ব্যবহারকারী আলাপ:আফতাবুজ্জামান: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য
অ বট কর্তৃক ৪টি অনুচ্ছেদ স্বয়ংক্রিয়ভাবে সংগ্রহশালায় স্থানান্তর |
→ভালো আছেন তো?: নতুন অনুচ্ছেদ ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা |
||
১৬০ নং লাইন: | ১৬০ নং লাইন: | ||
==ব্যবহারকারী:Bishal deb king== |
==ব্যবহারকারী:Bishal deb king== |
||
এই ব্যবহারকারীকে মানে জঙ্গলবাসীকে চোর পুলিশ খেলা থেকে মুক্ত করার কোন উপায় আছে কি? [[বিশেষ:অবদান/43.245.123.199|43.245.123.199]] ([[ব্যবহারকারী আলাপ:43.245.123.199|আলাপ]]) ১৮:০৩, ১৬ নভেম্বর ২০২০ (ইউটিসি) |
এই ব্যবহারকারীকে মানে জঙ্গলবাসীকে চোর পুলিশ খেলা থেকে মুক্ত করার কোন উপায় আছে কি? [[বিশেষ:অবদান/43.245.123.199|43.245.123.199]] ([[ব্যবহারকারী আলাপ:43.245.123.199|আলাপ]]) ১৮:০৩, ১৬ নভেম্বর ২০২০ (ইউটিসি) |
||
== ভালো আছেন তো? == |
|||
আমি চলে এসেছি [[ব্যবহারকারী:শহরবাসী|শহরবাসী]] ([[ব্যবহারকারী আলাপ:শহরবাসী|আলাপ]]) ১৩:১৪, ১৭ নভেম্বর ২০২০ (ইউটিসি) |
১৩:১৪, ১৭ নভেম্বর ২০২০ তারিখে সংশোধিত সংস্করণ
পাতার শিরোনাম
কিছু বিষয় নিবন্ধের আলোচনা পাতায় যোগ করার পরও কারো দৃষ্টি আকর্ষণ করছে না। তাই বিষয়গুলোতে হস্তক্ষেপ করার জন্য আপনাকে অনুরোধ করছি।দেবী (সম্রাজ্ঞী) পাতার আলোচনা পাতা দেখার অনুরোধ রইল। আমার মতে সম্রাট অশোকের পত্নীদের মধ্যে দেবী ততটা প্রভাবশালী ছিলেন না। তাই এই "সম্রাজ্ঞী" অংশটুকুও অপসারণ করা উচিত। কেননা সম্রাট অশোকের পত্নীদের নিয়ে লেখা অন্য নিবন্ধে কারো ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়নি। এর পরিবর্তে বন্ধনীতে (সম্রাট অশোকের পত্নী) লেখা যায়। আমার মনে হয় এতে পাঠক সহজে খুঁজে পাবেন।
আপনাকে মৌর্য্য সাম্রাজ্য শীর্ষক প্রবন্ধটির আলোচনা পাতা দেখার অনুরোধ করব।আলবি রেজা (আলাপ)— আলবি রেজা (আলাপ • অবদান) এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন।
মতামত
ইংরেজি উইকিতে বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিষয়ক নিবন্ধে গুরুত্বপূর্ণ আলোচনা চলছে এবং একটি বিষয়ে ভোটাভোটি চলছে। দয়া করে সেখানে অংশগ্রহন করে আপনার মুল্যবান মতামত প্রদান করুন। ধন্যবাদ।— 144.48.111.211 (আলাপ • অবদান) এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন।
উইকিপ্রকল্প শারীরস্থানের প্রস্তাবনা
সম্মানিত @আফতাবুজ্জামান:
শারীরস্থান বা অ্যানাটমি চিকিৎসাবিদ্যার ভিত্তি স্থাপনের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। বাংলা ভাষায় অ্যানাটমির পরিভাষার বিশাল সংকট রয়েছে। ফলে নতুন একটি পাতা তৈরি কিংবা ইংরেজি থেকে অনুবাদ করা একটি অত্যন্ত দুরূহ ব্যাপার। হয়ত সেকারণেই বাংলা উইকিপিডিয়াতে শারীরস্থান সংক্রান্ত নিবন্ধ শুধু যে সংখ্যায় কম তা নয়, বরং বিদ্যমান নিবন্ধগুলোর মান অতিশয় জরাজীর্ণ এবং অনুন্নত। তাই এই বিষয়ের প্রসার ও মানোন্নয়নের জন্য "উইকিপ্রকল্প শারীরস্থান" শুরু করা যায় কিনা ভেবে দেখার অনুরোধ করছি। --Aureum doxadius (আলাপ) ১৭:৪৫, ৫ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)
- @Aureum doxadius: শুরু করা যেতে। আপনি আপনার উপপাতায় একটি খসড়া তৈরি করতে পারেন। প্রকল্প পাতা তৈরি করা কঠিন হবে না। --আফতাবুজ্জামান (আলাপ) ১৭:৫০, ৫ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)
- @Aureum doxadius এবং আফতাবুজ্জামান: লক্ষ্য এবার লক্ষ এডিটাথনেও এ বিষয়টি রাখা যেতে পারে। বিজ্ঞান বিষয়ক এডিটাথনে এটি অন্তর্ভুক্ত করা যেতে পারে। Aureum doxadius আপনি যদি এ বিষয়ে অতি প্রয়োজনীয় নিবন্ধ সমূহের তালিকা সরবারাহ করতে পারেন তবে, আমি আয়োজকদের কাছে এটি রাখার প্রস্তাব করতে পারি। —ইয়াহিয়াবলুন... • ১৮:০৭, ৫ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)
- @YahyA এবং আফতাবুজ্জামান: অসংখ্য ধন্যবাদ আপনাদের।
@আফতাবুজ্জামান: একটি খসড়া তৈরির কাজ শুরু করেছি আমি। @YahyA: আমি শীঘ্রই শারীরস্থান সংক্রান্ত গুরুত্বপূর্ণ নিবন্ধ সমূহের একটি তালিকা সরবারাহ করার চেষ্টা করছি।— Aureum doxadius (আলাপ • অবদান) এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন।
দৃষ্টি আকর্ষন
দয়া করে উইকিপিডিয়া:ব্যবহারকারী নাম পরিবর্তনের আবেদন পাতাটিতে ঘুরে আসুন। অনেকজন নাম পরিবর্তনের আবেদন করেছেন। SH Mahfooz (আলাপ) — SH Mahfooz (আলাপ • অবদান) এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন।
অনুবাদ জমা দিতে পারছি না
আমি তালিকায় থাকা এস. পি. সিংহ এবং হোমী সেঠনা নিবন্ধ দুটি অনুবাদ করেছি কিন্তু শব্দ সংখ্যা কম হওয়ায় জমা দিতে পারছি না। জমা দেওয়ার জন্য অনুরোধ রইলো।--Firuz Ahmmed (আলাপ)
টুল
ডেক্সটপ ও মোবাইল সংস্করণে কিছু সম্পাদনা টুল থাকে যেমন: কোন লেখা ঘাঢ় করা, লেখা বাকানো ইত্যাদি। এসব টুলের সাথে আরেকটা টুল যোগ করা যায় যেমন, কোন লেখা কালার করা, ব্যাকগ্রাউন্ড কালার করা। সাধারনত এসব করতে গেলে প্রচুর HTML Code লিখতে হয়। তাই এই টুলটি কি যোগ করা সম্ভব??— সাফী মাহফূজ বলুন ০৬:০৫, ৯ নভেম্বর ২০২০ (ইউটিসি)
