মলয় ঘোষ দস্তিদার

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মলয় ঘোষ দস্তিদার
জন্ম১৩ জুন ১৯২০
নোয়াপাড়া, রাউজান, চট্টগ্রাম, ব্রিটিশ ভারত
মৃত্যু১২ মার্চ ১৯৮২(1982-03-12) (বয়স ৬১)
জাতীয়তাবাঙ্গালী
নাগরিকত্বব্রিটিশ ভারত, পাকিস্তান, বাংলাদেশ
পেশাগীতিকার ও লোকশিল্পী, রাজনীতিবিদ
আদি নিবাসচট্টগ্রাম
সন্তানমেয়ে : প্রতিমা ঘোষ দস্তিদার, তমালী ঘোষ দস্তিদার, মানু ঘোষ দস্তিদার, ছেলে : খোকন ঘোষ দস্তিদার, ছোটন ঘোষ দস্তিদার
পিতা-মাতা
  • নতুনচন্দ্র ঘোষ দস্তিদার (পিতা)
  • বগলা ঘোষ দস্তিদার (মাতা)
পুরস্কারচট্টগ্রাম আবসর সাংস্কৃতিক গৌষ্ঠী প্রবর্তিত স্মৃতি পুরস্কার মলয় ঘোষ দস্তিদার সাহিত্য পুরস্কার,
সংকেত সাংস্কৃতিক গোষ্ঠী কর্তৃক সংকেত পদক (১৯৮০ সাল)
চট্টগ্রাম সিটি করপোরেশন কর্তৃক একুশে স্মারক সম্মাননা পদক (মরণোত্তর)[১]

মলয় ঘোষ দস্তিদার একজন বাংলাদেশী গীতিকার, সুরকার এবং চট্টগ্রামের আঞ্চলিক গানের পথিকৃৎ শিল্পী, চারণ কবি ও রাজনীতিবিদ। তিনি চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় প্রথম গান রচয়িতা।[২] মাস্টার দা সূর্য সেনের শিষ্য। ব্রিটিশ বিরোধী বিপ্লবী গায়ক অগ্নি যুগে অগ্নি রোষে পড়ে গানের জন্য ১৯৫২ সালে তিনি কারাবরণ করেন।[২] [৩]তার উল্লেখ্যযোগ্য গানের মধ্যে আছে ছোড ছোড ডেউ তুলি, আঁরা চাটগাঁইয়া নওজোয়ান, বাহার মারি সাম্পান যার, ব্রিটিশ কোম্পানি গাট্টি বোস্কা বান্ধি ধাইলিনি, মা বাপরে চাইতা বলি। ছোড ছোড ডেউ তুলি গানটি তিনি ১৯৪১ সালে রচনা করেন। বিশেষ করে গানটিকে চাটগাঁইয়া আঞ্চলিক গানের ন সঙ্গীত বলা হয়। তার রচিত গানটি স্বীয় কন্ঠে চট্টগ্রাম আঞ্চলিক গানের প্রথম রেকর্ডকৃত গান।[২]

প্রারম্ভিক জীবন[সম্পাদনা]

বাবা নতুনচন্দ্র ঘোষ দস্তিদারের উৎসাহে শৈশবকাল থেকে সংগীতচর্চা শুরু হয়। গঙ্গাপদ আচার্যের হাতে উচ্চাঙ্গসংগীতের মাধ্যমে সঙ্গীত চর্চার প্রাথমিক যাত্রা হয়। পরে ধ্যান সেন, চুনুরি বাবু ও সমীরণ বন্দোপাধ্যের কাছে সঙ্গীতের তালিম গ্রহণ করেন।[২]

সঙ্গীত সাধনা[সম্পাদনা]

তৎকালীন বিপ্লবী গায়ক তেজেন ঘোষের অনুপ্রেরণায় ব্রিটিশ বিরোধী গান গেয়ে কিশোর বয়সেই সুনাম অর্জন করে। ১৯৪০ সালে আর্য সঙ্গীত সমিতির আয়োজিত সংগীত প্রতিযোগিতায় ভজন ও আধুনিক গানে প্রথম স্থান অধিকার করে। ১৯৪১ সালে তিনি বেতারে প্রথম গান পরিবেশন করে। পরবর্তীতে কলকাতায় গিয়ে মিনার্ভ থিয়েটারে চাকরি করে। একইসময়ে কলকাতার কলম্বিয়া গ্রামোফোন কোম্পানি তার রচিত ও সুরাপিত প্রথম গানের রেকর্ড বের করে।[২]

পুরস্কার ও সম্মাননা[সম্পাদনা]

  • চট্টগ্রাম আবসর সাংস্কৃতিক গৌষ্ঠী প্রবর্তিত স্মৃতি পুরস্কার মলয় ঘোষ দস্তিদার সাহিত্য পুরস্কার,
  • সংকেত সাংস্কৃতিক গোষ্ঠী কর্তৃক সংকেত পদক (১৯৮০ সাল)
  • চট্টগ্রাম সিটি করপোরেশন কর্তৃক একুশে স্মারক সম্মাননা পদক (মরণোত্তর–২০১৫ সাল)[১]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "চট্টগ্রামের ১৬ গুণীকে সম্মাননা"প্রথম আলো। সংগ্রহের তারিখ ২৯ অক্টোবর ২০২০ 
  2. "মলয় ঘোষ দস্তিদার"। বাংলা একাডেমি চরিতাভিধান (পরিমার্জিত ও তৃতীয় সংস্করণ সংস্করণ)। বাংলা একাডেমি। ২০১৩। পৃষ্ঠা ৩৭৫। 
  3. দে, অরুণ বিকাশ (২০২২-১০-১৯)। "কর্ণফুলী নদীর নামকরণের কিংবদন্তি"The Daily Star Bangla (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-১০-২১