডিয়ার বাধাগ্রস্থ হতে পারেন। দয়া করে নিরেপক্ষ ভাবে সম্পাদনা করুন। Prodipto Deloar (আলাপ) ০৪:৩৪, ২৮ মার্চ ২০২১ (ইউটিসি)
- @Azamvai: ভাই, আপনি দাবী করছেন, মিজানুর রহমান আজহারী নিবন্ধটিতে তাকে সমাজ সংস্কারক ও পন্ডিত বলে অভিহিত করা হয়েছে। কিন্তু আমি সমাজ সংস্কারক শব্দটা দেখতে পাচ্ছিনা, তবে তিনি অবশ্যই পন্ডিত মানুষ। এতে আপনার দ্বিমত রয়েছে? Prodipto Deloar (আলাপ) ০৩:০৩, ২৮ মার্চ ২০২১ (ইউটিসি)
নিয়ম কানুন আপনি পড়েন, ঐ ব্যক্তির শত শত সমালোচনা আছে বিভিন্ন সনামধন্য পত্রিকায়। এগুলো যুক্ত হয়নি। অথচ আত্মপ্রচারে নেমেছেন ''মন্ত্রী '' (আলাপ) ১০:৫৩, ২৮ মার্চ ২০২১ (ইউটিসি)
তিনি মূলত সমালোচিত ব্যক্তি পন্ডিত ও সমাজসংস্কারক নয়? তিনি সমালোচিত ব্যক্তি হিসেবে ভাইরাল হয়। এবং ওনাকে আমি চিনি। ওনার নামে অতিরিক্ত লেখা আত্ম প্রচার নয়? ''মন্ত্রী '' (আলাপ) ১০:৫৭, ২৮ মার্চ ২০২১ (ইউটিসি)
আমি কি সম্পাদনা করলাম @ দেলোয়ার সাহবে ''মন্ত্রী '' (আলাপ) ১১:০০, ২৮ মার্চ ২০২১ (ইউটিসি)
বোর্ড নির্বাচন সংক্রান্ত হালনাগাদ
[সম্পাদনা]সুপ্রিয় Azamvai,
২০২১ সালের ট্রাস্টি বোর্ড নির্বাচন অনুষ্ঠানের প্রক্রিয়া শুরু হয়েছে। সম্প্রদায়ের আগ্ৰহী প্রার্থীগণ তাদের মনোনয়নপত্র জমা দেওয়া শুরু করেছেন যা ২৩:৫৯ ২৯ জুন ২০২১ (ইউটিসি) পর্যন্ত চলবে।
আপনি আপনার সম্প্রদায়ের পক্ষ হতে প্রার্থীদের পরিকল্পনা সম্পর্কে প্রশ্ন করতে পারেন। প্রশ্ন করুন এবং আসুন আমরা সকলে এই গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশ নিয়ে একে সাফল্যমণ্ডিত করে তুলি।
নির্বাচন কমিটির পক্ষে
শাকিল হোসেন ও নেট্টিমি সুজাতা ১৭:৩৩, ১৯ জুন ২০২১ (ইউটিসি)
বোর্ড নির্বাচন সংক্রান্ত হালনাগাদ #২
[সম্পাদনা]সুপ্রিয় Azamvai,
২০২১ সালের ট্রাস্টি বোর্ড নির্বাচনে ভোটার হওয়ার প্রয়োজনীয় যোগ্যতার মানদণ্ড প্রকাশিত হয়েছে। ভোটারদের জন্য প্রয়োজনীয় যোগ্যতার মানদণ্ডের বিস্তারিত এখানে পাওয়া যাবে। আপনি কি একজন সম্ভাব্য ভোটার, তাহলে এখনই অ্যাকাউন্টের যোগ্যতা যাচাই সরঞ্জামের মাধ্যমে পরীক্ষা করে এব্যাপারে নিশ্চিত হয়ে নিন।
নির্বাচন কমিটির পক্ষে
শাকিল হোসেন ও নেট্টিমি সুজাতা ১৭:৫৪, ১ জুলাই ২০২১ (ইউটিসি)
[Wikimedia Foundation elections 2021] Candidates meet with South Asia + ESEAP communities
[সম্পাদনা]Hello,
As you may already know, the 2021 Wikimedia Foundation Board of Trustees elections are from 4 August 2021 to 17 August 2021. Members of the Wikimedia community have the opportunity to elect four candidates to a three-year term. After a three-week-long Call for Candidates, there are 20 candidates for the 2021 election.
An event for community members to know and interact with the candidates is being organized. During the event, the candidates will briefly introduce themselves and then answer questions from community members. The event details are as follows:
- Date: 31 July 2021 (Saturday)
- Timings: check in your local time
- Bangladesh: 4:30 pm to 7:00 pm
- India & Sri Lanka: 4:00 pm to 6:30 pm
- Nepal: 4:15 pm to 6:45 pm
- Pakistan & Maldives: 3:30 pm to 6:00 pm
- Live interpretation is being provided in Bangla and Hindi.
- Please register using this form
For more details, please visit the event page at Wikimedia Foundation elections/2021/Meetings/South Asia + ESEAP.