- @Safi Mahfouz না। এটা করতে গেলে আপনাকে সফটওয়্যারে পরিবর্তন করতে হবে। আমি মোটামুটি নিশ্চিত মিডিয়াউইকির বিকাশকারীরা (ডেভেলপার) এটা যোগ করবে না। তবে আপনি টেমপ্লেট:রং ব্যবহার করতে পারেন। আফতাবুজ্জামান (আলাপ) ১৫:৫৭, ৯ নভেম্বর ২০২০ (ইউটিসি)
- @Safi Mahfouz: বিশেষ:পছন্দসমূহ থেকে টাইমলেস স্কিন চালু করতে পারেন। তাহলে মোবাইল ডিভাইস দিয়েও ডেস্কটপের সুবিধাগুলো পাবেন। এটা চালু করে ডেস্কটপ ভিউতে ক্লিক করলে টাইমলেস স্কিনের সুবিধাগুলো পাবেন। আবার মোবাইল ভিউতে গেলে আগের মতো দেখাবে। এটা লোড হতে অপেক্ষাকৃত বেশী সময় নেয়। তাই আমি শুধু টুইংকল ব্যবহারের জন্য এটি ব্যবহার করি।—ইয়াহিয়াআলাপ• ০৫:২৪, ১০ নভেম্বর ২০২০ (ইউটিসি)
- @Yahya: অসংখ্য ধন্যবাদ। এই বিষয়ে আমার একেবারেই ধারনা ছিলনা। — সাফী মাহফূজ বলুন ১৬:১৬, ১৩ নভেম্বর ২০২০ (ইউটিসি)
- @Safi Mahfouz: বিশেষ:পছন্দসমূহ থেকে টাইমলেস স্কিন চালু করতে পারেন। তাহলে মোবাইল ডিভাইস দিয়েও ডেস্কটপের সুবিধাগুলো পাবেন। এটা চালু করে ডেস্কটপ ভিউতে ক্লিক করলে টাইমলেস স্কিনের সুবিধাগুলো পাবেন। আবার মোবাইল ভিউতে গেলে আগের মতো দেখাবে। এটা লোড হতে অপেক্ষাকৃত বেশী সময় নেয়। তাই আমি শুধু টুইংকল ব্যবহারের জন্য এটি ব্যবহার করি।—ইয়াহিয়াআলাপ• ০৫:২৪, ১০ নভেম্বর ২০২০ (ইউটিসি)
চিত্র:হেরা ফেরি.jpg
@আফতাবুজ্জামান:, @আফতাব ভাই, চিত্র:হেরা ফেরি.jpg-এর পূর্ববর্তী সংস্করণ মুছে দিন; এবং হুমায়ুন আজাদ নিবন্ধটির তথ্যছকে এই চিত্রটি যুক্ত করে দিন আর এই অ-মুক্ত চিত্রটি মুছে দিন। পাভেল ফুয়াদ (আলাপ) ১৭:০৪, ১০ নভেম্বর ২০২০ (ইউটিসি)
- পরে। --আফতাবুজ্জামান (আলাপ) ২২:৫৯, ১০ নভেম্বর ২০২০ (ইউটিসি)
- @আফতাবুজ্জামান:, @আফতাব ভাই, নাহিদ ভাইয়ের নজরে এলে তিনি চিত্রটি মুছে দেবেন যেহেতু আমি সকপাপেট এ্যাকাউন্ট থেকে চিত্রটি আপলোড করেছি। পাভেল ফরিদ (আলাপ) ১০:৪৮, ১১ নভেম্বর ২০২০ (ইউটিসি)
- @আফতাবুজ্জামান:, @আফতাব ভাই, এই চিত্রটি আগেও আপলোড আমিই করেছিলাম, কিন্তু তখনো চিত্রটি প্রকাশের পর কমপক্ষে ৫০ বছর অতিবাহিত হয়নি, এখন হয়েছে; ১৯৭০ সালের ৮ মার্চ পাকিস্তান আমলের সর্বশেষ সমাবর্তন অনুষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়ে হয়েছিলো - এটা বাংলাদেশের বিভিন্ন সংবাদপত্রও বলে; আর হুমায়ুন আজাদ ১৯৬৮ সালে স্নাতক উত্তীর্ণ হয়েছিলেন; '৬৪ সালের পরে একেবারে '৭০ সালেই সমাবর্তন হয়েছিলো (মাঝখানের বছরগুলোতে হয়নি, পাকিস্তান আমলে বিভিন্ন রাজনৈতিক কারণে প্রতি বছর সমাবর্তন হতোনা) আর ১৯২১ সালে প্রতিষ্ঠিত হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের স্বাধীনতার আগ পর্যন্ত মোট ৩৯টা সমাবর্তন হয়, হুমায়ুন আজাদ ৩৯তম সমাবর্তনেই ছিলেন। চিত্রটি হুমায়ুন আজাদ নিবন্ধের তথ্যছকে বসিয়ে দিয়ে এই অ-মুক্ত চিত্রটি মুছে দিন। পাভেল ফরিদ (আলাপ) ১১:২৭, ১১ নভেম্বর ২০২০ (ইউটিসি)
- তখন পাকিস্তান থাকলেও, এর উৎস দেশ এখন বাংলাদেশ। ফলে বাংলাদেশের আইনে পাবলিক ডোমেইন কিনা তাও দেখা জরুরি। আফতাবুজ্জামান (আলাপ) ১৫:২৩, ১১ নভেম্বর ২০২০ (ইউটিসি)
- @আফতাবুজ্জামান:, তাহলে নাহিদ ভাইকে মুছে দিতে বলুন কারণ বাংলাদেশের নিয়ম অনুযায়ী যদি হিসেব করেন তাহলে চিত্রটি পাবলিক ডোমেইন না, বাংলাদেশের কমপক্ষে ৬০ বছর পার হওয়া লাগে (চিত্র প্রকাশের পর); @NahidSultan:, @নাহিদ ভাই, চিত্রটি মুছে দিন। পাভেল ফরিদ (আলাপ) ১৫:২৯, ১১ নভেম্বর ২০২০ (ইউটিসি)
ভাই, এখানে মস্ত গোলমাল চলছে। নিবন্ধ নিয়ে শুরু হয়ে আলাপটি এখন ব্যক্তিগত অহংবোধ প্রতিষ্ঠার লড়াইয়ে পরিণত হয়েছে। ব্যাপারটা বেশ ঘোলাটে হয়ে উঠেছে। একটু দেখবেন কি? Aditya Kabir (আলাপ) ১৭:০৮, ১১ নভেম্বর ২০২০ (ইউটিসি)
- দারুণ হলো। আপনার থেকে খানিকটা কোড চুরি করলাম আমার আলাপ পাতার জন্যে। দাগ নেই তো শেখাও নেই। 😊 Aditya Kabir (আলাপ) ১৭:২০, ১১ নভেম্বর ২০২০ (ইউটিসি)
- @Aditya Kabir, প্রথমে স্বাগতম। দীর্ঘ ১১ বছর পর বাংলা উইকিতে আপনাকে সক্রিয় হতে দেখে ভালো লাগছে। আশা করি আদম তামিজী হক নিবন্ধের পর হারিয়ে যাবেন না। বাংলা উইকিতে বাংলাদেশ বাদে বহিঃবিশ্বের বিষয় নিয়ে বলতে গেলে কিছুই নেই। আপনার সাহায্য অত্যন্ত দরকার।
- গোলমালের কিছু নেই। অপসারণ প্রস্তাব হতেই পারে, এই নিয়ে ঘাবড়ানোর কিছু নেই। আলোচনা হওয়া উচিত যুক্ত ও তা খণ্ডনে। পরিশেষে বক্তব্য প্রদত্ত যুক্তি অনুসরণ করে সিদ্ধান্ত হবে। কেউ ভুল করলে তাঁকে সুন্দর করে ধরিয়ে দেয়া উচিত কিন্তু আলোচনায় কারো একটি অত্যন্ত রুঢ় বক্তব্য দেখতে পেলাম যা মোটেও কাম্য নয়। আমাদের সকলের মিলেমিশে কাজ করা উচিত। আফতাবুজ্জামান (আলাপ) ১৮:৫১, ১১ নভেম্বর ২০২০ (ইউটিসি)
- হারিয়ে যাবো বলে আশা করছিনা। ইতিমধ্যেই আরো দুটি নিবন্ধ রচনা করেছি। এবার বাংলাদেশে পতিতাবৃত্তি নিবন্ধে কাজ করবো বলে ভাবছি। এতদিন আসিনি বাংলায় টাইপ করতে জীবন বেরিয়ে যায় বলে (অতীতে বেলায়েত ভাই ও নাহিদসুলতান ভাইকে কথাটি বলেওছি)। কিন্তু এটুকু বাড়তি পরিশ্রমকে পাত্তা দিলে চলেনা। তাই এসেই পড়লাম। একটা প্রশ্ন, বেলায়েত ভাই কি উইকিপিডিয়া ছেড়ে গেছেন? Aditya Kabir (আলাপ) ০৩:৫৭, ১২ নভেম্বর ২০২০ (ইউটিসি)
