বিষয়বস্তুতে চলুন

কবীন্দ্র পুরকায়স্থ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

কবীন্দ্র পুরকায়স্থ (জন্ম ১৫ ডিসেম্বর ১৯৩১ [] ) ভারতের একজন প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। তিনি ১৯৯৮ থেকে ১৯৯৯ সাল পর্যন্ত অটল বিহারী বাজপেয়ী সরকারের যোগাযোগ প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ভারতের আসামে ভারতীয় জনতা পার্টির একজন সিনিয়র নেতা।

তিনি ১৯৩১ সালে বাংলাদেশের সিলেট জেলার কামারখালে জন্মগ্রহণ করেন এবং গৌহাটি বিশ্ববিদ্যালয়ে এমএ অধ্যয়ন করেন।

১৯৯১ সালে আসামের শিলচর কেন্দ্র থেকে তিনি প্রথম লোকসভায় নির্বাচিত হন। ১৯৯৮ সালে তিনি একই কেন্দ্র থেকে লোকসভায় পুনঃনির্বাচিত হন। ২০০৯ সালে, তিনি পঞ্চদশ লোকসভায় নির্বাচিত হন, শিলচর থেকে কংগ্রেস- এর হেভিওয়েট প্রার্থী সন্তোষ মোহন দেব এবং AUDF- এর বদরুদ্দিন আজমলকে পরাজিত করেন। কিন্তু ২০১৪ সালের এলএস-নির্বাচনে, মোদী-তরঙ্গ তার পক্ষে থাকা সত্ত্বেও সন্তোষ মোহন দেবের কন্যা সুস্মিতা দেব (আইএনসি) এর কাছে তিনি পরাজিত হয়েছেন।

মন্তব্য

[সম্পাদনা]
  1. "Fifteenth Lok Sabha members bioprofile - Shri Kabindra Purkayastha"। Lok Sabha website। সংগ্রহের তারিখ ১৪ মার্চ ২০১০ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]