Hope that you are able to join us, KCVelaga (WMF), ০৬:৩৩, ২৩ জুলাই ২০২১ (ইউটিসি)
উইকিমিডিয়া ফাউন্ডেশন নির্বাচন ২০২১
[সম্পাদনা]সুপ্রিয় Azamvai,
২০২১ সালের ট্রাস্টি বোর্ড নির্বাচনের ভোটদান শুরু হয়েছে যা ৩১শে আগস্ট পর্যন্ত চলবে। সম্প্রদায়ের প্রার্থীদের তাদের প্রার্থীতা জমা দিতে বলা হয়েছিল। তিন সপ্তাহ ধরে প্রার্থীদের আহ্বানের পর ২০২১ সালের নির্বাচনে ১৯ জন প্রার্থী রয়েছেন।
উইকিমিডিয়া সম্প্রদায়ের নিকট ভোটদানের মাধ্যমে আগামী তিন বছরের মেয়াদে উইকিমিডিয়া আন্দোলনের জন্য গুরুত্বপূর্ণ এবং ট্রাস্টি বোর্ডের চাহিদা পূরণ করতে সক্ষম প্রার্থীদের নির্বাচিত করার সুযোগ রয়েছে। প্রার্থীদের সম্পর্কে জানুন এবং আপনার পছন্দের প্রার্থীকে ভোটদান করুন। ট্রাস্টি হিসেবে কাজ করার জন্য নির্বাচন কমিটি সবচেয়ে বেশি ভোট প্রাপ্ত চারজন প্রার্থীকে নির্বাচন করবে। কীভাবে ভোট দিবেন তা জানতে এই পাতাটি পড়ুন।
নির্বাচন কমিটির পক্ষে,
শাকিল হোসেন ও নেট্টিমি সুজাতা ০২:২৩, ১৮ আগস্ট ২০২১ (ইউটিসি)
উইকিমিডিয়া ফাউন্ডেশন ট্রাস্টি বোর্ড নির্বাচন ২০২১-এ ভোট দিতে ভুলবেন না
[সম্পাদনা]সুপ্রিয় Azamvai,
আপনাকে এই বার্তা প্রেরণ করা হয়েছে কারণ আপনি ২০২১-এর উইকিমিডিয়া ফাউন্ডেশন ট্রাস্টি বোর্ড নির্বাচনে ভোটদানের উপযুক্ত। নির্বাচনটি ১৮ই আগস্ট, ২০২১ তারিখে শুরু হয়েছে এবং এটি ৩১শে আগস্ট, ২০২১ পর্যন্ত চলবে। উইকিমিডিয়া ফাউন্ডেশন বাংলা উইকিপিডিয়া টির মত প্রকল্প পরিচালনা করে এবং ফাউন্ডেশন একটি ট্রাস্টি বোর্ডের মাধ্যমে পরিচালিত হয়। ট্রাস্টি বোর্ড উইকিমিডিয়া ফাউন্ডেশনের সিদ্ধান্তগ্ৰহণকারী সংস্থা। ট্রাস্টি বোর্ড সম্পর্কে আরও জানুন।
এই বছর সম্প্রদায়ের ভোটদানের মাধ্যমে চারটি আসন নির্বাচিত করতে হবে। বিশ্বজুড়ে ১৯ জন প্রার্থী এই আসনগুলিতে প্রতিদ্বন্দিতা করেছেন। ২০২১ সালের ট্রাস্টি বোর্ড নির্বাচনের প্রার্থীদের সম্পর্কে আরও জানুন।
সম্প্রদায়গুলোর প্রায় ৭০,০০০ সদস্যকে ভোট দিতে বলা হয়েছে এবং এর মধ্যে আপনিও রয়েছেন! ভোট দান ৩১ আগস্ট ২৩:৫৯ ইউটিসি পর্যন্ত চলবে তাই বাংলা উইকিপিডিয়া এর সিকিউরপোল-এ যান ও আপনার ভোটাধিকার প্রয়োগ করুন।
আপনি যদি ইতিমধ্যে ভোট দিয়ে থাকেন তাহলে এই বার্তা টি উপেক্ষা করুন এবং ভোট দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। একজন ব্যক্তি একাধিক অ্যাকাউন্ট ব্যবহার করলেও একবারই ভোট দিতে পারবে।
নির্বাচন সম্পর্কে আরও জানুন। MediaWiki message delivery (আলাপ) ০৬:২৩, ২৮ আগস্ট ২০২১ (ইউটিসি)
খ্মের জাতি নামক নিবন্ধের অপসারণের প্রস্তাবনা
[সম্পাদনা]খ্মের জাতি নিবন্ধটি উইকিপিডিয়ার নীতিমালা ও নির্দেশাবলী অনুসারে উইকিপিডিয়ায় স্থান পাওয়ার জন্য উপযুক্ত কিনা বা অপসারণ নীতিমালা অনুসারে অপসারণের যোগ্য কি-না এই বিষয়ে মতামতের জন্য একটি আলোচনার সূত্রপাত করা হয়েছে।
একটি ঐক্যমত্যে না পৌঁছানো পর্যন্ত নিবন্ধটি সম্পর্কে উইকিপিডিয়া:নিবন্ধ অপসারণের প্রস্তাবনা/খ্মের জাতি পাতায় আলোচনা করা হবে, এবং যে কাউকে আলোচনায় অংশগ্রহণে স্বাগতম। মনোনয়ন অপসারণ প্রস্তাবনার নীতি ও নির্দেশিকা ব্যাখ্যা করবে। আলোচনায় উচ্চমানের প্রমাণ এবং আমাদের নীতি ও নির্দেশাবলীর উপর গুরুত্ব দেওয়া হবে।
অপসারণ প্রস্তাবনার আলোচনা চলা অবস্থায় ব্যবহারকারীগণ নিবন্ধটির মান উন্নয়ন করতে পারবেন। অপসারণ প্রস্তাবনাতে নিবন্ধ উন্নয়ন সম্পর্কিত কোন তথ্য থাকলে নিবন্ধের স্বার্থে তা সম্পাদনা করা যাবে। যাইহোক, আলোচনা সমাপ্ত না হওয়া পর্যন্ত নিবন্ধ থেকে নিবন্ধ অপসারণ প্রস্তাবনা টেমপ্লেটটি সরাবেন না। মোঃ মারুফ হাসান (আলাপ) ০০:১৩, ১৬ অক্টোবর ২০২২ (ইউটিসি)