- @Aditya Kabir, বেলায়েত ভাই আগের মত সক্রিয় না, মাঝে মধ্যে আসেন। আপনি কি কিবোর্ড দিয়ে বাংলা লিখেন? আমি আপনাকে অভ্র কী-বোর্ড ব্যবহার করার পরামর্শ দিব। এটা দিয়ে ফোনেটিকভাবে লেখা যায় ও সবচেয়ে বড় সুবিধা লেখার সময় এটা সঠিক বানানের পরামর্শ দেয়। আফতাবুজ্জামান (আলাপ) ১৬:০০, ১২ নভেম্বর ২০২০ (ইউটিসি)
- আপডেট মহিন পুরো আলোচনাটিই অনুসরণ করছেন, এবং কোনো মন্তব্য করছেন না। গোপনে আঘাত করার চেষ্টা করছেন। ইতোমধ্যে তিনি ২০১৯ সালে আপলোড করা আদম তামিজির একটি ছবি নীতিবিরুদ্ধভাবে ট্যাগ করেছেন। নূরুল আলম আতিকের ইংরেজি নিবন্ধে বিনা আলোচনায় একটি ধোঁকা সংযোজন করার চেষ্টায় বাধা দেবার পর থেকে তিনি বেশ আমার পেছনে লেগে আছেন বলে মনে হচ্ছে। এব্যাপারে কোথায় অভিযোগ জানাবো? Aditya Kabir (আলাপ) ১৯:৫২, ১৩ নভেম্বর ২০২০ (ইউটিসি)
- @Aditya Kabir, আদম তামিজী হক আলোচনা ছাড়া অপসারণকে কেন আপনার পিছনে লেগে আছেন বলে ভাবছেন জানি না। আর ছবিকে নীতিবিরুদ্ধভাবে ট্যাগ করেছে বলে মনে হয় না, কারণ হল উক্ত ছবির অধিউপাত্তে দেখেন কপিরাইট ধারক BRIDAL HERITAGE লেখা রয়েছে, যেটি বাংলাদেশের একটি কোম্পানি। যে ব্যক্তি ছবি আপলোড করেছেন তাঁর ঐ ছবি আপলোডের অনুমতি আছে কি নেই তা জানা অসম্ভব। এমন ক্ষেত্রে কমন্সে এই ট্যাগ দেয়া হয় ও বেশির ভাগ ক্ষেত্রে অপসারণ হতে দেখি।
- যাইহোক, নিবন্ধ অপসারণের প্রস্তাব হয়েছে, আপনি ও অন্যরা মন্তব্য করেছেন ও ভবিষ্যতে কোন অ-জড়িত প্রশাসক সিদ্ধান্ত দিবেন। এবার এই নিবন্ধ থেকে সামনে আগান। একটু উপরে যেমন বলেছি, বাংলা উইকিতে বাংলাদেশ বাদে বহিঃবিশ্বের বিষয়বলী নিয়ে বলতে গেলে কিছুই নেই। সম্ভব হলে এমন কোন নিবন্ধ তৈরি করুন; অনুবাদ করেই তৈরি করুন, এতে আপনাকে খুব সময় ব্যয় করতে হবে না। আফতাবুজ্জামান (আলাপ) ২১:৩৩, ১৩ নভেম্বর ২০২০ (ইউটিসি)
- আপনি আমার সম্পাদনা ইতিহাস দেখলেই জানবেন এগিয়ে যাবার বিষয়টি অব্যহত আছে। “বাংলাদেশে পতিতাবৃত্তি” রাগিব ভাইয়ের শেষদিকের একটি বিষয় ছিলো। এটির ব্যপক উন্নয়ন সম্ভব। আশা করি এখানে কেউ পেছনে লাগবে না। আরেকটি কথা, অনুবাদ করার প্রসঙ্গে আমার মনে হচ্ছে বাংলা-ইংরেজি মেশানো হযবরল নীতি পাতা ও টেমপ্লেটগুলো আগে অনুবাদ করা দরকার। অনুমতি পেলে সাহায্য করতে পারি। Aditya Kabir (আলাপ) ২১:৪৩, ১৩ নভেম্বর ২০২০ (ইউটিসি)
- @Aditya Kabir, অবশ্যই। নীতির পাতাগুলি আগে অগ্রাধিকার দিয়ে করুন, এগুলি অতি জরুরী পাতা। আফতাবুজ্জামান (আলাপ) ২১:৪৭, ১৩ নভেম্বর ২০২০ (ইউটিসি)
- ধন্যবাদ। বেশ একটু ইন্টারেস্টিং কাজ পাওয়া গেলো। আমি যেহেতু বিনোদন হিসেবে সম্পাদনা করি, তাই ইন্টেরেস্টিং লাগাটা আমার জন্যে জরুরি। 😋 Aditya Kabir (আলাপ) ২১:৫৩, ১৩ নভেম্বর ২০২০ (ইউটিসি)
- @Aditya Kabir, অবশ্যই। নীতির পাতাগুলি আগে অগ্রাধিকার দিয়ে করুন, এগুলি অতি জরুরী পাতা। আফতাবুজ্জামান (আলাপ) ২১:৪৭, ১৩ নভেম্বর ২০২০ (ইউটিসি)
- আপনি আমার সম্পাদনা ইতিহাস দেখলেই জানবেন এগিয়ে যাবার বিষয়টি অব্যহত আছে। “বাংলাদেশে পতিতাবৃত্তি” রাগিব ভাইয়ের শেষদিকের একটি বিষয় ছিলো। এটির ব্যপক উন্নয়ন সম্ভব। আশা করি এখানে কেউ পেছনে লাগবে না। আরেকটি কথা, অনুবাদ করার প্রসঙ্গে আমার মনে হচ্ছে বাংলা-ইংরেজি মেশানো হযবরল নীতি পাতা ও টেমপ্লেটগুলো আগে অনুবাদ করা দরকার। অনুমতি পেলে সাহায্য করতে পারি। Aditya Kabir (আলাপ) ২১:৪৩, ১৩ নভেম্বর ২০২০ (ইউটিসি)
- আপডেট মহিন পুরো আলোচনাটিই অনুসরণ করছেন, এবং কোনো মন্তব্য করছেন না। গোপনে আঘাত করার চেষ্টা করছেন। ইতোমধ্যে তিনি ২০১৯ সালে আপলোড করা আদম তামিজির একটি ছবি নীতিবিরুদ্ধভাবে ট্যাগ করেছেন। নূরুল আলম আতিকের ইংরেজি নিবন্ধে বিনা আলোচনায় একটি ধোঁকা সংযোজন করার চেষ্টায় বাধা দেবার পর থেকে তিনি বেশ আমার পেছনে লেগে আছেন বলে মনে হচ্ছে। এব্যাপারে কোথায় অভিযোগ জানাবো? Aditya Kabir (আলাপ) ১৯:৫২, ১৩ নভেম্বর ২০২০ (ইউটিসি)
- @Aditya Kabir, বেলায়েত ভাই আগের মত সক্রিয় না, মাঝে মধ্যে আসেন। আপনি কি কিবোর্ড দিয়ে বাংলা লিখেন? আমি আপনাকে অভ্র কী-বোর্ড ব্যবহার করার পরামর্শ দিব। এটা দিয়ে ফোনেটিকভাবে লেখা যায় ও সবচেয়ে বড় সুবিধা লেখার সময় এটা সঠিক বানানের পরামর্শ দেয়। আফতাবুজ্জামান (আলাপ) ১৬:০০, ১২ নভেম্বর ২০২০ (ইউটিসি)
- হারিয়ে যাবো বলে আশা করছিনা। ইতিমধ্যেই আরো দুটি নিবন্ধ রচনা করেছি। এবার বাংলাদেশে পতিতাবৃত্তি নিবন্ধে কাজ করবো বলে ভাবছি। এতদিন আসিনি বাংলায় টাইপ করতে জীবন বেরিয়ে যায় বলে (অতীতে বেলায়েত ভাই ও নাহিদসুলতান ভাইকে কথাটি বলেওছি)। কিন্তু এটুকু বাড়তি পরিশ্রমকে পাত্তা দিলে চলেনা। তাই এসেই পড়লাম। একটা প্রশ্ন, বেলায়েত ভাই কি উইকিপিডিয়া ছেড়ে গেছেন? Aditya Kabir (আলাপ) ০৩:৫৭, ১২ নভেম্বর ২০২০ (ইউটিসি)
- দারুণ হলো। আপনার থেকে খানিকটা কোড চুরি করলাম আমার আলাপ পাতার জন্যে। দাগ নেই তো শেখাও নেই। 😊 Aditya Kabir (আলাপ) ১৭:২০, ১১ নভেম্বর ২০২০ (ইউটিসি)
আপনার জন্য একটি পদক!
