বিধাননগর মহকুমা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

{{}}

বিধাননগর মহকুমা
স্থানাঙ্ক: ২২°৩৫′ উত্তর ৮৮°২৫′ পূর্ব / ২২.৫৮° উত্তর ৮৮.৪২° পূর্ব / 22.58; 88.42

বিধাননগর মহকুমা পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা একটি মহকুমা। এই মহকুমা বিধাননগর পৌরসংস্থা, নিউ টাউন ও রাজারহাট সমষ্টি উন্নয়ন ব্লক নিয়ে গঠিত। মহকুমার সদর বিধাননগর

এলাকা[সম্পাদনা]

২০১৫ সালের আগে বিধাননগর মহকুমা কেবলমাত্র সল্ট লেক (সাবেক বিধাননগর পৌরসভা) দ্বারা গঠিত ছিল। পরবর্তীকালে রাজারহাট-গোপালপুর পৌরসভা ও রাজারহাট সমষ্টি উন্নয়ন ব্লক বিধাননগর মহকুমার অন্তর্ভুক্ত হয় এবং রাজারহাট গোপালপুর পৌরসভা, বিধাননগর পৌরসংস্থার অন্তর্ভুক্ত হয়।

এই মহকুমার থানাগুলি হল পূর্ব বিধাননগর, উত্তর বিধাননগর, দক্ষিণ বিধাননগর, রাজারহাট, রাজারহাট নিউ টাউন, ইকো পার্ক, টেকনো, সাইবার ক্রাইম, বাগুইআটি, বিধাননগর মহিলা থানা ও নারায়নপুর থানা।

রাজারহাট সমষ্টি উন্নয়ন ব্লক[সম্পাদনা]

রাজারহাট সমষ্টি উন্নয়ন ব্লক ছয়টি গ্রাম পঞ্চায়েতে বিভক্ত। এগুলি হল: চাঁদপুর, রাজারহাট বিষ্ণুপুর-১, জনগ্রাহাতিয়ারা-২, পাথরঘাটা ও রাজারহাট বিষ্ণুপুর-২।[১] ২০১৫ সাল পর্যন্ত মহিষবাথান-২ গ্রাম পঞ্চায়েত রাজারহাট ব্লকের অন্তর্ভুক্ত ছিল, পরবর্তীকালে এটি বিধাননগর পৌর সংস্থার অন্তর্গত। এই ব্লকের শহরাঞ্চল রায়গাছি সেন্সাস টাউন নিয়ে গঠিত।[২] ব্লকটি রাজারহাট থানার অধীনস্থ।[৩] ব্লকের সদর রাজারহাট[৪]

বিধানসভা কেন্দ্র[সম্পাদনা]

ভারতের সীমানা পুনর্নির্ধারণ কমিশন সুপারিশ অনুযায়ী পশ্চিমবঙ্গের পরিবর্তিত বিধানসভা কেন্দ্র বিন্যাসে:[৫]

পাদটীকা[সম্পাদনা]

  1. উদ্ধৃতি ত্রুটি: <ref> ট্যাগ বৈধ নয়; blocdir নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি
  2. উদ্ধৃতি ত্রুটি: <ref> ট্যাগ বৈধ নয়; ctlist নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি
  3. উদ্ধৃতি ত্রুটি: <ref> ট্যাগ বৈধ নয়; distProfile নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি
  4. উদ্ধৃতি ত্রুটি: <ref> ট্যাগ বৈধ নয়; BDOaddresses নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি
  5. "Press Note, Delimitation Commission" (PDF)Assembly Constituencies in West Bengal। Delimitation Commission। পৃষ্ঠা 11,24। সংগ্রহের তারিখ ২০০৯-০১-১৪