মগনামা উচ্চ বিদ্যালয় নামক নিবন্ধের অপসারণের প্রস্তাবনা
[সম্পাদনা]মগনামা উচ্চ বিদ্যালয় নিবন্ধটি উইকিপিডিয়ার নীতিমালা ও নির্দেশাবলী অনুসারে উইকিপিডিয়ায় স্থান পাওয়ার জন্য উপযুক্ত কিনা বা অপসারণ নীতিমালা অনুসারে অপসারণের যোগ্য কি-না এই বিষয়ে মতামতের জন্য একটি আলোচনার সূত্রপাত করা হয়েছে।
একটি ঐক্যমত্যে না পৌঁছানো পর্যন্ত নিবন্ধটি সম্পর্কে উইকিপিডিয়া:নিবন্ধ অপসারণের প্রস্তাবনা/মগনামা উচ্চ বিদ্যালয় পাতায় আলোচনা করা হবে, এবং যে কাউকে আলোচনায় অংশগ্রহণে স্বাগতম। মনোনয়ন অপসারণ প্রস্তাবনার নীতি ও নির্দেশিকা ব্যাখ্যা করবে। আলোচনায় উচ্চমানের প্রমাণ এবং আমাদের নীতি ও নির্দেশাবলীর উপর গুরুত্ব দেওয়া হবে।
অপসারণ প্রস্তাবনার আলোচনা চলা অবস্থায় ব্যবহারকারীগণ নিবন্ধটির মান উন্নয়ন করতে পারবেন। অপসারণ প্রস্তাবনাতে নিবন্ধ উন্নয়ন সম্পর্কিত কোন তথ্য থাকলে নিবন্ধের স্বার্থে তা সম্পাদনা করা যাবে। যাইহোক, আলোচনা সমাপ্ত না হওয়া পর্যন্ত নিবন্ধ থেকে নিবন্ধ অপসারণ প্রস্তাবনা টেমপ্লেটটি সরাবেন না। — হাসিব (আলাপ) ১৬:৫৪, ৬ জানুয়ারি ২০২৩ (ইউটিসি)
- আমি দীর্ঘদিন দেখেছি আমরা উন্নায়ণ করি না মোটেই। অপসারণের পক্ষে যাই বেশি। খমের জাতি শব্দটি আমাদের দেশে অপরিচিত হলেও খমেরের সাথে আমাদের সম্পর্ক অনেক। খমের জাতি নামের একটি পাতা অনুবাদ করে ছিলাম। আমদের কঠিন বৌদ্ধরা এটা উন্নয়ন করবে দূরে থাক অপসারণই করে ছেড়েছে। ফলে আর আমি উইকিপিডিয়ার আর আসি না। কারণ এসব বৌদ্ধাদের সাথে তর্ক করার জ্ঞান আমার নাই। বর্তমান এ পাতাটা অপসারণ করার কথা উঠতেছে। মগনামা উচ্চবিদ্যালয় অনেক পুরোনো একটি স্কুল। পাকিস্তান আমলে প্রতিষ্ঠিত হয়। শিক্ষা বোর্ডের অধিনে আধা সরকারি তালিকাভুক্ত স্কুল। গুগুল ম্যাপে এর অস্থিত্ব আছে। অপসারণ হওয়ার কোন কথাই না, বরং উন্নায়ণ করা প্রয়োজন। ''মন্ত্রী '' (আলাপ) ০৫:৫৩, ১২ ফেব্রুয়ারি ২০২৩ (ইউটিসি)
- http://magnamaup.coxsbazar.gov.bd/bn/site/page/ZzFw-%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A7%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%AE%E0%A6%BF%E0%A6%95-%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%9F ''মন্ত্রী '' (আলাপ) ০৮:০৯, ১২ ফেব্রুয়ারি ২০২৩ (ইউটিসি)
ফেব্রুয়ারি ২০২৩
[সম্পাদনা]উইকিপিডিয়ায় স্বাগতম। আমি আপনাকে জানাতে চাই যে আলাপ:মামুনুল হক নিবন্ধে করা আপনার সাম্প্রতিক কিছু অবদান বাতিল করা হয়েছে কারণ তা মানহানিকর বা কুৎসাপূর্ণ। দয়া করে আমাদের স্বাগত পাতাটি পড়ে উইকিপিডিয়া কীভাবে কাজ করে সেটি জানুন। ধন্যবাদ। — ইয়াহিয়া (আলাপ • অবদান) - ১২:৩৪, ১২ ফেব্রুয়ারি ২০২৩ (ইউটিসি)
- উকিপিডিয়ায় কি ভাবে লিখবো সেটা জানে কোন লাভ হয় না। কেউ তো টাকা দেবে না। এটা মুক্ত প্লাটফর্ম কারো নামো কোন কুৎসা থাকো লিখলে সমস্যা কোথায়? কেউ যদি ভুল তথ্য দেয় সেটি ভিন্ন। ধর্মান্ধতা কোন জাতিকে এগিয়ে নিয়ে যায়নি বরং সত্যকে মিথ্যা দিয়ে ঢেকেছে। ধর্মান্ধতার বিরুদ্ধে বললে এই নয় আমি ধর্ম বিরোধী। ''মন্ত্রী '' (আলাপ) ২১:২৫, ১২ ফেব্রুয়ারি ২০২৩ (ইউটিসি)