প্রশাসকের পদক | |
উইকিপিডিয়ায় অবদান রাখতে গিয়ে সবচেয়ে বেশি শিখেছি আপনার কাছ থেকে। সম্ভবত আপনাকে এতোটা হেল্পফুল পেয়েছি বলেই আমার সম্পাদনা সংখ্যা ৯০০০+ হয়েছে। আপনার হাত ধরে বাংলা উইকিপিডিয়া অনেক দূর এগিয়ে যাক। —ইয়াহিয়াআলাপ• ১৭:৩১, ১১ নভেম্বর ২০২০ (ইউটিসি) |
- @Yahya: ধন্যবাদ। তবে আমি চাইনা কেবল আমার হাত ধরে বাংলা উইকি আগাক। আমি চাই আমাদের সকলের হাত ধরে আগাক। একটি আলোচনায় অভিমান দেখতে পেলাম। অভিমানের কিছু নেই। তোমার মত তুমি অবদান রেখে যাও। --আফতাবুজ্জামান (আলাপ) ১৮:৫৪, ১১ নভেম্বর ২০২০ (ইউটিসি)
- এই কথাটি আমিও বলতে চাই। ইয়াহিয়া ভাই, আপনার সাথে আমার প্রথম পরিচয়টি একেবারেই সৌহার্দপূর্ণ হয়নি। কিন্তু এতে মন খারাপ করলে চলেনা। ইংরেজি উইকিপিডিয়ায় আরমান আজিজ ভাইয়ের সাথেও অনেক লড়াই হয়েছে। কিন্তু শেষটায় আমরা নিজেদের বন্ধুই বলতে পারি, বাংলাদেশ পোর্টাল আর বাংলাদেশ প্রকল্প নিয়ে আমরা একসাথেই কাজ করেছি। আশা করছি ভবিষ্য়তে আমরা বন্ধুই হয়ে উঠবো। নাহিদ ভাইকেও আমি পছন্দ করি। তিনিও সঠিক কাজটিই করার চেষ্টা করেন সর্বদা। যদিও আত্মপ্রচারপ্রিয় প্রশাসক মহিন বিষয়ে সেকথা বলতে পারছিনা। তার মতো মানুষের সাথে আমার কখনোই সখ্য হবে বলে মনে করিনা। Aditya Kabir (আলাপ) ০৪:০৩, ১২ নভেম্বর ২০২০ (ইউটিসি)
- @Aditya Kabir: এক দিন পর উইকিতে নজর তালিকার পরিবর্তন দেখতে আসলাম। :D এটা কিন্তু আমার জন্য দীর্ঘ একটা সময়। শত ব্যস্ত থাকলেও ঘন্টায় ঘন্টায় নজর তালিকা পরীক্ষা করা অভ্যাস হয়ে গেছে। জ্বি, আমিও এমনটাই চাই। এবং আলোচনা সেদিকেই যাচ্ছিলো। দেখুন, আপনি বাংলা উইকিতে নিয়মিত সম্পাদনা করেন না। সেকারণে এখানে বিভিন্ন আলোচনায় গৃহীত সিদ্ধান্তগুলো আপনার জানা নাই থাকতে পারে। আমি যদি আপনাকে এগুলো জানাই, তবে তা জ্ঞান দেয়া হবে! আমি এখনো আশা করি Nahid Hossain ‘কেন জ্ঞান(!) দেয়া যাবে না’ তা ব্যাখ্যা করবেন। আমি গত তিন বছরে অনেক নিয়মিত উইকিপিডিয়ানকে ঝরে যেতে দেখেছি, শুধুমাত্র এমন কর্তৃত্ববাদী আচরণের জন্য। মানে, আপনি বেশি জানেন এবং অ্যাকাউন্টের বয়স বেশি তাই আপনাকে পরামর্শ দেয়া যাবে না। তাদের ধারণা এরকমই। জানিনা তারা দশ বছর আগে উইকিতে যোগ দিয়ে কী শিখেছেন, যেখানে তিনি এটাই জানেন না যে, কোথায় কী আলোচনা করতে হয়! এই প্রকল্পে নিয়মিত সম্পাদনা করার কারণে বেশিরভাগ নীতিমালাই পড়া হয়েছে। একারণে আমার করা বেশিরভাগ অপসারণ প্রস্তাবনাই সফল হয়েছে। এরকম একটি প্রস্তাবনা ছিল নাহিদ হোসাইনের তৈরি ‘আমার বাংলাদেশ পার্টি’। যেটা WP:TOOSOON হওয়ায় মুছে ফেলা হয়েছিল। জানিনা একারণে তার এত ক্ষোভ কিনা! দ্বিতীয়ত, এই উইকিতে আমার অভিজ্ঞতা হল, যখনই আমি কোনো ভুল করি তখনই অভিজ্ঞ উইকিপিডিয়ানরা আমাকে মেসেঞ্জার বা মেইলে সেটা জানান। ছোট উইকিতে এই ব্যপারটাই সব থেকে অনুপ্রেরণাদায়ক, যেটা বড় উইকিতে পাবেন না। এখানে প্রায় সকল নিয়মিত উইকিপিডিয়ানদের সাথেই এরকম ব্যক্তিগত সম্পর্ক গড়ে উঠেছে। আমি যদি ঐ আলোচনায় কোনো ভুল করি, সেটা তিনি এই পদ্ধতিতে বা ‘অন-উইকি’ আমাকে শুধরে দিতে পারতেন। কিন্তু তিনি যেটা করেছেন, সেটা কোনো অভিজ্ঞ উইকিপিডিয়ানের আচরণ হতে পারে না। যাই হোক, আপনি কিংবা তিনি সবার সাথেই আমি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাই। আমি যদি কোনো অসৌজন্যমূলক আচরণ করে থাকি তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। এবং NahidHossain কেও তার বক্তব্য প্রত্যাহার করে নিতে হবে। —ইয়াহিয়াআলাপ• ০৪:৫৫, ১৩ নভেম্বর ২০২০ (ইউটিসি)
- লক্ষ্য করবেন যে বিতর্কিত নিবন্ধটিতে দারুল সাহেবের সংযত মন্তব্যে যা প্রস্তাব করেছেন তার ফল পেয়েছেন। রাগারাগি না করে (এখানেও অনেকটা রাগ দেখতে পাচ্ছি) নীতিমালার সাথে সংযুক্ত থাকলে নিজেরই শান্তি বজায় থাকে। উইকিপিডিয়ারও উপকার হয় (একটি নিবন্ধ দিয়ে শুরু করেছিলাম, দারুল সাহেবের কল্যাণে তিনটি লিখে ফেলেছি)। আমরা এখানে সবাই স্বেচ্ছাকর্মী। এর মানে এই যে আমি-আপনি-মহিন-নাহিদ সবাই উইকিপিডিয়া ছেড়ে গেলেও কোনো ক্ষতি নেই। আমাদেরও না, প্রকল্পেরও না। তার ওপর উইকিপেডিয়া একটা নির্মানাধীন প্রকল্প, এতে সকল নিবন্ধ, সমাজ ও নীতি - সবই গড়ে উঠছে। এই গড়ে ওঠা কখনো শেষ হবেনা এ কথাও বলা আছে। তাই নিজের শান্তি বজায় রাখাটা আমি গুরুত্বপূর্ণ মনে করি। তবে এও ঠিক যে আমাকে কেউ বিনা দোষে কামড়ালে আমি তাকে চুম্বন করবো এমন ধৈর্য্য আমারো নেই। Aditya Kabir (আলাপ) ০৫:০৭, ১৩ নভেম্বর ২০২০ (ইউটিসি)
- অনুগ্রহ করে আলোচনার ইতি টানুন। চুমোচুমি বা অন্যকিছুর দরকার নেই :P কোন কিছুর উল্লেখযোগ্যতার প্রশ্ন উঠলে তথ্যসূত্র/যুক্তি প্রদান করুন। কিন্তু কোনরূপে ব্যক্তিগত আক্রমণ, রূঢ়, কটু কথা বলা যাবে না, এগুলিকে বিশেষ লক্ষ্য রাখুন সকলেই। আফতাবুজ্জামান (আলাপ) ১৫:৫২, ১৩ নভেম্বর ২০২০ (ইউটিসি)
