হাসনাবাদ
হাসনাবাদ | |
---|---|
গ্রাম/বাজার | |
হাসনাবাদ অবস্থান (পশ্চিমবঙ্গ,ভারত) | |
স্থানাঙ্ক: ২২°৩৪′৩৯″ উত্তর ৮৮°৫৫′০৩″ পূর্ব / ২২.৫৭৭৫৪২° উত্তর ৮৮.৯১৭৩৬২° পূর্ব | |
দেশ | ভারত |
অঞ্চল | পূর্ব ভারত |
রাজ্য | পশ্চিমবঙ্গ |
জেলা | উত্তর চব্বিশ পরগনা |
মহকুমা | বসিরহাট মহকুমা |
সরকার | |
• শাসক | গ্রাম পঞ্চায়েত |
আয়তন | |
• মোট | ১.৫৯৪৫ বর্গকিমি (০.৬১৫৬ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ৩,৪১২ |
ভাষা | |
• সরকারি ভাষা | বাংলা, ইংরাজি |
সময় অঞ্চল | +৫:৩০ |
হাসনাবাদ হল পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার হাসনাবাদ সমষ্টি উন্নয়ন ব্লক-এর একটি গ্রাম ও গ্রাম পঞ্চায়েত। এই বাজার এলাকাটি ইছামতি নদী ও কাঠাখালি নদীর তীরে অবস্থিত। এখানে হাসনাবাদ সমষ্টি উন্নয়ন ব্লকের সদর দপ্তর অবস্থিত।[১]
ভূগোল উপাত্ত
[সম্পাদনা]হাসনাবাদ ২২.৩৫ ডিগ্রি উত্তর ও ৮৮.৫৫ ডিগ্রি পূর্বে অবস্থিত।[২]।সমুদ্র সমতল থেকে হাসনাবাদ ৭ মিটার উচু।
জনসংখ্যা
[সম্পাদনা]২০১১ সালের জন গননায় হাসনাবাদের মোট জনসংখ্যা হয়েছে ৩৪১২ জন।[৩] এর মধ্যে ১৮৬৩ জন পুরুষ ও ১৫৪৯ জন মহিলা।গ্রামটিতো মোট পরিবারের সংখ্যা ৮৫৬ টি।এই গ্রামে ৩২০ টি ০ থেকে ৬ বছরের শিশু রয়েছে।এর মধ্যে কন্যা শিশু ১৩৯ টি ও পুত্র শিশু ১৮১ টি।এখানে সাক্ষরতার হার ৮৫.৪৫ শতাংশ।এখানে কর্মক্ষম মানুষের সংখ্যা ১৫৩০ জন।
শিক্ষাব্যবস্থা
[সম্পাদনা]হাসনাবাদে উচ্চ বিদ্যালয় ও একাধিক প্রথমিক বিদ্যালয় রয়েছে।
- হাসনাবাদ ডিপি ইন্সটিটিউট
- হাসনাবাদ ডিপি এফ পি বিদ্যালয়
- হাসনাবাদ এফ পি বিদ্যালয়
- হাসনাবাদ নাগেন্দ্র এফ পি বিদ্যালয়
- হাসনাবাদ উচ্চ বিদ্যালয়।[৪]
যোগাযোগ
[সম্পাদনা]সড়ক
[সম্পাদনা]হাসনাবাদের মধ্যে দিয়ে রাজ্য সড়ক ২ বিস্তৃত। টাকি-হাসনাবাদ সড়ক ও একটি গুরুত্বপূর্ণ সড়ক এই এলাকার।হাসনাবাদ থেকে বসিরহাট, বারাসাত ও কলকাতার মধ্যে বাস পরিসেবা চালু রয়েছে।এছাড়া সল্প দূরত্বের জন্য রয়েছে অটোরিক্সা ও টোট পরিসেভা। হাসনাবাদের সঙ্গে হিঙ্গলগঞ্জের সরাসরি যোগাযোগ গড়ে তোলার লক্ষ্যে কাঠাখালি নদীতে কাঠাখালি সেতুর নির্মাণ কার্য চলছে।[৫][৬][৭][৮]
রেল
[সম্পাদনা]হাসনাবাদ রেলওয়ে স্টেশন [৯] হল কলকাতা শহরতলি রেল এর একটি টার্মিনাল স্টেশন যা বারাসত-হাসনাবাদ শাখায় অবস্থিত। এই স্টেশনটিতে ৩ টি প্লাটফর্ম রয়েছে। স্টেশনটি শিয়ালদহ থেকে ৭৫ কিলোমিটার ও বারাসত থেকে ৫২ কিলোমিটার দূরত্বে অবস্থিত। এটি হাসনাবাদ ও হাসনাবাদ এর পার্শ্ববর্তী এলাকাগুলোতে রেল পরিষেবা প্রদান করে থাকে। এই স্টেশন থেকে বারাসাত ও শিয়ালদহ লোকাল ট্রেন চলাচল করে। এই এলাকার মানুষের কাছে এই লোকাল ট্রেন কলকাতায় যাতায়াতের গুরুত্বপূর্ণ মাধ্যম হিসাবে বিবেচিত হয়।
জলপথ
[সম্পাদনা]এই এলাকার পূর্বে রয়েছে ইছামতি এবং দক্ষিণে কাঠাখালি নদী, ফলে এই এলাকার যোগাযোগ ব্যবস্থায় জলপথ খুবই গুরুত্বপূর্ণ মাধ্যম। হাসনাবাদ থেকে কাঠাখালি নদীতে ফেরি চলাচল করে হিঙ্গলগঞ্জে চলাচল করার জন্য।
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "হাসনাবাদের মানচিত্র"।
- ↑ "Hasnabad Map — Satellite Images of Hasnabad"।
- ↑ "হাসনাবাদের জনসংখ্যা (২০১১)"।
- ↑ "List of Schools in Hasnabad (North Twenty Four Pargana), West Bengal"।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "বার বার বাধা সেতু তৈরিতে"।
- ↑ "থাম কেটে নতুন করে তৈরি করা হচ্ছে সেতু"। আনন্দবাজার প্রত্রিকা। সংগ্রহের তারিখ ৭ মার্চ ২০১৭।
- ↑ "নিষ্প্রদীপ বেহাল সেতু, বাড়ছে দুষ্কৃতীদের উপদ্রব"। আনন্দবাজার প্রত্রিকা। সংগ্রহের তারিখ ৭ মার্চ ২০১৭।
- ↑ {সংবাদ উদ্ধৃতি|title =নৌকা চলে না, সেতুর দাবিতে নদীতে নেমে বিক্ষোভে বাসিন্দারা | url=http://archives.anandabazar.com/archive/1131223/23pgn1.html }}
- ↑ "ট্রেনের দেরিতে স্টেশনে ভাঙচুর, মারে জখম ১৫-শিয়ালদহ থেকে বিকেল ৫টা ৫৮ মিনিটে ছাড়া হাসনাবাদগামী ইছামতী প্যাসেঞ্জার প্রায় এক ঘণ্টা দেরিতে"।