- উইকিপিডিয়ায় লিখে কেউই টাকা পান না, আমিও পাই না। তার মানে এই নয় যে যা খুশি তা লিখা যাবে। আপনার আলাপ অবশ্যই প্রাসঙ্গিক হতে হবে। যেমন, নিবন্ধে কোন ভুল থাকলে তা নিয়ে আলাপ পাতায় জানাতে পারেন। আপনি যদি কারো নামে সমালোচনা যোগ করতে চান, তাও করতে পারেন। তবে আপনাকে নিরপেক্ষ দৃষ্টি থেকে লিখতে হবে ও গ্রহণযোগ্য তথ্যসূত্র দিতে হবে। আফতাবুজ্জামান (আলাপ) ২১:৪৯, ১২ ফেব্রুয়ারি ২০২৩ (ইউটিসি)
আবদুল মালেক শাহ্ আল কুতুবী নামক নিবন্ধের অপসারণের প্রস্তাবনা
[সম্পাদনা]আবদুল মালেক শাহ্ আল কুতুবী নিবন্ধটি উইকিপিডিয়ার নীতিমালা ও নির্দেশাবলী অনুসারে উইকিপিডিয়ায় স্থান পাওয়ার জন্য উপযুক্ত কিনা বা অপসারণ নীতিমালা অনুসারে অপসারণের যোগ্য কি-না এই বিষয়ে মতামতের জন্য একটি আলোচনার সূত্রপাত করা হয়েছে।
একটি ঐক্যমত্যে না পৌঁছানো পর্যন্ত নিবন্ধটি সম্পর্কে উইকিপিডিয়া:নিবন্ধ অপসারণের প্রস্তাবনা/আবদুল মালেক শাহ্ আল কুতুবী পাতায় আলোচনা করা হবে, এবং যে কাউকে আলোচনায় অংশগ্রহণে স্বাগতম। মনোনয়ন অপসারণ প্রস্তাবনার নীতি ও নির্দেশিকা ব্যাখ্যা করবে। আলোচনায় উচ্চমানের প্রমাণ এবং আমাদের নীতি ও নির্দেশাবলীর উপর গুরুত্ব দেওয়া হবে।
অপসারণ প্রস্তাবনার আলোচনা চলা অবস্থায় ব্যবহারকারীগণ নিবন্ধটির মান উন্নয়ন করতে পারবেন। অপসারণ প্রস্তাবনাতে নিবন্ধ উন্নয়ন সম্পর্কিত কোন তথ্য থাকলে নিবন্ধের স্বার্থে তা সম্পাদনা করা যাবে। যাইহোক, আলোচনা সমাপ্ত না হওয়া পর্যন্ত নিবন্ধ থেকে নিবন্ধ অপসারণ প্রস্তাবনা টেমপ্লেটটি সরাবেন না। —শাকিল (আলাপ · অবদান) ১৫:২০, ১ জুলাই ২০২৩ (ইউটিসি)
- অপসারণের প্রয়োজন নাই। এটি উল্লেখ যোগ্য ব্যক্তি 103.115.25.128 (আলাপ) ০২:১৪, ২ জুলাই ২০২৩ (ইউটিসি)
মানিহানিকর মন্তব্য
[সম্পাদনা]আলাপ:মামুনুল হক পাতায় করা আপনার সাম্প্রতিক মন্তব্য মানিহানিকর মনে হয়েছে। আপনাকে এর আগেও সতর্ক করা হয়েছে। এরপরও যদি এরকম মন্তব্য করেন, বা কোনো কোনো নিবন্ধে এরকম তথ্য যোগ করেন তাহলে আপনাকে সম্পাদনা থেকে বাধা (ব্লক) দেওয়া হবে। উল্লেখ্য, "বাংলাদেশী উইকিপিডিয়া" বলতে কিছু নেই। উইকিপিডিয়া একটি বিশ্বকোষ। এটি নির্দিষ্ট কোনো দেশ বা ধর্মের নয়। আর উইকিপিডিয়ার কোনো সম্পাদনার দায়ভার কোনো প্রশাসকের নয়, যিনি সম্পাদনা করেছেন তার। ধন্যবাদ। Yahya (আলাপ) ১২:১৫, ২ জুলাই ২০২৩ (ইউটিসি)
- নির্দিষ্ট দেশ বা ধর্ম না হলে আপনারা কেন মামুনুল হকের পক্ষে নিয়েছেন। তিনি একজন সমালোচিত ব্যক্ত এবং ধর্মান্ধদের প্রিয় ব্যক্তি অথচ আপনি বলতেছেন আমি মানহানি করতেছি। উইকিপিডিয়াতে কেউ লেখে না। অন্যান্য উৎস থেকে খুঁজে লিখে। অন্যান্য উৎসে মামুনুল হক নামের ব্যক্তির লাখ লাখ সমালোচনা আছে তাই বলে কেউ কারো মানহানি করতেছে না। আমি যদি সংবাদমাধ্যে এ ব্যক্তি কুকর্ম সম্পর্কে না জানতাম তাহলে তার নামে তো কিছু বলতাম না। 103.115.25.128 (আলাপ) ০১:১৬, ৪ জুলাই ২০২৩ (ইউটিসি)
- নির্দিষ্ট দেশ বা ধর্ম না হলে আপনারা কেন মামুনুল হকের পক্ষে নিয়েছেন। তিনি একজন সমালোচিত ব্যক্তি এবং ধর্মান্ধদের প্রিয় ব্যক্তি অথচ আপনি বলতেছেন আমি মানহানি করতেছি। উইকিপিডিয়াতে কেউ লেখে না। অন্যান্য উৎস থেকে খুঁজে লিখে। অন্যান্য উৎসে মামুনুল হক নামের ব্যক্তির লাখ লাখ সমালোচনা আছে তাই বলে কেউ কারো মানহানি করতেছে না। আমি যদি সংবাদমাধ্যেমে এ ব্যক্তির কুকর্ম সম্পর্কে না জানতাম তাহলে তার নামে তো কিছু বলতাম না।
- বাংলাদেশী উইকিপিডিয়া মানে যেখানে বাংলাদেশীদের দ্বারা নিয়ন্ত্রিত। যেখানে শত শত সমালোচনা থাকার পরও সমালোচনা পাতা মুছে দেওয়া হয়। ''মন্ত্রী '' (আলাপ) ০১:২৩, ৪ জুলাই ২০২৩ (ইউটিসি)