- আমার নামটা দেখে আসলাম। এখানে অনেক কথা হচ্ছে। যাকগে, আসল কথায় আসি।
- @Aditya Kabir প্রথমত আপনাকে একটা নিবন্ধের ভীত মজবুত করার জন্য আরো দুইটি নিবন্ধ যোগের জন্য ধন্যবাদ। কিছু ব্যক্তিগত কথা বলি- আমিও ইংরেজি উইকিতে সম্পাদনা শুরু করি ২০০৮ সাল হতে একটি জার্মান আইপি থেকে, যদিও আমার নিবন্ধিত একাউন্টটার বয়স কম। দিন যত গেছে, উইকির কাঠামোগত উন্নয়ন হয়েছে।২০০৮ সাল হতে এখন পর্যন্ত কখনো মনে হয়নি, আমি উইকিতে সম্পাদনার ক্ষেত্রে সবকিছু জানি। আরো ভালভাবে বললে, আমি এখনও শিখছি। আপনি বাংলা উইকিতে অবদান রাখা শুরু করায় আমি খুশী হয়েছি, কারণ ইংরেজীতে বাংলাভাষী অনেকেই আছেন, যারা বাংলায় অবদান রাখেননা। আপনার মত অভিজ্ঞ অবদানকারীর বাংলা উইকিতে দরকার আছে। খেয়াল করে দেখলাম আপনি আলাপ পাতা+ আলোচনায় যত বাইট লিখেছেন, তা দিয়ে ১০ হাজার বাইটের অধিক সাইজের আরো ২টি নিবন্ধ হয়ে যায়। আমি নিবন্ধ লেখক ছাড়াও একজন উইকি পাঠকও, আমি আপনার নিবন্ধগুলি পড়তে আগ্রহী। আদম তমিজী হকের নিবন্ধটা আমি আপনার গা গরম করার অনুশীলন হিসেবে দেখছি। এবার উঠে পড়ে লাগুনতো! প্রয়োজনে আপনি আপনার ইংরেজী উইকির নিবন্ধগুলি বাংলায় অনুবাদ করা শুরু করুন, হলফ করে বলছি, একাজটা করতে আপনার মোটেও খারাপ লাগবে না। কথা গুলি গুছিয়ে হয়তো লিখতে পারছিনা। তবে মদ্দা কথা হলো- অনুগ্রহ করে আপনি বাংলা উইকিতে আরো বেশী নিবন্ধ যোগ করার জন্য মনোনিবেশ করলে খুব ভাল হয়। এই বৃদ্ধের কথাটা রাখুন।
- @Yahya সুপ্রিয়, আপনার সাথে আমার আগে কখনো আলাপ হয়নি, কিন্তু আমি আপনার কাজ দেখি। যা বুঝি, বাংলা উইকিতে অবদান রাখা আপনার জন্য অন্যতম আনন্দের কাজ। আপনি বেশ নিষ্ঠার সাথেই উইকিতে অবদান রাখছেন। 'লক্ষ্যে এবার লক্ষ'-এর জন্য আপনার ব্যক্তিগত প্রচারণা, উইকির প্রতি ভালবাসা বুঝিয়ে দেয়। অতএব অভিমান করে নিজেকে আনন্দ হতে বঞ্চিত করবেন না।
- @আফতাবুজ্জামান আমি আপনার উপরের আলাপচারিতার সাথে একমত।
- আর কথা নাই, আলোচনা শেষ। সবার জন্য সর্বদা শুভকামনা। ~ ফায়সাল বিন দারুল (২০২০) ১১:০১, ১৪ নভেম্বর ২০২০ (ইউটিসি)
- লক্ষ্য করবেন যে বিতর্কিত নিবন্ধটিতে দারুল সাহেবের সংযত মন্তব্যে যা প্রস্তাব করেছেন তার ফল পেয়েছেন। রাগারাগি না করে (এখানেও অনেকটা রাগ দেখতে পাচ্ছি) নীতিমালার সাথে সংযুক্ত থাকলে নিজেরই শান্তি বজায় থাকে। উইকিপিডিয়ারও উপকার হয় (একটি নিবন্ধ দিয়ে শুরু করেছিলাম, দারুল সাহেবের কল্যাণে তিনটি লিখে ফেলেছি)। আমরা এখানে সবাই স্বেচ্ছাকর্মী। এর মানে এই যে আমি-আপনি-মহিন-নাহিদ সবাই উইকিপিডিয়া ছেড়ে গেলেও কোনো ক্ষতি নেই। আমাদেরও না, প্রকল্পেরও না। তার ওপর উইকিপেডিয়া একটা নির্মানাধীন প্রকল্প, এতে সকল নিবন্ধ, সমাজ ও নীতি - সবই গড়ে উঠছে। এই গড়ে ওঠা কখনো শেষ হবেনা এ কথাও বলা আছে। তাই নিজের শান্তি বজায় রাখাটা আমি গুরুত্বপূর্ণ মনে করি। তবে এও ঠিক যে আমাকে কেউ বিনা দোষে কামড়ালে আমি তাকে চুম্বন করবো এমন ধৈর্য্য আমারো নেই। Aditya Kabir (আলাপ) ০৫:০৭, ১৩ নভেম্বর ২০২০ (ইউটিসি)
- @Aditya Kabir: এক দিন পর উইকিতে নজর তালিকার পরিবর্তন দেখতে আসলাম। :D এটা কিন্তু আমার জন্য দীর্ঘ একটা সময়। শত ব্যস্ত থাকলেও ঘন্টায় ঘন্টায় নজর তালিকা পরীক্ষা করা অভ্যাস হয়ে গেছে। জ্বি, আমিও এমনটাই চাই। এবং আলোচনা সেদিকেই যাচ্ছিলো। দেখুন, আপনি বাংলা উইকিতে নিয়মিত সম্পাদনা করেন না। সেকারণে এখানে বিভিন্ন আলোচনায় গৃহীত সিদ্ধান্তগুলো আপনার জানা নাই থাকতে পারে। আমি যদি আপনাকে এগুলো জানাই, তবে তা জ্ঞান দেয়া হবে! আমি এখনো আশা করি Nahid Hossain ‘কেন জ্ঞান(!) দেয়া যাবে না’ তা ব্যাখ্যা করবেন। আমি গত তিন বছরে অনেক নিয়মিত উইকিপিডিয়ানকে ঝরে যেতে দেখেছি, শুধুমাত্র এমন কর্তৃত্ববাদী আচরণের জন্য। মানে, আপনি বেশি জানেন এবং অ্যাকাউন্টের বয়স বেশি তাই আপনাকে পরামর্শ দেয়া যাবে না। তাদের ধারণা এরকমই। জানিনা তারা দশ বছর আগে উইকিতে যোগ দিয়ে কী শিখেছেন, যেখানে তিনি এটাই জানেন না যে, কোথায় কী আলোচনা করতে হয়! এই প্রকল্পে নিয়মিত সম্পাদনা করার কারণে বেশিরভাগ নীতিমালাই পড়া হয়েছে। একারণে আমার করা বেশিরভাগ অপসারণ প্রস্তাবনাই সফল হয়েছে। এরকম একটি প্রস্তাবনা ছিল নাহিদ হোসাইনের তৈরি ‘আমার বাংলাদেশ পার্টি’। যেটা WP:TOOSOON হওয়ায় মুছে ফেলা হয়েছিল। জানিনা একারণে তার এত ক্ষোভ কিনা! দ্বিতীয়ত, এই উইকিতে আমার অভিজ্ঞতা হল, যখনই আমি কোনো ভুল করি তখনই অভিজ্ঞ উইকিপিডিয়ানরা আমাকে মেসেঞ্জার বা মেইলে সেটা জানান। ছোট উইকিতে এই ব্যপারটাই সব থেকে অনুপ্রেরণাদায়ক, যেটা বড় উইকিতে পাবেন না। এখানে প্রায় সকল নিয়মিত উইকিপিডিয়ানদের সাথেই এরকম ব্যক্তিগত সম্পর্ক গড়ে উঠেছে। আমি যদি ঐ আলোচনায় কোনো ভুল করি, সেটা তিনি এই পদ্ধতিতে বা ‘অন-উইকি’ আমাকে শুধরে দিতে পারতেন। কিন্তু তিনি যেটা করেছেন, সেটা কোনো অভিজ্ঞ উইকিপিডিয়ানের আচরণ হতে পারে না। যাই হোক, আপনি কিংবা তিনি সবার সাথেই আমি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাই। আমি যদি কোনো অসৌজন্যমূলক আচরণ করে থাকি তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। এবং NahidHossain কেও তার বক্তব্য প্রত্যাহার করে নিতে হবে। —ইয়াহিয়াআলাপ• ০৪:৫৫, ১৩ নভেম্বর ২০২০ (ইউটিসি)
- এই কথাটি আমিও বলতে চাই। ইয়াহিয়া ভাই, আপনার সাথে আমার প্রথম পরিচয়টি একেবারেই সৌহার্দপূর্ণ হয়নি। কিন্তু এতে মন খারাপ করলে চলেনা। ইংরেজি উইকিপিডিয়ায় আরমান আজিজ ভাইয়ের সাথেও অনেক লড়াই হয়েছে। কিন্তু শেষটায় আমরা নিজেদের বন্ধুই বলতে পারি, বাংলাদেশ পোর্টাল আর বাংলাদেশ প্রকল্প নিয়ে আমরা একসাথেই কাজ করেছি। আশা করছি ভবিষ্য়তে আমরা বন্ধুই হয়ে উঠবো। নাহিদ ভাইকেও আমি পছন্দ করি। তিনিও সঠিক কাজটিই করার চেষ্টা করেন সর্বদা। যদিও আত্মপ্রচারপ্রিয় প্রশাসক মহিন বিষয়ে সেকথা বলতে পারছিনা। তার মতো মানুষের সাথে আমার কখনোই সখ্য হবে বলে মনে করিনা। Aditya Kabir (আলাপ) ০৪:০৩, ১২ নভেম্বর ২০২০ (ইউটিসি)
বাধাপ্রাপ্ত ব্যবহারকারী
বাধাপ্রাপ্ত ব্যবহারকারী নিজ আলাপ পাতা ছাড়া অন্য কোথাও সম্পাদনা করার রাইট আছে? - ওয়াইস আলাপ ০০:০১, ১২ নভেম্বর ২০২০ (ইউটিসি)
- না। আলাপ পাতা ছাড়া এমনকি নিজের ব্যবহারকারী পাতায়ও সম্পাদনা করার অধিকার নেই। আলাপ পাতায় বাধা দেয়া হয় না যেন তিনি আবেদন করার সুযোগ পান। আফতাবুজ্জামান (আলাপ) ০০:৪১, ১২ নভেম্বর ২০২০ (ইউটিসি)
- @আফতাবুজ্জামান: তাহলে নিয়ম অনুসারে এই আলোচনার আইপি এড্রেস শেষে 162 কে বাধা দিয়ে দেন। আলোচনাসভার অর্ধেক তার লেখা। আমি পূর্বেও অনেকবার বলেছি, এটা lazy restless এর আইডি। আলোচনা সভার উপরে তার স্বীকারোক্তিও আছে। তাছাড়া আপনার দরকার হলে আরো প্রমাণ দিব। নজরতালিকা চেক করলেই এর সম্পাদনা, বিরক্তিকর! - ওয়াইস আলাপ ০২:১৯, ১২ নভেম্বর ২০২০ (ইউটিসি)
- সকপাপেট অভিযোগ করার কোনো জায়গা কি আছে? আইপি সম্পর্কেও কিন্তু সকপাপেট অভিযোগ করা যায়। Aditya Kabir (আলাপ) ০৪:০৬, ১২ নভেম্বর ২০২০ (ইউটিসি)
- @Aditya Kabir: আপনি অভিযোগ করবেন নাকি অভিযোগ করা যায় ওটা বলতে আসছেন? - ওয়াইস আলাপ ১১:০৭, ১২ নভেম্বর ২০২০ (ইউটিসি)
- না জেনে অভিযোগ করতে চাইনা। তবে জানে এমন কেউ অভিযোগ করতে পারে। Aditya Kabir (আলাপ) ০৩:২৮, ১৩ নভেম্বর ২০২০ (ইউটিসি)
- @Aditya Kabir: উইকিপিডিয়া:সকপাপেট তদন্ত পাতায় অভিযোগ করতে পারেন। - ওয়াইস আলাপ ০৩:৫৬, ১৩ নভেম্বর ২০২০ (ইউটিসি)
- @Owais Al Qarni: না। পারি না বলেই মনে হয়। “আইপি এড্রেস শেষে 162” সম্পর্কে আপনার জানা আছে। কাজটি আপনারই করা দরকার। Aditya Kabir (আলাপ) ০৫:১১, ১৩ নভেম্বর ২০২০ (ইউটিসি)
- @Aditya Kabir: উইকিপিডিয়া:সকপাপেট তদন্ত পাতায় অভিযোগ করতে পারেন। - ওয়াইস আলাপ ০৩:৫৬, ১৩ নভেম্বর ২০২০ (ইউটিসি)
- না জেনে অভিযোগ করতে চাইনা। তবে জানে এমন কেউ অভিযোগ করতে পারে। Aditya Kabir (আলাপ) ০৩:২৮, ১৩ নভেম্বর ২০২০ (ইউটিসি)
- @Aditya Kabir: আপনি অভিযোগ করবেন নাকি অভিযোগ করা যায় ওটা বলতে আসছেন? - ওয়াইস আলাপ ১১:০৭, ১২ নভেম্বর ২০২০ (ইউটিসি)
- সকপাপেট অভিযোগ করার কোনো জায়গা কি আছে? আইপি সম্পর্কেও কিন্তু সকপাপেট অভিযোগ করা যায়। Aditya Kabir (আলাপ) ০৪:০৬, ১২ নভেম্বর ২০২০ (ইউটিসি)
- @আফতাবুজ্জামান: তাহলে নিয়ম অনুসারে এই আলোচনার আইপি এড্রেস শেষে 162 কে বাধা দিয়ে দেন। আলোচনাসভার অর্ধেক তার লেখা। আমি পূর্বেও অনেকবার বলেছি, এটা lazy restless এর আইডি। আলোচনা সভার উপরে তার স্বীকারোক্তিও আছে। তাছাড়া আপনার দরকার হলে আরো প্রমাণ দিব। নজরতালিকা চেক করলেই এর সম্পাদনা, বিরক্তিকর! - ওয়াইস আলাপ ০২:১৯, ১২ নভেম্বর ২০২০ (ইউটিসি)
@Aditya Kabir: জগাখিচুড়ি মার্কা কমেন্ট, কিছুই বুঝতেছি না। - ওয়াইস আলাপ ০৫:৫৭, ১৩ নভেম্বর ২০২০ (ইউটিসি)
- হুমম। এটি বোঝার জন্যে প্রথমে আপনার নিজের কমেন্ট পড়তে হতে পারে - “এই আলোচনার আইপি এড্রেস শেষে 162 কে বাধা দিয়ে দেন। আলোচনাসভার অর্ধেক তার লেখা। আমি পূর্বেও অনেকবার বলেছি, এটা lazy restless এর আইডি।” এর অর্থ আপনি “আইপি এড্রেস শেষে 162”কে “lazy restless” এর সকপাপেট হিসেবে দেখছেন। এবং সে বিষয়ে অভিযোগ করছেন।
- এরপর আপনাকে আমার কমেন্ট পড়তে হবে - “আইপি সম্পর্কেও কিন্তু সকপাপেট অভিযোগ করা যায়।” এর অর্থ আপনি এ ব্যাপারে সকপাপেট অভিযোগ করতে পারেন।
- এরপর আপনাকে দু’টি কমেন্টে পড়তে হবে - “উইকিপিডিয়া:সকপাপেট তদন্ত পাতায় অভিযোগ করতে পারেন” (যার অর্থ আপনি জানেন কোনো প্রশাসকের আলাপ পাতা এই অভিযোগের জায়গা নয়, এবং আপনি চাইছেন অভিযোগটি আমি করি) - এবং - ““আইপি এড্রেস শেষে 162” সম্পর্কে আপনার জানা আছে। কাজটি আপনারই করা দরকার।”