- সুধী, প্রথমত আপনি "বাংলাদেশী উইকিপিডিয়া" বলছেন আসলে এটি "বাংলা উইকিপিডিয়া"। দ্বিতীয়ত আপনি বলছেন এটি "বাংলাদেশীদের দ্বারা নিয়ন্ত্রিত", উইকিপিডিয়া কারো দ্বারা নিয়ন্ত্রিত এটা আমার মনে হয় না। কারণ এখানে সবাই সম্পাদনা করতে পারেন। তবে সেটা তথ্যসূত্রের ভিত্তিতে। তৃতীয়ত, আপনি বলছেন "সমালোচনার অপশান মুছে দেওয়া হয়েছে", আসলে উইকিপিডিয়া কোনো আলোচনা সংগঠন নয়। এখানে সূত্রের ভিত্তিতে তথ্য সংযোজন, প্রয়োজনে বিয়োজন করা হয়। চতুর্থত আপনি আলাপ:মামুনুল হক-এর যে আলাপে মন্তব্য করেছেন, সেই পাতায় সেই ব্যক্তি নির্দিষ্টভাবে বলে দেন নি কি করতে হবে। আবার সেই ব্যক্তি তথ্যসূত্রও দেন নি, তথ্যগুলো পর্যালোচনার জন্য। আপনি চাইলেই সমালোচনা অংশে তথ্যসূত্রের ভিত্তিতে যেকোনো যথোপযুক্ত তথ্য সংযুক্ত করতে পারেন। এবং দয়া করে উইকিশিষ্টাচার মেনে চলুন, ধন্যবাদ। ≈ ফারহান «আলাপ» ০২:৪০, ৪ জুলাই ২০২৩ (ইউটিসি)
- লাইলী মজনুর প্রেম কহিনী মধ্যযুগের বিখ্যাত প্রেম উপখ্যান । বিখ্যাত লেখকের লেখা একটি বই । তাহলে তো লেখক লাইলী মজনুকে মানহানী করেছে । আমাদের মামুনুল হক হুজুরের ব্যাপারে তো কিছু লিখলাম না “মানহানী’ হয়ে যাবে ।প্রেম ভালোবাসা মুহাব্বত একটা পবিত্র জিনিস । আমরা যারা নাস্তিক আছি এটাকে সবাই ভালোবাসি এবং ইতিবাচক ভাবে নিই ।আপনাদের এতো জড়তা কেন ভাই ?//?? ''মন্ত্রী '' (আলাপ) ১৮:২৫, ৪ জুলাই ২০২৩ (ইউটিসি)
- ‘কুকর্ম, সমালোচিত, ধর্মান্ধ’ –এই শব্দগুলোই শিষ্টাচার বহির্ভূত। যৌক্তিকভাবে নিবন্ধ সংশোধনের প্রস্তাব দিতে পারেন, কিন্তু কোনো জীবিত ব্যক্তির বিরুদ্ধে কুৎসামূলক মন্তব্য আপনি এখানে করতে পারবেন না। আপনার বক্তব্যে মনে হচ্ছে আপনি নিরপেক্ষ নন, বরং ব্যক্তিগতভাবে একজন ব্যক্তিকে পছন্দ করছেন না তাই এরকম মন্তব্য করছেন। আপনাকে শেষবারের মতো সতর্ক করছি। আবারও কোথাও এরকম মন্তব্য করলে কোনো সতর্কবার্তা ছাড়াই বাধা দেওয়া হবে। উইকিপিডিয়ায় যে কোনো গঠনমূলক সম্পাদনার জন্য আপনাকে স্বাগত জানাচ্ছি। Yahya (আলাপ) ০৯:২৮, ৪ জুলাই ২০২৩ (ইউটিসি)
- ভাই বার বার আপনারা আমাকে ’মানহানি ‘ বলতেছেন । আমি তো মামুনুল হক নামের কোন ব্যক্তির পাতা সম্পাদনা করি নাই ।পাতাটিতে আমি মুছে ফেলার ট্যাগ লাগিয়ে ছিলাম তাও তিন বছর আগে ।আপনারা জয়ী হয়েছেন এবং তার পাতা ও শক্তিশালী হয়েছে। আপনারা উঠেপড়ে লাগলেন কেন ? আপনারা যদি তার পক্ষ অবলম্বন না করেন এতো কথা বাড়ান কেন ? জীবিত ব্যক্তির নামে কোন কিছু লেখা যাবে না ইনি আপনাদের কাছে সম্মানিত ঠিক আছে । ধর্মান্ধ শব্দ কিংবা কুকর্ম বাংলা শব্দ এগুলো তো গালি নয় ,ধর্মান্ধ ও কুকর্ম শব্দ ছাড়া উন্নত কোন শব্দ থাকলে জানাবেন ,কি বলা যায়??/।এমকি কোথাও কেউ কোন বিজ্ঞাপন ও তো দিচ্ছে না । ''মন্ত্রী '' (আলাপ) ১৮:১০, ৪ জুলাই ২০২৩ (ইউটিসি)
- সুধী, প্রথমত আপনি "বাংলাদেশী উইকিপিডিয়া" বলছেন আসলে এটি "বাংলা উইকিপিডিয়া"। দ্বিতীয়ত আপনি বলছেন এটি "বাংলাদেশীদের দ্বারা নিয়ন্ত্রিত", উইকিপিডিয়া কারো দ্বারা নিয়ন্ত্রিত এটা আমার মনে হয় না। কারণ এখানে সবাই সম্পাদনা করতে পারেন। তবে সেটা তথ্যসূত্রের ভিত্তিতে। তৃতীয়ত, আপনি বলছেন "সমালোচনার অপশান মুছে দেওয়া হয়েছে", আসলে উইকিপিডিয়া কোনো আলোচনা সংগঠন নয়। এখানে সূত্রের ভিত্তিতে তথ্য সংযোজন, প্রয়োজনে বিয়োজন করা হয়। চতুর্থত আপনি আলাপ:মামুনুল হক-এর যে আলাপে মন্তব্য করেছেন, সেই পাতায় সেই ব্যক্তি নির্দিষ্টভাবে বলে দেন নি কি করতে হবে। আবার সেই ব্যক্তি তথ্যসূত্রও দেন নি, তথ্যগুলো পর্যালোচনার জন্য। আপনি চাইলেই সমালোচনা অংশে তথ্যসূত্রের ভিত্তিতে যেকোনো যথোপযুক্ত তথ্য সংযুক্ত করতে পারেন। এবং দয়া করে উইকিশিষ্টাচার মেনে চলুন, ধন্যবাদ। ≈ ফারহান «আলাপ» ০২:৪০, ৪ জুলাই ২০২৩ (ইউটিসি)
দরবেশকাটা উচ্চ বিদ্যালয় নামক নিবন্ধের অপসারণের প্রস্তাবনা
[সম্পাদনা]দরবেশকাটা উচ্চ বিদ্যালয় নিবন্ধটি উইকিপিডিয়ার নীতিমালা ও নির্দেশাবলী অনুসারে উইকিপিডিয়ায় স্থান পাওয়ার জন্য উপযুক্ত কিনা বা অপসারণ নীতিমালা অনুসারে অপসারণের যোগ্য কি-না এই বিষয়ে মতামতের জন্য একটি আলোচনার সূত্রপাত করা হয়েছে।
একটি ঐক্যমত্যে না পৌঁছানো পর্যন্ত নিবন্ধটি সম্পর্কে উইকিপিডিয়া:নিবন্ধ অপসারণের প্রস্তাবনা/দরবেশকাটা উচ্চ বিদ্যালয় পাতায় আলোচনা করা হবে, এবং যে কাউকে আলোচনায় অংশগ্রহণে স্বাগতম। মনোনয়ন অপসারণ প্রস্তাবনার নীতি ও নির্দেশিকা ব্যাখ্যা করবে। আলোচনায় উচ্চমানের প্রমাণ এবং আমাদের নীতি ও নির্দেশাবলীর উপর গুরুত্ব দেওয়া হবে।
অপসারণ প্রস্তাবনার আলোচনা চলা অবস্থায় ব্যবহারকারীগণ নিবন্ধটির মান উন্নয়ন করতে পারবেন। অপসারণ প্রস্তাবনাতে নিবন্ধ উন্নয়ন সম্পর্কিত কোন তথ্য থাকলে নিবন্ধের স্বার্থে তা সম্পাদনা করা যাবে। যাইহোক, আলোচনা সমাপ্ত না হওয়া পর্যন্ত নিবন্ধ থেকে নিবন্ধ অপসারণ প্রস্তাবনা টেমপ্লেটটি সরাবেন না। অর্ঘ্য বড়ুয়া (আলাপ) ০২:২৬, ৯ সেপ্টেম্বর ২০২৩ (ইউটিসি)
শীলখালী উচ্চ বিদ্যালয় নামক নিবন্ধের অপসারণের প্রস্তাবনা
[সম্পাদনা]শীলখালী উচ্চ বিদ্যালয় নিবন্ধটি উইকিপিডিয়ার নীতিমালা ও নির্দেশাবলী অনুসারে উইকিপিডিয়ায় স্থান পাওয়ার জন্য উপযুক্ত কিনা বা অপসারণ নীতিমালা অনুসারে অপসারণের যোগ্য কি-না এই বিষয়ে মতামতের জন্য একটি আলোচনার সূত্রপাত করা হয়েছে।
একটি ঐক্যমত্যে না পৌঁছানো পর্যন্ত নিবন্ধটি সম্পর্কে উইকিপিডিয়া:নিবন্ধ অপসারণের প্রস্তাবনা/শীলখালী উচ্চ বিদ্যালয় পাতায় আলোচনা করা হবে, এবং যে কাউকে আলোচনায় অংশগ্রহণে স্বাগতম। মনোনয়ন অপসারণ প্রস্তাবনার নীতি ও নির্দেশিকা ব্যাখ্যা করবে। আলোচনায় উচ্চমানের প্রমাণ এবং আমাদের নীতি ও নির্দেশাবলীর উপর গুরুত্ব দেওয়া হবে।
অপসারণ প্রস্তাবনার আলোচনা চলা অবস্থায় ব্যবহারকারীগণ নিবন্ধটির মান উন্নয়ন করতে পারবেন। অপসারণ প্রস্তাবনাতে নিবন্ধ উন্নয়ন সম্পর্কিত কোন তথ্য থাকলে নিবন্ধের স্বার্থে তা সম্পাদনা করা যাবে। যাইহোক, আলোচনা সমাপ্ত না হওয়া পর্যন্ত নিবন্ধ থেকে নিবন্ধ অপসারণ প্রস্তাবনা টেমপ্লেটটি সরাবেন না। অর্ঘ্য বড়ুয়া (আলাপ) ০২:২৮, ৯ সেপ্টেম্বর ২০২৩ (ইউটিসি)
অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতায় আমন্ত্রণ
[সম্পাদনা]সুপ্রিয় Azamvai, |
বাংলা উইকিসম্মেলন ২০২৪: বৃত্তির আবেদন নেওয়া শুরু হয়েছে
[সম্পাদনা]প্রিয় সুধী,
অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, উইকিমিডিয়া বাংলাদেশ বাংলা উইকিমিডিয়া সম্প্রদায়ের বহুল প্রতিক্ষিত বাংলা উইকিসম্মেলন ২০২৪ আয়োজন করতে যাচ্ছে। এই সম্মেলনটি আগামী ১৮-১৯ অক্টোবর ঢাকার অদূরে গাজীপুরে অনুষ্ঠিত হবে। এই সম্মেলনের উদ্দেশ্য উইকিমিডিয়ানদের ব্যক্তিগতভাবে একত্রিত করার মধ্য দিয়ে তাদের মতামত শেয়ার, বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে আলোচনার মাধ্যমে সর্বোত্তম অনুশীলন এবং অন্যান্য তথ্য বিনিময় করার জন্য একটি সাধারণ প্ল্যাটফর্ম প্রদান করা। সম্মেলনে অংশ নিতে আগ্রহী বাংলাদেশ এবং ভারতে অবস্থানরত বাংলাভাষী অংশগ্রহণকারীদের জন্য বৃত্তির ব্যবস্থা রয়েছে। এই বৃত্তির অধীনে ভ্রমণ ভাতা ও সম্মেলনে থাকা খাওয়ার ব্যবস্থা করা হবে। সম্মেলনে অংশ নিতে আগ্রহী প্রত্যেককেই বৃত্তির জন্য আবেদন করতে হবে এবং আবেদন সফল হওয়া অংশগ্রহণকারীগণ সম্মেলনে অংশ নিতে পারবেন।