- এখনো জগাখিচুড়ি মনে হচ্ছে? মনে হলে জানাবেন। আরো যত্ন করে বুঝতে সাহায্য করবো। Aditya Kabir (আলাপ) ১১:১১, ১৩ নভেম্বর ২০২০ (ইউটিসি)
- @Aditya Kabir:হা, বুঝলাম। তবে এটাও বুঝলাম, আপনার এখানে মন্তব্য করার কোনো প্রয়োজন ছিল না। lazy’র সাথে ইংরেজি উইকি ও বাংলা উইকিতে অনেক তর্ক হয়েছে। এবং ওকে আফতাব ভাই সহ অনেকেই চিনে। আর ওর মূল একাউন্ট অবরুদ্ধ আছে। আমি বিষয়টা আফতাব ভাইকে বলেছি, আপনাকে নয়। আপনি মাঝখানে নতুন আসছেন তাই না বুঝে কমেন্ট একটা করে দিলেন আর কি! দ্বিতীয়ত, আপনার “সকপাপেট অভিযোগ করার কোনো জায়গা কি আছে? আইপি সম্পর্কেও কিন্তু সকপাপেট অভিযোগ করা যায়।” এই মন্তব্য দ্বারা বুঝা যায় আপনি অভিযোগ করার জায়গা খুঁজছেন। তাই আমি “উইকিপিডিয়া:সকপাপেট তদন্ত পাতায় অভিযোগ করতে পারেন।” এটা দেখিয়ে দিয়েছি। তার মানে এই না যে, আমার পক্ষ থেকে আপনাকে অভিযোগ করতে বলেছি। আমি ধরে নিয়েছি, আপনি কারো বিরুদ্ধে অভিযোগ করতে যাচ্ছেন। এখন বলতে পারেন, তাহলে অভিযোগ না করে আলাপ পাতায় কি? এর কারণ হল, ওর আইপিটা প্রতিনিয়ত পরিবর্তন হয়। কিন্তু 162 কে দেখছি অনেকদিন পরিবর্তন হচ্ছে না, তাই এভাবে বলা। আইপিকে বাধা দিয়ে খুব একটা ফায়দা হয় না, কারণ সে আরেক আইপি থেকে সম্পাদনা করবে। ধন্যবাদ। - ওয়াইস আলাপ ১৪:৪৮, ১৩ নভেম্বর ২০২০ (ইউটিসি)
- অনুগ্রহ করে আপনারা দুইজনে এই আলোচনার ইতি টানুন। যে কারণে আমাকে বার্তা দেয়া হয়েছে তা আমি বুঝতে পেরেছি। ধন্যবাদ। আফতাবুজ্জামান (আলাপ) ১৫:৪৫, ১৩ নভেম্বর ২০২০ (ইউটিসি)
- @Aditya Kabir:হা, বুঝলাম। তবে এটাও বুঝলাম, আপনার এখানে মন্তব্য করার কোনো প্রয়োজন ছিল না। lazy’র সাথে ইংরেজি উইকি ও বাংলা উইকিতে অনেক তর্ক হয়েছে। এবং ওকে আফতাব ভাই সহ অনেকেই চিনে। আর ওর মূল একাউন্ট অবরুদ্ধ আছে। আমি বিষয়টা আফতাব ভাইকে বলেছি, আপনাকে নয়। আপনি মাঝখানে নতুন আসছেন তাই না বুঝে কমেন্ট একটা করে দিলেন আর কি! দ্বিতীয়ত, আপনার “সকপাপেট অভিযোগ করার কোনো জায়গা কি আছে? আইপি সম্পর্কেও কিন্তু সকপাপেট অভিযোগ করা যায়।” এই মন্তব্য দ্বারা বুঝা যায় আপনি অভিযোগ করার জায়গা খুঁজছেন। তাই আমি “উইকিপিডিয়া:সকপাপেট তদন্ত পাতায় অভিযোগ করতে পারেন।” এটা দেখিয়ে দিয়েছি। তার মানে এই না যে, আমার পক্ষ থেকে আপনাকে অভিযোগ করতে বলেছি। আমি ধরে নিয়েছি, আপনি কারো বিরুদ্ধে অভিযোগ করতে যাচ্ছেন। এখন বলতে পারেন, তাহলে অভিযোগ না করে আলাপ পাতায় কি? এর কারণ হল, ওর আইপিটা প্রতিনিয়ত পরিবর্তন হয়। কিন্তু 162 কে দেখছি অনেকদিন পরিবর্তন হচ্ছে না, তাই এভাবে বলা। আইপিকে বাধা দিয়ে খুব একটা ফায়দা হয় না, কারণ সে আরেক আইপি থেকে সম্পাদনা করবে। ধন্যবাদ। - ওয়াইস আলাপ ১৪:৪৮, ১৩ নভেম্বর ২০২০ (ইউটিসি)
গত মাসের অপসারণ প্রস্তাবনা শেষ করুন
@আফতাবুজ্জামান:, @আফতাব ভাই, উইকিপিডিয়া:নিবন্ধ অপসারণের প্রস্তাবনা/আহমেদ রাজীব হায়দার (২য় মনোনয়ন) এটা তাড়াতাড়ি শেষ করে দিন কারণ প্রস্তাবনা শুরুই হয়েছিলো গত মাসে, এখনো শেষ হয়নি আলোচনা। পাভেল ল. (আলাপ) ১১:৪০, ১২ নভেম্বর ২০২০ (ইউটিসি)
উইকিডাটা সংযোগ
ভিলহেল্ম ফিলিপে শিম্পার নিবন্ধটি উইকিডাটার সংযোগ দিয়ে দিন। আমি কেন জানি পারছি না। Ppt2003 (আলাপ) ১৬:৫৭, ১৩ নভেম্বর ২০২০ (ইউটিসি)
- @Ppt2003, ইতোমধ্যেই সংযুক্ত করা রয়েছে। আফতাবুজ্জামান (আলাপ) ১৭:১৬, ১৩ নভেম্বর ২০২০ (ইউটিসি)
- ওহ হো, আপনি কষ্ট করে পুনঃরায় অনুবাদ করেছেন। এখন খেয়াল করলাম, নিবন্ধটি ইতোমধ্যে অন্য নামে অনুবাদ করা ছিল। প্রতিযোগিতার নিবন্ধ অনুবাদের পূর্বে, বাড়তি সতর্কতা হিসেবে আইকনে ক্লিক করে বাংলায় আছে কিনা তা দেখে নিতে পারেন। আফতাবুজ্জামান (আলাপ) ১৭:২৪, ১৩ নভেম্বর ২০২০ (ইউটিসি)
ট্রান্সলেশন
বিষয়বস্তু অনুবাদ অপশনে Google Translate ও ইনডেক্স ট্রান্সরেট ব্যবহৃত হয়। কিন্ত উভয়টাতেই প্রচুর যান্ত্রিকতা থাকে। কিন্তু Bing Microsoft Translator-এ এই দুটি ট্রান্সলেশন সাইটের চেয়ে তুলনামূলক সরল ট্রান্সলেশন করে থাকে। ওয়েবসাইটটা হল bing.com/translator
তাই এটা কি সেই ট্রান্সলেট অপশনে যোগ করা যায়? নাকি সফটওয়ারে পরিবর্তন করতে হবে? — সাফী মাহফূজ বলুন ১৮:০৭, ১৩ নভেম্বর ২০২০ (ইউটিসি)
- @Safi Mahfouz, হ্যাঁ, সফটওয়ারে পরিবর্তন করতে হবে। এটা এখনো কোন উইকিতে যোগ হয়নি। বিষয়বস্তু অনুবাদের সাথে কাজ করা একজনকে জিজ্ঞেস করেছি, দেখি তিনি কি বলেন। আফতাবুজ্জামান (আলাপ) ১৮:৩৮, ১৩ নভেম্বর ২০২০ (ইউটিসি)
- @আফতাবুজ্জামান: অধিকারের আবেদনে একটি আবেদন রেখেছিলাম। সেদিকে দৃষ্টি আকর্ষন করছি। সাধারনত জানাতাম না, কিন্তু আপনি খুবই ব্যস্ত Wpedian, তাই হয়ত সব দিকে লক্ষ্য রাখা সম্ভব হয়না, তাই জানালাম। কিছু মনে করবেন না। — সাফী মাহফূজ বলুন ১৮:৫৪, ১৩ নভেম্বর ২০২০ (ইউটিসি)