নিম্নলিখিত শর্তাবলী পূরণ করা সাপেক্ষে একজন উইকিমিডিয়ান বৃত্তির জন্য আবেদন করতে পারবেন,
- উইকিমিডিয়া ব্যবহারকারী অ্যাকাউন্ট ৩১ ডিসেম্বর ২০২৩ বা এর আগে তৈরিকৃত হতে হবে।
- উক্ত অ্যাকাউন্টের অধীনে কমপক্ষে ১০০ বৈশ্বিক অবদান থাকতে হবে।
বৃত্তির জন্য আবেদন করতে এখানে ক্লিক করুন। জমা পড়া আবেদনগুলো বৃত্তি নির্ধারণী উপদল কর্তৃক যাচাই-বাছাইয়ের পরে বৃত্তিপ্রাপ্তদের তালিকা চূড়ান্ত করা হবে।
বিস্তারিত তথ্যের জন্য ভিজিট করুন: https://w.wiki/AWeV
বৃত্তির আবেদন গ্রহণ ৩১ জুলাই, ২০২৪ পর্যন্ত চলবে। বৃত্তি সম্পর্কিত কোন জিজ্ঞাসা থাকলে আলাপ পাতায় করুন অথবা bnwikiconference@wikimedia.org.bd ঠিকানায় ইমেইল করুন।
বৃত্তি নির্ধারণী উপদলের পক্ষে, —শাকিল (আলাপ · অবদান) ০৯:৫২, ১২ জুলাই ২০২৪ (ইউটিসি)
বাংলা উইকিসম্মেলন ২০২৪-এর জন্য সেশন জমাদানের আবেদন গ্রহণ শুরু হয়েছে!
[সম্পাদনা]প্রিয় সুধী,
আনন্দের সাথে জানাচ্ছি যে, উইকিমিডিয়া বাংলাদেশ বাংলা উইকিমিডিয়া সম্প্রদায়ের বহুল প্রতিক্ষিত বাংলা উইকিসম্মেলন ২০২৪ আয়োজন করতে যাচ্ছে। এই সম্মেলনটি আগামী ১৮-১৯ অক্টোবর ঢাকার অদূরে গাজীপুরে অনুষ্ঠিত হবে। এই সম্মেলনের প্রতিপাদ্য হলো: জ্ঞান । বৈচিত্র্য । সহযোগিতা। এই প্রতিপাদ্যগুলো সম্মেলনের মূল লক্ষ্য ও উদ্দেশ্যকে প্রতিফলিত করে।
সম্মেলনের জন্য সেশন জমাদানের আবেদন গ্রহণ শুরু হয়েছে!
আবেদন গ্রহণ শেষ হবে ৫ আগস্ট ২০২৪, রাত ১১:৫৯ (ইউটিসি সময়)।
আপনার আবেদন জমা দিতে এখানে ক্লিক করুন:
আপনার জমা দেওয়া আবেদন অনুষ্ঠান বিন্যাস উপদল কর্তৃক কয়েকটি ধাপে যাচাই-বাছাই করা হবে। এরপর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে এবং যাদের সেশন গৃহীত হবে তাদেরকে ইমেইলের মাধ্যমে জানানো হবে।
আপনারা নিম্নলিখিত বিষয়গুলোর উপর সেশন জমা দিতে পারেন:
- প্রেজেন্টেশন
- প্যানেল আলোচনা
- সংক্ষিপ্ত অধিবেশন
- কর্মশালা
- পোস্টার অধিবেশন
- হ্যাকাথন
- আড্ডা
- সাংস্কৃতিক অনুষ্ঠান
বিভিন্ন সেশন বিন্যাস সম্পর্কে বিস্তারিত তথ্যের জন্য, অনুগ্রহ করে দেখুন: এই পাতা
অনুষ্ঠানের বিন্যাস সম্পর্কে কোন প্রশ্ন থাকলে, আলাপ পাতায় বার্তা রাখুন অথবা bnwikiconference@wikimedia.org.bd ঠিকানায় ইমেইল করুন।
অনুষ্ঠান বিন্যাস উপদলের পক্ষে, জনি, ২০:০২, ১৫ জুলাই ২০২৪ (ইউটিসি)
বাংলা উইকিসম্মেলন ২০২৪-এর জন্য সেশন জমাদান আবেদনের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে
[সম্পাদনা]প্রিয় সবাই,
আশা করি নিরাপদ ও সুস্থ আছেন। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্ট বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি ও ইন্টারনেট শাটডাউন বিবেচনায় ৩ আগস্ট শনিবার অনুষ্ঠান বিন্যাস উপদলের সাপ্তাহিক বৈঠকে বাংলা উইকিসম্মেলন ২০২৪-এর জন্য সেশন জমাদানের আবেদনের সময়সীমা আগামী ১৫ আগস্ট ২০২৪, রাত ১১:৫৯ (ইউটিসি সময়) পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে! এই সম্মেলনটি আগামী ১৮-১৯ অক্টোবর ঢাকার অদূরে গাজীপুরে অনুষ্ঠিত হবে। এই সম্মেলনের প্রতিপাদ্য হলো: জ্ঞান । বৈচিত্র্য । সহযোগিতা। এই প্রতিপাদ্যগুলো সম্মেলনের মূল লক্ষ্য ও উদ্দেশ্যকে প্রতিফলিত করে।
আপনার আবেদন জমা দিতে এখানে ক্লিক করুন