- @Safi Mahfouz এবং আফতাবুজ্জামান: আমি একবার এটা করার জন্য অনুরোধ করেছিলাম। তারা অনুরোধটি ফ্যাব্রিকেটরে যুক্ত করেছে। এখন পর্যন্ত কোনো ফলাফল দেখছি না।—ইয়াহিয়াআলাপ• ০৭:০৫, ১৪ নভেম্বর ২০২০ (ইউটিসি)
- @আফতাবুজ্জামান: অধিকারটি প্রদান করার জন্য অসংখ্য ধন্যবাদ। — সাফী মাহফূজ বলুন ০৭:৪০, ১৪ নভেম্বর ২০২০ (ইউটিসি)
- @Safi Mahfouz এবং Yahya: এটি দেখুন ও জানা থাকলে স্ব স্ব উত্তর প্রদান করতে পারেন। আফতাবুজ্জামান (আলাপ) ১৬:০৯, ১৬ নভেম্বর ২০২০ (ইউটিসি)
- @আফতাবুজ্জামান: অধিকারটি প্রদান করার জন্য অসংখ্য ধন্যবাদ। — সাফী মাহফূজ বলুন ০৭:৪০, ১৪ নভেম্বর ২০২০ (ইউটিসি)
- @Safi Mahfouz এবং আফতাবুজ্জামান: আমি একবার এটা করার জন্য অনুরোধ করেছিলাম। তারা অনুরোধটি ফ্যাব্রিকেটরে যুক্ত করেছে। এখন পর্যন্ত কোনো ফলাফল দেখছি না।—ইয়াহিয়াআলাপ• ০৭:০৫, ১৪ নভেম্বর ২০২০ (ইউটিসি)
- @আফতাবুজ্জামান: অধিকারের আবেদনে একটি আবেদন রেখেছিলাম। সেদিকে দৃষ্টি আকর্ষন করছি। সাধারনত জানাতাম না, কিন্তু আপনি খুবই ব্যস্ত Wpedian, তাই হয়ত সব দিকে লক্ষ্য রাখা সম্ভব হয়না, তাই জানালাম। কিছু মনে করবেন না। — সাফী মাহফূজ বলুন ১৮:৫৪, ১৩ নভেম্বর ২০২০ (ইউটিসি)
বুঝলাম না, দয়া করে ব্যাখ্যা দিবেন
আপনি জানেন যে, একজন বাধাপ্রাপ্ত ব্যবহারকারী সক পাপেটিং করে সম্পাদনা করা নীতি বিরুদ্ধ কাজ। অথচ চিহ্নিত আইপি এড্রেস সম্পাদনা করেই যাচ্ছে, অপসারণ বিতর্কেও অংশ নিচ্ছে। আপনি এগুলোর রিপ্লাইও দিচ্ছেন৷ সেই কখন থেকে বলছি, বাধা দিচ্ছেন না। আসলে ব্যাপারটা কি একটু বুঝিয়ে বলবেন! তার সম্পাদনায় সমস্যা ছিল বলেই তো বাধা দেওয়া হয়েছে। নীতি কি সবার জন্য সমান নাকি কারো ক্ষেত্রে ছাড় দিতে হয়? আর নাকি আমার মন্তব্যকে ইগনোর করছেন কিছুইতো বুঝতে পারছি না। - ওয়াইস আলাপ ২১:২৪, ১৩ নভেম্বর ২০২০ (ইউটিসি)
- @Owais Al Qarni, ভাই উপেক্ষা করার কিছু নেই। তাকে বাধা দিলে তিনি নতুন আইপি দিয়ে সম্পাদনা করবে। একটা স্থির আইপি ঠিকানা থেকে হল তাঁর সকল সম্পাদনা অন্তত এক নজরে পরীক্ষা করতে পারি। আবার আমার একটা দোষ রয়েছে আমি সহজে কাউকে বাধা দিতে চাই না, বিশেষ করে যদি সে বাংলা উইকিতে সম্পাদনা করে। যাইহোক, তাঁকে বাধা দিতে হলে বৈশ্বিকভাবে দিতে হবে। দেখি কি করা যায়। আফতাবুজ্জামান (আলাপ) ২১:৫৫, ১৩ নভেম্বর ২০২০ (ইউটিসি)
- স্টুয়ার্ডদের জানানো হয়েছে। আফতাবুজ্জামান (আলাপ) ২২:১০, ১৩ নভেম্বর ২০২০ (ইউটিসি)
- ধন্যবাদ। তবে বিষয়টি সমাধান না হওয়া পর্যন্ত আপনাকে বিরক্ত করব, ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। এই ধরেন ২৪ ঘন্টা পর পর। - ওয়াইস আলাপ ২২:১৯, ১৩ নভেম্বর ২০২০ (ইউটিসি)
- আর সে এসব কিছুর উপর নজর রাখে আর আমাকে মেসেঞ্জারে নক দেয়। ব্লক করি না, কারণ সে মনে হয় এ পর্যন্ত আমাকে ১০০+ মেসেজ দিয়েছে একটিরও রিপ্লাই দিই নি, তাই মাথা ব্যাথাও নাই। আর কালকে তার ব্যাপারে আপনার আলাপ পাতায় মন্তব্য করার পর সে মেসেঞ্জারে নক দিয়েছিল। পরে ডিলিট করে দিয়েছে, তাই পড়তে পারি নি, মনে হয় “গালি” টাইপের কিছু একটা হবে। - ওয়াইস আলাপ ২২:২৪, ১৩ নভেম্বর ২০২০ (ইউটিসি)
- আপনাকে বিরক্ত করলে মেসেঞ্জারে অবরুদ্ধ করে রাখুন। আপনাকে আর তখন জ্বালাতন করার সুযোগ পাবে না। আফতাবুজ্জামান (আলাপ) ২২:৫১, ১৩ নভেম্বর ২০২০ (ইউটিসি)
- স্টুয়ার্ডদের জানানো হয়েছে। আফতাবুজ্জামান (আলাপ) ২২:১০, ১৩ নভেম্বর ২০২০ (ইউটিসি)
তালিকা
ভাই! pagepile.toolforge.org
সাইটে বিভিন্ন বিষয় সম্পর্কিত তালিকা কিভাবে পাব? — সাফী মাহফূজ বলুন ০৯:৫৫, ১৪ নভেম্বর ২০২০ (ইউটিসি)
- @Safi Mahfouz, বিভিন্নভাবে করা যেতে পারে। আমি https://petscan.wmflabs.org/ তে যেয়ে তালিকা বের করি। আফতাবুজ্জামান (আলাপ) ১৬:২২, ১৪ নভেম্বর ২০২০ (ইউটিসি)
আবেদন বিষয়ে
এখানে একটা আবেদন যোগ করেছিলাম আজ থেকে ২ সপ্তাহ আগে। - ওয়াইস আলাপ ০১:২৩, ১৫ নভেম্বর ২০২০ (ইউটিসি)
- @Owais Al Qarni, দেখেছি তবে সিদ্ধান্ত নিতে দ্বিধা হচ্ছে। ছবি আপলোড ছাড়া আমি আর কিছু দেখতে পাচ্ছি না (যেমন {{মিডিয়া পুনঃনামকরণ}} ব্যবহার করে অন্যদের ভুল সংশোধন করতে অনুরোধ করা)। আফতাবুজ্জামান (আলাপ) ০১:২৯, ১৫ নভেম্বর ২০২০ (ইউটিসি)
- @আফতাবুজ্জামান: এরকম করি না, কারণ এটা না করলেওতো চলছে। অধিকারটা চেয়েছিলাম সৌন্দর্য বৃদ্ধি করতে! - ওয়াইস আলাপ ০১:৩৩, ১৫ নভেম্বর ২০২০ (ইউটিসি)
ব্যবহারকারী:Bishal deb king
এই ব্যবহারকারীকে মানে জঙ্গলবাসীকে চোর পুলিশ খেলা থেকে মুক্ত করার কোন উপায় আছে কি? 43.245.123.199 (আলাপ) ১৮:০৩, ১৬ নভেম্বর ২০২০ (ইউটিসি)
ভালো আছেন তো?
আমি চলে এসেছি শহরবাসী (আলাপ) ১৩:১৪, ১৭ নভেম্বর ২০২০ (ইউটিসি)