আপনার জমা দেওয়া আবেদন অনুষ্ঠান বিন্যাস উপদল কর্তৃক কয়েকটি ধাপে যাচাই-বাছাই করা হবে। এরপর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে এবং যাদের সেশন গৃহীত হবে তাদেরকে ইমেইলের মাধ্যমে জানানো হবে।
আপনারা নিম্নলিখিত বিষয়গুলোর উপর সেশন জমা দিতে পারেন:
- প্রেজেন্টেশন
- প্যানেল আলোচনা
- সংক্ষিপ্ত অধিবেশন
- কর্মশালা
- পোস্টার অধিবেশন
- হ্যাকাথন
- আড্ডা
- সাংস্কৃতিক অনুষ্ঠান
বিভিন্ন সেশন বিন্যাস সম্পর্কে বিস্তারিত তথ্যের জন্য, অনুগ্রহ করে দেখুন: এই পাতা
অনুষ্ঠানের বিন্যাস সম্পর্কে কোন প্রশ্ন থাকলে, আলাপ পাতায় বার্তা রাখুন অথবা bnwikiconference@wikimedia.org.bd ঠিকানায় ইমেইল করুন।
বিশেষ দ্রষ্টব্য: অসম্পূর্ণ এবং অপ্রাসঙ্গিক (উইকির সাথে একেবারেই সম্পর্ক নেই) সেশনের আবেদন বাতিল বলে গণ্য হবে।
অনুষ্ঠান বিন্যাস উপদলের পক্ষে, জনি, ১৬:০৪, ৪ আগস্ট ২০২৪ (ইউটিসি)
অক্টোবর ২০২৪
[সম্পাদনা]উইকিপিডিয়ায় স্বাগত জানাচ্ছি। আপনার অন্তত একটি সাম্প্রতিক সম্পাদনা, যেমনটা আপনি করেছেন মগনামা ইউনিয়ন, গঠনমূলক মনে হয়নি এবং বাতিল করা কিংবা মুছে ফেলা হয়েছে। অনুগ্রহ করে আপনার যেকোনো পরীক্ষা-নিরীক্ষা, যেমনটি আপনি চান, খেলাঘরে করুন। যদিও উইকিপিডিয়াতে সবাইকে সম্পাদনায় স্বাগত জানানো হয়, তাই অনুগ্রহ করে কিছুটা সময় নিয়ে আমাদের নীতিমালা ও নির্দেশাবলী সম্পর্কে ওয়াকিবহাল হয়ে নিন। আপনি এসংক্রান্ত তথ্য পাবেন স্বাগত পাতায় যা আরো জানাবে কিভাবে এই বিশ্বকোষে গঠনমূলক অবদান রাখা যায়। ধন্যবাদ। ইউনুছ মিঞা (আলাপ) ১৩:১৯, ৬ অক্টোবর ২০২৪ (ইউটিসি)
সুধী, উইকিপিডিয়ার নীতিমালা অনুযায়ী ব্যক্তির নিবন্ধ না থাকলে তার নাম ইউনিয়ন বা জেলার পাতায় যোগ করা যায়না। ব্যক্তির নামে নিবন্ধ থাকলে সেই পাতার সংযোগ যোগ করুন, নয়তো কারণ ব্যতীত উইকিপিডিয়ার নীতিমালা লঙ্ঘন করে বারবার সম্পাদনা যুদ্ধ চালাবেন না, এমন পরিস্থিতিতে বোঝানোর পরেও ক্রমাগত একই কাজ করা হলে ব্যবস্থা নেওয়া হয়। অথবা আপনি চাইলে ব্যক্তির নামে উইকিপিডিয়ায় নিবন্ধ সৃষ্টি করতে পারেন তাহলেই আর সমস্যা থাকেনা। ব্যাপারটা কিন্তু আমি ইউনুস ভাইয়ের আলাপ পাতায় আপনাদের মেনশন করে ইতিমধ্যে বুঝিয়ে দিয়েছি। তবুও কেন সম্পাদনা আবার বহাল করলেন তা স্পষ্ট নয়। মেহেদী আবেদীন ১৪:৩২, ২৭ অক্টোবর ২০২৪ (ইউটিসি)
- নিয়মটা কোথায় পেয়েছেন প্রশাসককে ট্যাগ করে জানান।সম্পাদনা যুদ্ধ বলে আপনি আমাকে ছোট করে কথা বলতেছেন।
- উকিপিডিয়া সম্পাদনা করার সময় আমাদের নাই।
- জরুরি নিজের কাজে ব্যস্ত থাকি। আপনি কি ব্যবস্তা নিবেন? আশা করি হুমকি মূলক কথা বলবেনা। ''মন্ত্রী '' (আলাপ) ০২:১২, ২৯ অক্টোবর ২০২৪ (ইউটিসি)
- উকিপিয়া রাজনৈতিক জায়গা না। আমি নিজেও আওয়ামী করি না। গত ৫ বছর ধরে নাম গুলো এ পাতায় আছে। ''মন্ত্রী '' (আলাপ) ০২:১৫, ২৯ অক্টোবর ২০২৪ (ইউটিসি)
অক্টোবর ২০২৪
[সম্পাদনা]বর্তমানে উইকিপিডিয়া:প্রশাসকদের আলোচনাসভায় এমন একটি বিষয় নিয়ে আলোচনা চলমান রয়েছে যার সাথে সম্ভবত আপনি জড়িত আছেন। এই আলোচনাটি Azamvai সম্পর্কিত। আপনাকে ধন্যবাদ। মেহেদী আবেদীন ০২:৫১, ২৯ অক্টোবর ২০২৪ (ইউটিসি)
{{বাধা অপসারণ|কারণ=এখানে আপনার যুক্তি লিখুন ~~~~}}
। -- Yahya (আলাপ | অবদান) ২০:৪১, ৩০ অক্টোবর ২০২৪ (ইউটিসি)- বাধাপ্রাপ্ত অবস্থায় আলাপ পাতার অপব্যবহার করায় আপনার আলাপ পাতার প্রবেশাধিকার প্রত্যাহার করা হয়েছে। পাশাপাশি বাধার মেয়ার ছয়মাস করা হয়েছে। —শাকিল (আলাপ · অবদান) ১৬:৫১, ৪ নভেম্বর ২০২৪ (ইউটিসি)